You are here
Home > চাকরির খোঁজ > গার্মেন্টস অপারেটর এর কাজ কি?

গার্মেন্টস অপারেটর এর কাজ কি?

গার্মেন্টস অপারেটর এর কাজ কি এ সম্পর্কে জানতে ইচ্ছুক হলে পড়তে থাকুন আমাদের আজকের এই আর্টিকেলটি। কেননা আপনারা যারা গার্মেন্টস অপারেটর পদে চাকরি করতে ইচ্ছুক, তাদের গার্মেন্টস অপারেটর এর কাজ কি এবং গার্মেন্টস অপারেটর এর বেতন কত, সেই সাথে গার্মেন্টস অপারেটর এর যোগ্যতা কি কি এ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন খুঁটিনাটি। তো আসুন আর্টিকেলটি পড়া শুরু করা যাক। 

গার্মেন্টস অপারেটর এর কাজ কি?

গার্মেন্টস অপারেটরের কাজ কি, গার্মেন্টস অপারেটর পদে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য কি কি, গার্মেন্টস অপারেটর পদে নিয়োজিত ব্যক্তিদের বেতন কত এবং গার্মেন্টস অপারেটর চাকরির ভবিষ্যৎ কি ইত্যাদি এ সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে এটা জানা প্রয়োজন যে– তাদেরকে গার্মেন্টস অপারেটর বলা হয় অর্থাৎ গার্মেন্টস অপারেটর কারা!

গার্মেন্টস অপারেটর কি?

গার্মেন্টস অপারেটর হচ্ছে একটি পদের নাম। মূলত পোশাক বা গার্মেন্টস শিল্পে অপারেটর পদে যে সকল জনবল মাঝে মধ্যেই কিছু নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে তারাই গার্মেন্টস অপারেটর। 

অতএব গার্মেন্টস অপারেটর হচ্ছে এক ধরনের কর্মী। যে কর্মীরা উক্ত পদে পরিচিতি লাভ করে এবং গার্মেন্টস এর নির্ধারিত কিছু কাজ সঠিকভাবে সম্পাদন করে থাকে। 

গার্মেন্টস অপারেটর কারা ?

গার্মেন্টস বা পোশাকশিল্পের অপারেটর পদে নিয়োজিত কর্মচারীরা হলো গার্মেন্টস অপারেটর। সুতরাং যারা অপারেটর পদের দায়িত্ব পালন করে তারাই হচ্ছে গার্মেন্টস অপারেটর কর্মী বা গার্মেন্টস অপারেটর শ্রমিক। 

অতএব যদি সংজ্ঞা আকারে প্রকাশ করতে চান সেক্ষেত্রে বলা যায়– যে সকল কর্মীরা গার্মেন্টস শিল্পে গার্মেন্টস অপারেটর পদে নিয়োজিত হয় তারাই হচ্ছে গার্মেন্টস অপারেটর বা তাদেরকে গার্মেন্টস অপারেটর বলা হয়। 

গার্মেন্টস অপারেটরের নির্ধারিত কার্যাবলী

গার্মেন্টস শিল্পে মূলত বেশ কয়েক ধরনের গার্মেন্টস অপারেটর নিয়োজিত থাকে। যেমন–

  • গার্মেন্টস কম্পিউটার অপারেটর
  • গার্মেন্টস সুইং অপারেটর
  • গার্মেন্টস মেশিন পরিচালিত অপারেটর
  • গার্মেন্টস কাটিং অপারেটর
  • গার্মেন্টস সাট লিপিকার কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর

আর এই পদগুলোতে নিয়োজিত ব্যক্তিদের কার্যাবলী মূলত আলাদা আলাদা ভাবে নির্ধারণরত থাকে। অতএব এই পদে নিয়োজিত শ্রমিকরা গার্মেন্টস শিল্পে বিভিন্ন প্রকারের কাজ সম্পাদন করে থাকে। যেমন ধরুন—

১. কাটিং এর কার্যাবলী সম্পাদন এবং তা পরিচালনা: একজন গার্মেন্টস কাটিং অপারেটর মূলত পোশাকের ফ্যাব্রিককে প্যাটার্ন মুলে কাটে এবং প্রাথমিক আকার প্রদান করে। পাশাপাশি সাধারণ কর্মী হিসেবে নিয়োজিত ব্যক্তিদেরকে এ সম্পর্কে ধারণা দেয়। 

২. পোশাক সেলাইয়ের কাজ করে: যারা দীর্ঘদিন যাবত গার্মেন্টসে পোশাক সেলাইয়ের কাজ করে তাদের মূলত পদোন্নতির মাধ্যমে গার্মেন্টস অপারেটর পদে অন্তর্ভুক্ত করা হয়। আর এই পদে নিয়ে যেত কর্মীরা পোশাকের অন্যান্য উপযোগী উপকরণের মাধ্যমে খুব সুন্দরভাবে পোশাক সেলাইয়ের কাজ সম্পাদন করে।

