খুব সহজে টাকা ইনকাম করার পথ অনেকেরই জানা নেই। কেবলমাত্র এই না জানার কারণে অনেক সময় এবং প্রয়োজনীয় দক্ষতা থাকার পরও ইনকাম জেনারেট করা সৌভাগ্য হয় না অনেকের। এক্ষেত্রে প্রয়োজন সঠিক গাইডলাইন এবং পথ বাতলে দেওয়ার মতো ক্ষেত্র। সেদিকটা মাথায় রেখে আজ আমরা হাজির হলাম খুব সহজেই টাকা ইনকাম করার একটি উপায় নিয়ে। এক্ষেত্রে ইনকাম সোর্স হিসেবে কাজ করবে পিটিসি ওয়েবসাইট। অনেকেই হয়তো ওয়েবসাইটের কাজ শুনেই দৌঁড়াবেন। ভাববেন খুবই কঠিন! এক্ষেত্রে আমি বলবো মনোযোগ সহকারে পুরো আর্টিকেলের সাথে থাকুন। ধীরে ধীরে সব পানির মতো সহজে পরিণত হবে।
পিটিসি ওয়েবসাইট কি?
কোন ধরনের দক্ষতা ছাড়াই যেসব ওয়েবসাইটে পেইড-টু-ক্লিক সিস্টেমে কাজ করা হয় সেসব ওয়েবসাইটকে বলা হয় পিটিসি ওয়েবসাইট। বলে রাখা ভালো পিটিসি সাইট থেকে আয় করার ক্ষেত্রে আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। সহজ কাজ এবং ঘরে বসে টাকা ইনকাম করার সেরা সুযোগ হিসেবে আপনি এসব পিটিসি ওয়েবসাইটকে কাজে লাগাতে পারেন। বলা হয়ে থাকে প্রথম দিন থেকেই আয় করা শুরু করার মতো অনলাইন জগতে সেরা কাজ পিটিসি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সেক্টরই দিতে পারে না।
পিটিসি ওয়েবসাইট থেকে আয় করার উপায় কি কি?
এবার আমরা জানবো পিটিসি ওয়েবসাইট থেকে আয় করার উপায় কি কি সে-সম্পর্কে। শুরুতেই বলে রাখি এই সেক্টরটি হতে ইনকাম জেনারেট করতে হলে আপনাকে শুধু কয়েকটি টাস্ক কমপ্লিট করতে হবে। যেকোনো ব্যাক্তির মোটামুটি ইন্টারনেট এর সাধারণ জ্ঞান থাকলেই এসব টাস্ক সহজেই কমপ্লিট করার ক্ষমতা রাখবে। আপনি জেনে অবাক হবেন পিটিসি সাইট থেকে আয় করার অনেকগুলো উপায় আছে। যে যার পছন্দমতো এসব উপায় বা টেকনিক কাজে লাগিয়ে ইনকাম জেনারেট করা শুরু করে দিতে পারে। চলুন এবার পিটিসি ওয়েবসাইট থেকে আয় করার কিছু সহজ টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি মূলত ৪ ভাবে পিটিসি ওয়েবসাইট হতে আয় করতে পারবেন। টেকনিকগুলি হলো:
- এড দেখে ইনকাম
- সার্ভে করে ইনকাম
- টাস্ক কমপ্লিট করে ইনকাম
- রেফার করে ইনকাম
পিটিসি ওয়েবসাইটে এড দেখে ইনকাম
এটি হলো পিটিসি ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে সহজ মাধ্যম। এক্ষেত্রে পিটিসি সাপোর্ট করা ওয়েবসাইটে শুধু বিজ্ঞাপন দেখেই আপনি টাকা আয় করা শুরু করতে পারবেন আজ থেকেই। যারা সবেমাত্র এই সেক্টরে প্রবেশ করবেন তারা সবার আগে এই এড দেখে ইনকাম জেনারেট করার চেষ্টা করতে পারেন। বলতে পারেন এটা আপনার পেইড ট্রায়াল। যদি ভালো লাগে এবং আশানুরূপ ইনকাম জেনারেট করা যায় তবে পরবর্তীতে কোমড় বেঁধে নেমে যেতে পারেন।
পিটিসি ওয়েবসাইটে সার্ভে করে ইনকাম
আপনাকে বিভিন্ন সার্ভে করার কাজ দিলে আপনাকে সেগুলি করতে হবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পিটিস ওয়েবসাইটগুলি আপনাকে পে করবে। যারা খুব ভালো প্রশ্নের উত্তর দিতে জানেন তাদের জন্য এই টেকনিকটি সবচেয়ে বেশি কার্যকর বলে আমি মনে করি। কেননা এই টেকনিকে আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। তবে যারা ইতিমধ্যেই প্রশ্নের কথা শুনে ভয় পেয়ে গেছেন তাদের চিন্তার কিছু নেই। পিটিসি ওয়েবসাইটের সার্ভের ক্ষেত্রে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া থাকবে। যাতে থাকবে উত্তরসম্বলিত ৪ টি অপশন। ফলে আশা করি কাজটি আপনার বেশ সহজ মনে হবে এবং বিরক্তিবোধ করবেন না।
সার্ভে কি? সার্ভে করে আয় করার সেরা ৫টি ওয়েবসাইট
পিটিসি ওয়েবসাইটে টাস্ক কমপ্লিট করে ইনকাম
আপনি চাইলে পিটিসি ওয়েবসাইটে টাস্ক কমপ্লিট করে ইনকাম জেনারেট শুরু করতে পারেন৷ প্রতিটি পিটিসি সাইটে বিভিন্ন ধরনের অফার থাকে। যাকে অনলাইনের ভাষায় টাস্ক বলা হয়। একজন ইউজারকে এসব টাস্ক কমপ্লিট করতে হয় এবং এর বিনিময়ে সে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে। এক্ষেত্রে এসব পিটিসি ওয়েবসাইট হতে আপনি বিভিন্ন গেইম খেলে কিংবা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে এবং দৈনন্দিন কিছু টাস্ক কমপ্লিট করে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে চিন্তার কিছু নেই! আপনার প্রতিটি টাস্কই হবে সহজ এবং তা আপনি খুব দ্রুত অর্থ্যাৎ ২/৩ মিনিটের মাঝেই সেরে ফেলতে পারবেন।
