You are here
Home > চাকরির খোঁজ > স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম

স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম

স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম

ডিসকাউন্ট নিয়ে যদি অনলাইন পণ্য কিনতে চান, তাহলে স্বপ্ন সুপার শপ আপনার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। কেননা shwapno.com সুপার শপটি গ্রাহকদের কথা বিবেচনা করে বেশ কিছু সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে। মূলত কেউ যদি স্বপ্ন সুপার শপের একজন মেম্বার হয়ে থাকেন এবং স্বপ্ন মেম্বারশিপ কার্ড থেকে থাকে, তাহলে কিছু পয়েন্ট এর মাধ্যমে বিভিন্ন ভালো মানের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া সম্ভব। এর-জন্য স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম জানতে হবে শুরুতেই। 

তো আপনি যদি স্বপ্ন মেম্বারশিপ কার্ড পেতে চান, স্বপ্ন মেম্বারশিপে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আমাদের দেওয়া ইনস্ট্রাকশন অনুসরণ করুন। কেননা আজকের নিবন্ধনটিতে আমরা– স্বপ্ন সুপার শপে রেজিস্ট্রেশন করার নিয়ম, স্বপ্ন মেম্বারশিপ করার নিয়মাবলী সম্পর্কে জানাবো খুঁটিনাটি। এর পাশাপাশি আরও দেখুন– দারাজ অনলাইন শপিং থেকে কিভাবে ইনকাম করা যায়, দারাজ অ্যাপ এ অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কি দেখে নিশ্চিত করা যায় এবং অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কিত বিষয় সম্পর্কে বিস্তারিত। 

স্বপ্ন মেম্বারশিপ কি | স্বপ্ন মেম্বারশিপ কার্ড | Shwapno membership card

বর্তমানে বিভিন্ন ই-কমার্স এবং সুপার শপ ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ঘরে বসে প্রায় সকল ধরনের প্রয়োজনীয় পণ্য অর্ডার করা যায়। আর এমনই সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে shwapno.com সুপার শপটি। 

মূলত যারা এই ওয়েবসাইটে ইতিমধ্যে ভিজিট করেছেন অথবা shopno.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে এড রয়েছেন তারা জানবেন, যাদের মেম্বারশিপ কার্ড রয়েছে ওইসকল গ্রাহকদের জন্য দারুন দারুন অফার প্রদান করে থাকে স্বপ্ন সুপার শপ। 

আর তাই প্রয়োজনীয় কিছু নিয়মাবলী অনুসরণ করে যে বা যারা মেম্বারশিপ কার্ড গ্রহণ করে অর্থাৎ ঐ ওয়েবসাইটের মেম্বার এর একটি নির্দিষ্ট পরিচিতি প্রমাণ সংগ্রহ করে সেটাই হচ্ছে স্বপ্ন মেম্বারশিপ কার্ড। আর স্বপ্ন মেম্বারশিপ কার্ড রেজিস্ট্রেশন নিয়ম অত্যন্ত সহজ। যার জন্য প্রয়োজন মাত্র একটি মোবাইল ফোন। 

স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম | স্বপ্ন সুপার শপে মেম্বারশিপ হিসেবে আবেদন করার নিয়ম | Shwapno membership Card registration

স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম

স্বপ্ন সুপার শপের যারা আবেদন করতে চান তারা ধারাবাহিকতা বজায় রেখে নিচের ধাপগুলো অনুসরণ করুন। কেননা এ পর্যায়ে স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম সংযুক্ত করা হচ্ছে। 

প্রথমত: আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে এসএমএস অপশনে ভিজিট করুন।

দ্বিতীয়ত: এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন SWP<>Outlet Code<>Mobile Number<>First Name<>Last Name<>Address 

(এড্রেস পেতে ভিজিট করুন click here, কেননা এখানে আউটলেট কোড সহ সম্পূর্ণ অ্যাড্রেস সাজেস্ট করা হয়েছে) 

তৃতীয়ত: সবকিছু ঠিকঠাক থাকলে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

ব্যাস, স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম অর্থাৎ স্বপ্ন মেম্বারশিপ কার্ড রেজিস্ট্রেশনের নিয়ম এতটুকুই। 

স্বপ্ন মেম্বারশিপ কার্ড পাওয়ার উপায় | Shwapno membership sms

ইতিমধ্যে আমরা স্বপ্ন মেম্বারশীপে কার্ডের জন্য রেজিস্ট্রেশনের যে নিয়মটা উল্লেখ করেছি আপনি যদি এই নিয়মে এসএমএস সেন্ড করেন তাহলে স্বপ্ন মেম্বারশিপ কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে আপনি যদি ভিডিওর মাধ্যমে আরো সুস্পষ্ট ধারণা পেতে চান তাহলে আমাদের সাজেস্টকৃত ইউটিউব ভিডিওটি দেখতে পারেন। কেননা স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম অর্থাৎ রেজিস্ট্রেশন করার বিষয়ে এ টু জেড বর্ণনা করা হয়েছে এই ভিডিওতে। https://youtu.be/ztWSXvack9k?si=4hJEPqcE8Wf3q8hk 

