মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন, যা মোবাইল ডিভাইসের সিস্টেমে অপ্রয়োজনীয় ভাইরাস, ম্যালোয়ার প্রোগ্রাম, স্পাইওয়্যারসহ বিভিন্ন ধরনের অবাঞ্ছিত প্রোগ্রাম বা ফাইলগুলো সনাক্ত করে এবং অতঃপর মুছে ফেলে। এই ধরনের সফটওয়্যার মোবাইল নিরাপত্তা বাড়াতে সাহায্য করে থাকে এবং ব্যবহারকারীদের অনুমতি দেয় অবাঞ্ছিত প্রোগ্রাম বা ফাইলগুলো মোবাইল ডিভাইস থেকে মুছে ফেলতে।
যারা মোবাইল ভাইরাস সম্পর্কে জানেন তারা মোবাইলের ভাইরাস ডিলিট করার সফটওয়্যার গুলোর নাম জানতে ইচ্ছা প্রকাশ করেন। আবার এমন অনেকেই রয়েছেন, যাদের মোবাইল ভাইরাস এবং ভাইরাস ডিলিট করার সফটওয়্যার সম্পর্কে কোন ধারণাই নেই। তাদের জন্য স্পষ্টত আকারে আলোচনা করছি – মোবাইল ভাইরাস ডিলিট করার সফটওয়্যার ও সবচেয়ে কার্যকরী মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর সম্পর্কে বিস্তারিত।
সত্যি বলতে, এই সফটওয়্যারগুলো সাধারণত ভাইরাস স্ক্যান, ম্যালওয়্যার রিমুভ, অনুমতিপ্রাপ্ত এবং অবাঞ্ছিত অ্যাপ্লিকেশনগুলো সনাক্ত ও মুছে ফেলার সুযোগ সরবরাহ করে দেয় ইউজারকে। পাশাপাশি এই সফটওয়্যার সাধারণত মোবাইল অপারেটিং সিস্টেমগুলোর জন্যও উপলব্ধ হয়, যেমন— Android এবং iOS.
তো যাই হোক, মোবাইল ভাইরাস মুক্ত রাখার উপায় কি এবং মোবাইলে ভাইরাস দূর করার উপায় হিসেবে সবচেয়ে কার্যকরী টিপস এবং সেরা মোবাইল অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত দেখুন নিচে। পাশাপাশি আপনি যদি ফোন হ্যাক হলে বোঝার উপায় কি এ সম্পর্কে এ টু জেড জানতে চান তাহলে সাজেস্টককৃত লিংকে ভিজিট করার মাধ্যমে পড়ে ফেলুন গুরুত্বপূর্ণ আরও একটি পোস্ট।
মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার
মোবাইলের ভাইরাস ডিলেট করার সফটওয়্যার অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী সফটওয়্যার/অ্যাপ্লিকেশন গুলো হলো —
- Avast Antivirus & Security | এভাস্ট মোবাইল সিকিউরিটি এন্টীভাইরাস এবং ক্লিনার
- Avast Cleanup | অ্যাভাস্ট ক্লিনার
- Malwarebytes Mobile Security | ম্যালওয়্যারবাইট মোবাইল সিকিউরিটি
- Clean Master | ক্লিনমাস্টার
- Clean Master Mini | ক্লিন মাস্টার মিনি
- Virus Remover | ভাইরাস রিমুভার
- Antivirus | অ্যান্টিভাইরাস সফটওয়্যার
- Kaspersky Security & VPN | ক্যাসপারস্কি সিকিউরিটি এবং ভিপিএন
- McAfee Security: Antivirus VPN | ম্যাকাফি সিকিউরিটি: অ্যান্টিভাইরাস ভিপিএন
- Avira Security Antivirus & VPN | আভিরা সিকিউরিটি অ্যান্টিভাইরাস এবং ভিপিএন
- Quick Heal Mobile Security | কুইক হেল মোবাইল সিকিউরিটি
- Bitdefender Antivirus | বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস
- Norton 360: Mobile Security | Norton ৩৬০ মোবাইল সিকিউরিটি
- Nova Security | নোভা সিকিউরিটি
- Google Play Protect | গুগল প্লে প্রটেক্ট
- F-Secure SAFE | এফ-সিকিউর সেফ
- Emsisoft Emergency Kit | এমসিসফট ইমার্জেন্সি কিট
- ESET Smart Security Premium | ESET স্মার্ট সিকিউরিটি প্রিমিয়াম
- Trend Micro Maximum Security | ট্রেন্ড মাইক্রো ম্যাক্সিমাম সিকিউরিটি
- Avira Prime | আভিরা প্রাইম
