You are here
Home > জরুরী টিপস > টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার, টিকটক ভিডিও এডিটিং অ্যাপস এবং টিকটক সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে কোন সফটওয়্যারটি সবচেয়ে ভালো হবে জানতে হলে পড়ে ফেলুন আমাদের আজকের নিবন্ধনটি। কেননা বিনামূল্যে Tiktok ভিডিও এডিটর এপ্স কোনগুলো, বর্তমান সময়ে সবচেয়ে সেরা টিকটক ভিডিও এডিটিং সফটওয়্যার কি কি তাদের সাথে পরিচয় করাতে হাজীর হয়েছি আমরা। 

তো অডিয়েন্স বন্ধুরা, আপনি যদি টিকটক প্রেমী হয়ে থাকেন, নিয়মিত টিক টক ভিডিও তৈরি করে আপলোড করার পরিকল্পনা করেন, তাহলে আমাদের উল্লেখিত ১০ টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ টিক টক ভিডিও বানানোর মোবাইল অ্যাপ এর নাম জানুন। আরো দেখুন– ভিডিও গান ডাউনলোড করার সফটওয়্যার এবং লেখা গুলো ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কিত আরো দুই দুইটি পোস্ট।

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার | টিকটক ভিডিও এডিটিং সফটওয়্যার

বর্তমানে টিক টক এর জনপ্রিয়তার কথা কারোরই অজানা নয়। কেননা টিক টক ভিডিও সবাই পছন্দ করে আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা টিকটক ভিডিও বানাতে অনেক বেশি পছন্দ করে। যেকোনো সফটওয়্যার ব্যবহার করেই tiktok ভিডিও এডিট করা সম্ভব। এমনকি tiktok অ্যাপ ইন্সটল করেও সরাসরি ভিডিও তৈরি করা পসিবল। 

তবুও বিভিন্ন ফিচার, ইফেক্ট, আলাদা আলাদা সুবিধার কারণে tiktok ভিডিও এডিটর সফটওয়্যার হিসেবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হয়ে সকলের পরিচিত হয়ে উঠেছে নিজের tiktok ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো, যেগুলোর প্রতিটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এমনকি ল্যাপটপ ও মোবাইল ফোন উভয়তেই কাজের জন্য ইন্সটল করতে সক্ষম হবেন। 

সেরা ১০ টি টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার এর নাম

  1. Video Editor & Maker – InShot
  2. Funimate Video Editor & Maker
  3. PowerDirector– Best video editing app
  4. Capcut – Video editor
  5. Music video editor– inMelo
  6. Youcut
  7. Adobe premiere Rush
  8. VN – video editor and maker
  9. AI video generator
  10. Videolap– AI video editor
টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

আরো দেখুন– লেখা দিয়ে ভিডিও বানানোর সেরা সফটওয়্যার এর নাম ও ডাউনলোড লিংক

Video Editor & Maker – InShot

অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার Inshort, যার বর্তমান ডাউনলোড সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন এর বেশি এবং রিভিউ ২০.১ মিলিয়ন প্লাস। তাহলে বুঝতেই পারছেন ভিডিও মেকার বা টিক টক ভিডিও অ্যাপ এর জন্য এটি কতটা গ্রহণযোগ্য অ্যাপস! 

আর এ কারণেই tiktok ভিডিও এডিট করার সবচেয়ে সেরা এপস হিসেবে সাজেস্ট করছি এটিকে। আপনি যদি এই সফটওয়্যার ইন্সটল করেন তাহলে যে সকল টুলস এর সুবিধা পাবেন সেগুলো হলো – Video, CANVAS, MUSIC, STICKER, TEXT, FILTER, PIP, PRECUT, SPLIT, VOLUME, BACKGROUND,, DELETE, SPEED, ANIMATION, CROP OPACITY, VOICE EFFECT, REPLACE, DUPLICATE, REVERSE, ROTATE, FLIP, FREEZE সহ প্রভৃতি। 

