মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য সেরা সেরা সাতটি অ্যাপস এর তালিকা আমরা এই পোস্টে উল্লেখ করেছি। আপনারা যারা মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার নিয়ম সমূহ জানতে চান তারা আজকের এই পোস্টটি মনোযোগ দিয়া পড়বেন। আশা করছি আজকের এই পোস্টটি পড়ার পরে আপনারা নিজে নিজেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন কি?
গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটি ধাপ, যেখানে আমরা মনের ধারণা, শিল্প, দক্ষতা কাজে লাগিয়ে কারো ছবি, লেখা, শব্দ মিশ্রণে একটি আলাদা নতুন ছবি তৈরি করা। তৈরি করা এই নতুন ছবি বিজ্ঞাপন, বই, ওয়েবসাইট বা লোগো, মেগাজিন সাজানোর জন্য বা ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
গ্রাফিক্স ডিজাইন আমরা হাত দিয়ে করতে পারি আবার কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার বা এপ্লিকেশন এর মাধ্যমে করতে পারি। তবে, আপনি যখন প্রফেশনাল ভাবে ডিজাইন করতে চাইবেন তখন অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করতে হবে।
গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন গুলো করতে পারি। এই ডিজাইন গুলো করতে হবে সম্পূর্ণ নিজের ধারণা, জ্ঞান, দক্ষতা এবং হাতের শিল্পের উপর নির্ভর করে। আশাকরি, গ্রাফিক্স ডিজাইন কি বা গ্রাফিক্স ডিজাইন কাকে আপনারা ভালো ভাবে বুঝতে পারছেন।
গ্রাফিক্স ডিজাইন করুন মোবাইল দিয়ে | How to do graphic design on mobile
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন ঘরে বসে ইনকাম
গ্রাফিক্স ডিজাইন করুন মোবাইল দিয়ে
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়সমূহ
যেহেতু আমরা আজকে কথা বলছি কিভাবে মোবাইল দিয়ে Graphics Design শেখা যায় বা আয় করা যায় এই ব্যাপারে, সুতরাং প্রশ্ন থাকতেই পারে যে মোবাইল দিয়ে Graphics Design এর কাজ কিভাবে শিখবেন। চলুন নিচে এই ব্যাপারে জানা যাক।
১। অনলাইন পেইড কোর্স – মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখা
গ্রাফিক্স ডিজাইন এর কাজ শেখার জন্য আপনি কোর্স করতে পারেন অনলাইনে। ইন্টারনেটে এখন আপনি যে ধরনের কোর্স চাইবেন সেই ধরনের কোর্স পেয়ে যাবেন। Graphics Design এর উপরেও বিভিন্ন ইনস্টিটিউট এর কোর্স রয়েছে, চাইলে আপনি সেগুলো দেখে ডিজাইনের ধারণা নিতে পারেন। আপনি চাইলে আইটি বাড়ি গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে পারেন বা চাইলে ই শিখন এর কোর্সটি করতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন কোর্স ইন্টারনেটে রয়েছে।
২। ইউটিউব থেকে ফ্রীতে শিখুন – মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখা
ইউটিউব Graphics Design এর বেসিক থেকে এডভ্যান্স অসংখ্য ধরনের কোর্স সমূহ পেয়ে যাবেন। আপনি যে ধরনের ডিজাইন শিখতে চান সেই কীওয়ার্ড লিখে কেবল সার্চ করুন, অসংখ্য টিউটোরিয়াল ফ্রীতেই পেয়ে যাবেন।
৩। ট্রেনিং সেন্টার থেকে – মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখা
এমন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে হাতে কলমে ডিজাইনের কাজ শেখানো হয় আপনি চাইলে বিস্তারিত খোঁজ করে সেগুলো থেকেও কাজ শিখতে পারেন।
একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ট্রেনিং সেন্টার, কোর্স, টিউটোরিয়াল দেখে আপনি ডিজাইন শিখতে পারবেন না। আসলে Graphics Design এমন একটা সেক্টর যেখানে ডিজাইন নিজের ক্রিয়েটিভ দিয়ে বের করতে হয় তাহলে সেটা ইউনিক হয়। কোর্স বা ট্রেনিং সেন্টার থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন করার যাবতীয় সফটওয়্যার বা সেগুলোর ব্যবহার শিখতে পারবেন।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য সেরা 7টি এপস সমূহ
1. Canva সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
Canva প্রত্যেক graphics designer কোনো না কোনো কাজে বা সময় ব্যবহার অবশই করে থাকেন। এটা আমার সব থেকে প্রিয় গ্রাফিক্স ডিজাইনিং টুল যেটাকে আমি প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। Canva আপনারা সরাসরি অনলাইনে ব্যবহার করতে পারবেন।
এছাড়া, আপনি যদি নিজের Windows কম্পিউটারে এর canva software download করতে চাইছেন তবে সেটাও করতে পারবেন। Online social media গুলোতে publish করার ক্ষেত্রে যেকোনো ধরণের graphic design আপনারা এখানে করতে পারবেন।
এখানে আপনাকে বিভিন্ন universal tools, elements এবং ready templates দিয়ে দেওয়া হয় যেগুলোর মাধ্যমে আপনারা যেকোনো design তৈরি করতে পারবেন। Email headers, presentations, infographics, Logo ইত্যাদি সহজেই ডিজাইন করতে পারবেন।
এর drag-and-drop function এর ফলে এই software/tool টি হয়ে দাঁড়ায় প্রচুর beginner-friendly. প্রচুর bloggers, YouTubers, digital marketers রা ক্যানভা ব্যবহার করে নানান ডিজাইন তৈরি করেন।
2. InkScape সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
- ফ্রি এন্ড ওপেন সোর্স
- অসাধারণ ভেক্টর আর্ট ডিজাইন সুবিধা
- ক্রস প্লাটফর্ম সাপোর্টেড
- কমিউনিটি হেল্প
- সব ধরণের ডিজাইন অ্যাক্সেস করা যায়
- দ্রুততার সহিত ডিজাইন করা যায়
- ব্যতিক্রমী ফিচার ও টুলস্
- ফ্লেক্সিবল ড্রইং টুলস্
Inkscape অন্যতম সেরা একটি ডিজাইন সফটওয়্যার যার মাঝে অনেকগুলো ব্যতিক্রমী টুলস্ ও ফিচার রয়েছে। ভেক্টর ইমেজারি তৈরি করার জন্যে এই সফটওয়্যারের নিজস্ব কিছু মেকানিজম রয়েছে যা আকর্ষণীয় ডিজাইন তৈরিতে দারুণ ভূমিকা রাখে। এটি দিয়ে ডিজাইন করা যে কোন ফাইলের ফরমেট পরিবর্তণ করা যায় খুব সহজেই। শেপ টুলস্, পেন্সিল টুলস, ট্রান্সফর্মেশনসহ অসংখ্য ফিচার রয়েছে Inkscape সফটওয়্যারে।
3. Vectr সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
- ক্রস প্লাটফর্ম এবং ব্রাউজার ভার্সণ
- সহজ-সরল ইন্টারফেস
- প্রজেক্ট শেয়ারিং সুবিধা
- ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশন সুবিধা
টি-শার্ট থেকে শুরু করে যে কোনও ধরণের ফুল-প্লেজেজ ওয়েবসাইট ডিজাইন করার জন্যে Vectr এ রয়েছে নানা রকম ব্যতিক্রমী ফিচার। এ ফ্রি সফটওয়্যারে ডিজাইন করা যে কোন ফাইল রিয়েল টাইমে এক্সপোর্ট করা যায়। সফটওয়্যারটির ইউজিং শেখার জন্যে রয়েছে অসংখ্য টিউটোরিয়াল।
4. Blender সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
- থ্রিডি মডেলিং, ভিজ্যুয়াল ইফেক্ট সুবিধা
- স্কিন মডিফায়ার সুবিধা
- স্কাল্পটিং ও অ্যানিমেশন সুবিধা
