You are here
Home > জরুরী টিপস > ফোন হ্যাক হলে বোঝার উপায় (অত্যন্ত দরকারী)

ফোন হ্যাক হলে বোঝার উপায় (অত্যন্ত দরকারী)

ফোন হ্যাক হলে বোঝার উপায়

ফোন হ্যাক হলে বোঝার উপায় : আমাদের জানা অজানা বিভিন্ন কারণে মোবাইল ফোন হ্যাক হতে পারে। অপরিচিত বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা সহ নানান কারণে আপনার শখের মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু, মোবাইল ফোন হ্যাক হলে কিভাবে বুঝবেন এবং মোবাইল ফোন হ্যাক হবার পর কি কি করণীয় সেই বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করবো আমাদের আজকের এই ব্লগ পোস্ট এর মাধ্যমে।

প্রিয় পাঠক, আমাদের আজকের ব্লগ পোস্ট এর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কি কি কারণে মোবাইল ফোন হ্যাক হয় বা হতে পারে, মোবাইল ফোন হ্যাক হলে বোঝার উপায় গুলো কি কি এবং মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে কি কি করনীয়। চলুন এখন জেনে নেওয়া যাক মোবাইল ফোন হ্যাক হলে বোঝার উপায় গুলো কি কি?  

ফোন হ্যাক হলে বোঝার উপায়

চলুন জেনে নেওয়া যাক এই ব্লগ পোস্ট থেকে কি কি বিষয় আপনারা জানতে পারবেন

  • কি কি কারণে মোবাইল ফোন হ্যাক হতে পারে।
  • মোবাইল ফোন হ্যাকিং কি?
  • মোবাইল ফোন হ্যাক হলে বোঝার উপায়।
  • মোবাইল ফোন হ্যাক হলে করণীয়।
  • কিভাবে মোবাইল ফোন নিরাপদে রাখবেন। 
  • মোবাইল ফোন হ্যাক হয়ে গিয়েছে বুঝলে কি করবেন?

কি কি কারণে মোবাইল ফোন হ্যাক হতে পারে

আপনি যদি আপনার মোবাইল ফোন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন এবং আপনার শখের মোবাইল ফোন টি যাতে হ্যাক না হয়ে যায় সে বিষয়ের উপর লক্ষ্য রাখেন তাহলে আজকের এই ব্লগ টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত একটি মোবাইল ফোন বিভিন্ন কারণে হ্যাক হয়ে যেতে পারে। তবে, কি কি আনুষঙ্গিক কারণে মোবাইল ফোন হ্যাক হতে পারে বা ফোন হ্যাক হয়ে সে বিষয়ে অবশ্যই আপনার খুব ভালভাবেই অবগত থাকা দরকার। কি কি কারণে মোবাইল ফোন হ্যাক হতেও পারে সেটা জানার আগে চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোন হ্যাকিং কি?

মোবাইল ফোন হ্যাকিং কি?

মোবাইল ফোন হ্যাকিং বলতে বোঝায় অবৈধভাবে কারো স্মার্টফোনে অনুপ্রবেশ করে সেই ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। একজন হ্যাকার ভিক-টিমের ফোনটি বিভিন্ন উপায়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। মূলত একজন হ্যাকার চাইলে আপনার ডিভাইস টি হ্যাক করে আপনার ডিভাইসে থাকা ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট সহ সকল তথ্য হাতিয়ে নিতে পারে। মূলত অবৈধভাবে কার মোবাইলের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াই হলো মোবাইল ফোন হ্যাকিং।

মোবাইল ফোন হ্যাক হলে বোঝার উপায়

চলুন জেনে নেওয়া যাক এমন ৫ টি কারণ যার কারণে আপনার শখের মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে।

  • অতিরিক্ত ব্যাটারি খরচ হওয়া।
  • ফোন স্লো বা হ্যাং হয়ে যাওয়া।
  • ফোনে অজানা অ্যাপের উপস্থিতি।
  • ডেটা ব্যবহার বৃদ্ধি পাওয়া।
  • ফোন গরম হয়ে যাওয়া

১) অতিরিক্ত ব্যাটারি খরচ হওয়া: যদি আপনি কখনো লক্ষ্য করেন যে আপনার মোবাইলের ব্যাটারি হঠাৎ করেই অতিরিক্ত পরিমাণে খরচ হচ্ছে সেক্ষেত্রে আপনার সতর্ক হয়ে যাওয়া উচিৎ। একই সাথে কি কারণে অতিরিক্ত ব্যাটারি খরচ হচ্ছে সে বিষয় টি খুঁজে বের করা দরকার। কেননা হ্যাকাররা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চালাতে থাকে যার কারণে হঠাৎ করেই আপনার ব্যাটারি অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে থাকে।

২) ফোন স্লো হয়ে যাওয়া বা হ্যাং  হয়ে যাওয়া: সাধারনত যদি কখনো লক্ষ্য করেন যে, আপনার শখের মোবাইল ফোনটি হঠাৎ করেই স্লো কাজ করা শুরু করে দিয়েছে অথবা ধীর গতির হয়ে গিয়েছে তাহলে আপনাকে সতর্ক হতে হবে।

সাধারনত ব্যাকগ্রাউন্ডে অনেক ম্যালিশিয়াস অ্যাপ চালু থাকলে ফোন স্লো হয়ে যায়। এছাড়াও অনেক সময় ব্রাউজারের ওয়েব পেইজ গুলো লোড নিতে অনেক সময় নেয় এবং মোবাইল ফোন বারবার রি-স্টার্ট নিতে থাকে।

