You are here
Home > জরুরী টিপস > ভালো মোবাইল চেনার উপায়

ভালো মোবাইল চেনার উপায়

ভালো মোবাইল চেনার উপায়

যুগের ধারাবাহিকতায় এবং টেকনোলোজির আবির্ভাবে আজকাল প্রায় সকলের হাতেই মোবাইল ফোন রয়েছে। তবে, সময়ের সাথে নিজেকে আপডেট রাখতে অবশ্যই একটি স্মার্ট মোবাইল ফোন থাকা আবশ্যক। তবে আমাদের অনেকেরই মোবাইল ফোন সম্পর্কে ভালো ধারণা নেই। যার কারণে নতুন মোবাইল ফোন কেনার আগে আমাদের অন্যজনের শরণাপন্ন হতে হয়। কিন্তু আপনার যদি ভালো মোবাইল চেনার উপায় গুলো জানা থাকে তাহলে আপনি অনায়াসে ভালো মোবাইল ফোন গুলো কিনে ফেলতে পারবেন।

প্রিয় পাঠক, আমাদের আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভালো মোবাইল চেনার উপায় গুলো। যাতে করে আপনারা সহজেই একটি ভালো মোবাইল ফোন কিনতে পারেন এবং মোবাইল ফোন কেনার আগে আপনাকে অন্য কারো শরণাপন্ন না হতে হয়। চলুন তাহলে শুরু করা যাক।

এই ব্লগে যা যা থাকছে,

  • ভালো মোবাইল ফোন চেনার উপায়
  • ভাল মোবাইল ফোন চেনার সহজ ৫টি উপায়
  • ভালো মোবাইল ফোন কেনার পূর্বে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে
  • কোন মোবাইল ফোন সবচেয়ে ভালো

ভালো মোবাইল ফোন চেনার উপায়

প্রিয় পাঠক, যে কোনো একটি মোবাইল ফোন কে আমরা কখনই ভালো বলতে পারি না। একটি ভালো মোবাইল ফোনের অনেকগুলো দিক বিবেচনা করে তারপর আমরা সেই মোবাইল ফোন কে ভালো বলতে পারি। তবে ভালো মোবাইল ফোন চেনার উপায় গুলো সবার জানা থাকে না। যার ফলে সবাই এটি নির্ধারণ ও করতে পারে না যে কোন মোবাইল ফোনটি ভালো এবং কোন মোবাইল ফোনটি খারাপ।আপনি যদি ভালো মোবাইল ফোন চেনার উপায় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়োতে থাকুন।

একটি ভালো মোবাইল ফোন চেনার উপায় সম্পর্কে বলতে গেলে অনেক গুলো দিক বিবেচনা করে একটি মোবাইল ফোন কে আমরা ভালো বলতে পারি। মোবাইল ফোন কেমন তা বিবেচনা করা হয়, মোবাইল ফোনের পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকাপ, র‍্যাম রম ইত্যাদি। কিন্তু আমরা অনেকেই না বুঝে ব্র্যান্ড দেখে মোবাইল ফোন নির্বাচন করে থাকি যা সম্পূর্ণ ভুল নিয়ম।

মোবাইল ফোনের ক্ষেত্রে সবারই নিজের পছন্দের ব্র্যান্ড থাকতে পারে। কার শাওমি ব্র্যান্ড আবার কার স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন পছন্দ থাকতে পারে। তাই বলে শাওমি বা স্যামসাং কোম্পানির সকল মোবাইল ফোন যে ভালো হবে তা নয়। তাই অবশ্যই ভালো মোবাইল ফোন চেনার উপায় গুলো আমাদের জানা থাকতে হবে। তবেই আমরা ভালো মোবাইল ফোন নির্বাচন করতে পারবো।

 ভাল মোবাইল ফোন চেনার ৫ টি সহজ উপায়

একটি ভালো মোবাইল নির্বাচন করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। তবে, ভাল মোবাইল ফোন চেনার ৫ টি সহজ উপায় রয়েছে। যেগুলো সম্পর্কে আপনার জানা থাকলে ভালো মোবাইল ফোন আপনি সহজেই পছন্দ করতে পারতে পারবেন। ভালো মোবাইল ফোন চেনার ৫ টি সহজ উপায় নিম্নরূপ।

১। অপারেটিং সিস্টেম ও ডিসপ্লে প্যানেল।

২। প্রসেসর ও চিপসেট।

৩। নেটওয়ার্ক ও স্টোরেজ।

৪। ক্যামেরা পারফরম্যান্স।

৫। ব্যাটারি ও চার্জিং সেটআপ।

এছাড়াও ভালো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে মোবাইলের অন্যান্য ফিচার গুলো জানাও গুরুত্বপূর্ণ।

