You are here
Home > জরুরী টিপস > অতিরিক্ত সিম বন্ধ করার উপায় | যেকোন সিম বন্ধ করার নিয়ম

অতিরিক্ত সিম বন্ধ করার উপায় | যেকোন সিম বন্ধ করার নিয়ম

অতিরিক্ত সিম বন্ধ করার উপায় | যেকোন সিম বন্ধ করার নিয়ম

অতিরিক্ত সিম বন্ধ করার উপায়ঃ অনেক সময় আমাদের অতিরিক্ত সিম বন্ধ করে ফেলার প্রয়োজন পড়ে। কিন্তু যারা এ বিষয়ে একেবারেই স্বল্প জ্ঞানী, তারা সচরাচর সিম বন্ধ করার ব্যাপারটিকে খুবই ঝামেলা জনক মনে করে থাকেন। অতিরিক্ত সিম বন্ধ করার উপায় কি! এ নিয়ে বেশ আগ্রহ পাঠকদের মনে। আর আপনাদের সেই আগ্রহ থেকেই আমাদের আজকের এই প্রবন্ধটি লেখা। 

অতিরিক্ত সিম বন্ধ করার উপায় | যেকোন সিম বন্ধ করার নিয়ম

সুপ্রিয় পাঠক বন্ধুরা, আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন। তো আপনার কি অতিরিক্ত সিম বন্ধ করার উপায় সম্পর্কে জানাটা জরুরি? আপনি কি অতিরিক্ত সিম বন্ধ করার জন্য চিন্তিত? যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমরা বলব, আপনার চিন্তার তেমন কোনই কারণ নেই। কেননা অতিরিক্ত সিম বন্ধ করার উপায় অত্যন্ত সহজ, যা আপনাকে একবার বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন এবং এখনই এই মুহূর্তে আপনার সেই অতিরিক্ত সিম বন্ধ করে ফেলতে সক্ষম হবেন। 

তাহলে আসুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক– অতিরিক্ত সিম বন্ধ করার উপায় সমূহ সম্পর্কে। অবশ্যই অনুরোধ থাকবে “অতিরিক্ত সিম বন্ধের উপায়” সম্পূর্ণভাবে বোঝার জন্য সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ার। তো আসুন শুরু করা যাক।

হারিয়ে যাওয়া অথবা অতিরিক্ত সিম বন্ধ করবেন যেভাবে…

অতিরিক্ত সিম বন্ধ করার উপায়

আমাদের দেওয়া সহজ নিয়মে আপনি অতিরিক্ত সিম বন্ধ করতে পারবেন। সেটা গ্রামীণ, বাংলালিংক, রবি, টেলিটক অথবা এয়ারটেল যে সিমই হয়ে থাকুক না কেন। সাধারণত এই অতিরিক্ত সিম বন্ধ করার উপায় স্বরূপ দুইটি মাধ্যম খোলা রয়েছে। আর সেটা হলো:

  • কাস্টমার কেয়ার
  • সিম এর দোকান

আপনি যদি কাস্টমার কেয়ারে কথা বলে আপনার অতিরিক্ত সিম বন্ধ করতে চান তাহলে সেটা করতে পারবেন। আর এটা যদি আপনার কাছে কম্ফোর্টেবল না মনে হয়, তাহলে আপনি যে দোকান থেকে সিমটি কিনেছেন সেই নির্দিষ্ট দোকানে গিয়েও তা বন্ধ করতে পারবেন। 

এখন কথা হচ্ছে আপনাকে এই সিম বন্ধ করতে কি কি করতে হবে? তাই এ পর্যায়ে আমরা গ্রামীণফোন অতিরিক্ত সিম বন্ধ করার উপায়, বাংলালিংক অতিরিক্ত সিম বন্ধ করার উপায়, অতিরিক্ত রবি সিম বন্ধ করার উপায়, টেলিটক অতিরিক্ত সিম বন্ধ করার উপায়, এয়ারটেল অতিরিক্ত সিম বন্ধ করার উপায় সমূহ আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করবো। আশা করা যায় আপনারা এই বিষয়গুলো একবার পড়লেই খুব সহজেই অতিরিক্ত সিম বন্ধ করে ফেলতে পারবেন। 