- ক্যামেরা ও অবজেক্ট মোশন ট্র্যাকিং সুবিধা
Blender একটি অন্যতম থ্রিডি গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার যা ওপেন-সোর্স অর্থাৎ এটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। যে কোনও ধরণের ভিজ্যুয়াল ইফেক্ট, থ্রিডি মডেলস এবং ইন্টার্যাক্টিভ থ্রিডি অ্যাপস্ ও অ্যানিমেশন তৈরির জন্যে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
5. GIMP সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
GIMP গ্রাফিক্স সফটওয়্যার একটি অনেক powerful graphics editor যেটাকে সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যার এর user-interface অনেক ভালো এবং সোজা।
এটা মূলত একটি Open Source Image Editor যেখানে ছবির সাথে কারসাজি (Image Manipulation) করতে পারবেন। এই ফ্রি গ্রাফিক্স সফটওয়্যার এর ইন্টারফেস কিছুটা Adobe Photoshop এর মতোই। বিভিন্ন tool icons, customization options এবং layer setup options এখানে আপনারা পাবেন।
6. Easelly সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
Easelly মূলত একটি infographic maker যেখানে আপনারা reports, presentation ইত্যাদি তৈরি করতে পারবেন। আপনি যদি একজন blogger বা online content creator তাহলে অবশই এই tool আপনার কাজে আসবে।
এখানে infographics তৈরি করার জন্য আপনারা প্রচুর moving people, various lines এবং diagrams এর icon অবশই পাবেন। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনারা প্রচুর আলাদা আলাদা রকমের infographics তৈরি বা এডিট করতে পারবেন এবং PDF বা JPG formats দ্বারা display করতে পারবেন।
এমনিতে এই software এর basic version ফ্রীতে ব্যবহার করা যাবে। তবে কিছু premium elements ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সাধারণ fee দিতে হয়।
7. Gravit Designer সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
- ভেক্টর ফাইলের বিশাল এক লাইব্রেরী
- ইজি টু ইউজ ইউজার ইন্টারফেস
- গর্জিয়াস ওয়ার্কফ্লো
- ক্লাউড সার্ভিসের সঙ্গে কানেক্ট করার সুবিধা
Vectr ও Inkscape এর মাঝামাঝি যদি কোনও গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার খুঁজে থাকেন, তবে আপনার জন্যেই Gravit Designer। এটিতে Vectr এর চেয়ে বেশি ফাংশন রয়েছে আর Inkscape এর চেয়ে বেশি সুবিধা রয়েছে। মূলত একটি ভেক্টর সফটওয়্যারের কাছে আপনি যা যা আশা করেন, তার সবই পাবেন Gravit Designer-এ।
8. Pixlr সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
Pixlr একটি প্রচুর জনপ্রিয় image editing tool যেটাকে সরাসরি online graphics designing এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
প্রচুর অন্যান্য tools গুলোর Pixlr আপনারা ফ্রীতে ব্যবহার করতে পারবেন।
Images edit করা, graphics editing ইত্যাদি প্রচুর ধরণের কাজ এখানে করতে পারবেন।
এমনিতে ফ্রীতে আপনারা এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ এখানে করতে পারবেন যদিও এর $4.90 এর monthly plan রয়েছে যেটা চাইলে আপনারা নিতে পারবেন।
Photo editing এবং graphical design গুলো professional ভাবে করার ক্ষেত্রে এখানে রয়েছে AI-powered tools.
