You are here
Home > জরুরী টিপস > কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এবং ডাউনলোড সোর্স

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এবং ডাউনলোড সোর্স

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এর নাম কি, কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে কোন সফটওয়্যার গুলো সবচেয়ে ব্যবহার উপযোগ্য, জনপ্রিয় বাংলা লেখার সফটওয়্যার গুলো কি কি– যে বা যারা বাংলা টাইপিং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদেরকে আজকের নিবন্ধনে জানাই স্বাগতম। 

কেননা আজ আমরা আলোচনা করতে চলেছি– কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার গুলো সম্পর্কে খুঁটিনাটি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং কম্পিউটারে বিভিন্ন কাজ করার জন্য বাংলা লেখার প্রয়োজন পরে, তাই কোন সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনি সাচ্ছন্দ্যে আপনার মাতৃভাষা বাংলা লিখতে পারবেন, সঠিকভাবে ও শুদ্ধভাবে মনের ভাব প্রকাশ করতে পারবেন সেগুলোরই মাধ্যম জানাবো এ পর্যায়ে। 

তবে আপনি চাইলে এর পাশাপাশি, ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার অথবা নাম দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে জানতে পারেন বিস্তারিত, কেননা ইতোমধ্যে এই রিলেটেড অসংখ্য পোস্ট আপডেট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। 

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার | কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এর নাম কি?

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে অসংখ্য সফটওয়্যার রয়েছে। তবে আজকের তালিকায় বাংলা লেখার সফটওয়্যার হিসেবে ১২টি জনপ্রিয় সফটওয়্যার এর নাম সাজেস্ট করব। সেগুলো হলো –

  1. অভ্র কিবোর্ড / Avro Keyboard
  2. লিপিকার / Lipikaar
  3. বিজয় ৫২ কিবোর্ড / Bijoy 52 keyboard
  4. একুশে কিবোর্ড / Ekushey keyboard
  5. বাংলা কিবোর্ড / Bangla Probhat keyboard
  6. বাংলা ওয়ার্ড / Bangla word
  7. ইজি লার্ন বাংলা / Easy Learn Bangla
  8. বর্ণ কিবোর্ড / Borno keyboard
  9. সৌমিলি বাংলা কিবোর্ড / Soumili Bangla Keyboard
  10. শাব্দিক বাংলা কিবোর্ড / shabdik bangla keyboard
  11. অফলাইন বেঙ্গলি টাইপিং / Offline Bengali Typing
  12. অক্ষর বাংলা / Akkhor Bangla 

বাংলা লেখার কীবোর্ড | বাংলা লেখার সফটওয়্যার ডাউনলোড

আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলেও বর্তমানে বাংলা ভাষার জনপ্রিয়তা বেড়েই চলেছে। এ-কারণে গুগল এডসেন্সেও বলা যায় বাংলা ভাষা এখন উপলব্ধ।  যাইহোক, এরই মধ্যে আমরা কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে যেগুলোর নাম সাজেস্ট করেছি আসুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে কিছু বিস্তারিত। 

অভ্র কিবোর্ড / Avro Keyboard

কম্পিউটারে বাংলা লেখার জন্য দুর্দান্ত একটি সফটওয়্যার অভ্র, যার সম্পূর্ণ নাম অভ্র কিবোর্ড। এই কীবোর্ড এর যেমন কম্পিউটার সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তা রয়েছে, ঠিক একইভাবে জনপ্রিয়তা রয়েছে মোবাইলের ক্ষেত্রেও। 

আর অভ্র কিবোর্ড সবচেয়ে জনপ্রিয় হবার কারণ এটাতে আপনি বাংলিশ লিখলে সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। অতএব আপনি যদি বাংলাতে লেখেন Amar bangla desh, তাহলে এই বাক্যটি বাংলায় কনভার্ট হয়ে গিয়ে লেখা উঠবে “আমার বাংলা দেশ”। 

