You are here
Home > ফ্রিল্যান্সিং গাইড > কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়– জেনে নিন বিস্তারিত

কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়– জেনে নিন বিস্তারিত

কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়

কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়, কি কি সফটওয়্যার দিয়ে বিনামূল্যে টাকা ইনকাম করা যায়, টাকা ইনকামের জন্য এমন কি কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে যেগুলো অনলাইন প্লাটফর্মে দারুন সম্ভাবনার রাস্তা দেখিয়ে দেবে! আসুন আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে জেনে নেই এমন কিছু সফটওয়্যার এর নাম। 

আশা করছি আমাদের আর্টিকেল পড়ার মাধ্যমে আপনি– কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এই প্রশ্নের পরিপূর্ণ উত্তর পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে– অনলাইনে ইনকাম করার জন্য রয়েছে বর্তমানে হাজারো উপায়। আর সেই সকল উপায় আপনি মূলত সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল এসব ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। 

আমরা আমাদের ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেস থেকে কাজ পাওয়ার গাইডলাইন সম্পর্কিত অসংখ্য পোস্ট প্রকাশ করেছি। তাই আপনি চাইলে ফ্রিল্যান্সিং থেরাপি ডট কম ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় যেকোনো পোস্ট পড়ে উপকার পেতে পারেন।

কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় | অনলাইনে টাকা ইনকামের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম

অসংখ্য অ্যাপ রয়েছে অর্থাৎ এমন অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, যেগুলোর সাহায্যে ঘরে বসে টাকা ইনকামের সুযোগ উপভোগ করা সম্ভবপর। তবে আপনি যদি নির্দিষ্ট একটি সফটওয়্যার এর নাম জানতে চান তাহলে বলবো– Earning App Givvy Videos নামের সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়। পাশাপাশি আরো যে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সহযোগিতায় অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব হয় সেগুলো হলো—

  • Foap – sell photos & videos
  • mcent app
  • SquadStack (formerly SquadRun)
  • Slidejoy app
  • Keetoo – UK Days Out
  • yumchek  app
  • Crownit- Surveys, Games, Rewards
  • EarnKaro – Affiliate Marketing
  • Roz Dhan: Earn Wallet cash 
  • Make Money: Play & Earn Cash
  • Toloka: Earn online
  • Google Opinion Rewards
  • EarnEasy: Earn Cash in 24 hrs
  • Swagbucks Play Games + Surveys – Apps
  • Cointiply – Earn Real Bitcoin app
  • ysense app
  • Taskbucks2Taskbucks – Earn Rewards app

আরো দেখুন– মোবাইল দিয়ে টাকা ইনকামের উপায়

অ্যাপ থেকে টাকা ইনকাম | সফটওয়্যার দিয়ে টাকা ইনকামের উপায়

কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়

সত্যি বলতে সফটওয়্যার দিয়ে টাকা ইনকামের একাধিক উপায় রয়েছে। মূলত এক একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনি আপনার মোবাইলে ইন্সটল করে এক এক পদ্ধতিতে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট এর অর্থ উপার্জন করতে পারেন। আপনি যদি এনালাইসিস করেন তাহলে জানতে পারবেন অনলাইনে বেশিরভাগ সময় নিম্ন বর্ণিত কাজগুলো করার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব হয়। যথা —

  • কনটেন্ট রাইটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ব্লগিং
  • এত লেট মার্কেটিং
  • গুগল থেকে ইনকাম
  • রেফারেল এর মাধ্যমে ইনকাম
  • গুগল সার্চ করে আয়
  • ক্যাপচা এন্ট্রি করে ইনকাম
  • রিমন জব করে ইনকাম
  • ফেসবুক মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং করে ইনকাম
  • কোর্স বিক্রি অথবা ডাটা এন্ট্রি করে ইনকাম
  • অনলাইন সার্ভে ইনকাম, এসইও ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম।

এখন আসুন অবগত হই, কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এই প্রশ্নের উত্তরে আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো সাজেস্ট করেছি সেগুলো সহযোগিতায় মূলত কিভাবে এবং মোটামুটি কত টাকা আর্ন করা সম্ভব। তবে এ পাশাপাশি আরো করে ফেলতে পারেন টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় বাংলাদেশে কোনটি এ সম্পর্কিত আরো একটি পোস্ট। 