এখানে আলাদা আলাদা রকমের দুটি এডিটর (editor) রয়েছে।
Pixlr X ব্যবহার করা হয় সরাসরি এবং সহজ ভাবে graphic design করার ক্ষেত্রে এবং Pixlr E ব্যবহার করা হয় advanced photo editing এর ক্ষেত্রে।
9. Krita সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
- ইউজার ইন্টারফেস কাস্টোমাইজ করার সুবিধা
- অ্যাসিসটেন্টকে কাজ বুঝিয়ে দেয়ার ড্রইং এইড
- সিলেকশন মাস্ক টুল
- রিসোর্স ম্যানেজার।
প্রফে শনাল ভিজ্যুয়াল ডিজাইনার ও গ্রাফিক্স ডিজাইনারদের জন্যে দারুণ একটি ফ্রি সফটওয়্যার Krita যা সব অপারেটিং সিস্টেমই সাপোর্ট করে থাকে। কনসেপচুয়াল আর্ট, টেক্সার্স, ইলাস্ট্রেশনস্ এবং কমিক্স ডিজাইনের জন্যে Krita একটি অসাধারণ সফটওয়্যার।
10. DesignWizard সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
DesignWizard একটি দারুন ফ্রি গ্রাফিক্স ডিজাইন টুল যেটাকে প্রচুর লোকেরা ব্যবহার করে থাকেন মূলত beginners রা।
এটা একটি online graphics editor tool যেটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে একটি account তৈরি করতে হবে।
গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে আগের থেকে দিয়ে দেওয়া templates ব্যবহার করতে পারবেন বা সম্পূর্ণ blank canvas থেকেও কাজ শুরু করা যাবে।
DesignWizard এর basic version আপনারা ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।
তবে এর কিছু pro version রয়েছে যেগুলো চাইলে আপনারা কিনে নিতে পারবেন।
11. SketchUp সফটওয়্যার এর মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
- টু-ডি মডেলিং সুবিধা
- থ্রিডি মডেলিং সুবিধা
- কাস্টোমার সার্ভিস সুবিধা
যদিও SketchUp একটি পেইড সফটওয়্যার, তবু এটি পার্সোনাল ইউজের জন্যে সম্পূর্ণ ফ্রি। আর আপনি অনায়াসেই এটি দিয়ে যে কোন ধরণের প্রপেশনাল ডিজাইন করতে পারবেন। কারণ, এর এমন কিছু এক্সট্রা অডিনারি ফিচার রয়েছে যা আপনাকে টু-ডি থেকে শুরু করে থ্রিডি পর্যন্ত যে কোনও ধরণের ডিজাইন করতে সাহায্য করে থাকে।
মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যাবে?
যখন কোনো কোম্পানি বা কোম্পানির লোক গ্রাফিক্স ডিজাইন করে নিতে চাই, তখন তারা প্রফেশনাল কোনো ডিজাইনারদের কাছ থেকে করে নেয়।
প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের কাছ থেকে ডিজাইন করার জন্য মোটা অংকের টাকা গুনতে হয়।
কিন্ত, এমন অনেক লোক আছে যারা ছোটখাটো ডিজাইন করাতে চান অল্প টাকার মধ্যে। আমরা যারা মোবাইলে ক্যানভা অ্যাপের মাধ্যমে ডিজাইন করি তারা মূলত এমন ক্লায়েন্টের কাজ করব।
যাদের ডিজাইন করার জন্য ছোটখাটো ডিজাইনার দরকার। এক্ষেত্রে আমরা ক্লায়েন্ট খোঁজার জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমাদের ডিজাইন গুলো পোষ্ট করবো।
আপনার ডিজাইনের মূল্য হিসেবে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নিতে পারবেন। আর আপনি যদি আরো বেশি টাকা ইনকাম করতে চান তাহলে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে প্রফেশনাল ডিজাইনার হতে হবে।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কিছু পরামর্শ
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য আজকের এই আর্টিকেলটি যথেষ্ট। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার গুলোর তালিকা এবং ডাউনলোডের লিংক এখানে দেওয়া হয়েছে। পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকলে এখন থেকে আপনারা নিজেরাই হাতে থাকে ফোন দিয়েই ট্রাফিক ডিজাইন করতে পারবেন। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল যুক্ত করে দিয়েছি আমরা আপনাদের জন্য। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে এবং ভিডিও গুলো দেখে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।