আর তাইতো যারা বাংলায় টাইপিং করেন তাদের অধিকাংশ মানুষই অভ্র সফটওয়্যার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন অনেকটাই। এছাড়াও আরো দুর্দান্ত একটি বৈশিষ্ট্য হচ্ছে-  ইংলিশ টু বাংলা ডিকশনারী, যাতে রয়েছে প্রায় ১৫ হাজারেরও বেশি বাংলা শব্দ এবং অটো কারেক্ট অপশন। এর সাথে আরও রয়েছে জনপ্রিয় বাংলা লে আউট। 

বলতে পারেন অভ্র কিবোর্ড এ একসাথে অনেক সুবিধা পাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো যাই হোক অভ্র কিবোর্ডে বাংলা লেখার সহজ নিয়ম যদি আপনি জানতে চান তাহলে শুধুমাত্র নিচের চার্ট টি ভালোভাবে লক্ষ্য করুন। 

kbU
khbh,vrri
gme
ghzOI
NgrO
clOU
chsh,Sব (ফলা)w
jSH্য-য (ফলা)y,Z
jhs্র-র(ফলা)r
NGh৴-রেফrr
Tড়R্-হসন্ত
Thঢ়RH।-দাড়ি.
Dয়y,Y৳-টাকা$
Dht“.-ডট.numpad
Nng: কোলন:
t:
th^
do
dha
ni
pI
ph,fu
কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার

মূলত ইংরেজি কোন অক্ষর লিখলে বাংলায় সেটা কনভার্ট হবে এটা যদি আপনি একবার বুঝে চান তাহলে অভ্র কিবোর্ড এর সাহায্যে খুব সহজে এবং দ্রুত বাংলা টাইপিং করতে সক্ষম হবেন আপনি।  আরো দেখে নিন, যুক্তবর্ণ টাইপের কিছু অক্ষর আপনি কিভাবে ইংরেজি অক্ষরের মাধ্যমে বাংলায় কনভার্ট করতে পারবেন। অতএব কোন কোন অক্ষর লিখলে আপনার লেখাটি যুক্তবর্ণ টাইপিং হবে!

ক্ষkkhষ্ণShNর্ত্তrrtt
ঙ্কNgkহ্মhmস্থ্যsthz
ঙ্গNggণ্ডND
জ্ঞjNGক্ষ্মkShm
ঞ্চNGcঙ্ক্ষNgkSh
ঞ্ছNGchল্গুlgu
ঞ্জNGjন্ত্বntw
ত্তttন্দ্বndw

অভ্র সফটওয়্যার বা অভ্র কিবোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে ক্লিক করুন– Avro

লিপিকার / Lipikaar

অভ্র কিবোর্ড এর পাশাপাশি জনপ্রিয়তা ধরে রেখেছে লিপিকার, এটি মূলত খুবই পুরনো বাংলা টাইপিং সফটওয়্যার। আপনি যদি কম্পিউটারে বাংলা লিখতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এই সফটওয়্যারটি। 

অনেকেই বলেন প্রফেশনাল ভাবে বাংলা লিখতে চান, টাইপিং অনেক বেশি ফাস্ট করতে চান, বাংলা কোন সফটওয়্যার সবচেয়ে ভালো হবে? মূলত প্র্যাকটিসের ওপর অনেকটাই নির্ভর করে তবে আপনি প্রফেশনাল হন অথবা নতুন কেউ এক্ষেত্রে খুব দ্রুত লিখতে সাহায্য করবে লিপিকার সফটওয়্যারটি। 

আর এর সাহায্যে আপনি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এবং ইমেইল সহ যে কোন কিছু বাংলাতে অনায়াসেই টাইপিং করে লিখতে পারবেন। এমনকি আপনি এই কীবোর্ড আপনার কম্পিউটারে ডাউনলোড করে ভয়েসের মাধ্যমেও টাইপিং ছাড়াই সুন্দর বাংলা ভাষা লিখে ফেলতে পারবেন। যেগুলো হবে একদমই শুদ্ধ। 

