You are here
Home > ওয়েবসাইট > ওয়েবসাইট এর কাজ কি | ওয়েবসাইট এর ব্যবহার

ওয়েবসাইট এর কাজ কি | ওয়েবসাইট এর ব্যবহার

ওয়েবসাইট এর কাজ কি

ওয়েবসাইট এর কাজ কি, ওয়েবসাইট এর ব্যবহার কি, মূলত কি কি কারণে ওয়েবসাইট এর প্রয়োজন পরে? খুবই সাধারণ কিছু প্রশ্ন এগুলো। অনেকেই রয়েছেন যারা এখনো পর্যন্ত ওয়েবসাইট সম্পর্কে জানেন না। হয়তো লোকমুখে শুনেছেন অথবা ফেসবুক গ্রুপ কিংবা অন্য কোন সোর্স থেকে জেনেছেন– ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায়।

কিন্তু প্রশ্ন হলো– ওয়েবসাইট মানে কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা গুলোই বা কি কি! সেসকল বিষয় সম্পর্কেই আমরা এ টু জেড আলোচনা করব আজকের এই নিবন্ধনটিতে। তো পাঠক বন্ধুরা– ওয়েবসাইট এর কাজ কি এবং কিভাবে ওয়েবসাইট কাজ করে ও ওয়েবসাইট এর ব্যবহার সম্পর্কিত খুঁটিনাটি বিষয় জানতে পড়তে থাকুন আমাদের আজকের এই আর্টিকেলটি। 

ওয়েবসাইট কি?

খুবই সহজ ভাবে বললে বলা যায়– ওয়েবসাইট হলো ইন্টারনেটে একটি ডিজাইন করা পেজ বা ওয়েব পোর্টাল। যেখানে বিভিন্ন ধরনের তথ্য, প্রয়োজনীয় লিংক, ছবি, ভিডিও, অ্যাপ্লিকেশন ইত্যাদি উপস্থিত থাকে। 

আবার আরেকটু অন্যভাবে বললে বলা যায়– ওয়েবসাইট হলো, ইন্টারনেটে একটি অনলাইন প্লাটফর্ম যেখানে ইনফরমেশন, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং ইন্টারেক্টিভ সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। যেখানে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এক্সেস করা যায়। কেননা ওয়েবসাইট ব্যবহারকারীদের ইন্টারনেটে সার্চ, প্রবেশ এবং তথ্য অনুসন্ধানের জন্য সুযোগ প্রদান করে। 

ওয়েবসাইট কাকে বলে?

ওয়েবসাইট কাকে বলে

ওয়েবসাইট হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাতে অনেকগুলো ওয়েব পেজ একসঙ্গে একত্রিত করে রাখা হয় এবং ওই পেজগুলো থেকে সংগ্রহ করা যায় বিভিন্ন ইনফরমেশন, মাল্টিমিডিয়া কনটেন্ট অডিও-ভিডিও, ছবি, এপ্লিকেশন সহ প্রভৃতি। 

আর ইতোমধ্যে আমরা উল্লেখ করেছি– ওয়েবসাইট ইন্টারনেটে তৈরিকৃত একটি অনলাইন প্লাটফর্ম। আর  এর উপর ভিত্তি করে বলা যায়–  ইন্টারনেটে সাধারণভাবে একটি ডিজাইন করা ও প্রোগ্রামিং কোডের সম্মিলিত সেটকেই ওয়েবসাইট বলে। যেখানে রেখে দেওয়া কিছু ডকুমেন্ট, অডিও, ভিডিও, ফটো, বিভিন্ন ফাইল যেগুলো ইন্টারনেট ব্যবহার করে এক্সেস করতে পারি। 

কিন্তু এখন কথা হচ্ছে– ওয়েবসাইট মানে কি? ওয়েবপেজ এবং ওয়েবসাইটের মধ্যে কি কোন পার্থক্য রয়েছে? ওয়েব পেজ বলতে কী বোঝায় এবং ওয়েবসাইট বলতে কী বোঝায়? আসুন পরবর্তী স্টেপে জেনে নেই ওয়েবসাইট মানে কি এবং ওয়েব পেজ ও ওয়েবসাইট এর মধ্যে কি পার্থক্য রয়েছে!

ওয়েবসাইট এর মানে কি?

ওয়েবসাইট এর মানে হলো– একটি ডোমেইনের অধীনে থাকা কতকগুলি ওয়েব পেজ। মূলত ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমাহার বা সেট, যেগুলো ডোমেইন নাম দ্বারা চিহ্নিত করা হয়। 

যেমন ধরুন– আমাদের freelancingtherapy.com এটি হচ্ছে ডোমেইন নেম। আর এই ডোমেইন নেমে মূলত আমাদের ওয়েবসাইটটি পরিচালিত। আর ওয়েবসাইটে থাকা হোম পেজ, ফ্রিল্যান্সিং গাইড, মার্কেটপ্লেস, ডিজিটাল মার্কেটিং + জরুরি টিপস সম্পর্কিত যে আলাদা আলাদা ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির জন্য যে আলাদা আলাদা পোস্ট ও পেজ রয়েছে এগুলোই হচ্ছে ওয়েব পেজ। 

এখন প্রশ্ন– ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কেন দরকার এবং ওয়েবসাইট এর ব্যবহার কি কি! সেই সাথে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে যে– ওয়েবসাইটের প্রকারভেদ কত এবং সেগুলো কি কি!

