You are here
Home > জরুরী টিপস > ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

মনে করুন, আপনি এক অচেনা এলাকায় হারিয়ে গেছেন। কোথায় আছে কিছু বুঝতে পারছেন না। আশেপাশে কোনো পরিচিত লোক নেই। দোকানও নেই। আপনার কাছে মোবাইল আছে। হঠাৎ মনে পড়লো মোবাইলে গুগল ম্যাপ চালু করলেই আপনার লোকেশন দেখা যাবে। কিন্তু দুঃখের বিষয় ফোনে মেগা বাইট নাই। ফলে আপনি ইন্টারনেটেও ঢুকতে পারছেন না আর গুগল ম্যাপও চালু করার কোনো উপায় নেই। আশেপাশের অনেক ওয়াইফাই আছে কিন্তু কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি জানেন না। এমতবস্থায় আপনি যদি জানতেন যে কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখা যায় তাহলে আপনি সহজেই আপনি আপনার লোকেশন বের করতে পারতেন আর নিজের বাড়িতে ফিরে যেতে পারতেন।

ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

তাই এরকম কোনো বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে ওয়াইফাই দেখার উপায় ট্রিকস কাজে লাগাতে পারতেন। তাই আজকে আপনার জন্য নিয়ে আসলাম ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়। জেনে রাখুন, সাহায্য পাবেন।

 ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য বিভিন্ন সফটওয়ার অনলাইনে পাওয়া যায়। কিন্তু সব সফটওয়্যার ভালোভাবে কাজ করে না। কিন্তু আমি আপনাদের জন্য বের করে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যমে আপনি যেকোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। 

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সবচেয়ে ভালো সফটওয়্যার হলো Termux. এই এপে আপনি কয়েকটি কমান্ডের মাধ্যমেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। কিভাবে Termux সফটওয়্যার ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড বা ওয়াইফাইয়ের যাবতীয় তথ্য বের করা যায় তা জেনে নেওয়া যাক।

Termux দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার উপায়ঃ

প্রথমে আপনার মোবাইলে Termux এপটি ডাউনলোদ করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে যান এবং Termux লিখে সার্চ করুন। সার্চ করলেই আপনি এপটি দেখতে পাবেন। সেখান থেকে ইনস্টলে ক্লিক করে দিন। তারপরে Termux এপ আপনার মোবাইলে ইন্সটল হয়ে যাবে। ইন্সটল করার বাটন না পাওয়া গেলে। আপনার গুগল প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে, ভিপিএন কানেক্ট করে তারপর প্লে স্টোরে যান এবং সার্চ দিন। তারপর ইন্সটল করে নিন। 

ইন্সটল সম্পন্ন হয়ে যাওয়ার পর এপে ঢুকুন। এপে ঢুকার পর প্রথমেই যে কমান্ড দিতে হবে তা হলো apt update. এরপর এন্টারে চাপ দিন। এরপরে apt upgrade কমান্ড দিন। 

এই দুটি কমান্ড দেওয়ার পর আসল কাজ শুরু করুন। এরপরে কমান্ড দিন termux-wifi-enable false. কমান্ড দেওয়ার সময় অবশ্যই আপনার ওয়াইফাই অন করে রাখুন। এই কমান্ড দেওয়ার পর আপনার ওয়াইফাই বন্ধ হয়ে যাএ। ওয়াইফাই পুনরায় কানেক্ট করার জন্য termux-wifi-enable true কমান্ড দিয়ে এন্টার করুন। ফলে আপনার ওয়াইফাই পুনরায় কানেক্ট হয়ে যাবে।

এরপরে termux-wifi-scaninfo কমান্ড দিয়ে এন্টার করুন। এই কমান্ড এন্টার করার পর আপনি আশেপাশের সব ওয়াইফাই কানেকশনের তথ্য দেখতে পাবেন। এরপরের কমান্ড হলো termux-wifi-connectioninfo. এই কমান্ড দেওয়ার পর আপনি আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে শুরু করে সকল তথ্য দেখতে পাবেন। 

wifi পাসওয়ার্ড চুরি

ওয়াইফাই পাসওয়ার্ড যদি চুরি করে ব্যবহার করা যায় তাহলে টাকা দিয়ে ওয়াইফাই চালানোর দরকার কি? আপনার পাশের বাসায় যদি কোনো ওয়াইফাই থাকলে তাহলে আপনি সহজেই সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। শুধু কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় তা জানা থাকতে হবে। উপায় জানা না থাকলে এখন জেনে নিন।

যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি করতে চান সে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকা একটি মোবাইল খুজে বের করুন। তারপর সেই মোবাইলের ওয়াইফাই অপশনে ক্লিক করবেন এবং কানেক্টেড ওয়াইফাই অপশনটাতে কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখলেই একটা কিউ আর কোড পেয়ে যাবেন। সেই কিউ আর কোড স্ক্যান করে নিলেই আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর নিজের মোবাইলে সেই পাসওয়ার্ড বসিয়ে ওয়াইফাই কানেক্ট করে নিন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

এখন আপনাদের বলবো কিভাবে আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি সহজেই বের করতে পারবেন। আপনি কারো কাছে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে সে আপনাকে পাসওয়ার্ড মুখে দেয় না। বরং আপনার মোবাইল হাতে নিয়ে চুপ করে পাসওয়ার্ড বসিয়ে কানেক্ট করে দেয়। ফলে আপনি তার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারেন না। কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানা থাকলে আপনি সহজেই পাসওয়ার্ডটি দেখতে পারতেন। কিভাবে নিজের মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হয় তা এখন জেনে নিন।

প্রথমে আপনার ফোন সেই কাঙ্খিত ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিন। তারপর আপনার ফোনের ওয়াইফাই সেটিংস এ যান। তারপর কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের ওপর ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখুন। ধরে রাখার পর দেখতে পাবেন আপনি একটি কিউ আর কোড দেখতে পাচ্ছেন। বা কিউ আর কোড নামে একটি বাটন দেখতে পাবেন সেই বাটনে ক্লিক করলেই কিউ আর কোড পেয়ে যাবেন। কিউ আর কোড শো থাকা অবস্থায় একটি স্ক্রিনশট নিয়ে নিন এবং স্ক্রিনশটটি সেভ করে রাখুন। এরপর আপনার ফোনের গ্যালারিতে যান এবং সেভ করা স্ক্রিনশটটি ওপেন করুন।

এবার স্ক্রিনশটের শুধুমাত্র কিউ আর কোডের অংশটুকু ক্রপ করে নিন। ক্রপ করা হয়ে গেলে সেভ করুন। এরপর আপনার মোবাইলের প্লে স্টোরে যান এবং সার্চ বারে QR code scanner লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টের প্রথম এপটিতে ক্লিক করুন। তারপর ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন। এবার আপনার ক্রপ করে রাখা কিউ আর কোডের ইমেজটি এপে ওপেন করুন। ওপেন করার পর দেখতে পাবেন সেই ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড চলে এসেছে। পাসওয়ার্ডটি *** করে লিখা থাকবে আপনি স্টার এ ওপরে ক্লিক করে পাসওয়ার্ড দেখতে পাবেন। আশা করি আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মটি জানতে পারছেন। এবার থেকে আপনি সহজেই আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারবেন। 

মোবাইলে কিভাবে wifi password জানা যায়

এবার জেনে নেওয়া যাক কিভাবে নন-রুটেড মোবাইল থেকে কিভাবে wifi password জানা যায়। এই ট্রিকসটি শুধু মোবাইল ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনে যান। সেখান থেকে ওয়াইফাই এর সেটিংস এ প্রবেশ করুন। এরপর আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সেটাতে ক্লিক করুন। তারপর দেখবেন ভেতরে “মডিফাই নেটওয়ার্ক” নামে একটি অপশন পাবেন। অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন। এরপর “শো এডভান্স সেটিং” নামের অপশনটি খুজে বের করে সেটাতে ক্লিক করুন। 

এরপরে যেখানে “ডিএইচসিপি” লিখা আছে সেখানে ক্লিক করে স্ট্যাটিক করে দিন। এরপরের ইন্টারফেসে “গেটওয়ে” নামক একটি অপশন পাবেন। যার নিচে আইপি এড্রেসের মতোই একটি নাম্বার পাবেন। সেই নাম্বারটি কোথাও সেভ করে রাখুন। এরপর ওয়াইফাই সেটিংস থেকে বের হয়ে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন।

ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর লিখে রাখা গেটওয়ে নাম্বারটি লিখুন বা পেস্ট করুন। এরপর সার্চ বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন ইউজারনেম ও পাসওয়ার্ড চেয়ে নতুন একটি পেজ আসবে। ইউজারনেমের জায়গায় ছোট হাতের ইংরেজি অক্ষরে “admin” লিখুন। একইভাবে পাসওয়ার্ডের জায়গায় “admin” লিখে এন্টার ট্যাপ দিন। এন্টার দিলে পরের পেজে একটা ডিটেইলস আসবে। সেখানে ভালোভাবে খুজলে আপনি পাসওয়ার্ডটি খুজে পাবেন। 

তবে রাউটারের মালিক যদি ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় তাহলে এই নিয়মে আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন না। আশা করি, মোবাইলে কিভাবে wifi password জানা যায় তা বুঝতে পেরেছেন।

সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

আপনার এন্ড্রয়েড ফোনে সেভ থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার উপায় জেনে নিন। ধরুন এমন এক অবস্থায় পড়লেন যে, আপনার ফোনে ওয়াইফাই সেভ করা আছে ঠিকই কিন্তু আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন। এদিকে আপনার প্রিয় বন্ধু খুব দরকারে পড়ে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনার কাছে চাইলো। এখন কি করবেন? অথবা এমনও হতে পারে অন্য কোনো ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করতে হবে কিন্তু সেভ করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন। এমন বিপদ থেকে উদ্ধার পেতে জেনে নিন সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়।

এজন্য আপনার এন্ড্রয়েড ডিভাইসটি অবশ্যই রুট করা থাকতে হবে। আপনার ফোন রুটেড থাকলে ফোনটি এন্ড্রয়েড ১০ করে নিন। এন্ড্রয়েড ১১ ইউজাররাও এটি করতে পারবে। এন্ড্রয়েড ১০ বা এন্ড্রয়েড ১১ ফোনের ইউজাররা, সেভ করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনের ওয়াইফাই সেটিংসে যান এবং সেখান থেকে ওয়াইফাই নেটওয়ার্কে প্রবেশ করুন। সেখান থেকে শেয়ার অপশনে ক্লিক করুন। এরপরে আপনাকে ফেস বা ফ্রিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনের পাসওয়ার্ড দিতে হবে। সেটা অথিন্টিকেশন করার পর কিউ আর কোডের মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন। এরপর থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় কাজে লাগান। 

পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কানেক্ট করবেন

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা না থাকলেই আমরা সেই ওয়াইফাইয়ের মালিককে ওয়াইফাই পাসওয়ার্ডের কথা জিজ্ঞেস করি, ওয়াইফাই পাসওয়ার্ড জানতে চাই। কিন্তু আপনি কি জানতেন পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করা সম্ভব! হ্যা আপনি ঠিক শুনেছে। আপনি যদি জানেন, পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কানেক্ট করবেন তাহলে আর কারোর কাছেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জন্য হাত পাততে হবে না। 

এই পদ্ধতির জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রাথমিক শর্ত হলো, আপনি যেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোন কানেক্ট করতে চান সেই ওয়াইফাইয়ের রাউটার কোথায় আছে সেটা খুজে বের করতে হবে। রাউটার খুজে বের করতে পারলেই আপনার কাজ প্রায় অর্ধেক শেষ। 

মালিকের অনুস্থিপিতে আপনি ওয়াইফাই রাউটারের কাছে যান। রাউটারের পেছনের অংশ চেক করলে রিসেট নামে একটা বাটন পাবেন। সেই বাটনে ক্লিক করুন। আগে রাউটারে তিনটি বাতি জলছিলো কিন্তু বাটন ক্লিক করার পর দেখবেন আরেকটি বাতি অর্থাৎ ৪ নাম্বার বাতিটি জ্বলা-নিভা শুরু করবে। এভাবে জ্বলা-নেভা অবস্থায় পকেট থেকে মোবাইল ফোনটি বের করুন এবং আপনার ওয়াইফাই এর সেটিংসে যান। তারপর সেই ওয়াইফাই নামের ওপর ক্লিক করুন এবং ভেতরে প্রবেশ করুন।

নিচের দিকে স্ক্রল করলে শো এডভান্স সেটিংস নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করলে কয়েকটি অপশন পাবেন। তার মধ্যে থেকে কানেক্ট টাইপ নামক অপশনটি সিলেক্ট করুন। সেখানে ক্লিক করে কানেক্ট ভিয়া ডাব্লিউপিএস নামের একটা অপশন পাবেন। সেটাতে ক্লিক করুন এবং অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোন সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করার পর আপনার কাজ হলো রাউটারকে আগে মতো করে দেওয়া। নাহলে আপনি ধরা পড়ে যাবেন।

রাউটারকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনি আবার রিসেট বাটনে ক্লিক করুন। তারপর রাউটারের বাতি চারটা থেকে দুইটা হয়ে যাবে। তারপর আরেকটি ক্লিক করলেই রাউটার আগের মতো হয়ে যাবে অর্থাৎ ৩ টি বাতি জ্বলতে থাকবে। রাউটার আগের মতো করে দিয়ে চলে আসুন। এটিই হলো পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কানেক্ট করবেন এই প্রশ্নের উত্তর।

আশা করি এই আর্টিকেলটি পড়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার বা ওয়াই ফাই পাসওয়ার্ড দেখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

Facebook Comments

Leave a Reply

Top