যাই হোক লিপিকার সফটওয়্যারটি ব্যবহার করতে ইচ্ছে হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, আর জেনে নিন এ সম্পর্কে আরও বিস্তারিত। তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক–www.lipikaar.com 

বিজয় ৫২ কিবোর্ড / Bijoy 52 keyboard

আমাদের বাংলাদেশে প্রায় সকল সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলা লেখার যে কোন কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিজয় কিবোর্ড। যার পুরো নাম বিজয় বায়ান্ন কিবোর্ড, যেটা ২০০৯ সালের দিকে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার হিসেবে আত্মপ্রকাশ করে। 

আর এই দুর্দান্ত বাংলা লেখা সফটওয়্যার টি অনলাইন এবং অফলাইন উভয় ভাবে ব্যবহার করা যায়। যাই হোক কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিজয় বায়ান্ন কিবোর্ড। আমি যদি এ মুহূর্তে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে এই সফটওয়্যারটি ইন্সটল করতে চান তাহলে সার্চ করুন- bijoy bayanno keyboard download for pc এমন কিছু লিখে, অতঃপর তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সঠিক ফাইলটি ডাউনলোড করুন। 

আর হ্যাঁ, যারা একদমই বিজয় বায়ান্ন কিবোর্ডটি নতুন ব্যবহার করছেন তারা বাংলা টাইপিং সঠিকভাবে করার জন্য এবং বাংলা টাইপিং এর নিয়ম জানার জন্য দেখে নিতে পারেন ইউটিউব ভিডিও। মূলত আপনাদের সুবিধার্থে বিজয় বায়ান্ন দিয়ে কিভাবে বাংলা লিখবেন তারই একটি ভিডিও সাজেস্ট করছি আলোচনার এ পর্যায়ে। এই যে দেখুন–.

একুশে কিবোর্ড / Ekushey keyboard

বাকিগুলোর মত একুশে কিবোর্ড অর্থাৎ বিজয় একুশে কীবোর্ড একটি বাংলা লেআউট কিবোর্ড, যা সাহায্যে কম্পিউটারে বাংলা লেখা সম্ভব হয়। অনেক অনেক বাংলা লেখার সফটওয়্যার গুলোর মধ্যে একটি হচ্ছে একুশে কিবোর্ড। যার মাধ্যমে আপনি স্ট্যান্ডার্ড বাংলা লেখা এবং কিছু স্পেশাল চিহ্ন সম্পাদন করতে সক্ষম হবেন। 

যাই হোক, যদি একুশে কিবোর্ডটি ব্যবহার করে জেনে নিতে চান যে এটি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে ঠিক কতটা কার্যকরী তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। অফিসিয়াল ওয়েবসাইট লিংক– bijoyekushe.net.bd, আর হ্যাঁ, এই কীবোর্ডে কিভাবে শর্টকাটে লেখা যায় এবং কোন ইংরেজি অক্ষরটি বাংলায় কোন অক্ষরে কনভার্ট হয় সেটা বুঝতে নিচের ইমেজটি লক্ষ্য করুন। 

বাংলা প্রভাত কিবোর্ড / Bangla Probhat keyboard

ইউনিকোড ভিত্তিক জনপ্রিয় বাংলা কিবোর্ড প্রভাত। যেটি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রভাত বাংলা কিবোর্ড দ্রুতগতিতে বাংলা লেখার উপায় হিসেবে নজরে এসেছে ইউজারদের সন্নিকটে। যাই হোক এবার দেখে নিন, আপনি যদি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে এটিকে ডাউনলোড করেন তাহলে ইংরেজি কোন অক্ষর বাংলা কোন অক্ষরে কনভার্ট হবে অর্থাৎ প্রভাতে কোন কী তে কোন বর্ণ লেখা উঠবে সে সম্পর্কিত কিছু চার্ট। 