তো আপনি যদি এই অ্যাপটি ইন্সটল করতে চান তাহলে Inshort ক্লিক করুন এই লিংকে। অথবা এখনই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন। আপনি মূলত ইন শর্ট ভিডিও এডিটর অ্যাপটি গুগল প্লে স্টোর থেকেই সংগ্রহ করতে পারবেন। 

Funimate Video Editor & Maker

আরো একটি সেরা টিক টক ভিডিও এডিটিং অ্যাপ Funimate Video Editor & Maker, যেখানে ভিডিও কে আকর্ষণীয় করার জন্য রয়েছে নানা ধরনের ভিডিও ইফেক্ট এর ব্যবস্থাপনা। টিক টক ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি পরিচিত সফটওয়্যার হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে transsitions, ভিডিও টেক্সট ইফেক্ট, কাস্টম অনিমেশন, ইমোজি, স্টিকার, ব্যাকগ্রাউন্ডস ইত্যাদি অন্তর্ভুক্ত করার অপশন পাবেন। এমনকি যে ভিডিওগুলো তৈরি করছেন সেগুলো সরাসরি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। 

অতএব tiktok instagram snapচ্যাট সহ যেকোনো স্থানে সরাসরি আপলোড করা সম্ভব হবে। এছাড়াও ব্যবহার করতে পারবেন উন্নত এ আই ইফেক্ট গুলো। আর তাই সবদিক বিবেচনা করে টিকটকদের কাছে একটি জনপ্রিয় সফটওয়্যার হিসেবে পরিচিতি পেয়েছে funimate.

PowerDirector– Best video editing app

টিক টক ভিডিও এডিটিং অ্যাপ হিসেবে অনেক বেশি জনপ্রিয় পাওয়ার ডাইরেক্টর, আপনি যদি গুগল প্লে স্টোরে যান তাহলে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ডাউনলোড সংখ্যা এই মুহূর্তে ১০০ মিলিয়ন প্লাস এবং রিভিউ 1.72 মিলিয়ন। তাহলে বুঝতে পারছেন এটা কতটা সুবিধাজনক এবং ব্যবহার্য একটি অ্যাপস!

আর এই কারণেই tiktok ভিডিও এডিট করার সফটওয়্যার হিসেবে আমরা সাজেস্ট করছি PowerDirector– Best video editing অ্যাপকে, যেটা ডাউনলোড অর্থাৎ ইন্সটল করার জন্য সরাসরি ক্লিক করতে পারেন আমাদের সাজেস্টিতে লিংকে অথবা google play store এ গিয়ে সার্চ করতে পারেন এখনই। 

Capcut – Video editor

ব্যক্তিগতভাবে আমি capcut ভিডিও এডিটিং সফটওয়্যার টি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, আর এটি লং ভিডিও থেকে শুরু করে শর্ট ভিডিও এবং টিক টক তৈরির জন্য খুবই সহায়ক একটি সফটওয়্যার। আর তাই টিক টক ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এটিকে। 

ভিডিও এডিটিং এপ হিসেবে এটা কতটা ব্যবহারযোগ্য সেটা যদি আপনি বুঝতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে এর ডাউনলোড সংখ্যা লক্ষ্য করুন। কেননা এর ডাউনলোড সংখ্যা ৫০০ মিলিয়নের বেশি এবং রিভিউ মাথা নষ্ট করার মত। আর র্যাংকিং এর বিষয় সেটা না বললেই নয়। আর তাই বিভিন্ন টুলস এর সহযোগিতা পেতে আপনার tiktok ভিডিও কে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলার জন্য এখনই আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন এই অ্যাপটি। এপ ডাউনলোড সোর্স গুগল প্লে স্টোর, ডাউনলোড লিংক– click here

Music video editor– inMelo

টিক টক ভিডিও এডিট করার সফটওয়্যার Music video editor– inMelo, যার জনপ্রিয়তা বর্তমান সময়ে বেড়ে চলেছে। মূলত সুন্দর সুন্দর ইফেক্ট, বিভিন্ন ইমোজিও স্টিকার সেইসাথে নতুন আরো কিছু ফিচারের কারণে ভিডিও এডিটিং অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয় এপ্লিকেশন সফটওয়্যার মিউজিক ভিডিও এডিটর। 

