You are here
Home > জরুরী টিপস > মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার, মেমরি কার্ড রিকভারি সফটওয়্যার apk ফাইল সোর্স এবং মেমোরি কার্ড রিকভারি করার নিয়ম সম্পর্কিত আলোচনায় সকল পাঠক বন্ধুদের জানাই স্বাগতম। আপনার কি মেমোরি কার্ড থেকে প্রয়োজনীয় ইনফরমেশন ডিলেট হয়ে গিয়েছে, আপনি কি মেমোরি কার্ড রিকভার করতে চাচ্ছেন?

যদি আপনার উত্তর হয় “হ্যাঁ” , তাহলে বলবো মেমোরি কার্ড রিকভারি করুন আমাদের দেওয়া রুলস ফলো করে। কেননা কিভাবে মেমোরি কার্ড থেকে File Recover করবেন অর্থাৎ কোন কোন সফটওয়্যার ইনস্টল করে মেমোরি কার্ড রিকভার করতে পারবেন, কোন সফটওয়্যার গুলো ফ্রি সফটওয়্যার হিসেবে কাজে লাগাতে পারবেন এবং মোবাইলে মেমোরি কার্ড রিকভারির সেরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি সেগুলোর সাথেই পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। 

আপনি যদি আপনার সমস্যার সমাধান করতে চান, তাহলে জেনে নিন মেমোরি কার্ড রিকভারির সফটওয়্যার গুলোর নাম সমূহ এবং আমাদের ওয়েবসাইট থেকে আরো পড়ুন – ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনার সফটওয়্যার সম্পর্কিত আরো একটি পোষ্ট।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার | মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর নাম

অনেক অনেক মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার গুলোর নাম আমরা নিম্ন বর্ণিত তালিকায় তুলে ধরছি। অতএব যদি কখনো আপনার মেমোরি কার্ড থেকে অর্থাৎ এসডি কার্ড থেকে প্রয়োজনীয় কোন ইনফরমেশন, ছবিজ ভিডিও, ইমেজ বা ডকুমেন্ট ডিলেট করে ফেলেন তাহলে সেটা রিকভার করার জন্য অর্থাৎ পুনরুদ্ধারের জন্য সাহায্য নিন নিম্ন বর্ণিত সফটওয়্যার এর। যথা —

  1. AnyRecover SD card Recovery Software
  2. Disk Drill Free SD card Software
  3. PhotoRec photo recovery
  4. Recover recovery software
  5. iFindit data recovery
  6. Tenorshare UltData
  7. Stellar data recovery Wizard
  8. EaseUS Data Recovery Wizard
  9. Memory Card Recovery & Repair
  10. SD Card Data Recovery Help

মেমরি কার্ড রিকভারি সফটওয়্যার apk | মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ডাউনলোড

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর নাম জানার পর নিশ্চয়ই এটা জানতে ইচ্ছে হচ্ছে, আপনি এই সফটওয়্যার গুলো কিভাবে ডাউনলোড করবেন এবং মেমোরি কার্ড রিকভার করার সফটওয়্যার গুলোর এপিকে ফাইল সংগ্রহ করবেন কিভাবে! এজন্য আলোচনার এ পর্যায়ে আমরা মেমোরি কার্ড রিকভারির সেরা সফটওয়্যার গুলো সম্পর্কে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন সংযুক্ত করব। পাশাপাশি শেয়ার করব প্রত্যেকটি মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার apk লিংক। তাই নিচের অংশটুকু মনোযোগ সহকারে দেখুন।

AnyRecover SD card Recovery Software

SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড থেকে কোন ডেটা হারিয়ে যাওয়ার জন্য সেটা পুনরুদ্ধার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার AnyRecover SD card Recovery Software. যার গুগল প্লে স্টোরে বর্তমান ডাউনলোড সংখ্যা ১০০০ প্লাস, মূলত এই অ্যাপটি মেমোরি কার্ডে থাকা যেকোন কিছু রিকভার করাতে সর্বোচ্চ সহযোগিতা করে। আর তাই বলা হয়ে থাকে একটি সুবিধা জনক ডেটা রিকভারি টুল অ্যাপ্লিকেশন AnyRecover SD card Recovery Software. 