ভালো মোবাইল ফোন কেনার পুর্বে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে

মোবাইল ফোন হঠাৎ করে কিনে ফেললেই হয় না। মোবাইল ফোন কেনার আগে অনেক গুলো বিষয় দেখে তারপর কেনাই উত্তম। নতুবা আপনার পছন্দ করা মোবাইল ফোন টি আপনার দীর্ঘদিনের সঙ্গী না ও হতে পারে। আর ভালো মোবাইল ফোন কেনার পূর্বে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে এবং ভালো মোবাইল চেনার উপায় গুলো জানা খুবই জরুরী।

বর্তমান যুগের মোবাইল ফোন দিয়ে শুধু কথা বলার প্রয়োজনেই নয় বরং ইন্টারনেট ব্যাবহার, ভিডিও ধারণ, ছবি তলা, ইমেইল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, গেমিং সহ অনেক অনেক কাজেই ব্যবহার করা হয়। আর তাই মোবাইল ফোন একটি জরুরী ও গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু আওরা যখনই মোবাইল ফোন কিনতে যাই সবার আগে আমাদের মনে প্রশ্ন জাগে কোন মোবাইল ফোন কেনা উচিৎ হবে। কোন ফোন ভালো হবে ইত্যাদি। আর এ লক্ষ্যেই আমাদের আজকের এই ব্লগ পোস্ট ভালো মোবাইল চেনার উপায়। চলুন জেনে নেওয়া যাক ভালো মোবাইল ফোন কেনার পূর্বে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে।

ভালো মোবাইল চেনার উপায়

অপারেটিং সিস্টেম  

অপারেটিং সিস্টেম মোবাইল ফোনের গুরুতবপুর্ন অংশগুলোর মধ্যে একটি। অপারেটিং সিস্তেম সাধারণত মোবাইল ফোনের সকল অ্যাপ ও অন্যান্য কাজগুলো নিয়ন্ত্রন করে। বর্তমানে অ্যান্ড্রোয়েড ভার্সন ১১ বা এর চেয়ে নতুন বা উন্নত এবং iOS ডিভাইসের জন্য iOS 14 অপারেটিং সিস্টেম কে ভালো বা উনত হিসেবে ধরা হয়। তাই মোবাইল কেনার সময় সবচেয়ে আপডেট অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন কেনাই ভালো।

প্রসেসর ও চিপসেট

একটি ভালো মোবাইল ফোনের বৈশিষ্ট্য হলো এতে ভালো মানের একটি প্রসেসর থাকবে। কেননা মোবাইল ফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রসেসর। আর ভালো মোবাইলে ভালো মানের প্রসেসর থাকা জরুরি। প্রসেসর যদি নিম্ন মানের হয় তাহলে পারফরম্যান্সে অনেকসময় মোবাইল ফোন হ্যাং বা ল্যাগ করবে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহিত প্রসেসর হলো Octa-core প্রসেসর। এবং সবচেয়ে জনপ্রিয় চিপসেট হলো Snapdragon ও Mediatech তবে Snapdragon 730 বা তার বেশি এবং Mediateck Helio (Gaming Series) বা Mediatek Dimandcity এর চিপসেট গুলো কে ভালো হিসেবে ধরা হয়ে থাকে।

ডিসপ্লে প্যানেল

বর্তমানের মোবাইল ফোনগুলোতে IPS, LCD, LED, AMOLED এবং SUPER AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে উন্নত মানের ডিসপ্লে হিসেবে AMOLED ও SUPER AMOLED ডিসপ্লে কে ধরা হয়ে থাকে। ভালো পারফরম্যান্স এর জন্য 1280×2340 বা 2560×1440 রেজুলেশনের ডিসপ্লে দেখে মোবাইল নির্ধারণ করা উত্তম। তবে বাজেটে সমস্যা থাকলে 1280×720 রেজুলেশনের ডিসপ্লে আছে এমন মোবাইল ফোন নির্ধারণ করতে পারেন।

নেটওয়ার্ক

বর্তমানে সবচেয়ে নতুন 5G টেকনোলজির প্রযুক্তির ব্যবহার চলছে। ভালো নেটওয়ার্ক কভারেজ এর জন্য উন্নত মানের নেটওয়ার্ক টেকনোলজি ব্যবহার করা উত্তম। সেক্ষেত্রে আপনি বর্তমান সময়ের সবচেয়ে উন্নত মানের নেটওয়ার্ক ৫জি টেকনোলজি সাপোর্ট করে এমন মোবাইল ফোন পছন্দ করতে পারেন। বাজেটে কিছুটা সমস্যা থাকলে ৫জি এর আগের ধাপ ৪জি নেটওয়ার্ক কভারেজ দিতে পারে এমন মোবাইল পছন্দ করতে পারেন।