তবে হ্যাঁ, এর বাইরেও আরো অসংখ্য সফটওয়্যার রয়েছে মোবাইল এর ভাইরাস ডিলেট করার জন্য। যেগুলো আপনি গুগলে গিয়ে সার্চ করলেই সংগ্রহ করতে পারবেন। তবে সবচেয়ে পরিচিত এবং অধিক সংখ্যক ডাউনলোড হয়েছে এমন ২০ টি মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার এর নাম আমরা তালিকা আকারের সংযুক্ত করেছি।
যেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এ পর্যায়ে। অতঃপর এটা জানাবো– মোবাইল ভাইরাস ডিলেট করা সফটওয়্যার এর কাজ কি কি, মোবাইলে ভাইরাস থাকলে কি কি ক্ষতি হতে পারে, মোবাইলকে সম্পূর্ণ ভাইরাসমুক্ত রাখার অন্যান্য কার্যকরী উপায় সমূহ সম্পর্কে খুঁটিনাটি।
আরো পড়ুন: ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় এবং ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
Avast Antivirus & Security | এভাস্ট এন্টীভাইরাস এন্ড সিকিউরিটি
অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে ভালো এন্টিভাইরাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে Avast Antivirus & Security. যেটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। জানা গিয়েছে স্থানীয় এন্টিভাইরাস স্ক্যানার এবং ক্লিনার এটি যা মোবাইল ডিভাইসের ভাইরাস ও ম্যালওয়্যারগুলো খুঁজে বের করে অতি দ্রুত এবং সেগুলো ডিলিট করে সম্পূর্ণভাবে। আর তাই লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করে আসছে, যার বর্তমান ডাউনলোড সংখ্যা ১০০ মিলিয়ন।
Avast Cleanup | অ্যাভাস্ট ক্লিনআপ
মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হিসেবে অভাস্ট ক্লিন আপ সফটওয়্যারটিও বেশ পরিচিত এবং কার্যকরী। কেননা এটি ভাইরাস আক্রান্ত ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অ্যাপস এর ভেতরে যে কোনো অসামঞ্জস্যতা খুঁজে বের করতে এবং সেগুলো মুছে ফেলতে দারুন সাহায্য করে। যে কারণে বর্তমানে এটি ইউজাররা অধিক বেশি ব্যবহার করছেন এবং এর ডাউনলোড সংখ্যা ৫০ মিলিয়ন প্লাস।
Malwarebytes Mobile Security | ম্যালওয়্যারবাইট মোবাইল সিকিউরিটি
অনেক জনপ্রিয় এবং প্রচলিত একটি সফটওয়্যার Malwarebytes Mobile Security, যেটা মোবাইল ডিভাইসের জন্য সিকিউরিটি স্যুইট– যা ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি সনাক্ত করে এবং মোছে। আপনি যদি গুগল করেন তাহলে সঙ্গে সঙ্গে এই সফটওয়্যারটির এপিকে ফাইল সংগ্রহ করতে পারবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করতে পারবেন মোবাইলের ভাইরাস ডিলিটকারি এই সফটওয়্যারটি। যেটার বর্তমান ডাউনলোড অর্থাৎ ইনস্টল সংখ্যা দশ মিলিয়ন প্লাস এবং রেটিংও র্যাংকিং এ রয়েছে
Clean Master | ক্লিনমাস্টার
ইন্টারনেট থেকে বেশিরভাগ ঢোকা ভাইরাসগুলো সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর ম্যালওয়ার খুব সহজেই ধ্বংস করে ক্লিন মাস্টার নামক এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। শুধু তাই নয় এটি মোবাইল ডিভাইসের জন্য স্পিড বুষ্ট করতে সহায়তা করে এবং অসংখ্য অসম দৃশ্যতা খুঁজে বের করে ও বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস মুছে মোবাইল কে রাখে সিকিউর। যেটার বর্তমান ডাউনলোড সংখ্যা ১০ মিলিয়ন প্লাস এবং রিভিউ ও রেঙ্কিং ৬.৯৪k.