Foap – sell photos & videos

অনলাইন থেকে টাকা ইনকামের অন্যতম একটি কৌশল হচ্ছে ফটোগ্রাফি। আর তাই আপনি যদি foap অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আপনার মোবাইলে ইন্সটল করেন অতঃপর একটি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আপনার ফোনের গ্যালারিতে থাকা ছবিগুলো আপলোড করেন তাহলে উক্ত ছবিগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এ সেল করার মাধ্যমেও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, যেটা 100% সত্যি।

তবে হ্যাঁ, অনলাইনে ছবি বিক্রয়ের জন্য সঠিক নিয়ম কি, কিভাবে ছবি বিক্রি করে আয় করা যায় এবং ফটোগ্রাফি করে লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা এ বিষয়ে যদি ক্লিয়ার ধারণা পেতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন এবং এ সম্পর্কে জানুন অথবা আমাদের সাজেস্টকৃত ভিডিওটি দেখুন এক নজরে 

mcent app

রিয়েল টাকা ইনকাম করার জন্য অর্থাৎ অনলাইন থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মাধ্যমে সত্যি সত্যি টাকা ইনকামের জন্য অনেক অনেক অ্যাপ্লিকেশন ইন্সটল করার কোন প্রয়োজন নেই যদি আপনার ফোনে থেকে থাকে mCent নামের এই সফটওয়্যারটি। মূলত এখান থেকে আপনি যে পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন সেগুলো সরাসরি ক্যাশ হিসেবে খরচ করতে পারবেন না তবে টাকা রিওয়ার্ড পয়েন্ট হিসেবে যেটা অর্জন করবেন সেগুলো মোবাইল রিচার্জ বা অন্যান্য বিল পে করার সময় কাজে লাগাতে পারবেন। 

SquadStack (formerly SquadRun)

এই সফটওয়্যার প্রতিষ্ঠান মূলত কাস্টমার সার্ভিস এবং সেলস প্রসেস অপটিমাইজেশনের জন্য কাজ করে থাকে। আপনি যদি squad stack নামের এই অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করেন তাহলে অবশ্যই অর্থ উপার্জন করতে পারবেন যদি কিছু টাস্ক পূরণ করতে সক্ষম হন। তবে অবশ্যই ট্রাস্ট পূরণের কিছু গাইডলাইন জানতে হবে। 

এই অ্যাপ এর সহযোগিতায় আপনি যে টাস্ক গুলো পূরণ করবেন সেগুলোর বিনিময়ে অর্জন করতে পারবেন নির্দিষ্ট কিছু পয়েন্ট। যেগুলো পরবর্তীতে টাকাতে ট্রান্সফার করে ক্যাশ হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে টাকা ট্রান্সফার করার জন্য বা টাকা উইথড্র করার জন্য অবশ্যই কমপক্ষে ষাট টাকা ইনকাম করতে হবে আপনাকে। 

আর এর পাশাপাশি সেলস ও মার্কেটিং সহযোগিতা, যেটা এনালাইসিস সেবা এবং আরো কিছু কাজ সম্পাদনের মাধ্যমে ও উত্তর সফটওয়্যার থেকে টাকা ইনকাম করা যায়। বিস্তারিত জানতে এবং বুঝতে এখনই ইনস্টলেশন কার্যপ্রক্রিয়া সম্পন্ন করুন আপনার মোবাইল ফোনে। তাছাড়াও মোবাইল দিয়ে কি কি করা যায় এ সম্পর্কে জানতে হলে সাজেকৃত লিংকের ভিজিট করুন

Slidejoy app

বসে না থেকে দিনে অন্তত ৫০০ টাকার বেশি ইনকাম করা সম্ভব এই অ্যাপ এর মাধ্যমে। আর তাই অনলাইনে অর্থ ইনকামের একটি সহজ উপায়ে হিসেবে সাজেস্ট করা হয় স্লাইড জয় নামের এই সফটওয়্যারটিকে। মূলত টাকা ইনকামের সর্বোত্তম উপায় বিজ্ঞাপন দেখা।  তবে আপনি যদি এই সফটওয়্যার থেকে আরো বেশি টাকা ইনকাম করতে চান সে ক্ষেত্রে নিম্ন বর্ণিত ভিডিওটি দেখুন এবং ধারণা নেওয়ার চেষ্টা করুন। 

