লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব আমরা আমাদের আজকের টপিকে। অনেক সময় ভিডিও তৈরি করার জন্য আপনারা হরহামেশাই জানতে চান ঐ সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো সম্পর্কে, যেগুলো টেক্সট টু ভিডিও মেকার অ্যাপ্স হিসেবে সুপরিচিত।
তো অডিয়েন্স বন্ধুরা, আসুন লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে জানি। পাশাপাশি আরো জানি– কিভাবে টেক্সট টু ভিডিও মেকার অ্যাপস গুলো ইন্সটল করতে হয়, কিভাবে লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলো কাজে লাগাতে হয় এ সম্পর্কে খুঁটিনাটি।
আশা করছি — লেখা দিয়ে ভিডিও তৈরির জন্য কি কি করতে হবে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পারবো আজকের আলোচনার মাধ্যমে। তবে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার মাধ্যমে আরও পড়তে পারেন– ফ্রিল্যান্সিং গাইডলাইন, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ইনকাম রিলেটেড অসংখ্য পোস্ট। যেগুলোর প্রত্যেকটি আমাদের ওয়েব সাইটে ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে।
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার | Text to video maker apps
লেখা দিয়ে ভিডিও বানানোর অসংখ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর নাম হলো —
১. Hype Text – Animated Text
২. Pinreel – Animated Video Maker
৩. BigVideos – Text on Video
৪. PixelFlow: Intro Video Maker
৫. Animated Text On Video
৬. Splice – Video Editor
৭. Textron: Animated Text Video
৮. Text on video & video editor
৯. Text Animation GIF Maker
১০. Intro Maker-video intro outro
১১. Legend Animate Text Maker.
আরো দেখুন– ফ্রিল্যান্সিংয়ের সফলতা অর্জনের কৌশল
Hype Text – Animated Text
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর মধ্যে একটি হচ্ছে Hype Text – Animated Text, যেটি টেক্সট অনিমেশন ভিডিও বা ভিডিওর ইন্ট্র তৈরি করার জন্য অসম্ভব সুন্দর একটি android app. সবদিক বিবেচনা করে মূলত টেক্সট টু ভিডিও তৈরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর মধ্যে সবার প্রথমে অবস্থান করছে এটি।
যে অ্যাপসটি আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে ফেলতে পারবেন। জানলে অবাক হবেন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রায় ৫০০র অধিক অ্যাডমিটেড টেক্সট এর ডিজাইন রয়েছে। অতএব আপনি টেক্সট টু ভিডিও মেক করার জন্য বিভিন্ন ডিজাইনের ফিচার যুক্ত করতে পারবেন ইচ্ছামত টেক্সট প্লেয়ার অথবা কালার পরিবর্তন করতে পারবেন।
আর তাই যারা লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে সবচেয়ে সেরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ অ্যাপস খুঁজছেন তারা দেরি না করে এখনই ইন্সটল করে ফেলুন Hype Text – Animated Text নামের এই অ্যাপটি। ইন্সটল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে প্রবেশ করুন, অতঃপর সার্চ করুন উক্ত নাম লিখে, এরপর ইনস্টল অথবা ডাউনলোড অপশন এ ক্লিক করে মাত্র ২ মিনিটে ডাউনলোড করে নিন লেখা দিয়ে ভিডিও বানানোর সবচেয়ে সেরা সফটওয়্যারটি।
Pinreel – Animated Video Maker
অ্যানিমেটেড ভিডিও মেকার অ্যাপস এমনকি রিলস এবং শর্ট মেকার অ্যাপস হিসেবে অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার pinreel, যেটা লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এর তালিকায় অবস্থান করছে। আপনি যদি গুগল প্লে স্টোরে সার্চ করেন এই অ্যাপটির নাম লিখে তাহলে খুব সহজেই এটা দেখতে পারবেন ইতোমধ্যে এটি এক লক্ষর অধিক ডাউনলোড হয়েছে এবং এর রিভিউ ৪.১ স্টার।
আর আপনি যদি সম্পূর্ণ প্রফেশনাল ভাবে একটি সেরা অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে চান তাহলে আমার অভিজ্ঞতা থেকে আপনাকে এটা বলতে পারি, এই অ্যাপটি আপনাকে অবশ্যই সম্পূর্ণভাবে সহযোগিতা করবে লেখা দিয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে। মানে আপনি সকল ধরনের সুবিধা পেতে পারেন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার টি ব্যবহার করে।
তাই ইউটিউব শর্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোমো ভিডিও ইন্ট্রোস মেক করার জন্য দেরি না করে এখন ইন্সটল করুন জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। যেখান থেকে আপনি শুধুমাত্র এক ক্লিকে ই অ্যানিমেটেড টেক্সট, ইমেজ লোগো, স্টিকারসহ বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন।