Clean Master Mini | ক্লিন মাস্টার মিনি
মোবাইলের ভাইরাস ডিলিট করা সফটওয়্যার হিসেবে আরেকটি সুপরিচিত এপ্লিকেশন সফটওয়্যার এর নাম হচ্ছে প্লেন মাস্টার মিনি। যেটা ব্যবহার করে আপনি স্প্যাম ফাইল গুলো খুব সহজেই চিহ্নিত করতে পারবেন, ক্যাশ ক্লিনআপ এবং ব্যাংক ফাইলগুলো খুব সহজেই মুছে ফেলতে সক্ষম হবেন। আর তাই ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটিও। যেটা বর্তমানে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে এবং দারুন কাজে দিচ্ছে।
Virus Remover | ভাইরাস রিমুভার
মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হিসেবে ভাইরাস রিমুভার আরো একটি জনপ্রিয় সফটওয়্যার। আপনি যদি গুগলে মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার এর নাম কি এটা লিখে সার্চ করেন, তাহলে সর্বপ্রথম আপনাকে ভাইরাস রিমুভার অ্যাপসটি সাজেস্ট করা হবে। যেটার বর্তমান ডাউনলোড সংখ্যা ৫ কোটিরও বেশি এবং রিভিউ 1.15 লাখের অধিক।
মূলত এটি একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস, যেটা আপনার মোবাইল ডিভাইসের মন্থরতা দূর করবে এবং সুরক্ষিত করার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তাই দেরি না করে প্রাইভেসি রক্ষার্থে এবং মোবাইলের ভাইরাস ডিলেট করতে এখনই ইন্সটল করুন এই অ্যাপসটি।
Antivirus | অ্যান্টিভাইরাস
জানলে অবাক হবেন এখনো পর্যন্ত সবচেয়ে লাইট ওয়েট এন্টিভাইরাস সফটওয়্যার হিসেবে পরিচিত মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটি। যেটা ইতোমধ্যে এক কোটির বেশি ডাউনলোড হয়েছে এবং রিভিউ ওর রেঙ্কিং মোটামুটি দারুন পজিশনে রয়েছে। মূলত মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম কার্যকরী একটি সফটওয়্যার এটি। যেটা মোবাইলের ভাইরাস ডিলেট করার সফটওয়্যার এর নাম বা ভাইরাস পরিষ্কার করার অ্যাপস লিখে সার্চ করলে গুগল দ্বিতীয় নাম্বারে সাজেস্ট করে থাকে।
Kaspersky Security & VPN | ক্যাসপারস্কি সিকিউরিটি এন্ড ভিপিএন
ইউজাররা তাদের নিজস্ব মোবাইল ভাইরাস মুক্ত রাখতে এবং ভাইরাসের হাত থেকে বাঁচাতে খুব সহজেই ফ্রি অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি। যেটা ইনস্টল করলে আপনার এন্ড্রয়েড মোবাইল ১০০% ভাইরাস মুক্ত থাকবে। আর এটা যে কতটা কার্যকরী সেটা রেটিং এবং রিভিউ এর বিষয়টি পর্যালোচনা করলেই বোঝা যায়।
মূলত আপনি যদি আপনার মোবাইলকে সুরক্ষা প্রদান করতে চান তাহলে এখনই ইনস্টল করে ফেলুন Kaspersky Security & VPN নামক এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা ইন্সটল করার সাথে সাথে আপনার মোবাইলে ভাইরাস ক্লিনার এবং স্ক্যানার এর কাজে লেগে পড়বে এবং আপনার মোবাইল ফোন থাকবে হানডেট পারসেন সুরক্ষিত।
McAfee Security: Antivirus VPN | ম্যাকাফি সিকিউরিটি: অ্যান্টিভাইরাস ভিপিএন
উন্নত ফিচার নিয়ে যাত্রা শুরু করেছে McAfee Security: Antivirus VPN নামক অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি, যেটা অনেক সহজেই সক্রিয় ম্যালওয়ার এবং স্পেওয়ার গুলোকে ডিটেক্ট করতে পারে। আর তাই মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হিসেবে বহুল পরিচিত একটি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপস হচ্ছে এটি। যার বর্তমান ডাউনলোড সংখ্যা ৫০ মিলিয়ন প্লাস।
Avira Security Antivirus & VPN | আভিরা সিকিউরিটি অ্যান্টিভাইরাস এন্ড ভিপিএন
পুরো বিশ্বে নামকরা মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হিসেবে এটি সুপরিচিত। বলতে পারেন সক্ষম একটি সিকিউরিটি সফটওয়্যার এটি যেটা মোবাইল ফোনকে ১০০% ভাইরাস মুক্ত রাখতে সক্ষম। জানা গিয়েছে– অন্যান্য সফটওয়্যার গুলোর মত এই সফটওয়্যারটিও অধিক বেশি ডাউনলোড হচ্ছে এবং বেশ ভালো কাজে আসছে, আর তাই বর্তমানে এটি ডাউনলোড সংখ্যা ১০ মিলিয়ন প্লাস, যা আপনি কোনরকম ঝামেলা ছাড়াই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে শুধুমাত্র এক ক্লিকেই ইন্সটল করতে পারবেন।
