You are here
Home > ফ্রিল্যান্সিং ক্যারিয়ার > মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি (সঠিক উত্তর ও ব্যাখ্যা)

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি (সঠিক উত্তর ও ব্যাখ্যা)

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি, সচরাচর mcq প্রশ্ন আকারে এই প্রশ্নটি আইসিটি সাবজেক্টে এসে থাকে। কখনো বা চাকরির পরীক্ষায় কিংবা ভাইভা পরীক্ষায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাই জেনে রাখা জরুরী মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি সে সম্পর্কে অল্প বিস্তর খুঁটিনাটি। 

সুপ্রিয় পাঠক বন্ধুরা, আজ আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি সে বিষয়ে জানানোর পাশাপাশি আরও জানাবো, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির প্রোগ্রাম, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার ব্যবহার এবং কম্পিউটারের মাল্টিমিডিয়া দ্বারা ইন্টার এক্টিভ অভিজ্ঞতা বোঝার উপাদান সমূহ সম্পর্কে এ টু জেড।

তাই আপনি যদি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি, এর ইকজ্যাক্ট উত্তর জানতে চান তাহলে নিচে দেখুন। সেই সাথে আমাদের ওয়েবসাইট থেকে আরো পড়তে পারেন–  ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার সমূহ সম্পর্কিত পোস্ট। 

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?

সাধারণত এমসিকিউ প্রশ্ন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়–

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম নিচের কোনটি?

ক. মায়া

খ. ডিরেক্টর

গ. প্রিমিয়ার

ঘ. ফটোশপ

সঠিক উত্তর– খ – ডিরেক্টর

মূলত মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির জন্য প্রোগ্রাম ডিরেক্টর একটি মৌলিক সংকেতক, যেটা সফটওয়্যার প্রকৃতিতে ব্যবহৃত হয়। সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্ট এর উন্নয়নের তাগিদে ডিরেক্টর প্রোগ্রাম সহায়তা করে।

এক কথায়– প্রজেক্ট পরিকল্পনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, সম্প্রচার এবং সম্পাদনা, মাল্টিমিডিয়া প্রকল্পে দক্ষ দলের নিয়োগ এবং তাদের সহায়তা করা, পাশাপাশি সময়সূচি পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে ডিরেক্টর প্রোগ্রাম। 

তবে এর পাশাপাশি– মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করার জন্য কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ও টুলস রয়েছে। যেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা উক্ত প্রোগ্রামিং ভাষা এবং টুলস এর সঙ্গে পরিচয় করাচ্ছি। নিচে দেখুন প্রোগ্রামিং ভাষা এবং সাধারণভাবে ব্যবহৃত টুলস সমূহ কি কি!

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি

১. জাভা (Java): জাভা একটি বিশেষভাবে উচ্চ-স্তরের এবং সহজে প্রোগ্রামিং করা যায় এমন একটি প্রোগ্রামিং ভাষা। আর সচরাচর মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তৈরির জন্য JavaFX ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। 

২. সি প্লাস প্লাস (C++): এটি আরও একটি উচ্চ-স্তরের প্রোগ্রামিং ভাষা, যা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ মাল্টিমিডিয়া বিন্যাস এবং প্রস্তুতি জন্য ব্যবহার করা SDL বা OpenGL প্রোগ্রামিং ইন্টারফেস।

৩. পাইথন (Python): পাইথনও এক ধরনের প্রোগ্রামিং ভাষা, যা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ মিউজিক এবং ভিডিও প্লেয়ার এবং গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরির জন্য পাইথনের বিভিন্ন লাইব্রেরি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন– Tkinter বা Pygame. 

৪. সি শার্প (C#): সি শার্প একটি মাইক্রোসফট ডটনেট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা, আর এটিও মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়, উদাহরণস্বরূপ ওয়িন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং Unity ইঞ্জিনে গেম ডেভেলপমেন্ট। 

৬. হ্যালিড (Haskell): হ্যালিড একটি ফাংশনাল প্রোগ্রামিং ভাষা, যা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়, সাধারণত স্পেস এবং গ্রাফিক ফাংশনে ব্যবহৃত হয় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 

তো যাই হোক, আপনি যদি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম সম্পর্কিত mcq প্রশ্নের সঠিক উত্তর দিতে চান তাহলে সর্বদা মনে রাখুন এর সঠিক উত্তর হবে ডিরেক্টর। তবে অবশ্যই অপশন গুলো মাথায় রাখবেন। সেই সাথে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম ডিরেক্টর কি ধরনের সফটওয়্যার এ সম্পর্কে জানতে হলে নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়বেন। 

আমরা মূলত আলোচনার এ পর্যায়ে ধারাবাহিকভাবে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং কুয়েরি সম্পর্কে আলোচনা করব। যেগুলো মাঝেমধ্যেই অডিয়েন্সরা সার্চ করে থাকেন গুগল ক্রোম ব্রাউজারে। আশা করছি আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার সহ আইসিটি বিষয়ক আরো যে সকল টপিক নিয়ে বর্ণনা করছি সেগুলো আপনার স্টুডেন্ট লাইফ এবং চাকরির জীবনে কাজে লাগবে। 

আরো পড়ুন– মোবাইলের ভাইরাস ডিলেট করার সফটওয়্যার এবং ভিডিও গান ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত।

ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি?