এছাড়াও Keetoo – UK Days Out থেকে ইনকাম করতে হলে দেখুন এই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায় এই সম্পর্কিত আরো কিছু ভিডিও। তবুও আপনাদের সুবিধার্থে উল্লেখ করছে সাধারণত এই অ্যাপের মাধ্যমে টাকা ইনকামের অন্যতম পদ্ধতি হচ্ছে – কীবোর্ডে কিছু বিজ্ঞাপন শো করানো। 

আপনি যদি keetoo নামের এই সফটওয়্যারটি ইন্সটল করেন তাহলে ইনস্টলেশন কার্যপ্রক্রিয়া সম্পাদনের পর অ্যাপটি ওপেন করতেই আপনার কাছে একটি নোটিফিকেশন পাঠানো হবে। নোটিফিকেশনের মূলত এটা উল্লেখ করা থাকবে যে আপনি বিজ্ঞাপন শো করাতে চান কিনা। তো যত বিজ্ঞাপন দেখবেন তত ক্রেডিট অর্জন করবেন আর ক্রেডিট পরবর্তীতে ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে টাকা পরিণত করা সম্ভব হবে। 

 yumchek  app থেকেও ক্রেডিট হিসেবে সামান্য টাকা হলেও ইনকাম করা সম্ভব হবে। এর পাশাপাশি আমরা সফটওয়্যার দিয়ে টাকা ইনকামের জন্য যে সকল নাম সংযুক্ত করেছি মূলত সেই প্রত্যেকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্সটল করে আপনি আলাদা আলাদা পদ্ধতিতে কাজ করে মোটামুটি একাউন্টের অর্থ উপার্জনে সক্ষম হবেন। 

যাইহোক, এখন আসুন জেনে নেই ফ্রি টাকা ইনকাম apps ২০২৪ অথবা দিনে ৫০০ টাকা ইনকাম apps এর আরো কয়েকটি নাম। 

দিনে ৫০০ টাকা ইনকাম apps | মোবাইল দিয়ে টাকা ইনকামের app

টাকা ইনকামের আরো কিছু পরিচিত app এর নাম হলো —

  • Bkash app
  • Tik Tok app
  • Daily taka income BD job
  • Dhaka income karar game
  • BD earning quiz game
  • Taka poisha
  • Dhaka income pro
  • Taka income BD
  • Khelaghor

আরো দেখুন – ফ্রিল্যান্সিং সাইটের কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খুঁটিনাটি.

তো অডিয়েন্স বন্ধুরা, কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় আশা করি এ প্রশ্নের উত্তরটি আপনার কাছে সুস্পষ্ট। এখনো শোন বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নেওয়া যাক। যেগুলো নিয়ে আপনারা মাঝেমধ্যেই জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। 

টাকা ইনকাম বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

১. মেয়েদের কিভাবে ঘরে বসে আয় করার উপায়?

✓ এ প্রশ্নটি দ্বারা বোঝানো হয়েছে মেয়েরা ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারবে! ঘরে বসে যদি কেউ ইনকাম করতে চায় তাহলে তার জন্য সবচেয়ে স্মার্ট মাধ্যম হচ্ছে অনলাইন। অনলাইনে মেয়েরা স্ক্রিপ্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সার্ভে থেকে শুরু করে ব্লগিং অথবা ভিডিও ক্রিয়েশন এর কাজ করে ইনকাম করতে পারেন। 

২. টাকা ইনকাম করার সহজ উপায় কি?

✓ টাকা ইনকাম করার জন্য পানির মত সহজ উপায় যদি আপনি খুঁজতে যান তাহলে কিছুই মিলবে না। অবশ্যই জীবনে যদি অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে কেউ ডেভেলপমেন্ট করতে হবে এবং কষ্ট করতে হবে সময় দিতে হবে। যাইহোক ঘরে বসে আয় নিশ্চিত করার সবচেয়ে সহজ উপায় গুলোর মধ্যে যেগুলো অবস্থান করছে তা হলো –

  • মার্কেটপ্লেস এ ফ্রিল্যান্সিং করে আয়
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম
  • বিভিন্ন ধরনের সার্ভিস প্রধান যেমন কনটেন্ট রাইটার, ভিডিও এডিটর, স্ক্রিপ্ট রাইটার, ডিজিটাল মার্কেটিং সহ প্রভৃতি।
  • ইউটিউব থেকে ইনকাম এবং ঘরে বসে হন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে টাকা ইনকাম।

৩. কি গেম খেলে টাকা ইনকাম করা যায়?