Quick Heal Mobile Security | কুইক হেল মোবাইল সিকিউরিটি
আপনি যদি প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হিসেবে আমি কোনটাকে সাজেস্ট করব, তাহলে সবার প্রথমের নাম নিয়ে ফেলবো Quick Heal Mobile Security | কুইক হেল মোবাইল সিকিউরিটি নামক এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির। কেননা এটিও অনেক বেশি জনপ্রিয় এবং বর্তমানে বিভিন্ন ধরনের ডিভাইস গুলোতে সিকিউরিটি সলিউশন হিসেবে দারুণ কাজ করছে।
বিশেষ করে অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী অ্যান্টিভাইরাস প্রটেকশন দিতে সক্ষম কুইক হেল মোবাইল সিকিউরিটি সফটওয়্যারটি, আর তাই নিজের ব্যবহৃত মোবাইল ফোনকে সুরক্ষা প্রদানের জন্য ভাইরাসের হাত থেকে মুক্তির উপায় হিসেবে এখনই ডাউনলোড করুন এটি।
মূলত একইভাবে, Bitdefender Antivirus | বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস, Norton 360: Mobile Security | Norton ৩৬০ মোবাইল সিকিউরিটি, Nova Security | নোভা সিকিউরিটি , Google Play Protect | গুগল প্লে প্রটেক্ট, F-Secure SAFE | এফ-সিকিউর সেফ, Emsisoft Emergency Kit | এমসিসফট ইমার্জেন্সি কিট, ESET Smart Security Premium | ESET স্মার্ট সিকিউরিটি প্রিমিয়াম, Trend Micro Maximum Security | ট্রেন্ড মাইক্রো ম্যাক্সিমাম সিকিউরিটি, Avira Prime | আভিরা প্রাইম মোবাইল অ্যাপ্লিকেশন গুলো মোবাইলের ভাইরাস ডিলেট করতে বেশ কার্যকরী। তাই আপনি যেকোনো একটি ইন্সটল করে আপনার মোবাইল ফোনে প্রটেকশন জোগাতে পারেন।
মোবাইলে ভাইরাস দূর করার উপায় | মোবাইলের ভাইরাস দূর করার কৌশল
তো অডিয়েন্স বন্ধুরা, আপনি যদি আপনার ব্যবহৃত মোবাইল ফোন ভাইরাস মুক্ত রাখতে চান তাহলে উপায় হিসেবে বা কৌশল হিসেবে যে সকল স্টেপগুলো ফলো করতে পারেন, সেগুলো হচ্ছে–
- কার্যকরী এবং সঠিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করা
- মোবাইল ফোনের নিরাপত্তা সংরক্ষণ করতে সাহায্য করতে পারে এমন সফটওয়্যার সংগ্রহ করা
- মোবাইলের অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন অ্যাপস নির্ধারিত অবস্থায় রাখা এবং সিকিউরিটি সিস্টেম উন্নতির জন্য নিয়মিত আপডেট করা।
- অজানা সোর্স থেকে অ্যাপস ইনস্টল না করা, অতএব সবসময় গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করা।
- অজানা সোর্স থেকে ইমেইল অ্যাটাচম্যান্ট বা লিংকে ক্লিক না করা
- ওয়াইফাই হটস্পট ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন এবং
- সিম লক সেট করা সহ প্রভৃতি।
এক কথায়, মোবাইল যাতে ভাইরাস মুক্ত থাকে এবং যদি কোন কারণে ভাইরাস প্রবেশও করে তাহলে সেটাকে দ্রুত রিমুভ করার জন্য যে সফটওয়্যার সর্বোচ্চ সহযোগিতা করবে সেইটা গুগল প্লে স্টোর থেকে সঠিক পদ্ধতিতে ডাউনলোড করে রাখাটাই হচ্ছে মোবাইলের ভাইরাস দূর করার অন্যতম উপায় বা কার্যকরী কৌশল।
আরো পড়ুন: ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার | ভাইরাস পরিষ্কার করার অ্যাপস
মোবাইল ফোন বর্তমান সময়ে এত বেশি প্রয়োজনীয় একটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হচ্ছে যে আমাদের এক মুহূর্ত না হলেও চলে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে টাকা লেনদেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করে থাকি মোবাইল ফোনে। আর এখন এন্ড্রয়েড মোবাইলের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় চার পাঁচ গুণ। বলা যায় এখন প্রত্যেকের হাতে হাতে এন্ড্রয়েড স্মার্টফোন।
আর এই স্মার্ট ফোনগুলো অর্থ লেনদেন থেকে শুরু করে বিভিন্ন ফোল্ডার ইমেজ ডাউনলোড সহ যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। ফলে হর হামেশাই আমাদের ফোনে ক্ষতিকর ম্যালওয়্যার অথবা এন্টিভাইরাস। অনেক সময় আমরা আমাদের ফোনের জরুরী জিনিস রেখে দেই অর্থাৎ জরুরী ফাইল সংগ্রহ করে রাখি, যদি এই এন্টিভাইরাসগুলো আমাদের মোবাইলে প্রবেশ করে তাহলে সেগুলো চুরি করা থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করতে পারে, যেটা আমাদের জন্য ক্ষতির কারণ।