ঘরে বসেই অতিরিক্ত সিম বন্ধ করার উপায়

সিম বন্ধ করার নিয়ম

সরকারি নিয়ম অনুসারে আপনি একক এনআইডির বিপরীতে মাত্র ১৫ টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। আর সিম বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই একটা নিয়ম অনুসরণ করতে হবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি আপনার জিপি সিম সাময়িক সময়ের জন্য বন্ধক করতে চাচ্ছেন। তাহলে এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে:-

প্রথমত: কালেক্ট করতে হবে আপনার জিপি হেল্পলাইন নাম্বার। জিপি সিমের হেল্পলাইন নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান (১২১)

দ্বিতীয়তঃ জিপি হেল্পলাইন নাম্বারে কল করার পরবর্তীতে আপনি কেন সিমটি সাময়িক সময়ের জন্য বন্ধ করবেন তা জানাতে হবে। সেই সাথে আপনার নম্বরটি তাদেরকে সাজেস্ট করতে হবে। 

তৃতীয়ত: অপর পক্ষ থেকে আপনাকে কিছু ইনফরমেশন প্রদান করতে বলা হবে অর্থাৎ আপনার কিছু তথ্য বা ডকুমেন্টস জানতে চাইবে তারা। 

ব্যাস আপনার কাজ এটুকুই, সাময়িক সময়ের জন্য আপনার সেই সিমটি তারা বন্ধ করবে। তবে হ্যাঁ, যদি আপনি স্থায়ীভাবে কোন সিম বন্ধ করে ফেলেন তাহলে কিন্তু তা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। তবে সাময়িক সময়ের জন্য বন্ধ করলে তা পরবর্তীতে পুনরায় ব্যবহার করতে পারবেন। 

নিবন্ধিত সিম বন্ধ করার উপায়

নিবন্ধিত সিম বন্ধ করার উপায় মূলত এটিই। আপনি যদি আপনার নামে বা অন্য কারো নামের নিবন্ধিত সিম বন্ধ করতে চান তাহলে কাস্টমার কেয়ারে প্রথমত কল করতে হবে, এরপর তাদেরকে কিছু বিষয় জানাতে হবে। তাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলে নিবন্ধিত সিম খুব সহজেই অল্প সময়ের মধ্যে বন্ধ করে ফেলবে তারা। তবে হ্যাঁ, ইতোমধ্যে একটা কথা বলেছি অবশ্যই মাথায় রাখতে ভুলবেন না। 

যদি আপনার সিম কোন কারনে হারিয়ে যায় আর সেটা যদি আপনি সাময়িক সময়ের জন্য বন্ধ করতে চান, তাহলে সেটা অবশ্যই তাদেরকে জানাবেন। কেননা স্থায়ীভাবে কোন সিম যদি বন্ধ করে ফেললে আপনি পুনরায় সেটা তুলে ইউজ করতে পারবেন না। তাই অবশ্যই এদিকটা মাথায় রেখে তাদেরকে সঠিক বিষয়টা জানাবেন। 

নিবন্ধিত সিমের সংখ্যা জানার উপায়

আপনার নামে কতগুলো সিম নিবন্ধিত রয়েছে এ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে উপায় কি? কোন পদ্ধতিতে আপনি এটা জানতে পারবেন? কি, এই নিয়ে কি মনে প্রশ্ন আসছে? 