আর হ্যাঁ, এই অ্যাপটি ইন্সটলের জন্য সরাসরি গুগল প্লে স্টোরে ভিজিট করতে পারেন অথবা google chrome ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন Pinreel – Animated Video Maker অথবা Pinreel – Reels & Shorts Maker – Apps on Google Play লিখে। অতঃপর সরাসরি সাজেস্ট কৃত লিংকের ভিজিট করে উক্ত অ্যাপসটি ডাউনলোড করতে পারেন।
BigVideos – Text on Video
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর মধ্যে জনপ্রিয় এবং শক্তিশালী আরও একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম BigVideos – Text on Video, তাই আপনি যদি প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর বা ভিডিও এডিটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে আপনার মোবাইলে এখন ইন্সটল করতে পারেন বিগ ভিডিওস নামের এই অ্যাপটি।
যার গুগল প্লে স্টোরে এই মুহূর্তে ডাউনলোড সংখ্যা প্রায় ১০ লক্ষের অধিক এবং রিভিউ অত্যন্ত ভালো। আর মজার ব্যাপার হচ্ছে এই সফটওয়্যার বা এই অ্যাপসটি যদি আপনি ইন্সটল করেন এবং কোন ভিডিও মেক করার পর রেন্ডার দেন তাহলে কোনরকম ওয়াটার মার্ক ছাড়াই সেভ করতে পারবেন। তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে নির্দ্বিধায় আপনার মোবাইল ফোনে ইন্সটল করতে পারেন BigVideos মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি।
PixelFlow: Intro Video Maker
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এর তালিকায় অবস্থানকৃত অতি পরিচিত মোবাইল অ্যাপ্লিকেশন PixelFlow: Intro Video Maker, যেটা ইন্ট্রো ভিডিও তৈরি করার জন্য অধিক বেশি ব্যবহৃত হয়ে থাকে। যার বর্তমানে গুগল প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা প্রায় ৫ মিলিয়ন এর বেশি আর রিভিউ ৪১.৬k+, তাহলে বুঝতেই পারছেন লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে এটিকে ঠিক কি পরিমাণ ইউজাররা ব্যবহার করে থাকেন।
তো যাই হোক, আপনি যদি টেক্সট টু ভিডিও মেকার অ্যাপ হিসেবে অসংখ্য ফিচার যুক্ত অ্যাপ ইনস্টল করতে চান তাহলে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন পিক্সেলফ্লো লিখে অথবা সাজস্কৃত লিংকে সরাসরি ভিজিট করে উক্ত অ্যাপ এর এপিকে ফাইল ডাউনলোড করতে পারেন। আরো দেখুন– সহজেই পিটিসি ওয়েবসাইট থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত।
Animated Text On Video
অসংখ্য ফিচার যুক্ত একটি জনপ্রিয় ও ব্যবহার্য animated application software এটি, যা বর্তমানে লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি একটি ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যানিমেটেড টেক্সট অন ভিডিও গুগল প্লে স্টোর লিখে সার্চ করেন তাহলে সবার প্রথমে আপনাকে সাজেস্ট করা হবে জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। যেটা ব্যবহার করে আপনি আপনার পছন্দমত যে কোন ভিডিও খুব সুন্দর ভাবে মেক করতে পারবেন।
বিশেষ করে এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ভিডিওতে সুন্দরভাবে লেখা যুক্ত করতে পারবেন। কেননা এখানে রয়েছে প্রচুর টেক্সট এনিমেশন স্টাইল। আর তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে পরিচিত মুখ Animated Text On Video নামক এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি।
যার বর্তমান ডাউনলোড সংখ্যা গুগল প্লে স্টোরে মোটামুটি এক মিলিয়নের অধিক আর রিভিউ ১২.১k+, তাহলে বুঝতেই পারছেন ইউজাররা কত বেশি সহযোগিতা পেয়েছে এই অ্যাপটির মাধ্যমে। তাহলে আর দেরি কেন আপনি যদি লেখা দিয়ে ভিডিও বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আপনার মোবাইল ফোনে ইন্সটল করে ফেলুন উক্ত অ্যাপটি। সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন– এই লিংকে।
Splice – Video Editor
বর্তমানে গুগল প্লে স্টোরে Splice – Video Editor নামের লেখা দিয়ে ভিডিও বানানোর এই সফটওয়্যারটির ডাউনলোড সংখ্যা মোটামুটি ওয়ান মিলিয়নের বেশি। মূলত যদি আপনি সেরা লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার খুজে থাকেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য সর্বোত্তম। কেননা আমি এটা নিজে ব্যবহার করেছি আর ব্যবহারের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বলছি bending spoons এর তরফ থেকে থাকা এই মোবাইল ভিডিও এডিটর অ্যাপটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রফেশনাল ভিডিও মেক করার জন্য।
তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এর তালিকায় আমরা সাজেস্ট করছি এই অ্যাপটি। আশা করছি আপনি এই অ্যাপ থেকে সবচেয়ে সুন্দর ফ্রন্ট, সবচেয়ে সুন্দর কালার এবং সকল ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন নির্ঝামেলায়। এমনকি সকল ভিডিও তৈরি করে প্রতিটি এমপি ফোর ফরমেটে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটিতে।
Textro: Animated Text Video
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে আপনার কাছে সবচেয়ে পছন্দের সফটওয়্যার হয়ে উঠতে পারে টেক্সটট্রো, কেননা এই অ্যাপে রয়েছে দারুন টেক্সট অনিমেশন স্টাইল, সুন্দর কালার কম্বিনেশন এবং ফ্রন্ট স্টাইল। যেগুলো প্রফেশনাল ভিডিও মেক এর জন্য আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। আর তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে এখনই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে থেকে ইন্সটল করতে পারেন জনপ্রিয় এই টেক্সট টু ভিডিও মেক animated অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি।
যার বর্তমান ডাউনলোড সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস এবং রিভিউ ৫১.৭ হাজারেও বেশি। আর হ্যাঁ, ভিডিওতে সুন্দর সুন্দর স্টাইল এর ফ্রন্ট ব্যবহারের পাশাপাশি আপনি এই অ্যাপটি থেকে দারুন মিউজিক ট্র্যাক অর্থাৎ সং ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। আর তাই একবারের জন্য হলেও লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে ট্রাই করে দেখুন textro অ্যাপটি।
Text on video & video editor
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Text on video & video editor লিখে, অতঃপর সাজেস্কৃত এই অ্যাপ মাত্র এক ক্লিকে ইন্সটল করে দেখে ফেলুন দারুণ সব ফিচার এবং ফ্রন্ট স্টাইল। কেননা লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার টেক্সট ভিডিও মেকার। আর এর বর্তমান ডাউনলোড ওয়ান মিলিয়নের বেশি।
এই অ্যাপে আপনি এত সুন্দর স্লাইড শো ইফেক্ট, ভিডিও ফিল্টার, ব্যাকগ্রাউন্ড এবং অডিও ও মিউজিক সংগ্রহ করতে পারবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। কেননা লেখা দিয়ে ভিডিও তৈরি করার জন্য সকল ধরনের ব্যবস্থা রয়েছে এই অ্যাপে। আর তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি সাজেস্ট করছি।
Text Animation GIF Maker
আরো একটি জনপ্রিয় টেক্সট টু ভিডিও মেকার অ্যাপ হলো Text Animation GIF Maker, যার বর্তমানে গুগল প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা ১০০k+ অর্থাৎ ১০ লক্ষের বেশি। এই অ্যাপে আপনি মূলত বিউটিফুল text animation GIF গুলো পেয়ে থাকবেন, পাশাপাশি আরো রয়েছে প্যাসিফিক ব্যাকগ্রাউন্ড কালার, স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড ইমেজ, সুবিধামতো ফ্রন্ট কালার এবং মাল্টিপল টেক্সট অ্যাডমিশন, ফ্রন্ট স্টাইল এবং অন্যান্য প্রয়োজনীয় বিউটিফুল ইফেক্ট।
যেগুলোর সাহায্যে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন। আর তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে আপনার মোবাইল ফোনে এখনই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার টি ইন্সটল করুন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে আরও পরে আসুন মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় সে সম্পর্কে বিস্তারিত।
Intro Maker video intro outro
১০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হওয়া একটি জনপ্রিয় টেক্সট টু ভিডিও মেকার অ্যাপ এটি। লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর মধ্যে যা অধিক বেশি জনপ্রিয়। আপনি যদি গেম ইন্ট্রো, অথবা কিছুটা আর্টিফিশিয়াল টাইপের ভিডিও মেক করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে সেরা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে ইন্ট্রো মেকার নামের এই অ্যাপটি।
যার রিভিউ ১.৬ মিলিয়ন প্লাস। তাহলে বুঝতেই পারছেন লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে এটি ঠিক কোন পর্যায়ে অবস্থান করছে। নিশ্চয়ই দারুন সব ফিচার এবং আলাদা কিছু ব্যবস্থাপনার কারণে এত বেশি ব্যবহার করে থাকে ইউজাররা। আলাদা কি এমন রয়েছে সেটা জানতে দেরি না করে এখনই আপনি আপনার মোবাইলে ইন্সটল করে ফেলুন লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যারটি।