আর তাই টিকটকার দের পছন্দের তালিকায় সবসময় অবস্থান করে এই সফটওয়্যারটি। যেটা আপনি ডাউনলোড করতে পারেন সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে। তাই এখনই প্লে স্টোর ওপেন করুন অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন উক্ত সফটওয়্যারটির সম্পূর্ণ নাম লিখে। 

Youcut

খুবই ছোট্ট একটি নাম অথচ অনেক বেশি সুবিধাজনক অ্যাপ ইউ কাট। কেননা এর মধ্যে রয়েছে দারুণ সকল ফিচার। যে কারণে tiktok ভিডিও অনেক বেশি এট্রাক্টিভ করা সম্ভব হয়। টিক টক এবং রিলস ভিডিও তৈরি করার দারুন একটি সফটওয়্যার এটি। যার বর্তমানে ইউজার সংখ্যা ৬ মিলিয়ন প্লাস। 

Adobe premiere Rush

এই নামটি হয়তো অনেকেই শুনে থাকবেন কেননা ভিডিও এডিট সংক্রান্ত কোন প্রশ্ন উঠলেই এডোবি ব্যবহারকারীদের মুখে মুখে উঠে আসে। বিষের মধ্যে এডোবির যতগুলো এডিটিং সফটওয়্যার রয়েছে সবগুলোই অনেক বেশি প্রফেশনাল ভিডিও তৈরির জন্য সহায়ক। 

আর তাই টিক টক ভিডিও এডিট করার সফটওয়্যার এর তালিকায় এডোবি প্রিমিয়ার রুস নামের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি জায়গা দখল করেছে। সেরা কিছু টুলস এবং আপডেট এর কারণে সবার পরিচিত মুখ হয়ে উঠছে এটি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে tiktok ভিডিও মেক করার জন্য এখন ইনস্টল করতে পারেন এই অ্যাপটি। 

VN – video editor and maker

অন্যান্য সফটওয়্যার গুলোর মত টিক টক ভিডিও তৈরি করার জন্য আরও একটি ব্যবহারযোগ্য সফটওয়্যার VN, বিশেষ করে যারা টিক টক লেখা ভিডিও বানাতে চান। কেননা এই সফটওয়্যারে রয়েছে সুন্দর সুন্দর টেক্সট ফিচার। 

পাশাপাশি অ্যাপ্লিকেশনটির মধ্য ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি সিস্টেম রয়েছে এবং বিভিন্ন ধরনের ফিল্টারের ব্যবস্থাপনা রয়েছে। এক কথায় সব কিছুর সমান বয়ে আপনি দুর্দান্ত সুন্দর টিকটক ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিও এডিটর সফটওয়্যার এর সাহায্যে। আর তাই টিক টক ভিডিও এডিট করার সফটওয়্যার হিসেবে সাজেস্ট করছি এটিকে। ডাউনলোড করতে এখনই ক্লিক করতে পারেন click here এই লিংকে। 

AI video generator

বিভিন্ন ধরনের ফিচার এবং এফেক্ট এর কারণে এআই ভিডিও জেনারেটর অ্যাপটি tiktok ভিডিও তৈরি করার জন্য একদম পারফেক্ট। তবে এখনো পর্যন্ত এটি খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি, তবে বর্তমানে এর ডাউনলোড সংখ্যা ১০ মিলিয়ন প্লাস। এবং রিভিউ ২২৭ হাজারেরও বেশি। 

যাই হোক, আপনি যদি এই অ্যাপের সুবিধাগুলো পেতে চান তাহলে tiktok ভিডিও তৈরি করার জন্য এখনই ইন্সটল করতে পারেন। ডাউনলোড লিংক বা ডাউনলোড সোর্স গুগল প্লে স্টোর। 