৩) মোবাইল ফোনে অজানা অ্যাপের উপস্থিতি: হঠাৎ করেই যদি দেখতে পারেন যে আপনার অজান্তেই আপনার মোবাইলে এমন কোন অ্যাপ ইন্সটল হয়ে আছে যা আপনি ইন্সটল করেন নি। তাহলে আপনার মোবাইল ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও WhatsApp, Facebook. Google Chrome, Messenger এর মতো জনপ্রিয় অ্যাপগুলো ফ্রিজ হওয়া বা কাজ করা বন্ধ করা শুরু করলে আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪) ডেটা ব্যবহার বৃদ্ধি পাওয়া : যদি কখনো লক্ষ করেন যে, আপনার ফোনে কোনো কিছু ব্যবহার না করা স্বত্বেও মাত্রা-রিক্ত ডেটা ব্যবহার হচ্ছে তাহলেও কিন্তু আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। কারণ ডেটা ব্যবহার বৃদ্ধি পাওয়া মোবাইল ফোন হ্যাক হওয়ার একটি কারণ।

৫) ফোন গরম হয়ে যাওয়া: যদি লক্ষ করেন কোনো কারণ ছাড়াই আপনার মোবাইল ফোন টি হঠাৎ করেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তাহলেও আপনার মোবাইল ফোন টি হ্যাক হয়ে যেতে পারে। কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলার কারণে মোবাইল ফোন গরম হয়ে যায়। কিন্তু যদি বাঞ্ছনীয় কারণে মোবাইল ফোন গরম হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। যেমন অতিরিক্ত গেমস খেলার কারণে অনেক সময় ফোন গরম হয়ে যায়।

মোবাইল ফোন হ্যাক হলে করণীয়

যে কোনো মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে তা বোঝার উপায় রয়েছে এবং আমরা উপরে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। শখের ফোনটি হ্যাক হয়ে গেলে বা অস্বাভাবিক আচরণ করতে শুরু করলে আমাদের কে নানান বিপাকে পড়তে হয়।

মোবাইল ফোন দিয়ে আমরা কত কিছুই না করি। প্রয়োজনীয় ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্টস ইত্যাদি কত কিছুই না আমরা আমাদের মোবাইল ফোনে স্টোর করে রাখি। শুধু এসবই না Facebook, WhatsApp, Instagram, Gmail, Twitter সহ অনেক সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোও আমাদের ফোনে লগইন করে রাখি। এমন কি ব্যাংকিং হিসাব ও আমাদের মোবাইল ফোন জুরে থাকে। তাই শখের ফোনটি হ্যাক হয়ে গেলে কতো বিপাকেই না পরতে হয় আমাদের।

বিশেষ করে নারীরা মোবাইল ফোন হ্যাকিং এর স্বীকার হচ্ছেন বেশি। হ্যাকাররা মোবাইল হ্যাক করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমনকি ব্ল্যাক-মেইলের স্বীকার ও হচ্ছেন অনেকেই। তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের মোবাইল ফোনটি কে নিরাপদে রাখবো এবং মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে কি কি করা প্রয়োজন।

কিভাবে মোবাইল ফোন নিরাপদে রাখবেন

১। অপরিচিত ওয়েবসাইটে প্রবেশ না করা এবং অপরিচিত অ্যাপ ইন্সটল না করা।

২। পাবলিক ওয়াইফাই ও ব্লুটুথ ব্যবহার না করা।

৩। অপরিচিত লিংক এ প্রবেশ না করা।

৪। অপরিচিত ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি তে ব্যক্তিগত তথ্য ব্যবহার না করা।

৫। ফোনে এমন কোনো স্পর্শকাতর বা ব্যক্তিগত তথ্য না রাখা যা অন্যদের নিয়ন্ত্রণে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

মোবাইল ফোন হ্যাক হয়ে গিয়েছে বুঝলে কি করবেন?

যদি কোনো কারণে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যায় বা আপনি বুঝতে পারেন যে আপনার মোবাইল ফোনটি অন্য কার নিয়ন্ত্রণে চলে গিয়েছে তাহলে যা যা করনীয় বা যা যা করা দরকার সেগুলো হলো।

হ্যাকিং অ্যাটাক বন্ধ করার জন্য সবার প্রথমে মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে হবে। অ্যান্টি ম্যালওয়্যার ডাউনলোড করে মোবাইল স্ক্যান করে ম্যালওয়্যার বা ভাইরাস আক্রান্ত অ্যাপগুলো ডিলিট করে দিতে হবে। এরপর অজানা সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা বন্ধ করে দিতে হবে। এরপর ফোনটি রি-স্টার্ট বা চালু করে বন্ধ করার পরেও যদি সমস্যার সমাধান না হয় বা সন্দেহ থেকে যায় সেক্ষেত্রে ফোন Factory Reset দিতে হবে।

সতর্কতা: শুধুমাত্র Play Store ও App Store থেকেই  অ্যাপ ডাউনলোড করুন। অযাচিত বা অপরিচিত ওয়েবসাইটে প্রবেশ করা এবং বিজ্ঞাপনে ক্লিক করা যাবে না।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আশা করি এই ব্লগটির মাধ্যমে ফোন হ্যাক হলে বোঝার উপায় সম্পর্কে আপনি একটি ভালো ধারণা পেয়েছেন। একই সাথে মোবাইল ফোন হ্যাক হলে করনিয় এবং মোবাইল ফোন নিরাপদে রাখতে যা করনীয় তা আপনারা বুঝতে পেয়েছেন। সব মিলিয়ে আমাদের আজকের এই ব্লগ টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী তে আপনারা কোন বিষয়ের উপর আর্টিকেল চান সেটিও জানাতে পারেন। 

Facebook Comments

Leave a Reply

Top