কয়েকটি এপ্লিকেশন সফটওয়্যার এর নাম বলো, যদি কখনো এমন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি তাহলে সচরাচর আমার মুখ থেকে বেরিয়ে আসে– মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম, গুগল ড্রাইভ, স্কাইপ, ওয়ার্ড প্রসেসিং, প্রেডশিট ইত্যাদি এই নামগুলো। কিন্তু অনেকেই রয়েছেন যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসলে কি, এপ্লিকেশন সফটওয়্যার এর অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলোর নাম কি তা জানেন না। আর তাই আজকের আলোচনার মাধ্যমে আমরা জানাব- এমনই কয়েকটি এপ্লিকেশন সফটওয়্যার এর নাম।
পাশাপাশি আরো আলোচনা করব– অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর কাজ কি, এপ্লিকেশন সফটওয়্যার এর বৈশিষ্ট্য কি, মোবাইল এপ্লিকেশন সফটওয়্যার কি, এপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ও কি কি! তাহলে আসুন আজকের নিবন্ধনটি পড়ে ফেলা যাক। আর হ্যাঁ, কয়েকটি এপ্লিকেশন সফটওয়্যার এর নাম জানার পর আপনি যদি আরো জানতে চান কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি, তাহলে সাজেস্টকৃত লিংকে ভিজিট করুন। অতঃপর জেনে নিন এ-সম্পর্কে খুঁটিনাটি।
কয়েকটি এপ্লিকেশন সফটওয়্যার এর নাম
উল্লেখিত ছয়টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়াও আরো অসংখ্য এপ্লিকেশন সফটওয়্যার রয়েছে। তবে এ পর্যায়ে আমরা এমন কিছু নাম তুলে ধরছি যেগুলো সবচেয়ে পরিচিত এপ্লিকেশন সফটওয়্যার হিসেবে অবস্থান করছে। অতএব এমনই কয়েকটি এপ্লিকেশন সফটওয়্যার এর নাম হলো–
- পাওয়ারপয়েন্ট
- মাইক্রোসফট এক্সেল
- VLC player
- ফটোশপ
- ম্যাট ল্যাব
- এডোবি প্রিমিয়ার
- এডোবি ইলাস্ট্রেটর
- গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
- নোটপ্যাড
- টু ডু লিস্ট
- স্প্রেডশিট সফটওয়্যার
- ডাটাবেজ সফটওয়্যার
- মাল্টিমিডিয়া সহ প্রভৃতি।
যাই হোক, এছাড়াও আমরা আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাথে পরিচয় করাব আপনাদেরকে। কিন্তু তার পূর্বে জেনে নেওয়া প্রয়োজন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সংজ্ঞা। অতএব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাধারণ কিছু বৈশিষ্ট্য এবং তার প্রকারভেদ সম্পর্কে। তাই নিচের অংশটুকু মনোযোগ সহকারে দেখুন।
এপ্লিকেশন সফটওয়্যার কি | এপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে?
অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যে প্রোগ্রাম নির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে। অতএব অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে সাধারণত বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকেই ইঙ্গিত করা হয়, যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনের বিষয়কে সহজ করে তোলে।
এক কথায় বলতে গেলে বলা যায়– যে সফটওয়্যার প্রোগ্রাম একজন ইউজারকে তার প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য বিভিন্নভাবে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে সেগুলোই হচ্ছে এপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ।
মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি | এপ্লিকেশন মোবাইল অ্যাপ কি?
মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হল স্মার্টফোন বা ট্যাবলেট এর জন্য তৈরি কৃত একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো সফটওয়্যার অর্থাৎ অ্যাপস আকারে ব্যবহার করে বিশেষ কিছু কাজ সম্পাদন করা সম্ভব হয়। মূলত এই মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ব্যবহারকারীদের সাথে ইন্টারফেস মাধ্যমে যোগাযোগ করে এবং নির্দিষ্ট কাজ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো প্রায় প্রত্যেকটি মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ থাকে।
উদাহরণের মাধ্যমে যদি বলতে চাই তাহলে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে google docs, যাতে আমি এই মুহূর্তে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ কনটেন্টটি লিখছি। মূলত ইতিমধ্যে আমরা যে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম উল্লেখ করেছি এগুলো প্রত্যেকটিই এক একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেগুলো গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে ইন্সটল করা যায়।
এপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ও কি কি?
অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নির্দিষ্ট প্রকার ভেদ নেই। কেননা কাজ অনুসারে অনেক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে। আর সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্যাটাগরির সফটওয়্যার গুলো হচ্ছে–
- ওয়ার্ড প্রসেসিং
- স্প্রেডশিট
- প্রেজেন্টেশন
- একাউন্টিং
- ডেক্সটপ পাবলিশিং
- গ্রাফিক্স ডিজাইন
- মাল্টিমিডিয়া
তবে হ্যাঁ, এর বাইরেও আরো যে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে এগুলো জানতে নিচে উল্লেখিত প্রত্যেকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো এক নজরে দেখে নিন। যেগুলো জানার মাধ্যমে আপনি বিভিন্ন প্রয়োজনে সেগুলোর ব্যবহার করতে পারবেন পাশাপাশি ভাইভা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষায় প্রশ্ন আকারে যদি এমনটা বলা হয়ে থাকে যে নিজের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আশা করা যায় আপনি তার সঠিক উত্তর দিতে পারবেন।
বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার | অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর বিভিন্ন ধরন ও প্রকারভেদ
✓ কনটেন্ট এক্সেস সফটওয়্যার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া সফটওয়্যার। আর এর অন্তর্ভুক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হলো —
- মিডিয়া প্লেয়ার
- ওয়েব ব্রাউজার
- হাইব্রিড এডিটর প্লেয়ার
✓ শিক্ষামূলক সফটওয়্যার এর অন্তর্ভুক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামের নাম গুলো হলো–
- শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা
- শিক্ষনীয়/ প্রশিক্ষন ব্যবস্থাপনা
- তথ্যসূত্র
- জরিপ ব্যবস্থাপনা
✓ বিনোদনের সফটওয়্যার হিসেবে পরিচিত এপ্লিকেশন সফটওয়্যার এর নাম হলো–
- Screen সেভার
- ভিডিও গেমস
আবার এই ভিডিও গেমস এর অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলো হচ্ছে–
- আকেড গেমস
- কনসোলের জন্য ইমুলেটর
- পারসোনাল কম্পিউটার গেমস
- কনসোল গেমস
- মোবাইল গেমস
✓ প্রতিষ্ঠানের সাংগঠনিক সফটওয়্যার এর অন্তর্ভুক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর বিভিন্ন ধরন হচ্ছে–
- ব্যবসার কার্যপ্রবাহ
- ডেটাবেজ ব্যবস্থাপনা
- ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা
- দলিল পত্র ব্যবস্থাপনা
- ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা সিস্টেম
✓ একইভাবে কৃত্রিম অনুকরন সফটওয়্যার
- কম্পিউটার কৃত্রিম অনুকরনকারক
- বৈজ্ঞানিক
- সামাজিক
- যুদ্ধক্ষেত্র
- তাৎক্ষনিক
- গাড়ি
- ফ্লাইট
- ড্রাইভিং
- গেমস
- গাড়ির গেমস
- ফুটবল গেমস
মিডিয়া উন্নয়ন সফটওয়্যার গুলো হলো–
- ছবি ব্যবস্থাপক
- মিডিয়া তৈরী অথবা সম্পাদনা
- ৩য় মাত্রার গ্রাফিক্স সফটওয়্যার
- এনিমেশন সফটওয়্যার
- গ্রাফিক আর্ট
- ছবি সম্পাদনা
- ভেক্টর ছবি সম্পাদনা
- রেস্টার ছবি সম্পাদনা
- ভিডিও সম্পাদনা
- শব্দ সম্পাদনা
- ডিজিটাল অডিও সম্পাদনা
- মিউজিক সিকোয়েন্সার
- স্কোররাইটার
- হাইপার মিডিয়া সম্পাদনা
- ওয়েব উন্নয়ন
- গেম উন্নয়ন
✓ একইভাবে পণ্য প্রকৌশলন সফটওয়্যার এর অন্তর্ভুক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হলো —
- হার্ডওয়্যার প্রকৌশলন
- কম্পিউটার-এইডেড প্রকৌশলন
- সসীম উপাদান বিশ্লেষন
- সফটওয়্যার প্রকৌশলন
- কম্পিউটার ভাষা সম্পাদক
- কম্পিউটার সফটওয়্যার
- ইন্ট্রিগ্রটেড উন্নয়ন পরিবেশ
- গেম তৈরী সফটওয়্যার
- ডিবাগ গুলো
- প্রোগ্রাম পরীক্ষার হাতিয়ার
- লাইসেন্স ব্যবস্থাপক
তো অডিয়েন্স বন্ধুরা, আশা করছি আমরা আমাদের আলোচনায় যে ইনফরমেশন গুলো ইতোমধ্যে তুলে ধরেছি তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ও কি কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম গুলো কি কি অথবা ১০ টি সফটওয়্যার এর নাম এই প্রশ্নগুলোর খুব সুস্পষ্ট জবাব দিতে সক্ষম হবেন।
কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর বৈশিষ্ট্য এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা সম্পর্কেও তো জানা জরুরী। এর জন্য আমরা আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে অল্প বিস্তর গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরছি। যেগুলো আপনাদের প্রাতিষ্ঠানিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে কাজে লাগবে।
এপ্লিকেশন সফটওয়্যার এর বৈশিষ্ট্য সমূহ
সফটওয়্যার গুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য হচ্ছে–
- ব্যবহারকারী ইন্টারফেস: অতএব অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় এবং সহজবোধ্য ইন্টারফেস প্রদান করে।