Videolap– AI video editor

Ai দ্বারা ভিডিও এডিট করতে চাইলে তাদের জন্য tiktok ভিডিও মেকিং সফটওয়্যার হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করবে ভিডিও ল্যাব নামের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। যার বর্তমান ডাউনলোড সংখ্যা প্রায় ১০ মিলিয়ন প্লাস এবং রিভিউ মোটামুটি অনেক ভালো। 

আর তাই যদি আপনি আলাদা কিছু ট্রাই করতে চান অর্থাৎ এ আই ব্যবহার করে tiktok ভিডিওতে আলাদা ইফেক্ট ফেলতে চান তাহলে এখনি ইন্সটল করুন videolap নামের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। 

আরো দেখুন– মোশন গ্রাফিক্স ডিজাইন কি

টিক টক ভিডিও এডিট করার নিয়ম

উক্ত সফটওয়্যার গুলো ছাড়াও টিকটক বিনামূল্যে এডিট করার জন্য আপনাকে সহযোগিতা করবে veed.io. সত্যি বলতে veed এর সাহায্যে আপনি সবচেয়ে নিখুঁত টিক টক ভিডিও তৈরি করতে পারবেন। সেটা হোক মোবাইল ফোন ব্যবহার করে অথবা কম্পিউটার। মূলত যেভাবে ভিড এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করে আপনি tiktok ভিডিও এডিট করবেন তা হলো–

প্রথমত– টিকটক এর জন্য ভিডিও আপলোড করুন

দ্বিতীয়ত– পছন্দের গান, এফেক্ট বা ফিল্টার যোগ করুন। মানে টিক টক ভিডিওতে আপনি যে টেক্সট ব্যবহার করছেন, যে সাবটাইটেল উল্লেখ করছেন বা যে ভিডিওটা কাট করছেন একেক সময় একেক ইফেক্ট বসিয়ে ভিডিওকে আকর্ষণীয় করুন

তৃতীয়ত– এডিটিং কার্যপ্রক্রিয়া সম্পন্ন হলে বারবার চেক করুন অতঃপর ডাউনলোড অপশন এ চাপ দিয়ে শুধুমাত্র এক ক্লিকে ডাউনলোড করে ফেলুন উক্ত টিকটক ভিডিওটি। 

যাইহোক, যদি আপনি veed.io ব্যবহার করে tiktok ভিডিও এডিট করতে চান তাহলে ক্লিক করুন সাজেস্ট কৃত লিঙ্কে। 

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

১. কোন অ্যাপ দিয়ে টিকটক এডিট করা যায়?

✓ টিক টক ভিডিও, রিলস ভিডিও তৈরির জন্য সবচেয়ে সহজ ভিডিও সম্পাদন অ্যাপ ফানিমেট। আর যে সকল সফটওয়্যার রয়েছে সেগুলোর নাম আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। আমাদের উল্লেখিত ১০ টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারই টিকটক এডিট করার জন্য উপযুক্ত।

২. টিকটক ছাড়া টিক টক ভিডিও কিভাবে বানাবো?

✓ টিক টক অ্যাপ এ টিক টক ভিডিও বানানো হয় এটা আমাদের সকলের জানা। আর এজন্যই কেউ কেউ এই প্রশ্ন করেন যে টিকটক ছাড়া টিক টক ভিডিও বানানো যায় কিভাবে! টিকটক ছাড়া টিক টক ভিডিও বানানোর বিকল্প উপায় হচ্ছে জনপ্রিয় সেরা টিক টক অ্যাপসগুলো থেকে যেকোনো একটি ইন্সটল করা। যেমন– ইনশর্ট, পাওয়ার ডাইরেক্টর, এডোবি প্রিমিয়ার রুশ সহ প্রভৃতি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

৩. টিক টক এ ভিডিও এডিট করে কিভাবে?