ইন্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি mcq, নিচের কোনটি মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট টুলস কোনটি, ইন্টারঅ্যাকটিভ কম্পিউটিং কি, ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া উদাহরণ, এ প্রশ্নগুলো সাধারণত সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে, এমনকি আইসিটি সাবজেক্টে বিরাম চিহ্ন আকারে দেওয়া হয়। 

এক্ষেত্রে প্রশ্নটি যদি এমন হয়– নিচের কোনটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া?

অপশন হিসেবে থেকে থাকে–

ক. ই-বুক

খ. রেডিও

গ. টেলিভিশন

ঘ. ভিডিও গেম

সঠিক উত্তর হবে– ঘ – ভিডিও গেম

আর হ্যাঁ, ইন্টারেক্টিভ কম্পিউটিং হচ্ছে–এক ধরনের সিস্টেম, অর্থাৎ এক ধরনের সফটওয়্যার, যেটা রান করার পরে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায় এবং ইউজারের সাথে ইন্টার একশনে যাওয়া যায়। ইনটারেক্টিভ কম্পিউটিং বিষয়টা যতটা শুনতে কঠিন ততটা কঠিন নয় বরং এর আন্ডার লাইং কনসেপ্ট অনেক বেশি সিম্পল। 

আর আপনি যদি মাল্টিমিডিয়া সম্পর্কে সার্চ করেন অথবা মাল্টিমিডিয়ার প্রকারভেদ জানতে চান তাহলে এটা জানতে পারবেন যে– ইন্টার এক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে মাল্টিমিডিয়ার প্রধান দুটি ভাগের একটি অংশ। আমরা জানি মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু, এবং মিডিয়া শব্দের অর্থ মাধ্যম বা সোর্স। অতএব মাল্টিমিডিয়ার শব্দের অর্থ বহু মাধ্যম এমনই বোঝায়। 

আর এই মাল্টিমিডিয়া প্রধানত দুই ভাগে বিভক্ত। এর প্রকারভেদ দুইটি হচ্ছে–

  1. লিনিয়ার
  2. নন লিনিয়ার

এই দুইটির আবার আলাদা আলাদা ভাগ রয়েছে। নিশ্চয়ই এখন আপনার এটা জানতে ইচ্ছে হচ্ছে যে লিনিয়ার মাল্টিমিডিয়া বলতে আসলে কি বোঝায়? মূলত যে সকল মাল্টিমিডিয়া সময়ের উপর নির্ভরশীল তাদেরকে লিনিয়ার মাল্টিমিডিয়া বলে, যেমন অডিও ভিডিও। 

অন্যদিকে যে সকল মাল্টিমিডিয়া সময়ের উপর নির্ভরশীল নয় তাদেরকে নন লিনিয়ার মাল্টিমিডিয়া বলা হয়। যেমন লেখা, টেক্সট, ইমেজ। আর এই নন লিনিয়ার মাল্টিমিডিয়াকে আবার দুটি অংশে বিভক্ত করা হয় একটি হচ্ছে হাইপার মিডিয়া অন্যটি ইন্টার এক্টিভ মাল্টিমিডিয়া। 

হাইপার মিডিয়ার ব্যবহার সাধারণত ইন্টার নেটের ওয়েবসাইট গুলোতে ব্যবহার হয়ে থাকে অন্যদিকে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া সর্বাধিক ব্যবহৃত হয়। আর এই ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ায় একজন ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে সর্বাধিক। কোন ছবি ভিডিও ইমেজ বা শব্দ নিজের ইচ্ছামত নিয়ন্ত্রণ করা যায় সহজেই। অতএব ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া গুলো হচ্ছে ওই সকল জিনিস যেগুলো নিজের কন্ট্রোলে রাখা যায়। 

আর এই ধরনের পর নিশ্চয়ই বুঝতে পারছেন ই-বুক, টেলিভিশন রেডিও এবং ভিডিও গেম এই চারটি অপশন এর মধ্যে কেন ভিডিও গেম ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হিসেবে নির্বাচিত হচ্ছে। আরো দেখুন– তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি.

মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কী বলে | মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির প্রোগ্রাম কোনটি?

