You are here
Home > গুগল > জিমেইল আইডি কিভাবে খুলবো? নতুন ইমেইল আইডি খোলার নিয়ম – নতুন একাউন্ট তৈরী

জিমেইল আইডি কিভাবে খুলবো? নতুন ইমেইল আইডি খোলার নিয়ম – নতুন একাউন্ট তৈরী

জিমেইল আইডি কিভাবে খুলবো নতুন ইমেইল আইডি খোলার নিয়ম - নতুন ইমেইল একাউন্ট তৈরী

জিমেইল আইডি কিভাবে খুলবো এবং ইমেইল আইডি খোলার নিয়ম।  এই বিষয়গুলো জানা থাকলে আজকের পোস্টটি মনোযোগ দিয়ে  পড়ার অনুরোধ রইল।  আশা করছি এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন জিমেইল আইডি কিভাবে খুলবো এবং নতুন ইমেইল আইডি খোলার নিয়ম ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন। 

জিমেইল আইডি কিভাবে খুলবো নতুন ইমেইল আইডি খোলার নিয়ম - নতুন ইমেইল একাউন্ট তৈরী

ইমেইল আইডি খুলতে কি কি দরকার হয়?

ইমেইল একাউন্ট খুলতে আসলে বেশি কিছু প্রয়োজন পড়ে না।  একটি ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল,  ইন্টারনেট কানেকশন  এবং একটি মোবাইল নাম্বার থাকলেই যে কেউ নিজে নিজেই ইমেইল আইডি খুলতে পারে। 

ইমেইল আইডি খোলার নিয়ম – জিমেইল আইডি কিভাবে খুলবো

মোবাইল ইমেইল আইডি খোলার নিয়ম, জিমেইল আইডি কিভাবে খুলবো?

নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই নিজে নিজেই নতুন ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন।  চলুন জেনে নেওয়া যাক নতুন ইমেইল আইডি খোলার নিয়মঃ

  • প্রথমেই ফোনের Settings অপশন এ প্রবেশ করুন
  • তারপর Settings থেকে Accounts এ ক্লিক করুন
  • এরপর Add Account  এ ক্লিক করুন
  •  এখন নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন
  • এখানে Create Account  লেখায় ক্লিক করুন
  • এবার যে পেজটি দেখতে পাবেন সেখানে  For myself অথবা To manage my business এ ক্লিক করুন
  • এরপর আপনার প্রথম এবং শেষ অংশ লিখে ফর্ম ফিলাপ করুন 
  • এবার যে পেজটি দেখতে পাচ্ছেন সেখানেই আপনার জেন্ডার এবং জন্মতারিখ লিখুন।  এরপর নেক্সট এ ক্লিক করুন।
  • এবার আপনি আপনার জিমেইল এড্রেস দিয়ে যে নামে দেখতে চান সেই  নাম লিখুন।  আপনার ইমেইল এড্রেসটি পূর্বে অন্য কেউ না নিয়ে থাকলে আপনি নেক্সট এ ক্লিক করতে পারবেন।
  • এবার আপনার সামনে যে পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাসওয়ার্ড।  সব সময় চেষ্টা করবেন একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার জন্য।  পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখন নেক্সট এ ক্লিক করুন। 
  • এই পর্যায়ে ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বারটি লিখুন।  ফোন নাম্বার লেখার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে।  উক্ত কোনটি বসিয়ে নেক্সট ক্লিক করুন। 
  • ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফিকেশন প্রসেস শেষ করার পর এবার আপনার সামনে আসবে প্রাইভেসি এন্ড ট্রামস পেজ।  এই পেজটি নিচের দিকে স্ক্রল করে  I agree বাটনে ক্লিক করুন।
  •  উপরের ব্যাখ্যা করো এই ধাপ  গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

কম্পিউটার দিয়ে ইমেইল আইডি খোলার নিয়ম – জিমেইল আইডি কিভাবে খুলবো?

কম্পিউটার থেকে জিমেইল আইডি খোলার সহজ।  কম্পিউটার বা ল্যাপটপে জিমেইল আইডি খোলার নিয়ম মোবাইলের মতই।  চলুন দেখে নেই কম্পিউটার দিয়ে ইমেইল আইডি খোলার নিয়মঃ