আর তাই মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার বা ভাইরাস পরিষ্কার করার apps ইন্সটল করার প্রয়োজন পড়ে। ইতিমধ্যে আমরা আলোচনার শুরুতে মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার হিসেবে যে নামগুলো সাজেস্ট করেছি সেগুলোই মূলত ভাইরাস পরিষ্কার করার অ্যাপস।
ভাইরাস ডিলিট করার সফটওয়্যার | মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড
Google বর্তমানে এমন একটি প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়ে জানার জন্য বিভিন্ন ধরনের কুয়েরি লিখে সার্চ করে থাকি। আর এজন্যই অনেকেই মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার এর নাম জানার জন্য আরও সার্চ করেন– মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড লিংক, ভাইরাস ডিলেট করার সফটওয়্যার এর সোর্স সহ প্রভৃতি লিখে।
বর্তমানে বিভিন্ন ধরনের মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার বের হয়েছে। তবে অধিক বেশি ইন্সটল হয়েছে এবং দারুন কাজ করছে যে সফটওয়্যার গুলো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এভিজি অ্যান্টিভাইরাস, kaspersky সিকিউরিটি এন্ড ভিপিএন অ্যান্টিভাইরাস, এভাস্ট অ্যান্টিভাইরাস এন্ড সিকিউরিটি, McAfee সিকিউরিটি অ্যান্টিভাইরাস ভিপিএন এবং এরিভা সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস সহ ইত্যাদি।
এন্টি ভাইরাস কাটার সফটওয়্যার | মোবাইল ভাইরাস ক্লিনার
মূলত কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে এন্টিভাইরাস কাটার সফটওয়্যার গুলো সাধারণত কি সহযোগিতা করে এবং এর বৈশিষ্ট্য সমূহ কি! সাধারণত এন্টি-ভাইরাস কাটার সফটওয়্যার এবং মোবাইল ভাইরাস ক্লিনার বৈশিষ্ট্যযুক্ত সফটওয়্যার সমূহ অ্যান্ড্রয়েড/স্মার্ট মোবাইল ডিভাইসের সুরক্ষা ও পারিস্থিতি key বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যারগুলি ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এবং অন্যান্য ক্ষতিকর প্রোগ্রামগুলি থেকে মোবাইল ডিভাইসগুলোকে সর্বদা রক্ষা করে চলে। এই সফটওয়্যারগুলো স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস স্ক্যান করে এবং আপডেটের মাধ্যমে নতুন ভাইরাসকে সনাক্ত করে থাকে।
এই সফটওয়্যারগুলোর একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে – রিয়েল-টাইম প্রোটেকশন, যা অন্যান্য এপ্লিকেশনগুলো ইন্সটল করার সময় স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের সিকিউরিটি চেক করে। এছাড়াও, এই সফটওয়্যারগুলো ডাটা সিকিউরিটির জন্য আদেশিক ফাইল এনক্রিপ্ট করতে সাহায্য করে থাকে এবং নিরাপত্তা বৃদ্ধি করে দারুন ভাবে।
পাশাপাশি সাইবার অ্যাট্যাক প্রতিরোধের জন্য এই ধরনের সফটওয়্যারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ভাইরাস ক্লিনার ব্যবহার করে নিরাপত্তার স্তর বৃদ্ধি করা যেতে পারে, যাতে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ হয় থাকে। সাথে সাথে সফটওয়্যারের নতুন আপডেট পাওয়া যায়, যা নতুন বিপদ থেকে ডিভাইসগুলোকে প্রটেকশন জুগায়। ।
এই ধরনের সফটওয়্যারগুলোর ব্যবহার করে মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানের সাথে সংযোগের সুরক্ষা নিশ্চিত করতে পারেন এবং অন্যদের সাথে তাদের সম্পর্ক সুরক্ষিত রাখতে পারেন। আর এ কারণেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো ইন্সটল করার প্রয়োজন পড়ে।
তো অডিয়েন্স বন্ধুরা, এই ছিল মোবাইলের ভাইরাস ডিলেট করার সফটওয়্যার সম্পর্কিত আলোচনা। আশা করছি আমাদের উল্লেখিত ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে। এখন আসুন আলোচনার শেষ মুহূর্তে মোবাইলের এন্টিভাইরাস সম্পর্কিত বহু জিজ্ঞাসিত কিছু প্রশ্ন উত্তর জেনে নেই।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
১. জনপ্রিয় এন্টি ভাইরাস সফটওয়্যার কোনটি?
