You are here
Home > অনলাইন ইনকাম > ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার কোনটি?

ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার কোনটি?

ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার কোনটি

ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি, প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার কোনগুলো, অ্যানিমেশন ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যার সবচেয়ে কার্যকরী! যারা ফিউচারে একজন ভিডিও এডিটর হিসেবে অনলাইন প্লাটফর্মে কাজ করতে চাচ্ছেন ওই সকল অডিয়েন্স বন্ধুদের জিজ্ঞাসিত প্রশ্ন এগুলো।  

আর তাই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানাবো– ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি এবং কোন কোন সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, আবার ওই সকল সফটওয়্যার গুলোর মধ্যে কোন সফটওয়্যার গুলো ফ্রিতে ব্যবহার করা যায় সে সম্পর্কে আরো বিস্তারিত। 

তো পাঠক বন্ধুরা, আসুন ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি তা জানি এবং উক্ত সফটওয়্যার টি ব্যবহার করে কিভাবে ভিডিও এডিট করতে হয় সে সম্পর্কেও জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলি। তবে আপনি চাইলে এর পাশাপাশি আরও জেনে নিতে পারেন– টিক টক ভিডিও এডিট করার সফটওয়্যার এবং লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সমূহ সম্পর্কে। 

ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি 

ভিডিও এডিটিং এর জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার মনে হয় সবচেয়ে ভালো সফটওয়্যার গুলো এডোবি প্রিমিয়ার প্রো, ফিল্মোরা এবং ক্যাপকাট। তবে হ্যাঁ, আপনি যদি ভিডিও এডিটিং এর জন্য অন্যান্য আরো যে সকল সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটি সম্পর্কে ভালোভাবে জানেন তাহলে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। 

মূলত এই কারণে প্রত্যেকটা ভিডিও এডিটিং সফটওয়্যার কে ভালো করা যায়। আর তাই ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি এটা আপনার কাজের ক্যাপাসিটি এবং স্কিলস এর ওপর নির্ভর করছে। তবে জনপ্রিয়তার দিক থেকে যদি জানতে চান যে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ব্যবহার্য এবং সবচেয়ে পরিচিত সফটওয়্যার গুলো কোনটি কোনটি। তাহলে বলবো– ক্যামটাসিয়া, ফিল্মোরা, ইনশর্ট, কাইনমাস্টার, এডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো। 

যাইহোক এখন আসুন জেনে নেই– জানা-অজানা এমন বেশ কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার এর নাম। অতঃপর আরো ভালোভাবে জানি সবচেয়ে জনপ্রিয় বাছাইকৃত ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত। তবে আপনি চাইলে এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে আরো পড়ে আসতে পারেন ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার সম্পর্কিত পোস্টটি। 

ভিডিও এডিটিং সফটওয়্যার এর নাম | ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড

ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার কোনটি

এ পর্যায়ে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার এর তালিকা সংযুক্ত করছি। যে তালিকাটি থেকে আপনি প্রায় কুড়ি প্লাস ভিডিও এডিটিং সফটওয়্যার এর নাম জানতে পারবেন। 👇

  • uncheckedAdobe Premiere Pro
  • uncheckedFilmora
  • uncheckedCamtasia
  • uncheckedAdobe After Effects
  • uncheckedWindows movie Maker 
  • uncheckedOpen short 
  • uncheckedHitFilm Express 
  • uncheckedShortcut 
  • uncheckedClip camp 
  • uncheckedApple imovie
  • uncheckedFinal Cut Pro X
  • uncheckedDaVinci Resolve
  • uncheckedSony Vegas Pro
  • uncheckedAvid Media Composer
  • uncheckedBlender 
  • uncheckedLightworks
  • uncheckedCyberLink powerdirector 365
  • uncheckedKine master 
  • uncheckedMovavi video editor Plus 
  • uncheckedMagisto maker 
  • uncheckedMagix Vegas Pro
  • uncheckedPinnacle Studio
  • uncheckedCorel VideoStudio
  • uncheckedOlive Video Editor
  • uncheckedApple Final Cut Pro
  • uncheckedKdenlive

এছাড়াও এর বাহিরে আরো অসংখ্য ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে। যেগুলো আপনি সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। কিন্তু সবার আগে এটা জানতে হবে এর মধ্যে থেকে ভিডিও এডিটিং সফটওয়্যার কোনগুলো ফ্রিতে ব্যবহার করা যায় এবং কোনগুলো ব্যবহারের জন্য পে করার প্রয়োজন পড়ে। 

ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার | ভিডিও এডিটিং সফটওয়্যার free download

ফ্রী ভিডিও এডিটিং সফটওয়্যার এর তালিকায় যে সকল সফটওয়্যার অবস্থান করছে তাদের নাম সাজেস্ট করব আলোচনার এ পর্যায়ে। যেগুলো আপনি প্র্যাকটিসের কারণে প্রথম অবস্থায় ব্যবহার করতে পারবেন। আর তাছাড়াও প্রফেশনাল ভিডিও তৈরিতেও এই সফটওয়্যার গুলো সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। তাই জেনে নিন ফ্রি কিছু এডিটিং সফটওয়্যার এর নাম এবং এখনই ব্যবহার করুন উক্ত সফটওয়্যার গুলো। 