৩. প্যাকেজিং এর দায়িত্ব পালন করে: যারা গার্মেন্টস অপারেটর পদে প্যাকেজিং অপারেটর হিসেবে নিয়োজিত রয়েছে তারা মূলত পোশাক ভাজ করা এবং ভালোভাবে সেটা প্যাকেজিং করার জন্য যাবতীয় যে কাজগুলো সম্পাদন করতে হয় সেগুলো পর্যায়ক্রমে করে থাকে। 

এছাড়াও 

  • কাজ শুরু হওয়ার কমপক্ষে ১০ মিনিট পূর্বে কর্মস্থলে পৌঁছায়
  • মেশিনে বসার সময় মেশিনটি ভালোভাবে পরিষ্কার করে এবং যথাসময়ে কাজ শুরু করে
  • ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো সম্পাদন করে ইত্যাদি ইত্যাদ। 

আর যারা গার্মেন্টস অপারেটর পদে নিয়োজিত রয়েছে তারা মূলত– গার্মেন্টসের যাবতীয় প্রয়োজনীয় তথ্যগুলো নথিপত্রে তুলে রাখে, অতএব ডাটা এন্ট্রির কাজ সম্পাদন করে। তবে আপনি যদি এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চান তাহলে নিচের ইউটিউব ভিডিওটি দেখে নিতে পারেন। কেননা এই ভিডিওতে গার্মেন্টস কম্পিউটার অপারেটর পদে নিয়েছে তো ব্যক্তিদের কাজ সম্পর্কে এ টু জেড বর্ণনা করা হয়েছে। 

গার্মেন্টস অপারেটর এর দায়িত্ব কর্তব্য

দেখুন ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি গার্মেন্টস শিল্পে মূলত গার্মেন্টস অপারেটর হিসেবে বেশ কয়েকটি আলাদা আলাদা পদ রয়েছে। আর তাই ওই পদের ওপর নির্ভর করে প্রত্যেক অপারেটরদের আলাদা কিছু নির্ধারিত কাজ রয়েছে। মূলত ওই কাজগুলো সঠিকভাবে তাদের নির্দেশনা অনুযায়ী সম্পাদন করাটাই হচ্ছে গার্মেন্টস অপারেটর এর দায়িত্ব ও কর্তব্য। 

আপনি যদি দায়িত্ব এবং কর্তব্য এই দুটি বিষয় সম্পর্কে জানতে জান তাহলে আপনার সামনে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে– দায়িত্ব হল একজন ব্যক্তির ওপর অর্পিত কাজ। আর ওই কাজটা নিয়ম অনুযায়ী সম্পাদনের প্রচেষ্টা চালানো টাই হচ্ছে কর্তব্য পালন। 

অতএব আমার উপর যে কাজটা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার দায়িত্ব এবং আমি ওই কাজটা নিজের বিবেক বুদ্ধি পরিচালনা করে পরিস্থিতি অনুযায়ী সম্পাদন করছি আর এটা হচ্ছে আমার কর্তব্য। মূলত দায়িত্ব এবং কর্তব্য একটি পারস্পরিক বিষয়। 

আলোচনার এ পর্যায়ে আসুন জেনে নেওয়া যাক– একজন গার্মেন্টস অপারেটর এর যোগ্যতা হিসেবে কি কি থাকা প্রয়োজন। অতএব আপনি যদি গার্মেন্টস অপারেটর পদে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা হিসেবে কি কি থাকার প্রয়োজন পরবে?.

গার্মেন্টস অপারেটর পদে আবেদনের যোগ্যতা

গার্মেন্টস অপারেটর পদে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পরেনা। আর যদিও বা এ বিষয়টি দেখা হয়ে থাকে তাহলে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হলেই চলে। এমনকি খোঁজখবর নিলে আপনি এটাও জানতে পারবেন গার্মেন্টস অপারেটর পদে বেশ সংখ্যক শ্রমিক এখনো পর্যন্ত নিয়োজিত রয়েছেন যারা পঞ্চম শ্রেণী পাস। 

তবে তারা মূলত অনেক দিনের পুরনো কর্মী। তবে এখন নতুনভাবে যদি গার্মেন্টস অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হয় তাহলে এক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাসের কথা উল্লেখ থাকে। অতএব আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গার্মেন্টস অপারেটর পদে আবেদন করতে পারবেন। 

গার্মেন্টস অপারেটর পদে আবেদনের অন্যান্য যোগ্যতা

যেকোনো চাকরির পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য আরো কিছু যোগ্যতা দক্ষতা বা অভিজ্ঞতা থাকার প্রয়োজন পরে। কেননা সচরাচর নিয়োগকৃত প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলো যাচাই-বাছাই করার মাধ্যমে পরবর্তীতে তাদের প্রতিষ্ঠানে বা কোম্পানিতে চাকরির সুযোগ প্রদান করে থাকে কর্মীদের।

আর এই দিক বিবেচনায় আপনি যদি গার্মেন্টস অপারেটর পদে চাকরি করতে চান সে ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা হিসেবে আপনার অবশ্যই প্রাথমিক শিক্ষা সম্পন্ন হতে হবে এবং