ওয়েবসাইট এর প্রকারভেদ

ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ ওয়েবসাইটের প্রকারভেদ দুইটি। যথা — 

  • ডায়নামিক ওয়েবসাইট এবং
  • স্ট্যাটিক ওয়েবসাইট

ডায়নামিক ওয়েবসাইট: 

ডায়নামিক ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট যা নিজেকে কিছু সময় পরপর কাস্টমাইজ করে। আর তাই ডায়নামিক ওয়েবসাইটকে বলা হয় গতিশীল ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS, JavaScrip, PHP, python, Java ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন পরে। 

আর এই ধরনের ওয়েবসাইটের কন্টেন্ট উপরের সার্ভারের ডেটাবেস থেকে ডায়নামিকভাবে লোড হয়, এটা ব্যবহারকারীর ডাটা প্রবেশকে সহজ করে এবং সাইটে নতুন তথ্য সহজভাবে আপডেট করে। 

উদাহরণস্বরূপ, ই-কমার্স সাইট, ব্লগ, নিউজ পোর্টাল ইত্যাদি ডায়নামিক ওয়েবসাইটের উদাহরণ। এই ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য এবং সেবা প্রদানে সাহায্য করে এবং সাইটের সাথে ব্যবহারকারীর ইন্টারেকশন নির্ধারণ করে ফেলে। 

স্ট্যাটিক ওয়েবসাইট:

অন্যদিকে স্ট্যাটিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের ওয়েবসাইট যার ওয়েব পৃষ্ঠাগুলো একটি ক্লায়েন্ট ওয়েব ব্রাউজারে পাঠানো বিন্যাসে সার্ভারে সংরক্ষণ করা হয়। এই ধরনের ওয়েবসাইটে সাধারণত স্থায়ী পেজ, প্রেজেন্টেশন সাইট, ব্লগ, পোর্টফলিও সাইট সম্পর্কিত তথ্য, যোগাযোগের তথ্য ও অঙ্গীকার পত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে। 

অতএব স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন ধরনের ওয়েবসাইট যার ইন্টারফেস সকল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য একই রকম থাকে এবং ব্যবহারকারীদের কাছে একই তথ্য একই ভাবে প্রদর্শন করে। আর এই ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র প্রয়োজন হয় এইচটিএমএল এবং সিএসএস কোড এর। আর এই ওয়েবসাইট মূলত ডায়নামিক ওয়েবসাইটের তুলনায় বেশ সহজ এবং তৈরি করতেও সময় লাগে খুবই অল্প এবং এই ধরনের সাইট কোন ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকে না। 

ওয়েবসাইট এর কাজ, ওয়েবসাইট কেন দরকার | ওয়েবসাইট এর ব্যবহার

ওয়েবসাইট এর কাজ, ওয়েবসাইট কেন দরকার ওয়েবসাইট এর ব্যবহার

ওয়েবসাইট মূলত বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বলা যায় বিশ্বায়নের এই যুগে ওয়েবসাইটের রয়েছে দারুন কদর। কেননা আজকাল বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর্টিকেলের এই অংশ টুকু পড়লে আপনি জানতে পারবেন ওয়েবসাইট আমাদের কি কি কাজে লাগে এবং কেনই বা আমরা ওয়েবসাইট ব্যবহার করে থাকি! তাই আর্টিকেলটি স্কিপ না করে জেনে নিন ওয়েবসাইট এর কাজ এবং এর ব্যবহার সম্পর্কে। 

নাম্বার ১. ফ্রিল্যান্সিং এর জন্য 

ফ্রিল্যান্সিংয়ের জন্য ওয়েবসাইট দরকার। বলা যায় ফ্রিল্যান্সিং করতে ওয়েবসাইটের প্রয়োজন পরে। দেখুন আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অনলাইন ইনকাম সম্পর্কে জেনে থাকবেন। কেননা এখন প্রায় সকলেরই জানা যে– অনলাইন থেকেও ইনকাম করা সম্ভব। আর অনলাইন প্লাটফর্মে ইনকাম করার জন্য রয়েছে একাধিক মাধ্যম। তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। 

কেননা একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করতে এবং ফ্রিল্যান্সিং সেক্টরে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য নিজের পোর্টফলিওর প্রয়োজন পরে। কারণ পোর্টফোলিওর ওপর নির্ভর করে ক্লাইন্ট কাজ দিয়ে থাকে এবং নিজের একটা পরিচিতি তৈরি হয়। আর এই পরিচিতি আপওয়ার্ক, ফাইবারসহ বিভিন্ন প্লাটফর্মেও গড়ে তোলাটা সহজ হলেও ওয়েবসাইট এর মাধ্যমে নিজের একটি পোর্টফোলিও তৈরি করা এবং নিজের পরিচিতি গড়ে তোলাটা অনেক বেশি সহজ ও কার্যকরী। 