ফ্রী ভিডিও এডিটিং সফটওয়্যার এর তালিকা 

  • Apple iMovie (অ্যাপল আইমুভি)
  • Open shot (ওপেন শট)
  • VSDC Free Video Editor (ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটর)
  • Clipchamp ( ক্লিপ কাম্ব)
  • Shortcut (শর্টকাট)
  • LightWorks (লাইট ওয়ার্কস)
  • Hitfilm Express (হিট ফিল্ম এক্সপ্রেস)
  • Apple Final Cut Pro (অ্যাপেল ফাইনাল কাট প্রো)
  • Video Grabber (ভিডিও গ্রাব্বার)
  • Blender (ব্লেন্ডার) 

আরো দেখুন– টিক টক ভিডিও এডিট করার সফটওয়্যার এবং লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সমূহ.

প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার | ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যার

তো অডিয়েন্স বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি এবং প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার এর নাম উল্লেখ করেছি। এ পর্যায়ে আমরা উক্ত বাছাইকৃত প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করব। তাই নিজের অংশটুকু পড়তে পারেন এবং আরও জেনে নিতে পারেন ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কিত বহু বিকশিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর। 

এডোবি প্রিমিয়ার প্রো 

প্রফেশনাল ভিডিও মেকিং সফটওয়্যার এর নাম নিতেই এডোবি প্রিমিয়ার প্রো নামটি উঠে আসে। এটি মূলত একটি পেইড সফটওয়্যার। তবে যাই হোক না কেন এই সফটওয়্যার ব্যবহার করে দুর্দান্ত ভিডিও এডিট করা যায়। সত্যি বলতে ক্রিয়েটিভ লেআউট এর কারনে এত বেশি জনপ্রিয়। 

আপনি যদি ভিডিও মেঘ করতে চান অর্থাৎ এডিট করতে চান তাহলে নিজের ক্রিয়েটিভ দক্ষতা প্রয়োগ করতে পারবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে। এটি একটি স্থায়ী পেশা তৈরি করতে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। আর মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি সম্পূর্ণভাবে ব্যবহার করতে জানেন তাহলে বিভিন্ন প্রকারের প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। 

কেননা এই এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করে ফিল্ম টেলিভিশন শো, ভিডিও মিউজিক, ডকুমেন্টারি বাণিজ্যিক ব্যস্ততার মিডিয়া মার্কেটিং কন্টেন্ট এডিট করা হয়ে থাকে। আর তাই নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে সেগুলো ভিডিও আকারে প্রকাশ করতে দেরি না করে এখনই এডোবি প্রিমিয়ার সফটওয়্যার টি ব্যবহার করে দেখুন। 

গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সফটওয়্যার এর সহজ ইন্টারফেস, প্রয়োজনীয় টুল স এবং অসংখ্য মাল্টিকেম অ্যাঙ্গেল ব্যবহারের সুবিধা আপনার অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক আপনি যদি চান তাহলে ফ্রি ট্রায়াল হিসেবেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহারের জন্য এবং এডোবি প্রিমিয়ার প্রো কিনতে এখনই ভিজিট করতে পারেন সাজেস্টকৃত লিংক টি। 

ফিল্মোরা 

শুরুর দিকে ভিডিও এডিটিং সফটওয়্যার ফিল্মরা ফ্রিতে ব্যবহার করা যেত। কিন্তু নতুন নতুন বিভিন্ন ফিচার যুক্ত হওয়ার কারণে পরবর্তীতে এই সফটওয়্যার টি পেইড হয়ে যায়। তবে আপনি ফ্রি ট্রায়াল হিসেবে শুরুর দিকে ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 

যাইহোক সব সময়ের জন্য যদি ভিডিও তৈরি করতে চান এবং ভিডিও এডিটিং প্রফেশনাল ভাবে শিখতে চান তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে সেরা ফিল্মোরা সফটওয়্যার। যার রয়েছে একাধিক সুবিধা। আর ফিল্মোরা আপনি কম্পিউটার এবং মোবাইল ফোন উভয়তেই ব্যবহার করতে পারবেন। অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর থেকে ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার্য জিনিস এবং বিভিন্ন ফিচার এর সিস্টেম অনেক বেশি সহজ এটিতে। 

আর তাই যারা নতুন নতুন ভিডিও এডিটিং এর কাজ শিখতে আসছেন তাদের জন্য ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হতে পারে ফিল্মোরা নামের এই সফটওয়্যারটি। যেটা আমি টুকটাক ভিডিও তৈরি করার কাজে নিজেও ব্যবহার করি এবং আমার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে এটা নিশ্চিত হয়ে বলতে পারি– যদি আপনি ফিলমোরা ব্যবহার করতে জানেন তাহলে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন।

