You are here
Home > ফ্রিল্যান্সার > ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি?

ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি?

ফ্রিল্যান্সিং সাইটের কাজ কি

ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে আজ আমরা জনপ্রিয় এবং শতভাগ ট্রাস্টেড ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা তৈরি করব এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলো নিয়ে জানব এ টু জেড। 

দেখুন সত্যি বলতে, বর্তমান সময়ে বেকারত্ব রোধে এবং ঘরে বসে অনলাইনে ইনকামের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটিকে আমাদের সকলের জন্য অপরচুনিটি হিসেবে নেওয়া হচ্ছে।  আর এখন মানুষ অনলাইনে স্মার্ট পদ্ধতিতে ইনকামের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এর অন্যতম কারণ– প্রচুর টাকা ইনকামের রাস্তা তৈরি হওয়া, নিজস্ব কাজ করার স্বাধীনতা এবং দারুন একটি ক্যারিয়ার সম্ভাবনা। 

আর তাইতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর হুরহুর করে বাড়ছে জনপ্রিয়তা। তো বন্ধুরা- আপনি যদি অনলাইন ইনকামে নিয়োজিত থাকেন তাহলে নিশ্চয়ই আপওয়ার্ক এবং ফাইবার সেইসাথে এই ধরনের আরো কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মাল্টিপ্লেসের নাম শুনে থাকবেন! 

কিন্তু ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি ওই সকল মার্কেটপ্লেস বা প্লাটফর্ম গুলোর মধ্যে থেকে, জানতে হলে নিচের তুলনামূলক পার্থক্য পড়ুন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি। 

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি?

জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কোনটি? এটা জানার পূর্বে জেনে নেওয়া প্রয়োজন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসলে কি! কেননা যারা অনলাইন ইনকাম সম্পর্কে নতুন জানছেন তাদের মনে এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই উঠে আসবে। 

মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইট বলতে মূলত বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি ওয়েব সফটওয়্যার কে বোঝানো হয়। 

অতএব এর উপর ভিত্তি করে আরেকটু ভিন্ন ভাবে বলা যায়– যে প্লাটফর্মে একজন ফ্রিল্যান্সার নিজের কাজের স্যাম্পল, দক্ষতা বা অভিজ্ঞতার বিষয়বস্তু একটি প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে এ টু জেড উল্লেখ করে এবং ওই সকল ইনফরমেশন ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর পরবর্তীতে কনভারসেশন চালিয়ে নতুন কোন প্রজেক্টে কাজের অফারে নিযুক্ত হয় বা ক্লাইন্টরা চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে, মূলত ওই স্থান বা জায়গাটিই হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। 

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা  | ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিস্ট

ফ্রিল্যান্সিং মাল্টিপ্লেস কি, এটা জানার পরবর্তীতে এটা সুস্পষ্ট যে– শুধুমাত্র হাতেগোনা একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম রয়েছে এমনটা নয়। যেহেতু আমাদের আজকের আর্টিকেলের প্রশ্নটি হচ্ছে– ফ্রিল্যান্সিংদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি? তাই সবার প্রথমে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকায় কোন কোন প্ল্যাটফর্ম গুলো থাকছে ঐ সকল নাম গুলো জেনে নেওয়া জরুরি। তাই আলোচনার এ পর্যায়ে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা তুলে ধরছি। যথা—

  • আপওয়ার্ক (Upwork)
  • ফাইভার (Fiverr)
  • ফ্রিল্যান্সার ডট কম (Freelancer.com)
  • পিপল পার আওয়ার (People Per Hour)
  • বিল্যান্সার (Belancer)
  • নাইনটি নাইন ডিজাইনস (99designs)
  • গুরু ডটকম (Guru.com)
  • টপটাল (Toptal)

আপওয়ার্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

১২ মিলিয়ন নিবন্ধিত ফ্রিল্যান্সার এবং প্রায় ৫ মিলিয়ন নিবন্ধিত ক্লায়েন্টসহ বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্সিং জনপ্রিয় মার্কেটপ্লেস আপওয়ার্ক। যেখানে আপনি চাইলে ই একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের পোর্টফলিও বা প্রোফাইল তৈরি করতে পারেন অথবা ক্লায়েন্ট হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলতে পারেন। 

কনটেন্ট রাইটার থেকে শুরু করে অনলাইনে কাজের জন্য যেকোনো ধরনের সার্ভিসারকে আপনি upwork ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে সংগ্রহ করতে পারবেন। কেননা ফ্রিল্যান্সিং এই মার্কেটপ্লেস ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার উভয়ের জন্যই একেবারে খুঁজে পাওয়ার ব্যাপারটাকে অনেক বেশি সহজ করে তোলে। 

মূলত সবদিক বিবেচনা করে আপওয়ার্ক সব থেকে বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হিসেবে অবস্থান করছে। আর আপনি যদি শুধুমাত্র ফ্রিল্যান্সারদের সংখ্যার দিকও বিবেচনা করেন সেইদিক হিসেবেও সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে নিজের জায়গা দখল করে নেবে upwork online platform. 

ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

ফ্রিল্যান্সারের সংখ্যার দিক বিবেচনা করে ক্লাস অন্যান্য আরো সকল দিক বিচার বিবেচনা করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ফাইবার। বলতে পারেন আপ ওয়ার্ক এবং ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দুইটি পাশাপাশি অবস্থানে রয়েছে। 

কেননা অনলাইনে নানান কাজ করে অর্থ উপার্জন করার একটি অন্যতম জনপ্রিয় সুপরিচিত প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। যেখানে আর্টিকেল লেখালেখি থেকে শুরু করে ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য বায়ার এবং সার্ভিসারদের আনাগোনা রয়েছে। 

আর হ্যাঁ, সংখাতিক বিবেচনা করে আপওয়ার্ক জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকায় সবার প্রথমে অবস্থান করলেও আপনি যদি কাজের রেট এর তুলনা করেন সে ক্ষেত্রে ফাইবার মার্কেটপ্লেসটি আপওয়ার্ককে টপকে যাবে। কেননা সাইবার মার্কেটপ্লেস তুলনামূলকভাবে বেশি অর্থ প্রদান করে। 

ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

আরেকটু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট হচ্ছে ফ্রিল্যান্সার ডটকম। যারা অনলাইন সেক্টরের নতুন বিচরণ করেছেন এবং ছোটখাটো ব্যবসা শুরু করছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্সার ডটকম। 

যেখানে আপনি ফিক্সড প্রাইস প্রজেক্ট এর পাশাপাশি ঘন্টা হিসেবেও বেশ কিছু প্রজেক্ট এর সাথে কাজ করার সুযোগ পাবেন। অনলাইনে আর যে সকল কাজ করে অর্থ উপার্জন করা হয়ে থাকে সেই সকল জব অফার পেয়ে যাবেন আপনি এই মার্কেটপ্লেসে। 

আর তাছাড়াও বর্তমানে ফাইবার এবং upwork অনেক বেশি পরিচিতি পাওয়ায় এখন নতুনভাবে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করার জন্য বেশকিছু রুলস ফলো করতে হয় এবং অনেকটাই কঠিন হয়ে পড়ে নিজের সুন্দর একটি প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে। কিন্তু ফ্রিল্যান্সার ওয়েবসাইটটি ব্যবহার করা এখনো পর্যন্ত খুব সহজ। 

তাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সেই দিক বিবেচনা করে আপনার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং উপযুক্ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হবে ফ্রিল্যান্সার ডটকম। তবে হ্যাঁ, কাজ পাওয়া কিছুটা সহজ বলে এই মার্কেটপ্লেসকে একদমই সস্তা ভাবাটা বোকামি হবে। কেননা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসেও ক্লায়েন্ট তালিকায় বড় বড় ব্র্যান্ডের নাম রয়েছে। যেমন–

  • অ্যামাজন
  • মাইক্রোসফট
  • ইন্টেল
  • বোয়িং সহ প্রভৃতি।

আর সুপরিচিত এই মার্কেটপ্লেসে মোটামুটি ব্যবহারকারী নিবন্ধিত সংখ্যা ১৭ কোটি এবং ১০ কোটির কাছাকাছি প্রকল্প বা কাজ রয়েছে, যেটা তারা তাদের সাইটে পোস্ট করে থাকে।

এছাড়াও ২৪০ টি রোড বেশি বেশি মানুষকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে এবং ১৫ বছরের বেশি সময় ধরে এই শিল্পে নিয়োজিত রয়েছে। এবার আসুন– সবচেয়ে বড় মার্কেটপ্লেস এর তালিকায় অবস্থানরত পিপুল পার আওয়ার, বিল্যান্সার, 99 ডিজাইনস, গুরু ডট কম এবং সম্পর্কে অল্প সংখ্যক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। 

পিপল পার আওয়ার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

অনলাইনে ইনকামের জন্য জনপ্রিয় আরো একটি মার্কেটপ্লেস পিপল পার আওয়ার। আর এই মার্কেটপ্লেসের মূলত বিভিন্ন ক্যাটাগরির কাজ করা যায় এবং দক্ষ জনবল নিজের কার্যসম্পাদনের জন্য নিয়োগ দেওয়া যায়। পিপল পার আওয়ারে চাহিদা সম্পন্ন কিছু কাজের ধরন হলো–

  • অ্যাপ ডেভেলপমেন্ট
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ই-কমার্স ডেভেলপমেন্ট
  • ডাটা এন্ট্রি সহ প্রভৃতি।