✓ অনলাইনে চিস, কেরাম, লুডু জাতীয় প্রতিযোগিতামূলক খেলা গুলোতে অংশগ্রহণ করে অল্পস্বল্প টাকা ইনকাম করা যায়। তবে মোটা অর্থ ইনকামের জন্য অনলাইন ক্যাসিনো গেম, pubg ফ্রী ফায়ার সর্বোত্তম। তবে এর জন্য আপনাকে অবশ্যই উক্ত খেলা গুলোতে এক্সপার্ট হতে হবে। আর তবে না আপনি গেম খেলে মোটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন।

৪. ইন্টারনেটে আয় করার পদ্ধতি কে কি বলে?

✓ ইন্টারনেটে আয় করার পদ্ধতিকে বলা হয় ফ্রিল্যান্সিং অর্থাৎ মুক্ত পেশা বা স্বাধীন পেশা। যাকে আমরা কখনো কখনো আউটসোর্সিং বলেও সম্বোধন করে থাকি।

৫. কিভাবে মোবাইলে বিনিয়োগ ছাড়াই অনলাইনে অর্থ উপার্জন করা যায়?

✓ ইতোমধ্যে আমরা সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করার বিষয়ে যে ইনফরমেশন গুলো তুলে ধরেছি এটিই হচ্ছে বিনিয়োগ ছাড়া অর্থ উপার্জনের একটি মাধ্যম। তবে এর বাইরেও খুব সামান্য ইনভেস্ট করে অথবা একদমই শূন্য থেকে শুরু করে টাকা ইনকাম করা পসিবল। যেমন ব্লগিং, কনটেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পনসরশিপ গুগল এডসেন্স সহ প্রভৃতি। মূলত বিনিয়োগ করার প্রয়োজন নেই তবে অবশ্যই আপনার মাঝে স্কিলস থাকতে হবে। 

৬. অনলাইন এর অর্থ কি?

✓ অনলাইন অর্থ হচ্ছে সক্রিয় বা চলমান অবস্থা কিংবা কাজ করছে এমন। কোন একটি সিস্টেমের সাথে সংযুক্ত থাকাকালীন অবস্থাকে বলা হয়ে থাকে অনলাইন। যেমন ধরুন আপনি ফেসবুক ব্যবহার করেন তো ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুকে লগইন করে ফেসবুকের সাথে আপনার সংযোগ স্থাপন করাটাই হচ্ছে অনলাইন।

৭. ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ কোনটি?

✓ ভিডিও দেখে টাকা ইনকাম করার একাধিক অ্যাপ রয়েছে। ইতিমধ্যে আমরা বিজ্ঞাপন দেখে টাকা ইনকামের এপ হিসেবে একটি নাম সাজেস্ট করেছি। যাইহোক সাধারণত নিম্ন বর্ণিত অ্যাপগুলো থেকে আপনি শুধুমাত্র বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জন করতে পারেন। যথা –

  • Taskbucks
  • Swagbucks App
  • InboxDollars App
  • Cointiply
  • Freecash: Earn Crypto
  • Roz Dhan
  • appKarma

পরিশেষে– তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় আশা করি এই প্রশ্নের উত্তর মিলেছে আমাদের আলোচনার মধ্য দিয়ে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং গাইডলাইন এবং অর্থ উপার্জনের জরুরি পরামর্শ পেতে আমাদের ফ্রিল্যান্সিং থেরাপি ডট কম ওয়েবসাইটের অন্যান্য পোষ্টের সহযোগিতা নিতে পারেন। 

কেননা আমরা আমাদের ওয়েবসাইটে ইতোমধ্যে অনলাইন ইনকাম রিলেটেড অসংখ পোস্ট পাবলিশ করেছি। যেগুলোর প্রত্যেকটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই অনুসন্ধান করুন। আর আমাদের পোস্টগুলো পড়ে উপকৃত হলে অবশ্যই ফলো করুন আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Facebook Comments

Leave a Reply

Top