বলতে পারেন ফ্রিল্যান্সিং করতে ওয়েবসাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা। এর কারণ এটি স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করে এবং ব্যক্তিগত ক্যারিয়ারকে উন্নত করতে সাহায্য করে ওয়েবসাইট। পাশাপাশি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা প্রদর্শনেরও একটি সুযোগ তৈরি করে দেয় এটি। তবে আপনি যদি এ ব্যাপারে ক্লিয়ার ধারণা পেতে চান তাহলে ফ্রিল্যান্সিং গাইডলাইন সম্পর্কিত আরো কিছু বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারেন আমাদের সাজেস্ট কৃত এই লিংকে ভিজিট করে। 

নাম্বার ২: ব্যবসার জন্য

আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিজনেস করার টেকনিক জানতে হবে। আর যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান সে ক্ষেত্রে প্রয়োজন পরবে ব্যবসার জন্য ওয়েবসাইট। দেখুন ইতিমধ্যে আমরা এটা উল্লেখ করেছি ওয়েবসাইট হচ্ছে এমন একটি ওয়েব পেজ এর সমাহার যেখানে বিভিন্ন তথ্য, অডিও ভিডিও, সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা থাকে। 

আর আপনি যদি চান তাহলে ব্যবসার জন্যেও এমন একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। যেখান থেকে অনলাইনের মাধ্যমে আপনার টার্গেটেড কাস্টমাররা নিয়মিত আপনার পণ্যগুলো কিনবে। আর আপনি যদি ব্যবসার জন্য ওয়েবসাইট কিভাবে ব্যবহৃত হয় এবং এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পেতে চান তাহলে আরো পড়ুন– বিজনেস প্লান লেখার নিয়ম, দারাজ অনলাইন শপিং ইনকাম সোর্স সম্পর্কিত আরো কিছু তথ্যবহুল আর্টিকেল। পাশাপাশি অবগত হন– ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত বিষয়াবলী সম্পর্কে খুঁটিনাটি। কেননা ব্যবসার জন্য ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে ব্যবহৃত হয় এ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেতে সক্ষম হবেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে পরিচিত হয়ে থাকেন। 

নাম্বার ৩: চাকরির জন্য

আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে এবং আপনি ওয়েবসাইট সংক্রান্ত সকল বিষয়বস্তু জেনে থাকেন তাহলে চাকরির ক্ষেত্রে এই ওয়েবসাইট বেশ কাজে আসবে আপনার অন্যান্য অভিজ্ঞতা হিসাবে। শুধু তাই নয়। আপনি যদি বিশাল একটি জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে নিজে বিশাল এমাউন্টের টাকা রোজগার করার পাশাপাশি নিযুক্ত করতে পারবেন বেশ কিছু সংখ্যক কর্মচারী। যারা বেকারত্ব কে কাটিয়ে চাকরি পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারবে। এছাড়াও ওয়েবসাইটের মূলত নানা ব্যবহার রয়েছে এবং রয়েছে একাধিক সুবিধা সুবিধা। সেগুলো হলো–

  • ওয়েবসাইট ক্রেতাকে প্রভাবিত করে 
  • আন্তর্জাতিকভাবে লেনদেন ও পরিচিতির অন্যতম মাধ্যম হিসেবে ভূমিকা রাখে
  • ব্যবসার মান কে করে উন্নত এবং সকলের সাথে যোগাযোগ রক্ষা করার দ্রুত ও সহজ তার মাধ্যম তৈরি করে 
  • একটি শক্তিশালী মার্কেটিং মাধ্যম হিসেবে কাজ করে
  • ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির পণ্যের প্রচার দ্রুত করতে সক্ষম এবং প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং প্রতিষ্ঠা করার জন্য বিশেষভাবে সহায়তা করে
  • বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনীয় তথ্যাবলী ইউজারদের প্রয়োজনে সামনে উপস্থাপন করে। 

এক কথায়– ওয়েবসাইটে রয়েছে একাধিক ব্যবহার এবং একাধিক সুযোগ-সুবিধা। আর হ্যাঁ, ওয়েবসাইট এর কাজ কি কি, এর যদি সুস্পষ্ট কয়েকটি টপিক জানতে চান তাহলে বলব। ওয়েবসাইট এর কাজ হলো—

  • তথ্য প্রদান করা
  • তথ্য সংগ্রহ করা
  • ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি
  • সোশ্যাল নেটওয়ার্কিং তৈরি
  • ব্লক এবং নিউজ পোর্টাল তৈরি
  • সেবা প্রধানসহ প্রভৃতি।

তো পাঠক বন্ধুরা, ওয়েবসাইট কি কাজে ব্যবহার হয় এবং ওয়েবসাইট কত প্রকার ও কি কি সেই সাথে ওয়েবসাইটের মানে কি এ সম্পর্কিত আলোচনার ইতি টানছি আজ এখানেই। আশা করি কাঙ্খিত প্রশ্নের সকল সমাধান মিলবে আমাদের এই আলোচনায়। তবুও যদি কোন প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Facebook Comments

Leave a Reply

Top