আর জনপ্রিয় এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে মূলত 20 থেকে 200 ডলার পর্যন্ত আয় করা যায়। তবে হ্যাঁ, যারা একদমই নতুন তাদের জন্য এই প্লাটফর্ম অনেক বেশি কার্যকর নয়। কেননা এখানে সচরাচর অভিজ্ঞতা সম্পন্ন পুরনো ব্যক্তিদেরকে কাজ দেওয়া হয়। 

তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন এবং মার্কেটপ্লেস এ কাজ করার সক্ষমতা থেকে থাকে তাহলে পিপুল পার আওয়ার ওয়েবসাইটটি বেছে নিতে পারেন যেটা আপনার অনলাইন ক্যারিয়ার জীবনে একটি বিশেষ সম্ভাবনার দুয়ার খুলে দেবে। 

বিল্যান্সার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

বাংলাদেশী জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বিল্যান্সার, যেটা বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আপনারা যারা বাংলাদেশী তাদের কাছে সবচেয়ে সুবিধাসম্পন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হতে পারে এটি। কেননা বিলান্সিং ওয়েবসাইটের বেশিরভাগ ফ্রিল্যান্সাররা বাংলাদেশের বাসিন্দা। 

এখানে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে স্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন সেই সাথে এই মার্কেটপ্লেসের একটি অন্যতম সুবিধা হচ্ছে– আপনার পারিশ্রমিক বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আর এর ফলে ইন্টারনেসনাল সাইট গুলোতে পেমেন্ট নেওয়ার জন্য যে ঝামেলা তৈরি হয় সেটা থেকে মুক্ত থাকবেন। 

এছাড়াও ওয়েব ডিজাইন, সেলস অ্যান্ড মার্কেটিং, ডাটা এন্ট্রি থেকে শুরু করে অনলাইন ভিত্তিক যে কোন কাজের প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। আর আপনি যদি বায়ার হয়ে থাকেন তাহলে এক্সপার্ট থেকে মেড লেভেলের ফ্রিল্যান্সারদের কে হায়ারো করতে পারবেন এই বিলান্সার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে। 

নাইনটি নাইন ডিজাইনস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

নাইনটি নাইন ডিজাইন্স ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রয়েছে আটারশোর বেশি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জব পাওয়ার সুযোগ। এখানে মূলত ওয়েব ডিজাইনার থেকে শুরু করে গ্রাফিক্স, লোগো, ওয়েব, ইলাস্ট্রেশন, প্যাকেজিং, ব্রশার, অ্যানিমেশন, ফ্রেন্ড এবং ইনফোগ্রাফিক ডিজাইনারদের বেশ ভালো ভালো প্রজেক্ট এ নিয়োগের জন্য অফার প্রদান করা হয়। 

এছাড়াও যারা এইচটিএমএল, সিএসএস, php, java এটা দিয়ে সকল বিষয়ে এক্সপার্ট রয়েছেন, তাদেরও ভালো মানের কাজ পাওয়ার জন্য সবচেয়ে ভালো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হতে পারেন 99 ডিজাইনস। আর তাইতো এই সাইটটিকে বলা হয় কাজের সমুদ্র। সত্যি বলতে আপনি যদি জনপ্রিয় এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের একটি ভালো প্রোফাইল সাজিয়ে ফেলতে পারেন তাহলে কাজের কোন অভাব হবে না বরং কাজের প্রেসারে আপনি আর নতুন কোন কাজই নিতে পারবেন না। 

গুরু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

একটি আমেরিকান জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে গুরু ডটকম। যেটা সবদিক বিবেচনা করে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এর তালিকায় ৭ নম্বরে অবস্থান করছে। জানা গিয়েছে খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 1,500,000 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী-বেস তৈরি করতে সক্ষম হয়েছে এই মার্কেটপ্লেস এবং দিন দিন এই সংখ্যা বেড়ে চলেছে হুরহুর করে। 

এখানে মূলত প্রো লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে সচরাচর। সেই সাথে কাজের ধরন অনুযায়ী বেতনের পরিসীমাটাও অনেকটাই বেশি। ফ্রিল্যান্সারদের সংখ্যা এবং এই মার্কেটিং প্লাটফর্মের সুযোগ-সুবিধার উপর ভিত্তি করে জনপ্রিয়তা নেহাত কম নয়।

টপটাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

তালিকায় সর্বশেষ পর্যায়ে রয়েছে টপটাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আর এ মার্কেটপ্লেসটি শুধুমাত্র উচ্চমানের অভিজ্ঞতা সম্পন্ন ফ্রিল্যান্সারদের জন্য। মূলত জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর তালিকায় সবার শেষে থাকলেও এই ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়াটা অনেকটাই কঠিন আর তাই শুধুমাত্র প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্স শুধুমাত্র কাজের সুযোগ পেয়ে থাকে এই মার্কেটপ্লেসে। 