সত্যি বলতে, এটা খুব একটা কঠিন কাজ নয়। মাত্র একটা নির্দিষ্ট সংখ্যা ডায়াল করতে হবে আপনাকে। কেননা নিবন্ধিত সিমের সংখ্যা জানার জন্য নির্দিষ্ট একটি ডিজিট রয়েছে। সেটা হলো:*১৬০০১#

সুতরাং যদি কখনো, আপনার নামে কতগুলো সিম আছে তা চেক করার প্রয়োজন পড়ে তাহলে এই সংখ্যাটি ডায়াল করুন। আর জেনে নিন আপনার নামে নিবন্ধিত সিমের সঠিক সংখ্যা। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আপনি একজন গ্রাহক হিসেবে প্রিপেইড, পোস্ট পেইড মোবাইল অপারেটর হিসেবে মোট ১৫ টি সিম অথবা রিম ব্যবহার করতে সক্ষম হবেন। 

সিম বন্ধ করার কোড

আপনি যদি সিম বন্ধ করতে চান তাহলে সিম বন্ধ করার কোড পূর্বেই জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা হুটহাট আমাদের প্রয়োজনে সিম বন্ধ করার দরকার পড়ে থাকে। তবে আমরা ইতিমধ্যে এ বিষয়টা নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পারছি যে, সিম বন্ধ করার নিয়ম একটা হলেও সিম বন্ধ করার কোড মূলত আলাদা আলাদা হবে। তাই এ পর্যায়ে সিম বন্ধ করার কোড সমূহ আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে উল্লেখ করব। 

  • আপনার যদি গ্রামীণ সিম বন্ধ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে 121 এই নম্বরে। পরবর্তীতে কাস্টমার কেয়ার থেকে বলা একটা নির্দিষ্ট সংখ্যা/কোড ডায়াল প্যাডে ডায়াল করতে হবে। 
  • আপনার যদি banglalink অতিরিক্ত সিম বন্ধ করার প্রয়োজন পড়ে, তাহলেও আপনাকে 121 নাম্বারে করতে হবে। কিন্তু এই নম্বরে কল করার পরবর্তীতে কাস্টমার কেয়ার থেকে যখন কল রিসিভ করবে তখন আপনাকে অতিরিক্ত বাংলালিংক সিম বন্ধ করার জন্য কোন একটি সংখ্যা ডায়াল করতে বলবে। আর সেটা ডায়াল প্যাডে ডায়াল করতে হবে আপনাকে। 
  •  আপনি যদি রবির অতিরিক্ত সিম বন্ধ করতে চান তাহলেও আপনাকে ঠিক এই একই নম্বরে কল দিতে হবে। অতঃপর তারা কাস্টমার কেয়ার থেকে যে সংখ্যাটি ডায়াল করতে বলবেন অতিরিক্ত সিম বন্ধ করার জন্য, তা ডায়াল করতে হবে সঙ্গে সঙ্গে। 
  • আবার এয়ারটেল, টেলিটক যে কোন সিম বন্ধের জন্য আপনাকে ঠিক এই একই  নাম্বারে কল করতে হবে অতঃপর তাদের দেওয়া কোড ডায়াল প্যাডে বসিয়ে তাদের নিয়ম অনুসরণ করে বন্ধ করতে হবে আপনার সেই হারিয়ে যাওয়া বা অতিরিক্ত সিম। 

বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম

বাংলালিংক অতিরিক্ত সিম বন্ধ করতে চাইলে মূলত ধাপে ধাপে আপনাকে নিম্ন বর্ণিত কাজগুলো করতে হবে। 

প্রথমত: যেতে হবে নিকটস্থ কোনো দোকানে বা যেখান থেকে আপনি এই সিমটি ক্রয় করেছেন সেই স্টলে। অতঃপর আপনি যে আপনার সিমটি বন্ধ করতে চাচ্ছেন সেটা তাদেরকে অবগত করতে হবে। আর বিকল্প হিসেবে আপনি নিজেই ঘরে বসে শুধুমাত্র ১২১ এই নম্বরে কল করার মাধ্যমে আপনার বাংলালিংক সিম বন্ধ করার জন্য প্রথম প্রদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

দ্বিতীয়তঃ আপনি কেন সিমটি বন্ধ করছেন, সিমটি বরাবরের জন্য বন্ধ করবেন নাকি সাময়িক কিছু সময়ের জন্য বন্ধ করবেন তা অপরপক্ষকে জানাতে হবে। 