অতএব আপনি যদি ইতোমধ্যে মেমোরি কার্ড থেকে কোন কিছু ভুলবশত ডিলেট করে ফেলেন, তাহলে এক ক্লিকে দ্রুত ডেটা পুনরুদ্ধার করার জন্য এখনই ইন্সটল করুন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। মনে রাখবেন, আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে ডেটা হারানোর বিষয়-এ চিন্তা করতে হবে না, এমনকি ডেটা ক্ষতির বিপর্যয় থেকেও বাঁচাতে পারবেন। 

মূলত রিসাইকেলবিন, এসএসডি, এইচডিডি, ইউএসবি, এস ডি কার্ড থেকে যেকোনো ডকুমেন্ট, ছবি অডিও ভিডিও অথবা যে কোন ফাইল পুনরুদ্ধারের জন্য এই অ্যাপটি সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। আর হ্যাঁ, এটা iphone অথবা যে কোন এন্ড্রয়েড ফোনে আপনি ইন্সটল করতে পারবেন। তাই মেমোরি কার্ডের যেকোনো ফাইল ফিরিয়ে আনতে ইন্সটল করে ফেলুন এই অ্যাপটি, অ্যাপ ডাউনলোড সোর্স – গুগল প্লে স্টোর। 

Disk Drill Free SD card Software

Disk Drill Free-ও একটি ফাইল রিকভাভারি সফটওয়্যার, যা Mac এবং Windows ডিভাইসের জন্য উপলব্ধ। কম্পিউটারের হার্ড ড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ, ওয়েবক্যাম মেমোরি কার্ড সহ অন্যান্য যেকোনো স্টোরেজ ডিভাইস থেকে হারিয়ে যাওয়া যেকোনো ফাইল, যেকোনো ফটো অর্থাৎ যেকোন ডাটা পুনরুদ্ধার করতে সক্ষম জনপ্রিয় এই সফটওয়্যারটি। 

আর তাই যারা মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর নাম জানতে চান তাদের জন্য সাজেস্ট করছি Disk Drill Free SD card সফটওয়্যারটি। যেটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে খুব সহজেই এপিকে ফাইলটি ডাউনলোড করতে পারবেন, অতঃপর উক্ত সফটওয়্যার কাজে লাগিয়ে ফিরিয়ে আনতে পারবেন মেমোরি কার্ড থেকে ডিলিট হওয়া প্রয়োজনীয় জিনিস গুলো, যেগুলো ভুলবশত আপনি ডিলিট করেছেন। তবে হ্যাঁ, আপনি যদি এই সফটওয়্যার সম্পর্কিত ভিডিও দেখে ধারণা নিতে চান তাহলে আমাদের সাজেস্টিত এই ইউটিউব ভিডিও টি এখনই দেখে আসতে পারেন। 

PhotoRec photo recovery

বিনামূল্যে উপলব্ধ ডেটা রিকভারি সফটওয়্যার PhotoRec photo recovery, যেটা মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে সুপরিচিত। মূলত যেকোনো ধরনের চিত্র, ভিডিও, অডিও অথবা ডকুমেন্টসহ ইত্যাদি ডেটা পুনরুদ্ধার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই সফটওয়্যারটি। 

আর তাই আপনার মেমোরি কার্ড থেকে যদি প্রয়োজনীয় কোন ডেটা ডিলিট করে ফেলেন তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরিয়ে আনার জন্য সাহায্য নিতে পারেন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির। তবে মনে রাখবেন, এই সফটওয়্যার এর সাহায্যে অনেক সময় ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। যদি সেই ডাটাগুলো একটি দীর্ঘ সময় মেমোরি থেকে স্থায়ীভাবে মুছে দেওয়া হয়। 

আর এই সফটওয়্যারটি প্রধানত লিনাক্স, ওয়িন্ডোজ, ম্যাক OS X, FreeBSD, NetBSD, OpenBSD, সোলারিস ইত্যাদি এমবিএস সিস্টেমে ব্যবহার করা যায়। আরো দেখুন– নাম দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার। 

Recover recovery software

হাই কোয়ালিটির ডাটা রিকভার মাধ্যম হচ্ছে রিকভার রিকভারি সফটওয়্যার। যেটা ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট, ইমেইল থেকে শুরু করে যেকোন ফাইল পুনরুদ্ধার করতে পারে। সেই সাথে মেমোরি কার্ড, বাহ্যিক কার্ড ড্রাইভ, ইউএসবি স্টিকসহ বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ডেটা পুনরায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে। 