স্বরবর্ণ


  • A

  • v

  • I

  • E

  • U

  • W

ব্যাঞ্জনবর্ণ


  • k

  • K

  • g

  • G

  • M

ব্যাঞ্জনবর্ণ


  • t

  • T

  • d

  • D

  • N

ব্যাঞ্জনবর্ণ


  • p

  • P

  • b

  • B

  • m

ব্যাঞ্জনবর্ণ


  • s

  • h
  • ড়
    R
  • ঢ়
    X

কার

  • া (আ-কার)
    a
  • ি (ই-কার)
    i
  • ী (ঈ-কার)
    e
  • ু (উ-কার)
    u
  • ূ (ঊ-কার)
    w

ফলা

  • ্য (য-ফলা)
    (যে বর্ণে য-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/Z
  • ্ব (ব-ফলা)
    (যে বর্ণে ব-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/b
  • ্র (র-ফলা)
    (যে বর্ণে র-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/r,

যুক্তবর্ণ

  • ক্ষ
    k/S
  • হ্ম ( হ+ম)
    h/m
  • জ্ঞ (ঞ+জ)
    j/&
  • ঞ্জ (ঞ+জ)
    &/j

যুক্তবর্ণ

  • হ্ণ (হ+ণ)
    h/N
  • হ্ন (হ+ন)
    h/n
  • ঙ্ক (ঙ+ক)
    M/k
  • র‍্য (র+য)
    r`/Z

স্বরবর্ণ


  • V

  • y

  • Y

  • o

  • O

ব্যাঞ্জনবর্ণ


  • c

  • C

  • j

  • J

  • & (& = shift+7)

ব্যাঞ্জনবর্ণ


  • f

  • F

  • q

  • Q

  • n

ব্যাঞ্জনবর্ণ


  • Z

  • r

  • l

  • x

  • S

ব্যাঞ্জনবর্ণ

  • য়
    z

  • * (* = shift+8)

  • L

  • H

  • >

কার

  • ৃ (ঋ-কার)
    <
  • ে (এ-কার)
    [
  • ৈ (ঐ-কার)
    {
  • ো (ও-কার)
    ]
  • ৌ (ঔ-কার)
    }

ফলা

  • ্ল (ল-ফলা)
    (যে বর্ণে ল-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/l
  • ্ম (ম-ফলা)
    (যে বর্ণে ম-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/m
  • র্ (রেফ)
    r/(যে বর্ণে রেফ দিতে চান সেটি এখানে বসাতে হবে)

যুক্তবর্ণ

  • ঞ্চ (ঞ+চ)
    &/c
  • ঞ্ছ (ঞ+ছ)
    &/C
  • ষ্ণ (ষ+ণ)
    S/N
  • ত্ত (ত

আরো পড়ুন– তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি

বাংলা ওয়ার্ড / Bangla word

কম্পিউটারে বাংলা লেখার জন্য দুর্দান্ত আরো একটি সফটওয়্যার বাংলা ওয়ার্ড, যার মাধ্যমে আপনি ইংরেজি ভাওয়েল আর কনসোনেন্ট ব্যবহার করে বাংলায় প্রায় সব কিছু টাইপ করতে পারবেন। আর এজন্যই কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার এর তালিকায় এটিও অবস্থান করছে। আপনি চাইলে বাংলা ওয়ার্ড সফটওয়্যার টি ফ্রীতে ডাউনলোড করতে পারেন। এর জন্য গুগল ক্রোম ব্রাউজার এ গিয়ে অনুসন্ধান করুন এবং সঠিক এপিকে ফাইল ডাউনলোড করে উক্ত সফটওয়্যার টি আপনার কম্পিউটারে সেটআপ করে ফেলুন। 