- কাস্টমাইজেশন সুযোগ: ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এই সফটওয়্যার কাস্টমাইজ করা যায়।
- সহজে ব্যবহারযোগ্য: ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাজ সহজে ও তাৎক্ষণিকভাবে করতে পারে এবং খুব সহজেই ব্যবহার করা যায়।
- সম্প্রসারিত সুরক্ষা: তথ্য সংরক্ষণ এবং গোপনীয়তা সংরক্ষণের জন্য উচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে।
- স্কেলযোগ্যতা: ব্যবহারকারীর সংখ্যা এবং কাজের পরিমাণের উপর ভিত্তি করে সফটওয়্যার স্কেল করা যায়।
- সংযোগযোগ্যতা: অন্যান্য সিস্টেম বা সেবা সহজেই সংযুক্ত করা যায়।
- বিশ্বস্ত সাপোর্ট: ব্যবহারকারীদের সমস্যা সমাধানের জন্য প্রোফেশনাল সাপোর্ট প্রদান করা হয়। অর্থাৎ তাদের কাস্টমার কেয়ারে ফোন অথবা এসএমএস পাঠিয়ে যে কোন সমস্যার সমাধান করিয়ে নেওয়া সম্ভব হয়।
- রিপোর্টিং এবং অ্যানালিটিক্স: তথ্য এবং পার্ফর্মেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের রিপোর্ট এবং অ্যানালিটিক্স প্রদান করে।
- আপডেট এবং পরিসংখ্যান: নতুন বৈশিষ্ট্য সংযোজন এবং সিকিউরিটি পরিস্থিতিতে আপডেট প্রদান করে থাকে এবং ক্রস-প্ল্যাটফর্ম সমর্থন করে। মানে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ডিভাইসে সফটওয়্যার ব্যবহার করা সম্ভবপর হয় ।
- সেইসাথে দামের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ও ডকুমেন্টেশন এবং শিক্ষাদান বৈশিষ্ট্যধারী। মানে ব্যবহারকারীদের সফটওয়্যার ব্যবহারের জন্য প্রয়োজনীয় তথ্য এবং ট্রেনিং প্রদান করে ।
এপ্লিকেশন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা| অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর কাজ কি?
আপনি যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সংজ্ঞাটি সঠিকভাবে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে যাবেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। বোঝার সুবিধার্থে আমরা উল্লেখ করছি যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অনেক বেশি। কেননা এই সফটওয়্যার গুলোতে যে সকল প্রোগ্রাম এর ব্যবস্থা করা থাকে তাদের সাহায্যের বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই নির্ভুলভাবে সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে।
আর এই সফটওয়্যার গুলো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন ধরুন আপনার যদি পার্সোনাল কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজ করার প্রয়োজন পড়ে তাহলে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে মাইক্রোসফট অফিস নামক এই সফটওয়্যারটি। যার অন্তর্ভুক্ত বিভিন্ন প্যাকেজ এর নাম হচ্ছে–
- Microsoft word
- মাইক্রোসফট এক্সেল
- ওয়ান ড্রাইভ
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
একই ভাবে আপনি যদি ইন্টারনেট জগতে প্রবেশ করতে চান অর্থাৎ অনলাইনে গিয়ে কোন বিষয় সম্পর্কে জানতে চান কোন কিছুর সার্চ করতে চান সে ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা প্রদান করবে গুগল ক্রোম ব্রাউজার। এটিও একটি জনপ্রিয় সফটওয়্যার। যে সফটওয়্যারটি সাধারণত গুগল তারা ডেভেলপ করা হচ্ছে। একইভাবে গুগল এর অন্তর্ভুক্ত গুগল ড্রাইভ, গুগল ডক্স, google photos, নোটপ্যাড সহ প্রত্যেকটি সফটওয়্যার আলাদা আলাদা প্রোগ্রামের কারণে আলাদা আলাদা কাজ সম্পাদনের জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে।
অতএব এ প্রত্যেকটি বিষয়ের উপর নির্ভর করে বলা যায়, কর্মক্ষমতা উন্নতি, তথ্য ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং সহযোগী উপকরণ হিসেবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা রয়েছে।
তো অডিয়েন্স বন্ধুরা, কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম কি এই সম্পর্কিত আলোচনার সমাপ্তি টানছি আজ এখানেই। যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আজকের আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করুন পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং থেরাপি ডট কম ওয়েবসাইট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু আর্টিকেল পড়ুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আরো দেখুনঃ
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়– জেনে নিন বিস্তারিত
- কয়েকটি এপ্লিকেশন সফটওয়্যার এর নাম
- কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এবং ডাউনলোড সোর্স
- কম্পিউটারে কার্টুন তৈরি করার সফটওয়্যার ও ডাউনলোড সোর্স
- ইমু ডাউনলোড সফটওয়্যার bangladesh | Imo Software