পিটিসি ওয়েবসাইটে রেফার করে ইনকাম
খুব ভালো সার্কেল এবং যারা অনলাইনে ইনকাম করার সুযোগ চায়, এমন ব্যাক্তির ক্ষেত্রে পিটিসি ওয়েবসাইটে রেফার করে ইনকাম করার টেকনিকটা সবসময়ই সেরা। তবে যারা নতুন শুরু করেছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যায় নেই। রেফার করার মতো পাবলিক পেলেই এই সেক্টর হতে ধুমসে আয় করার সুযোগ রয়েছে। কেননা যারা পিটিসি সাইট থেকে ভালো করে অনেক টাকা ইনকাম করতে চান, তাদের জন্য এই টেকনিকটি সবচেয়ে বেশি প্রযোজ্য। এক্ষেত্রে আপনাকে একটি পিটিসি ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলে সেখানকার রেফালাল লিংক কালেক্ট করে তা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে হবে। আপনার লিংক থেকে কেউ যদি রেজিস্ট্রেশন করে তবে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজের ওয়ালেটে বা ড্যাশবোর্ডে পেয়ে যাবেন।
জনপ্রিয় পিটিসি ওয়েবসাইটগুলি কি কি?
পিটিসি ওয়েবসাইট হতে ইনকাম জেনারেট করার টেকনিক সম্পর্কে তো জানা গেলো। এবার জেনে নেওয়ার উচিত বেশকিছু জনপ্রিয় পিটিসি সিস্টেম সাপোর্ট করা ওয়েবসাইট সম্পর্কে। চলুন তবে দেরি না করে এক্ষুনি শুরু করে ফেলা যাক।
Ysense পিটিসি ওয়েবসাইট
এটি একটি বেশ জনপ্রিয় পিটিসি ওয়েবসাইট। যেখান থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ ঘরে বসেই ইনকাম জেনারেট করার সুযোগ পাচ্ছে। বেশ পুরোনো ওয়েবসাইট হওয়ায় পেমেন্ট সিকিউরিটি নিয়ে আপনাকে মোটেও ভাবতে হবে না। এই সাইটটিতে কাজ করে ইনকাম জেনারেট করতে চাইলে আপনাকে অবশ্যই বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করতে হবে। এবং তার পাশাপাশি তাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি এই ওয়েবসাইটের প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তবে পার সার্ভে 0.2 ডলার থেকে 2 ডলার পর্যন্ত বা আরো বেশি টাকা ইনকাম করার সুযোগ পাবেন।
Inboxdollars পিটিসি ওয়েবসাইট
এটি হলো আরেকটি জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য পিটিসি ওয়েবসাইট। অনলাইনে কাজ করে ইনকাম করতে চাইলে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং তা করার পর বিভিন্ন টাস্ক কমপ্লিট করার সুযোগ পেয়ে যাবেন আপনি। অনলাইনে বিভিন্ন টিভি দেখে অনলাইন ইনকামের পাশাপাশি অনলাইনে সার্ভিস করে অনলাইন ইনকাম জেনারেট করার সুযোগ-সহ বিজ্ঞাপন দেখে অনলাইনে আয় করার মতো কাজ রয়েছে এই পিটিসি ওয়েবসাইটটিতে। সবচেয়ে খুশির ব্যাপার হলো এই ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করলেই আপনি ৫$ এর বোনাস পেয়ে যাবেন। পেপাল এবং ব্যাংকের সাহায্যে এই টাকাটি আপনি নিজের কাছে সহজেই নিয়ে আসতে পারবেন।
Ojooo.com পিটিসি ওয়েবসাইট
যারা শুধু অনলাইনে অ্যাডভার্টাইজ দেখে টাকা আয় করতে চান তাদের জন্যই মূলত এই Ojooo.com পিটিসি ওয়েবসাইটটি৷ প্রত্যেকটি বিজ্ঞাপন দেখার বদলে 0.005 ডলার পেতে আজই এই ওয়েবসাইটটিতে জয়েন হয়ে কাজ শুরু করে দিতে পারেন। যাদের পিসি বা ল্যাপটপ নেই তারা হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সহজেই কাজটি করতে পারে এবং ইনকাম জেনারেট করতে পারে। সেই সাথে এড দেখার পাশাপাশি সাইটটিতে রয়েছে রেফার করে ইনকাম জেনারেট করার সুযোগ। মনে রাখবেন যত বেশি রেফার করবেন তত বেশি আয় করতে পারবেন।
তো কেমন লাগলো আমাদের আজকের এই পিটিসি ওয়েবসাইট রিলেটেড আর্টিলেকটি? আশা করি ভালো লেগেছে। যারা পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন আপনার ইনকাম সোর্স হিসেবে এই সেক্টরটি সেরা তারা আজই কাজ শুরু করে দিন।