ইজি লার্ন বাংলা / Easy Learn Bangla

কম্পিউটারে বাংলা লেখার আরো একটি সফটওয়্যার এটি, যার নাম শুনে মনে হচ্ছে যে আপনি খুব সহজেই বাংলায় টাইপ করতে পারবেন অর্থাৎ ইজি লার্ন বাংলা। সত্যি বলতে নামের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে এই সফটওয়্যারটি। আর তাই যারা একদমই নতুন তারা বাংলা ভাষা লেখার জন্য সবার প্রথমে পিসিতে এই সফটওয়্যার টি ইন্সটল করতে পারেন। 

বিশেষ করে যারা স্কুল কলেজে বাংলা ভাষায় শিখতে চাইছেন প্রথমবারের জন্য তাদের জন্য Easy Learn Bangla সফটওয়্যারটি অত্যন্ত সহায়ক হতে পারে।  যাই হোক যদি আপনি উক্ত সফটওয়্যার টি এখনই ডাউনলোড করতে চান তাহলে সরাসরি ক্লিক করুন download now লেখাটিতে। 

বর্ণ কিবোর্ড / Borno keyboard

ফ্রি সফটওয়্যার গুলোর মধ্যে একটি হচ্ছে বর্ণ কিবোর্ড। কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে এরও বেশ কদল রয়েছে।  আর তাই নির্ঝামেলায় বাংলায় টাইপিং করতে হলে যে কেউ ট্রাই করতে পারেন এই সফটওয়্যারটি। বর্ণ কিবোর্ড ডাউনলোড লিংক বা ফ্রী ডাউনলোড লিংক পেতে ক্লিক করুন সাজেস্টকৃত লিংকে। আর নিজেই ব্যবহার করে ব্যাখ্যা করুন কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে এটি কতটা সহায়ক এবং কতটা উপযুক্ত!

সৌমিলি বাংলা কিবোর্ড / Soumili Bangla Keyboard

অসম্ভব ব্যবহার উপযোগ্য বাংলা কিবোর্ড সৌমিলি, যেটি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এর তালিকায় অবস্থান করছে, এটি এমন একটি সফটওয়্যার যার দ্বারা আপনি জনপ্রিয় Pagemaker, CorelDraw,Photoshop, Premier, MS-Office, InDesign সফটওয়্যার এ বাংলা ব্যাবহার করতে পারবেন। এছাড়াও আরো পারবেন বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা লেখার সময় hotkey ব্যবহারের সুবিধা। 

যাই হোক আপনি যদি সৌমিলি কিবোর্ড ব্যবহার করে লিখতে চান অর্থাৎ টাইপিং করতে চান তাহলে সম্পূর্ণ গাইডলাইন পেতে এখনই দেখে ফেলুন একটি ইউটিউব ভিডিও। আশা করছি আমাদের সাজেস্ট কৃত ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বাংলা টাইপিং করতে সক্ষম হবেন। 

শাব্দিক বাংলা কিবোর্ড / shabdik bangla keyboard

শুদ্ধ সাবলীলভাবে বাংলা লেখা ফুটিয়ে তোলার জন্য শাব্দিক স্ট্যান্ডার্ড কিবোর্ড বেশ জনপ্রিয়। আর তাই কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে কোন সফটওয়্যার ইনস্টল করতে পারেন এই তালিকায় আমরা উক্ত সফটওয়্যারটিকে সাজেস্ট করছি। যাই হোক শাব্দিক বাংলা সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে এখনই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে উক্তর নাম লিখে সার্চ করুন অতঃপর সাজেস্কৃত ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন ফ্রী ডাউনলোড লিংক। 

অফলাইন বেঙ্গলি টাইপিং / Offline Bengali Typing

নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি অফলাইনেও লিখতে পারবেন এমন বাংলা সফটওয়্যার রয়েছে। কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের তালিকায় অফলাইন বেঙ্গলি টাইপিং অবস্থান করছে। কেননা অনেকেই রয়েছেন যারা অফলাইনে প্র্যাকটিস করার জন্য বাংলা লিখতে বিভিন্ন সফটওয়্যার খুঁজে বেড়ান। 