  • প্রথমে যে কোন একটি ব্রাউজার এ প্রবেশ করে অ্যাড্রেস বার এ লিখুন Gmail.com
  •  এরপর Create Account লেখায় ক্লিক করুন
  •  এবার নিজের জন্য অ্যাকাউন্ট খুললে For My self এবং ব্যবসার কাজে অ্যাকাউন্ট খুললে To Manage my business সিলেক্ট করুন
  •  এবার আপনার সামনে যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে আপনার নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ এরপর জিমেইল এড্রেস এবং সবশেষে পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
  •  এরপর ভেরিফিকেশন এর জন্য আপনার ফোন নম্বরটি প্রদান করুন।   এরপর আপনার ফোন নাম্বার এ ভেরিফিকেশন কোড আসবে।  পরবর্তী পেজে ভেরিফিকেশন কোড প্রদান করুন।
  • এরপর গুগল আপনাকে আপনার সকল তথ্য আরেকবার রিভিউ করার জন্য দেখাবে। 
  •  সকল তথ্য ঠিক থাকলে এবার Next বাটনে ক্লিক করুন।
  •  এরপর Privacy and terms পেজ দেখতে পাবেন নিচের দিকে scroll করে I agree বাটন চাপুন।

ইমেইল আইডি কেন প্রয়োজন?

বর্তমান সময়ে ইমেইল আইডি সবার জন্য অনেক দরকারি।  চলুন নিম্নে আমরা ইমেইল থাক আর কিছু সুবিধা দেখিঃ

  1. ইমেইলের মাধ্যমে আপনি বিশ্বের যেকোন প্রান্তে মেইল বা ডকুমেন্ট পাঠাতে পারবেন
  2. ইমেইল থাকলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন
  3. আপনার একটি প্রফেশনাল ইমেইল থাকলে ব্যবসায়ীক কাজে তা ব্যবহার করতে পারবেন
  4.  গুগলের ই-মেইলসেবা অর্থাৎ জিমেইল একাউন্ট থাকলে আপনি গুগলের সব কিছু পরিসেবা গ্রহণ করতে পারবেন

 এছাড়াও ইমেইল বা জিমেইল একাউন্ট থাকলে আরো অনেক সুবিধা পাওয়া যায় বর্তমানে ইন্টারনেটের যুগে।  আশা করছি ইমেইল একাউন্ট  খোলা কেন দরকারি তা আপনারা বুঝতে পেরেছেন।

জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম? ইমেইল একাউন্ট ডিলিট করার করবো কিভাবে?

অনেকেই জিমেইল একাউন্ট ডিলিট করার উপায় খোঁজেন।  জিমেইল অ্যাকাউন্ট তৈরি যেমন আমাদের জন্য দরকারি।  ঠিক তেমনিভাবে কখনো কখনো জিমেইল একাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে।  চলুন দেখে নেওয়া যাক জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়মঃ

  • জিমেইল একাউন্ট ডিলিট করার জন্য প্রথমেই নিচের লিংকে ক্লিক করুন
  • https://myaccount.google.com/delete-services-or-account
  •  এবার Delete your account এ ক্লিক করুন
  •  এরপর দুটি চেকবক্স দেখালে ,সেগুলোতে চেকমার্ক দিয়ে Delete Account এ  ক্লিক করুন
  • Delete Account  এ ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্ট ও তার সাথে কানেক্টেড সকল সার্ভিস ডিলিট হয়ে যাবে।

ইমেইল আইডি খোলার নিয়ম ( ভিডিও)

জিমেইল আইডি কিভাবে খুলবো

নিউ জিমেইল একাউন্ট সম্পর্কিত ট্যাগ সমূহঃ

জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল আইডি কিভাবে খুলবো, ক্রিটে জিমেইল একাউন্ট, নিউ জিমেইল একাউন্ট, জিমেইল আইডি, জিমেইল ওয়েবসাইট, জিমেইল নিউ একাউন্ট, কিভাবে জিমেইল আইডি খুলবো, জিমেইল একাউন্ট ক্রিটে, ক্রিটে নিউ জিমেইল একাউন্ট, ক্রিয়েট জিমেইল একাউন্ট, জিমেইল আইডি খোলার নিয়ম, জিমেইল সিগণ উপ, নতুন জিমেইল আইডি খুলবো, নিউ জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল একাউন্ট খুলবো, ক্রিটে আ নিউ জিমেইল একাউন্ট বি মোবাইল নম্বর।

নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম, জিমেইল খোলার নিয়ম, জি মেইল খোলার নিয়ম, কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়, ফেসবুক জিমেইল আইডি খোলার নিয়ম, জিমেইল তৈরি করুন, ইমেইল আইডি কিভাবে খুলবো, কিভাবে ইমেইল আইডি খুলবো, ফেসবুক ইমেইল আইডি খোলার নিয়ম, নতুন ইমেইল একাউন্ট, ইমেইল একাউন্ট তৈরী, জিমেইল আইডি কিভাবে খুলবো, ইমেইল আইডি খোলার নিয়ম, জিমেইল আইডি খোলার নিয়ম, gmail id kivabe khule, কিভাবে জিমেইল আইডি খুলবো , নতুন জিমেইল আইডি খুলবো , নতুন একাউন্ট তৈরী , নিউ জিমেইল একাউন্ট ,নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম।

Facebook Comments
Top