ক্যামটাশিয়া 

আমার লাইফে যখন আমি প্রথম ভিডিও তৈরি করেছিলাম অর্থাৎ প্রথম ভিডিও এডিটিং করেছিলাম তখন আমাকে সহযোগিতা করেছিল ক্যামটাশিয়া নামের এই সফটওয়্যারটি। যাই হোক অনেক অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার এর মধ্যে ক্যামটাসিয়াও বেশ জনপ্রিয়।

এমনকি সময়ের সাথে সাথে এই সফটওয়্যার এর ব্যবহার বাড়তে চলেছে। আর তাই দ্রুত এবং সহজ ভিডিও সম্পাদন সফটওয়্যার হিসেবে আজী ব্যবহার করতে পারেন এটি। নিশ্চিত হয়ে এটা বলতে পারি ক্যামটেসিয়া দিয়ে দ্রুত এবং সহজে পেশাদার মানের ভিডিও তৈরি করতে পারবেন আপনি সেই সাথে আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে পারবেন। 

সাইবার লিংক পাওয়ারডাইরেক্টর ৩৬৫ 

বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হিসেবে পরিচিত মুখ CyberLink PowerDirector 365, যেটা একবার কিনে সারা জীবন ব্যবহার করা যায় মানে পরবর্তীতে নতুন করে কোন সাবস্ক্রিপশন টাকা খরচ করে কেনার প্রয়োজন পড়ে না। 

যাই হোক এই ভিডিও এডিটিং সফটওয়্যারটির রয়েছে একাধিক সুবিধা, যেমন ভিডিও এডিট এর জন্য বেশ কিছু ইফেক্ট এবং এই আই টুলস ব্যবহারের সিস্টেম রয়েছে সেখানে, প্রজেক্ট খুব দ্রুত ডেন্ডার করা যায় স্ক্রিন রেকর্ডিং করা যায় সেই সাথে মাল্টিকেম এবং মোশন ট্র্যাকিং করা সম্ভব হয়। 

কিন্তু একটা অসুবিধাও রয়েছে, আর এই অসুবিধা মূলত শুরুর দিকে অর্থাৎ যখন আপনি আনপ্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে ব্যবহার করবেন ঠিক তখন দেখা দেবে। প্রথমদিকে বুঝতে অনেক বেশি অসুবিধা হয়  CyberLink PowerDirector 365 ভিডিও এডিটিং সফটওয়্যার। 

কাইন-মাস্টার

ইউটিউব ফেসবুক বিভিন্ন শর্ট ভিডিও তৈরি জন্য লোকমুখে সবচেয়ে প্রচারিত এবং জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ টাইম মাস্টার। যেটা আপনি ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন। যাইহোক সবদিক বিবেচনা করে প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে আমরা এ সফটওয়্যারটি ব্যবহারের জন্য সাজেস্ট করছি। 

আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান কাইনমাস্টার কিভাবে ব্যবহার করতে হয় এবং এই সফটওয়্যারটি ব্যবহার করে কোন ধরনের ভিডিও তৈরি করা সম্ভব হয় তাহলে বলব ইউটিউব ভিডিও দেখুন। কেননা এ সম্পর্কে অসংখ্য ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। 

যাই হোক, তো অডিয়েন্স বন্ধুরা– আশা করছি ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি এই প্রশ্নের সমাধান মিলেছে আমাদের উল্লেখিত আলোচনার মাধ্যমে। তো এখন আসুন জেনে নেই জনপ্রিয় হাতি গোনা কয়েকটি মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার এর নাম অর্থাৎ ভিডিও এডিটিং অ্যাপস এর নাম সমূহ। 

মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস 

জনপ্রিয় ভিডিও এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হলো —

  • ফিল্মোরাগো– ফ্রি ভিডিও এডিটর 
  • এডোবি প্রিমিয়ার ক্লিপ 
  • পাওয়ার ডাইরেক্টর 
  • Viva ভিডিও-এডিটর এন্ড ফটো মুভি 
  • কুইক ভিডিও এডিটর 
  • কাইনমাস্টার প্রো 
  • Magisto -এডিটর এন্ড স্লাইড শো মেকার 
  • Splice – ফ্রি ভিডিও এডিটর 
  • Mojo – স্টোরিস অ্যান্ড রীলস মেকার 
  • লাইটরুম ফটো এন্ড ভিডিও এডিটর 
  • Videoshow 
  • Vizmato 
  • Inshot 
  • Videoshop 
  • Vimeo creatore সহ প্রভৃতি 

তো অডিয়েন্স বন্ধুরা, ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি, ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা যায়, ভিডিও এডিটিং এর জন্য কোন দুটি সফটওয়্যার অবশ্যই জরুরি, মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য কোন কোন সফটওয়্যার কার্যকরী এবং ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার কোনগুলো! 

আশা করছি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা অবগত হয়েছেন। এর বাহিরে যদি আরো কোন প্রশ্ন থাকে ভিডিও এডিটিং সংক্রান্ত তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। পাশাপাশি ফ্রিল্যান্সিং থেরাপি ডট কম এর অন্যান্য পোস্ট গুলো পড়ে জানুন যে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 

Also Read:

Facebook Comments

Leave a Reply

Top