আর তাই মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে ব্যবহারকারীদের মুখে পরিচিত “রিকভার রিকভারি সফটওয়্যার”। আপনি যদি এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে গুগল প্লে স্টোরে খোঁজাখুজি করলে নাও পেতে পারেন। এর জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন, অতঃপর সার্চ করুন Recover recovery software apk লিখে, এরপর ইনস্টলেশন কার্যপ্রক্রিয়া সম্পাদন করে আপনি আপনার ডিলেট করে ফেলা প্রয়োজনীয় জিনিস পুনরায় ফিরিয়ে আনুন। 

iFindit data recovery

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে আরও একটি পরিচিত সফটওয়্যার iFindit data recovery অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। মূলত অপারেটিং সিস্টেম ক্র্যাশ হয়ে গেলে, কোন ফাইল বাডিটা ডিলিট হয়ে গেলে অথবা প্রয়োজনীয় ডেটা গুলো হঠাৎ করে ডিভাইসের অন্য কোনো সমস্যার কারণে খুজে না পাওয়া গেলে সেক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করে এই সফটওয়্যারটি। 

আর তাই মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর তালিকায় এটিও অবস্থান করছে, মূলত হাই কোয়ালিটির সিস্টেমের কারণে প্লাস আলাদা আলাদা ফিচার এর কারণে যেকোনো ডাটা পুনরুদ্ধারের জন্য বেশ ভালো কাজে আসে এই সফটওয়্যারটি। আর তাই ভুলবশত যদি মেমোরি কার্ড থেকে আপনার প্রয়োজনীয় কোন ছবি অডিও ভিডিও বা কোন ফাইল ডিলিট করে ফেলেন, তাহলে এই সফটওয়্যারটির সহযোগিতা নিতে পারেন। 

Tenorshare UltData

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার অর্থাৎ ডেটা রিকভারি সফটওয়্যার হিসেবে আরও একটি পরিচিত মুখ Tenorshare UltData, আপনি যদি এই সফটওয়্যারটি লিখে গুগল করেন তাহলে বেশ কিছু ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। যাইহোক মূলত উইন্ডোজ এবং ম্যাক প্ল্যাটফর্ম এর জন্য উপলব্ধকৃত জনপ্রিয় সফটওয়্যার Tenorshare UltData, যার সহযোগিতায় আপনি আপনার হারিয়ে ফেলা ছবি, অডিও ভিডিও, কন্টাক্ট তথ্য মেসেজ সহ যে কোন ডকুমেন্ট ব্যাক নিয়ে আসতে পারবেন। 

শুধু তাই নয়, Tenorshare UltData এর দ্বারা

আপনি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মুড ড্রাইভ, মোবাইল ডিভাইস, পেনড্রাইভ ইত্যাদি থেকে তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। কেননা এই সফটওয়্যারটি বিভিন্ন সংস্করণে উপলব্ধ করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি সংস্করণ এর জন্য আলাদা আলাদা সুবিধা প্রদান করে। 

Stellar data recovery Wizard

আইফোনের জন্য সবচেয়ে কার্যকরী এবং ব্যবহার্য একটি সফটওয়্যার Stellar data recovery Wizard, যদি ভুলবশত মেমোরি কার্ড থেকে প্রয়োজনীয় যেটা রিমুভ করে ফেলেন তাহলে মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে সহযোগিতা নিতে পারেন এটির। কেননা, iphone সহ কম্পিউটারের ডাটা রিকভারি করার জন্য দারুন পরিচিত সফটওয়্যার Stellar data recovery Wizard.