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরীর প্রোগ্রামকে কি বলে? এক্ষেত্রে অপশন যদি থেকে থাকে–

ক. এডোবি ফটোশপ

খ. এডোবি প্রিমিয়ার

গ. ডিরেক্টর

ঘ. এডোবি ইলাস্ট্রেটর

সঠিক উত্তর হবে– ক. এডোবি ফটোশপ। 

কেননা এডোবি ফটোশপ হচ্ছে একটি প্রযুক্তিগত গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার, যেটা এডোবি সিস্টেম দ্বারা তৈরি।  আর বর্তমানে ইন্টারনেট জগতে হাজার হাজার ফটো এডিটিং সফটওয়্যার থাকলেও এডোবি ফটোশপের প্রতিদ্বন্দ্বী প্রায় নেই বললেই চলে। এর কারণ এডোবি ফটোশপের বিভিন্ন ফিচার এবং টুল এর ব্যবহার। 

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির প্রোগ্রাম এডোবি ফটোশপ হওয়ার কারণ, এর মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন পাশাপাশি ফটোশপ দিয়ে হাজারো কাজ করা যায়। এ পর্যায়ে আমরা এমন দশটি চাকরির নাম উল্লেখ করছি যেগুলোতে photoshop এর প্রয়োজন পড়ে। সে চাকরিগুলো হচ্ছে–

  • ফটোগ্রাফি
  • মার্কেটিং ম্যানেজমেন্ট
  • ডিজাইনার
  • Interective developer
  • গ্রাফিক্স আর্টিস্ট
  • ফ্রান্স ফটোগ্রাফার
  • ওয়েব ডেভেলপার
  • সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট এবং গ্রাফিক্স ডিজাইনার।

আরো পড়ুন– মোবাইল দিয়ে কি কি করা যায়

কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্ট তৈরি করা যায়?

বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় mcq প্রশ্ন আকারে দেওয়া হয়ে থাকে– কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্টস তৈরি করা যায় ?

এক্ষেত্রে সচরাচর অপশন হিসেবে থাকে–

ক. অথর

খ. ফটোশপ

গ. ডেটাবেজ

ঘ. পাওয়ারপয়েন্ট

সঠিক উত্তর হবে– ফটোশপ

মাল্টিমিডিয়া সফটওয়্যার সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

১. ডিরেক্টর কি ধরনের সফটওয়্যার?

✓ ডিরেক্টর সফটওয়্যার এর ধরন অথরিং। অতএব ডিরেক্টর কি ধরনের সফটওয়্যার যদি mcq প্রশ্ন আকারে এসে থাকে তাহলে সঠিক উত্তর হিসেবে প্রদান করবেন অথরিং। 

২. পিকাসা ইমপ্রেস কি ধরনের প্রোগ্রাম?

✓ পিকাসা হলো ডিজিটাল চিত্র সংগঠন এবং সম্পাদনা করার জন্য একটি চিত্র সংগঠক এবং ইমেজ ভিউয়ার , যাকে চিত্র প্রদর্শকও বলা হয়। এছাড়াও এটি একটি সমন্বিত ফটো শেয়ারিং ওয়েবসাইট, যা মূলত লাইফস্কেপ নামে একটি কোম্পানি কর্তৃক ২০০২ সালে নির্মিত হয়।  

৩. আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?

✓ আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হচ্ছে সিনেমা। সাধারণত এই প্রশ্নটি mcq আকারে আসলে অপশন হিসেবে থেকে থাকে– সিনেমা, টেলিভিশন, ভিডিও এবং রেডিও। আর আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ এর সঠিক উত্তর সিনেমা

কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বোঝায় তার উপাদান কয়টি

৪. মাল্টিমিডিয়া প্রোগ্রাম কোনটি |মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে?

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম হচ্ছে ডিরেক্টর, অন্যদিকে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে এই এমসিকিউ প্রশ্নটির ক্ষেত্রে আফসান হিসেবে যদি থাকে–

  • বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
  • বাজারের হিসাব করতে
  • এডমিশন চলচ্চিত্র তৈরিতে
  • ক্রিকেট খেলার রান হিসাব করতে

তাহলে টিক চিহ্ন হিসেবে চিহ্নিত করবেন এডমিশন চলচ্চিত্র তৈরিতে এই অপশনটি। কেননা এনিমেশন প্রেজেন্টেশন ইত্যাদি এই মাল্টিমিডিয়া গুলো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর সাহায্যে তৈরি করা হয়। 

৫. ফটোশপ কি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

✓ হ্যাঁ, ফটোশপ হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। আর এডোবি প্রিমিয়ার বা এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার, যা দিয়ে একটি চমৎকার কনটেন্টস তৈরি করা যায়। কিন্তু আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম বলবো ডিরেক্টরকে, যার সাহায্যে প্রিমিয়ার বা ফটোশপে তৈরি করা মিডিয়াগুলোকে মিলিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। 

তো অডিয়েন্স বন্ধুরা, এই ছিল আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি এই টপিক সম্পর্কিত আজকের আলোচনা। আশা করছি আমাদের গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনি বেশ কিছু এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান জেনেছেন। তো যদি আমাদের লেখা পোস্টগুলো ভালো লাগে তাহলে ফ্রিল্যান্স থেরাপি ডট কম ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Facebook Comments

Leave a Reply

Top