তো আপনি এই সফটওয়্যার টি ব্যবহার করে ইমেইল থেকে ডকুমেন্ট প্রসেসিংয়ের সকল কাজ সম্পাদন করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। আর তাই কম্পিউটার এ বাংলা লেখার সফটওয়্যার এখনই ডাউনলোড করুন এটি, সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন click here এই লিংকে। 

অক্ষর বাংলা / Akkhor Bangla 

২০০৩ সালে প্রথম বাংলা টেক্সট থেকে স্পিচ সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি কৃত কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে আত্মপ্রকাশ করে অক্ষর বাংলা নামক এই কীবোর্ড। যার ব্যবহার সময়ের সাথে সাথে বেড়েছে এবং বিভিন্ন সেটিং এবং বাংলা লেখার নানারকম সুবিধার কারণে বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার অক্ষর বাংলা। 

তো অডিয়েন্স বন্ধুরা, আশা করছি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার গুলোর নাম এবং তাদের সম্পর্কে বিস্তারিত জেনে আপনি উপকৃত হয়েছেন। তো ইতোমধ্যে এই সফটওয়্যার গুলোর মধ্যে থেকে কোন কোন সফটওয়্যার ব্যবহার করে অভিজ্ঞ হয়েছেন এবং কোন সফটওয়্যার গুলো এখনো পর্যন্ত ব্যবহার করে দেখেননি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। 

আর আপনার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে এটাও জানাতে পারেন কোন সফটওয়্যারটি আপনার কাছে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে সর্বোত্তম। এখন আসুন আলোচনার শেষ পর্যায়ে গিয়ে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর জেনে নেই। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

১. বাংলা লেখার সফটওয়্যার নয় কোনটি?

✓ সাধারণত বহুনির্বাচনী প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয় বাংলা লেখার সফটওয়্যার নয় কোনটি, ইতোমধ্যে আমরা বাংলা লেখার সফটওয়্যার কোনগুলো সেগুলোর নাম সাজেস্ট করেছি। মূলত অপশনের উপর ভিত্তি করে এর উত্তর সঠিকভাবে প্রদান করতে হবে। তাই কোনগুলো বাংলা লেখার সফটওয়্যার সেগুলো মাথায় রাখুন। 

২. কিভাবে কম্পিউটারে বাংলা টাইপ করা যায়?

✓ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ডাউনলোড করে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করার মাধ্যমে কম্পিউটারে বাংলা টাইপ করা যায়। 

৩. বাংলা ফন্টের সফটওয়্যার কোনটি?

✓ “বিজয়” কম্পিউটারে বাংলা লেখার বহুল ব্যবহৃত পুরনো একটি সফটওয়্যার। তবে এর পাশাপাশি আরো বেশ কিছু বাংলা ফন্টের সফটওয়্যার রয়েছে। 

৪. বাংলা সফটওয়্যার এর প্রয়োজনীয়তা

✓বাংলা সফটওয়্যার এর প্রয়োজনীয়তার কথা মূলত আমি আপনি আমরা সকলেই জানি। ইতোমধ্যে আমরা উল্লেখ করেছি বাংলা ভাষায় ব্লগিং থেকে শুরু করে এখন বেশ কিছু কাজ করা যায়, যেগুলো টাকা ইনকামের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাই বাংলা সফটওয়্যারের প্রয়োজন হিসেবে এটিকেও চিহ্নিত করা যায়।  

৫. মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার

✓ মোবাইলে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় এপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে রিডমিক, এর পাশাপাশি মোবাইলে শুরু থেকেই আছে জি বোর্ড। যেটা এই মুহূর্তে আমি নিজেও ব্যবহার করছি। 

৬. বাংলা লেখার ওয়েবসাইট এর নাম

✓ বাংলা ভাষায় লেখার জন্য বেশ কিছু ওয়েবসাইটও রয়েছে। যেগুলো আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তবে সবচেয়ে পরিচিত নাম হচ্ছে avro.im. 

Facebook Comments

Leave a Reply

Top