✓ মূলত এই মুহূর্তে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস রয়েছে, আর তাই শুধুমাত্র একটি উল্লেখ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে হাতে গোনা কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রাম বা সফটওয়্যার এর নাম হলো —
- অ্যাভাস্ট
- রিভ অ্যান্টিভাইরাস
- কাসপারস্কি
- ম্যাকফি
- নরটন
- পিসিসিলিন
- এভিজি
২. এন্টি ভাইরাস কি?
✓ এন্টিভাইরাস হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার এবং মোবাইল সিস্টেমের ভাইরাস রোধ করতে সাহায্য করে। এটা মূলত ভাইরাস সনাক্ত এবং রিমুভ করতে অনেক বড় একটা ভূমিকা রাখে পাশাপাশি আরো বিভিন্ন ধরনের প্রটেকশন যুগিয়ে কাজ করে এন্টিভাইরাস।
৩. আমার ফোনে কি ভাইরাস আছে?
✓ আপনার ফোনে ভাইরাস আছে কিনা এটা জানার জন্য জানতে হবে মোবাইল ফোনে ভাইরাস থাকলে সাধারণত কি কি সমস্যা গুলো দেখা দেয়। কেননা উক্ত সমস্যা বা বৈশিষ্ট্য গুলো মিলিয়ে দেখার মাধ্যমে আপনি বুঝে উঠতে পারবেন যে আপনার মোবাইল ফোনে ভাইরাস রয়েছে। যেমন ধরুন–
- দ্রুত মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়া
- আজেবাজে বা বিভিন্ন ধরনের স্প্যাম ইমেল আসা
- আপনার প্রয়োজনীয় ফাইল এর কোন কিছু মিসিং হয়ে যাওয়া
- অহেতুক মোবাইল ফোনে বিল বেশি আশা অথবা কোন ডেটা দ্রুত শেষ হয়ে যাওয়া
- অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া
- কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে স্প্যাম এসএমএস যাওয়া সহ প্রভৃতি।
অতএব যদি আপনার মোবাইল থেকে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তাহলে বলতে পারেন যে আপনার ফোনে ভাইরাস আছে।
৪. প্রথম এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি?
✓ প্রথম এন্টিভাইরাস সম্পর্কে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। তবে ধারণা করা হয় প্রথম এন্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে দ্য রিপার।
৫. ফ্রি এন্টিভাইরাস কি ভালো?
✓ মূলত ইতিমধ্যে আমরা যে সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলোর নাম উল্লেখ করেছি সেগুলোর মধ্যে থেকে কিছু রয়েছে যেগুলো ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে বহুর ব্যবহৃত হচ্ছে। মূলত আপনি যদি সঠিক সফটওয়্যারটি খুঁজে নিতে পারেন তাহলে ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারও ভালো।
Also Read:
- মোশন গ্রাফিক্স ডিজাইন কি | মোশন গ্রাফিক্স শিখে ইনকাম করার পদ্ধতি জানুন
- সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন এক ক্লিকে
- মোবাইলের ভাইরাস ডিলেট করা সফটওয়্যার
- মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার
- মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি (সঠিক উত্তর ও ব্যাখ্যা)