বিশ্বমানের ফ্রিল্যান্সারদের শীর্ষস্থর থেকে নিয়োগের জন্য সর্বদা টপটাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো সহায়তা প্রদান করে। আপনি যদি একজন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার ওয়েব ডেভলপার কন্টেন্ট রাইটার বা ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি আদর্শ ও যথাপ্পযুক্ত মার্কেটপ্লেস হবে এটি। 

তো পাঠক বন্ধুরা, আশা করছি আমাদের আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি বা অন্যান্য সকল দিক বিবেচনা করে মার্কেটপ্লেসের তালিকায় সবার প্রথমে কোন প্লাটফর্ম অবস্থান করছে। এবার আসুন জেনে নেই ফ্রিল্যান্সিং- এর টাকা পাওয়ার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি?

ফ্রিল্যান্সিং-এর টাকা পাওয়ার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি?

ফ্রিল্যান্সিং এর টাকা পাওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলো হল ইতোমধ্যে উল্লেখিত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো। অতএব–

  • Up work
  • ফাইবার
  • ফ্রিল্যান্সার ডটকম
  • বিল্যান্সার
  • নাইনটি নাইন ডিজাইন্স
  • গুরু ডট কম
  • পিপল পার আওয়ার
  • পাবলোফট সহ প্রভৃতি। 

এর বাইরেও আরো বেশ কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে, যেখানে শুধুমাত্র বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কর্মরত থাকেন। কিন্তু আমাদের উল্লেখিত এই নয়টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে মূলত পুরো বিশ্বব্যাপী বায়ার ও ফ্রিল্যান্সাররা নিয়োজিত থাকে। 

আর এই প্রত্যেকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে মূলত একটি নির্দিষ্ট রেট নির্ধারণ করা থাকে যেটা তাদের নিয়ম অনুযায়ী বায়াররা ফ্রিল্যান্সারদের প্রদান করেন। তবে হ্যাঁ একজন ফ্রিল্যান্সার সাধারণত ফেসবুক গ্রুপ থেকেও বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করে থাকেন। এক্ষেত্রে অনেক ভালো ভালো ক্লায়েন্টদের সাথেও যোগাযোগ হয় এটা ঠিক তবে বেশিরভাগ সময় স্কেমারদের কবলে পরতে হয়।

আর তাই কখনো তো কখনো কাজ করেও টাকা না পাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আর এ কারণেই ফ্রিল্যান্সিংয়ে টাকা পাওয়ার জন্য সবচেয়ে বিশ্বস্ত এবং জনপ্রিয় মাধ্যমগুলো হল উপরে উল্লেখিত জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। বিশেষ করে আপওয়ার্ক, ফাইবার এবং পিপল পার আওয়ার। 

আর হ্যাঁ, আমি যেহেতু আলোচনার এক পর্যায়ে এটা উল্লেখ করেছি upwork এবং ফাইবার এই দুইটি ফিন্যান্সিং মার্কেটপ্লেস মূলত পাশাপাশি রয়েছে, এদের জনপ্রিয়তা অনেক বেশি তাই অনেকেই এটা জানতে চান– কোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আমাদের জন্য উপযুক্ত? আপওয়ার্ক নাকি ফাইবার। 

এ প্রশ্নের উত্তরে বলব দুইটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসই আপনার জন্য উপযুক্ত এবং আদর্শ প্লাটফর্ম। আর এ বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আপনি ফাইবার মার্কেটপ্লেসের কাজের ধরন, পেমেন্ট সিস্টেম, সার্ভিস চার্জ, আকর্ষণীয় ফিচার সমূহ, পেমেন্ট প্রটেকশন, ফ্রিল্যান্সার প্রোগ্রাম সহ যাবতীয় বিষয়গুলো ডিটেলসে জানতে পারেন। 

ঠিক একইভাবে আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজের ধরন, সার্ভিস চার্জ, কাস্টমার সাপোর্ট সহ যাবতীয় যে বিষয়গুলো জানার প্রয়োজন সেগুলোর সম্পর্কে জেনে এই দুইটির মধ্যে তুলনামূলক একটি পার্থক্য করে নিজেই যাচাই করতে পারেন যে কোন মার্কেটপ্লেসটি আপনার জন্য সবথেকে ভালো। 

তো পাঠক বন্ধুরা, আজকের আলোচনা পর্ব এ পর্যন্তই। ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি যদি এ সম্পর্কে অন্য কোন মন্তব্য বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সে সাথে আমাদের ফ্রিল্যান্সার থেরাপীর পোস্টগুলো যদি আপনার উপকারে আসে তাহলে সাথে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।

Facebook Comments

Leave a Reply

Top