Legend Animate Text Maker
টেক্সট টু ভিডিও মেকার অ্যাপ হলো Legend Animate, যার বর্তমান ডাউনলোড সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস, app link – Legend. আর এই অ্যাপও রয়েছে বিভিন্ন ফ্রন্ট স্টাইল, বিভিন্ন অনিমেটেড ফটো সহ নানা ধরনের ইফেক্ট। যেগুলো সমান নয় লেখা দিয়ে ভিডিও তৈরি করা যায় প্রফেশনালি।
আর তাই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এর তালিকায় সাজেস্ট করছি Legend Animate Text Maker নামের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। আপনি চাইলে এখনি গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি একলেকে ইন্সটল করতে পারেন এই অ্যাপটি।
তো অডিয়েন্স বন্ধুরা, এখন আসুন আলোচনার শেষ পর্যায়ে জেনে নেই লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার বা লেখা দিয়ে ভিডিও বানানোর অ্যাপসগুলো আপনার কি কি কাজে লাগবে এবং লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন কুয়েরি সম্পর্কে অল্প বিস্তারিত। যেগুলো লিখে আপনারা মাঝে মধ্যেই সার্চ করে থাকেন গুগল ক্রোম ব্রাউজারে। আশা করছি একসঙ্গে বেশ কিছু প্রশ্নের সমাধান মিলবে আমাদের আর্টিকেলের বাকি এই অংশটুকু পড়ার মাধ্যমে। তাই নিচে দেখুন এবং আমাদের ওয়েবসাইট থেকে আরও পড়ে আসুন– সার্ভে কি এবং সার্ভে করে কিভাবে ইনকাম করা যায় এ সম্পর্কে এ টু জেড।
লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার | লেখা দিয়ে ভিডিও তৈরির জন্য কি কি করতে হয়?
লেখা দিয়ে ভিডিও তৈরির জন্য প্রথমত মোবাইলে টেক্সট স্লাইডশো মেকার অ্যাপ গুলো ইন্সটল করতে হয়। ইতোমধ্যে আমরা লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে যে নাম গুলো সাজেস্ট করেছি মূলত এগুলোই হচ্ছে ঐ সকল অ্যাপ। যে অ্যাপগুলো থেকে দারুন ফিচার যুক্ত করা যায়, সুন্দর সুন্দর ইমেজ নেয়া যায়, ছবি দিয়ে ভিডিও তৈরির জন্য বিভিন্ন এফেক্ট দেওয়া যায় ব্যবহৃত টেক্সট এর আলাদা আলাদা ফ্রন্ট ব্যবহার করা যায় এছাড়াও ভিডিও কে আকর্ষণীয় করার জন্য থাকে বিভিন্ন সুবিধা। অতএব, লেখা দিয়ে ভিডিও তৈরির জন্য সবার প্রথমে টেক্সট টু ভিডিও মেকার অ্যাপ ইন্সটল করতে হয়।।
লেখা দিয়ে ভিডিও বানানো capcut
ক্যাপকাট হচ্ছে একটি জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যার মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও সম্পাদন মনিপুলেশন অ্যানিমেশন এবং অসংখ্য এফেক্ট যোগ করা যায়। প্রফেশনাল ভিডিও মেক করার জন্য লেখা দিয়ে ভিডিও বানানো হয়ে থাকে ক্যাটকাটে। সাধারণত capcut কি এটা জানার জন্যই অডিয়েন্স বন্ধুরা মাঝেমধ্যে সার্চ করেন লেখা দিয়ে ভিডিও বানানো capcut, মূলত আপনি যদি লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্সটল করতে চান তাহলে আমাদের উল্লেখিত অ্যাপ গুলো ছাড়াও আরো ইন্সটল করতে পারেন capcut নামের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি।
টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার | টিকটক লেখা ভিডিও কিভাবে বানাবো?
Tiktok ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে ২০১৪ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ গুলো হলো –
1. Video Editor & Maker – InShot
2. Cup Cut – Video Editor
3. YouCut – Video Editor & Maker
4. VN – Video Editor & Maker
5. Video Maker – Video.Guru
6. Ai Video Generator – Vidma ai
7. Videolap – AI video editor
8. Ai Video Editor – Shotcut Ai
9. Funimate Video Editor & Maker
10. Splice – Video Editor & Maker
তো পাঠক বন্ধুরা, ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার, লেখা দিয়ে ভয়েস বানানোর সফটওয়্যার, tiktok লেখা ভিডিও সফটওয়্যার, লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার, যাই হোক না কেন আপনি যদি এগুলো সংগ্রহ করতে চান তাহলে এ সম্পর্কে আপনি আমাদের ওয়েবসাইটে সার্চ করুন অথবা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে উক্ত অ্যাপস গুলোর নাম লিখে সার্চ করে সরাসরি ইন্সটল করে ভিডিও মেকার অ্যাপ গুলো আপনার প্রজনন অনুযায়ী কাজে লাগান।
আজকের আলোচনা এপর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সেরা এবং ব্যবহার উপযোগী মনে হয়েছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।