স্টোরেজ ও র‍্যাম  

স্টোরেজ ও র‍্যাম সম্পর্কে আমরা সকলেই জানি। বর্তমানে আমাদের দেশের মার্কেটে ১, ২, ৩, ৪, ৬, ৮, ও ১২ জিবি র‍্যামের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। মোবাইল ফোনের র‍্যাম যত বেশি হবে মোবাইল ফোনে ততোই বেশি অ্যাপ্স ইন্সটল করা যাবে এবং ,মোবাইল ফোন ততোই দ্রুত গতিতে কাজ করবে। তবে খেয়াল রাখার বিষয় হলো কোন টেকনোলজির র‍্যাম ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে মোবাইলের স্টোরেজ যত বেশি হবে আপনি ততই বেশি ডেটা সংরক্ষণ করতে পারবেন। আমাদের দেশের বর্তমান মোবাইল ফোন গুলোতে ৮জিবি, ১৬জিবি, ৩২জিবি, ৬৪জিবি, ১২৮ জিবি, ২৫৬জিবি এবং ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ এর মোবাইল ফোন মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনার যতটা স্টোরেজ প্রয়োজন আপনি সেই ভেরিয়েন্ট এর মোবাইল ফোন গুলো পছন্দ করতে পারেন।

ক্যামেরা পারফরম্যান্স

বাই ডিফল্ট বিভিন্ন মোবাইল ফোনে বিভিন্ন পিক্সেলের ক্যামেরা দেওয়া থাকে। যেমন ১৩, ২০, ২৫, ৪৫, ৬৪, ১০৮ এবং অনেক মোবাইল ফোনে ২,৩ ও ৪ টি ও ক্যামেরা রয়েছে। সাধারনত দামি মোবাইল ফোন গুলোতে ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র পিক্সেল দেখেই মোবাইল ফোন কেনাও বোকামি। কেননা অনেক সময় মোবাইল ফোনের ক্যামেরা তুলনামূলক কম থাকলেও দারুণ ছবি ও ভিডিওগ্রাফি করা যায়। এক্ষেত্রে সরাসরি ক্যামেরা ব্যবহার করে দেখাই ভালো উপায় হতে পারে।

যে সকল মোবাইল ফোনের ক্যামেরা তে Flash light, Night Mood, Portrait Mood, Professional, Slowmo, Panaroma, Macro ইত্যাদি ফিচার থাকে সাধারণত এসকল মোবাইলের ক্যামেরা গুলো ভালো হয়ে থাকে। তবে দেখে শুনে নেওয়া টাই উত্তম।

মোবাইলের ব্যাটারি

যাদের প্রায় সারাদিন ঘরের বাইরে থাকতে হয় এবং মোবাইল চার্জ করার জন্য খুব একটা সময় পান না তাদের ক্ষেত্রে কম অ্যাম্পিয়ার যুক্ত মোবাইল ব্যাটারি অনেকটা অসুবিধাজনক। অথবা যারা গেমস খেলতে ভালোবাসেন বা প্রচুর ব্রাউজিং করেন তাদের জন্য ৪০০০ থেকে ৬০০০ অ্যাম্পিয়ার যুক্ত ব্যাটারি পারফেক্ট হয়ে থাকে। তবে বর্তমানে বেশিরভাগ মোবাইল ফোনে ৫০০০ অ্যাম্পিয়ার যুক্ত ব্যাটারি সরবরাহ করা হয়। সেক্ষেত্রে মোবাইলে একবার ফুল চার্জ করে নিলে সারাদিন ব্যবহার করা যায়। এক্ষেত্রে আপনি এধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এমন মোবাইল ফোন পছন্দ করতে পারেন অথবা দ্রুত চার্জ করা সম্ভব হবে এমন চার্জার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এমন মোবাইল ফোন পছন্দ করতে হবে যা কিনা ফাস্ট চার্জিং সেটাপ ব্যবহার করা যাবে।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আমাদের আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো মোবাইল চেনার উপায়। আশা করি এই ব্লগ টি পড়ার মাধ্যমে ভালো মোবাইল চেনার উপায় গুলো কি কি সে বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। পরবর্তী কন বিষয়ে জানতে চান জানাতে ভুলবেন না।

Facebook Comments

Leave a Reply

Top