  • শারীরিকভাবে ফিট হতে হবে অর্থাৎ একটু শক্তিশালী এবং কর্মঠ
  • গার্মেন্টস এর যাবতীয় কার্যাবলী সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে ক্লাস আপনি যে কাজে নিয়োজিত হচ্ছেন ওই কাজটা সম্পর্কে অভিজ্ঞ হতে হবে
  • চ্যালেঞ্জিং নেওয়ার মন-মানসিকতা থাকতে হবে এবং পরিশ্রম করার সক্ষমতাও থাকতে হবে
  • পাশাপাশি কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে অল্প স্বল্প হলেও জানতে হবে।

কেননা গার্মেন্টস অপারেটর পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাদের অন্যান্য যোগ্যতার দিকগুলো বিবেচনা করা হয়। তবে হ্যাঁ গার্মেন্টস অপারেটর পদের আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতার কথা সার্কুলারে উল্লেখ থাকে। তাই আবেদনের পূর্বে প্রকাশিত সার্কুলার মনোযোগ সহকারে পড়ুন।

গার্মেন্টস অপারেটর পদে আবেদনের নিয়ম

আমরা অনেকেই এখনো পর্যন্ত চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে দ্বিধাদ্বন্দ্বে পরে যাই। আর তাই ছোট চলতে হয় কম্পিউটারের দোকানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলেই ঘরে বসে আপনার হাতে থাকায় স্মার্টফোনটি ব্যবহার করে যে কোন চাকরির পদে আবেদন করতে পারেন। 

সত্যি বলতে বর্তমানে বেশিরভাগ চাকরির সার্কুলার গুলো তে উল্লেখ থাকে অনলাইনের মাধ্যমে আবেদনকার্য সম্পন্ন করার জন্য। আর তাই  অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম সম্পর্কে জানলে খুব সহজেই আপনি গার্মেন্টস অপারেটর পদেও আবেদন করতে পারবেন। 

এর জন্য প্রথমত আপনাকে ভালোভাবে সার্কুলার টি পড়তে হবে। কেননা প্রত্যেকটি সার্কুলারে আবেদনের নিয়মাবলী খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে। যদি অনলাইনে মাধ্যমে আবেদনের কথা উল্লেখ থাকে তাহলে নির্দিষ্ট কোন লিংকে প্রবেশের নির্দেশনা দেওয়া হবে অথবা কোন ওয়েবসাইট সাজেস্ট করা হবে। যদি ওয়েবসাইট সাজেস্ট করা হয় তাহলে উক্ত ওয়েবসাইটে গিয়ে এপ্লাই নাও অপশন এ ক্লিক করে যাবতীয় ইনফরমেশন ধারাবাহিকভাবে উপস্থাপন করার মাধ্যমে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনকার্য সম্পন্ন করতে হবে।

অন্যদিকে যদি চাকরির সার্কুলারে গার্মেন্টস অপারেটর পদে আবেদনের জন্য ইমেইল প্রক্রিয়া সম্পাদনের নির্দেশনা দেওয়া থাকে সেক্ষেত্রে ইমেইলের মাধ্যমে চাকরির আবেদন করতে হবে। আর এই দুটি মাধ্যম ব্যতীত যদি অফলাইন অর্থাৎ ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অথবা প্রয়োজনীয় কাগজপত্র গুলো কুরিয়ার করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে সার্কুলার এ উল্লেখিত সময় সীমার মধ্যে। 

কেননা সার্কুলারে সচরাচর যেসময় সীমার কথা উল্লেখ থাকে তার পরবর্তীতে কোন আবেদন পত্র গ্রহণযোগ্য হয় না। আর তাই যেকোনো চাকরিতে আবেদনের সময় সার্কুলার ভালোভাবে পড়ুন জেনে নিন আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদনের নিয়মাবলী কি! অতঃপর সকল সর্তাবলী ও নির্দেশনা মেনে আবেদন কার্য সম্পন্ন করুন।

গার্মেন্টস অপারেটর এর চাকরি বিজ্ঞপ্তি সোর্স

যাদের অনলাইন সম্পর্কে জ্ঞান খুবই সীমিত তারা মূলত এ ধরনের প্রশ্ন করে থাকেন। কেননা এখনও পর্যন্ত এমন বেশংখ্যক মানুষ রয়েছে যারা জানেন না যে বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তি গুলো অনলাইনে বিশেষ কিছু চাকরির ওয়েব পোর্টালে প্রকাশিত হয়। আর তাই জানার আগ্রহ প্রকাশ করেন গার্মেন্টস অপারেটরের চাকরির বিজ্ঞপ্তি কোথায় পাওয়া যাবে বা বিজ্ঞপ্তি সোর্স কি?

এজন্য আপনি হাতেগোনা কয়েকটি জনপ্রিয় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশকৃত ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন গার্মেন্টস অপারেটর পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ লিখে। মূলত এই দুইটি প্রক্রিয়ায় আপনি গার্মেন্টস অপারেটরের চাকরি বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন।

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, গার্মেন্টস অপারেটর এর কাজ কি এবং গার্মেন্টস অপারেটর পদে চাকরির বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলী সম্পর্কিত আলোচনার সমাপ্তি টানছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Leave a Reply

Top