এই সফটওয়্যারটিতে আপনি প্রবেশ করলে হাই কোয়ালিটির সিস্টেমগুলোর সম্পর্কে অবগত হতে পারবেন, আর আপনার হারিয়ে যাওয়া প্রায় প্রত্যেকটি ডেটা খুব সহজেই ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তবে হ্যাঁ, আপনি যদি ফ্রিতে এই সফটওয়্যার টি ব্যবহার করতে চান তাহলে ক্লিক করুন সাজেস্টক কৃত লিংকে। অথবা ইউটিউব ভিডিওর সহযোগিতা নিতে পারেন Stellar data recovery Wizard এর মাধ্যমে মেমোরি থেকে হারিয়ে ফেলা ফাইল পুনরুদ্ধারের জন্য। 

EaseUS Data Recovery Wizard

আপনি আপনার ডেস্কটপ থেকে যদি ডেটা পুনরুদ্ধার করতে চান তাহলে সাহায্য নিতে পারেন EaseUS Data Recovery Wizard নামের এই সফটওয়্যারটির, কেননা এটি অনেক বেশি হাই কোয়ালিটির একটি সফটওয়্যার টুলস, অস্থায়ীভাবে মুছে যাওয়া ফাইল পুনরুদ্ধার করা যায়, ভুলে যাওয়া ফাইল পুনরুদ্ধার করা যায়, অস্থায়ীভাবে ফরমেট করা ড্রাইভ থেকে ডাটা পুনরুদ্ধার করা যায়, এমনকি কার্ড উইন্ডোজ এবং অন্যান্য ডিভাইস থেকেও ডেটা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়। 

তাহলে আর দেরি কেন, আপনি ইতোমধ্যে মেমোরি কার্ড থেকে আপনার যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা যে গুরুত্বপূর্ণ ফাইল ডিলেট করে ফেলেছেন তা পূর্বের অবস্থায় ফেরাতে মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে ডাউনলোড করুন EaseUS Data Recovery Wizard সফটওয়্যারটি। 

Memory Card Recovery & Repair

গুগল ক্রোম ব্রাউজার এ যদি আপনি মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার লিখে সার্চ করে থাকেন তাহলে সবার প্রথমে সাজেস্ট করা হবে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। যেটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং google প্লে স্টোরে গিয়ে সরাসরি শুধুমাত্র এক ক্লিকে ইন্সটল করতে সক্ষম হবেন। তবে এটি খুব বেশি জনপ্রিয় রিকভারি অ্যাপ নয়। 

যাইহোক মেমোরি কার্ড রিকভারি এন্ড রিপেয়ার এর জন্য সম্প্রতি অনেক বেশি পরিচিত হয়ে উঠছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার টি। কারণ সেলফোনের ইন্টারনাল মেমোরি ডেটা থেকে মেমোরি কার্ড থেকে যেকোনো তথ্য হারানোর ক্ষেত্রে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে ddr মেমরি কার্ডের তথ্য পুনরুদ্ধার সফটওয়্যার ব্যবহার পুনরুদ্ধার অ্যাপ Memory Card Recovery & Repair, তাই আপনি চাইলে এখনই ইন্সটল করতে পারেন এই অ্যাপসটি, অ্যাপস ডাউনলোডের সোর্স লিংক– memory recovary app

SD Card Data Recovery Help

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর তালিকা অবস্থানকৃত আরো একটি সফটওয়্যার এইচডি কার্ড ডাটা রিকভারি হেল্প, যার সাহায্যে আপনি মেমোরি থেকে ডিলিট করে ফেলা যেটা খুব সাধারণ নিয়মে পূর্বের অবস্থায় ফিরে আনতে পারেন। 

কিভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন, কিভাবে মেমোরি থেকে ডিলিট করে ফেলা ডেটা পুনরুদ্ধার করবেন, জানতে হলে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে অথবা click here এই লিংকে ভিজিট করে অ্যাপটি ইন্সটল করে জেনে নিতে পারেন। কেননা এই প্রত্যেকটি অ্যাপ বা সফটওয়্যার গুলো ব্যবহারের নিয়ম অত্যন্ত সহজ। 

তো যাই হোক, মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে যে সকল সফটওয়্যার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ব্যবহার্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা মূলত আজকের তালিকায় সেই সকল ১০ টি সফটওয়্যার এর নাম উল্লেখ করেছি। আশা করছি আপনি খুব সহজে রিকভারি এই সফটওয়্যার গুলোকে কাজে লাগিয়ে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। 

তবে এ সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং থেরাপি ডট কম ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আরো কিছু পোস্ট এখনই পড়ে ফেলুন। আর হ্যাঁ, মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন কোন প্রকার ঝামেলা ছাড়াই, এজন্য ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার সম্পর্কিত আরো পোস্ট পড়তে পারেন। 

Also Read:

Facebook Comments

Leave a Reply

Top