✓ সত্যি বলতে ভিডিও এডিট খুবই সহজ একটি কাজ যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন। অবশ্যই ভিডিও এডিট করার জন্য ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে তবে আপনি যদি টিক টক ভিডিও এডিট করতে চান তাহলে প্রথমত আপনাকে আপনার পছন্দসই একটি সফটওয়্যার অর্থাৎ অ্যাপ ইন্সটল করতে হবে মোবাইল ফোনে। এরপর অ্যাপটি ওপেন করে যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন তা আপলোড করতে হবে। অতঃপর সেটিংস’ > ‘সাইজ’ টিপুন এবং ‘টিকটক’ নির্বাচন করুন। এর পরবর্তীতে অন্য কোন পরিবর্তন করুন (ট্রিম, মার্জ, ঘোরান, টেক্সট যোগ করুন, মিউজিক এবং আরও অনেক কিছু যেগুলো আপনার ভিডিওকে অনেক বেশি সুন্দর করবে) সবশেষে ‘এক্সপোর্ট’-অপশনে ক্লিক করুন, ব্যাস টিক টক ভিডিও এডিট হয়ে ডাউনলোড কার্যপ্রক্রিয়া সম্পন্ন হবে।

৪. পিসিতে কি টিকটক এডিট করা যায়?

✓ আপনি যদি টিক টক ভিডিও সরাসরি তৈরি করেন তাহলে সে ক্ষেত্রে পিসিতে টিকটক করা যায় না। তবে লং একটা ভিডিও থেকে যদি সেটা কেটে কেটে টিক টক ভিডিওতে পরিণত করতে চান সেক্ষেত্রে পিসি এবং মোবাইল ফোন উভয়তেই tiktok ভিডিও এডিট করা সম্ভব হয়।

৫. ছবি দিয়ে কিভাবে টিক টক বানাবো?

✓ মূলত টিক টক অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোতে বিভিন্ন ধরনের ইফেক্ট, বিভিন্ন ধরনের স্লাইড শো বার, এমনকি অনেক সুন্দর সুন্দর মিউজিক এর ব্যবস্থাপনা চালু থাকে। এক কথায় সবকিছু মিলিয়ে সুন্দর একটি প্রফেশনাল ভিডিও তৈরি করা সম্ভব হয় উক্ত অ্যাপ গুলোর সহযোগিতায়। আর সেখানে আপনি কোন ভিডিও এডিট করে টিকটক বানাতে পারেন অথবা নিজের পছন্দের ছবিগুলো অ্যাড করে বিভিন্ন ইফেক্ট দিয়ে টিকটক তৈরি করতে পারেন। ভিডিও আপলোড করে মূলত যে সকল কার্যপ্রক্রিয়া সম্পন্ন করে আপনি একটি ভিডিও তৈরি করতে একইভাবে ছবি দিয়ে tiktok ভিডিও বানাতে হয়।

এজন্য প্রথমত ভিডিও এডিটিং অ্যাপটি ওপেন করুন, অতঃপর আপলোড ইমেজ বা ইমপোর্ট অপশনে ক্লিক করে পছন্দের ছবিগুলো আপলোড করুন, এরপর একটি মিউজিক সেট করুন অতঃপর ছবিগুলো পরপর সাজিয়ে পছন্দ অনুযায়ী ইফেক্ট সেট করুন। ব্যাস মূলত এভাবেই ছবি দিয়ে টিক টক বানানো হয়। আশা করি ছবি দিয়ে কিভাবে টিক টক বানাবো এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে সুইস্পষ্ট। 

তো অডিয়েন্স বন্ধুরা, টিক টক ভিডিও এডিট করার সফটওয়্যার এবং ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার অথবা টিক টক লেখা ভিডিও কিভাবে বানাবো, টিক টক সফটওয়্যার ডাউনলোড সম্পর্কিত আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান পেয়েছেন। তো আপনি যদি ইতিমধ্যে কোন টিকটক ভিডিও বানিয়ে থাকেন বা টিকটক সেলিব্রেটি হয়ে থাকেন কমেন্ট সেকশনের জানাতে ভুলবেন না। 

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আবারও নতুন টপিকের নতুন কোন আলোচনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ফ্রিল্যান্সিং থেরাপি ডট কম ওয়েব সাইটের পক্ষ থেকে আপনাদেরকে আল্লাহ হাফেজ। 

আরও দেখুনঃ

Facebook Comments

Leave a Reply

Top