তৃতীয়ত: প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এর প্রয়োজন পড়বে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। এটা মূলত কাস্টমার কেয়ারের পক্ষ থেকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন আপনি যে সিমটি বন্ধ করতে চাচ্ছেন আসলে ও আপনি তার মালিক কি না। তাই সঠিক সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে আপনি আপনার নিবন্ধনকৃত বাংলালিংকের সিম বন্ধ করতে পারবেন। 

জিপি সিম বন্ধ করার নিয়ম

জিপি সিম অর্থাৎ গ্রামীন ফোন সিম যদি বন্ধ করতে চান তাহলে ঠিক একই নিয়ম অনুসরণ করতে হবে আপনাকে। যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তাই জিপি সিম বন্ধ করার জন্য অবশ্যই আমাদের দেওয়া নিয়মটি অনুসরণ করুন। 

রবি সিম বন্ধ করার উপায়

রবি সিম যদি আপনি বন্ধ করতে চান তাহলেও আপনার হাতে মাত্র দুইটি মাধ্যম বা উপায় রয়েছে। একটি হচ্ছে আপনার নিকটস্থ সেই সিমের দোকানে যাওয়া এবং তাদেরকে সিম বন্ধের ব্যাপারে অবগত করা এবং অপরটি হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন করে তাদের মাধ্যমে সিম বন্ধ করে নেওয়া। তাই অতিরিক্ত রবি সিম বন্ধ করার জন্য এই উপায় দুইটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন আপনি। 

এয়ারটেল সিম বন্ধ করার নিয়ম

আপনি যদি এয়ারটেল সিম বন্ধ করতে চান তাহলে এক্ষেত্রেও আপনাকে ১২১ এই নাম্বারে কল করতে হবে। অতঃপর কাস্টমার কেয়ার থেকে আপনাকে অতিরিক্ত সিম বন্ধ করার জন্য যে কোড ডায়াল করতে বলবেন সেটা করতে হবে পরবর্তীতে তাদের সাথে কথা বলে আপনি এয়ারটেল সিম বন্ধ করতে পারবেন খুব সহজেই। 

হারানো সিম বন্ধ করার উপায়

আজকাল সিম হারিয়ে যাবা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়াও কোন জিনিস হারিয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছুই নয়। এখন কথা হচ্ছে আপনার হারানো সেই সিম কিভাবে আপনি বন্ধ করবেন? এক্ষেত্রেও ঠিক একই নিয়ম অনুসরণ করতে হবে আপনাকে। তবে হ্যাঁ অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, হারিয়ে যাওয় সেই সিম যদি আপনি আর কখনো ব্যবহার করতে না চান তাহলে সাময়িক সময়ের জন্য অফ রাখার জন্য আপনি সেই সিম কর্তৃপক্ষকে জানাবেন আর যদি স্থায়ীভাবে সেই সিম বন্ধ করতে চান সে সম্পর্কেও অবগত করবেন। কেননা সাময়িক সময়ের জন্য আপনি কোন সিম বন্ধ করলে সেটা পুনরায় ব্যবহার করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে বন্ধ করলে সেটা আর সম্ভব হবে না। 

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, অতিরিক্ত সিম বন্ধ করার উপায় সম্পর্কিত আমাদের আলোচনা পর্বের এখানেই ইতি টানছি। আপনি যদি সিম কার্ড নষ্ট বা বন্ধ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই দুইটি পদ্ধতি থেকে শুধুমাত্র একটি নির্বাচন করুন। আর দেরি না করে এখনই বন্ধ করে ফেলুন আপনার সেই অতিরিক্ত অপ্রয়োজনীয় সিম। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবারও নতুন কোন টপিকের নতুন আলোচনায় আপনাদের সাথে দেখা হবে কথা হবে। আল্লাহ হাফেজ।

আরো পড়ুনঃ

Facebook Comments
Top