স্বপ্ন সুপার শপ সম্পর্কে তথ্য | Shwapno membership check

স্বপ্ন সুপার শপটি হচ্ছে একটি জনপ্রিয় পণ্য বিক্রির ওয়েবসাইট। যেখান থেকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সকল ধরনের পন্য সামগ্রী ঘরে বসেই অর্ডার করা যায়। তবে এখানে সাধারণত যেসব পণ্য পাওয়া যায় সেগুলো হলো:

  • শিশু খাদ্য
  • বেভারেজ সামগ্রী
  • বেকারী সামগ্রী
  • ডেইরী সামগ্রী
  • হেলথ এন্ড বিউটি পণ্য
  • স্টেশনারী পণ্য
  • গিফট এন্ড টয়েস
  • গৃহস্থালী পণ্য
  • প্যাকেটজাত খাবার
  • ফল এবং সবজি
  • গ্রোসারী পণ্য
  • ইলেকট্রনিক্স সামগ্রী

তবে এর সাথে আপনি যদি স্বপ্ন সুপার শপ সম্পর্কে আর জানতে চান তাহলে দেরি না করে shwapno.com ওয়েবসাইট ভিজিট করুন এবং ওয়েবসাইটের মেনু অপশনে গিয়ে বিস্তারিত দেখুন। 

আপনি চাইলে স্বপ্ন সুপার শপ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেতে তাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বপ্ন সুপার শপের হেল্পলাইন নাম্বার ১৬৪৬৯. 

স্বপ্ন সুপার শপ যোগাযোগ মাধ্যম

ইতোমধ্যে আমরা স্বপ্ন মেম্বারশিপ করার নিয়ম, স্বপ্ন সুপার শপ এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক এবং হেল্পলাইন নাম্বার সাজেস্ট করেছি। আপনি মূলত উল্লেখিত ইনফরমেশনের সাহায্যে খুব ভালোভাবে যোগাযোগ করতে পারবেন উক্ত সুপার শপের কর্তৃপক্ষের সঙ্গে। 

তবে এছাড়াও স্বপ্ন সুপার শপ এর নিয়মিত আপডেট, বিভিন্ন অফার সম্পর্কে এবং তাদের এক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন যদি ফেসবুক গ্রুপে যুক্ত থাকেন। মূলত এই মুহূর্তে স্বপ্ন সুপার শপ গ্রুপে একটিভ ফলোয়ার সংখ্যা 1.2 মিলিয়ন এবং লাইক এর সংখ্যা 1 মিলিয়ন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা নীতিবাক্য “উৎসব হোক মুক্ত অবাধ, উল্লাসে মাদক যত স্বপ্ন সাধ”, যেটা আপনারা গ্রুপের ইন্ট্রোতে দেখতে পারবেন। 

স্বপ্ন সুপার শপের ফেসবুক গ্রুপ লিংক— click here

স্বপ্ন মেম্বারশিপ কার্ড এর প্রয়োজনীয়তা

এমন অনেক অডিয়েন্স বন্ধু রয়েছেন যারা কি না স্বপ্ন.কম ওয়েবসাইটের সঙ্গে পরিচিত নন এবং মেম্বারশিপ কার্ড এর প্রয়োজনীয়তা বা কাজ কি এটাও জানেন না। আর তাই আলোচনার এ পর্যায়ে ধারণা দেওয়ার জন্য স্বপ্ন মেম্বারশিপ কার্ড এর প্রয়োজনীয়তা উল্লেখ করছি।

আপনি যদি এই মুহূর্তে স্বপ্ন সুপার শপ এর ফেসবুক গ্রুপ ভিজিট করেন তাহলে সবার প্রথমে রমজান মাস উপলক্ষে দারুন অফার দেখতে পাবেন। প্রায় এই সুপার শপ টি এই ধরনের ডিসকাউন্ট দিয়ে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। 

আবার কখনো কখনো যাদের স্বপ্ন মেম্বারশিপ কার্ড রয়েছে অর্থাৎ যারা স্বপ্ন মেম্বারশিপ কার্ড হোল্ডার, তাদেরকে আকর্ষণীয় ছারে অফার দেওয়া হয়। যেমন ধরুন– স্বপ্ন মেম্বারশিপ কার্ড হোল্ডারদের জন্য সুখবর! Sleep Time শো-রুমগুলো থেকে Apex Foam এর পণ্যের  কেনাকাটায় ১৫% পর্যন্ত ছাড়! 

আর হ্যাঁ, অনেকেই জানতে চান স্বপ্ন সুপার শপের পণ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে।  মূলত স্বপ্ন সুপার শপের সবগুলো শাখাতেই ক্রয় কৃত পণ্য প্রক্রিয়াজাতকরণের দারুন ব্যবস্থা রয়েছে। বিশেষত কাঁচাপণ্য যেমন ধরুন মাছ মাংস। মূলত এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না এমনকি সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণ অবস্থায় পাওয়া যায় এই পণ্যগুলো। 

স্বপ্ন মেম্বারশীপ কেন দেওয়া হয়?

সপ্ন সুপার শপটির যেকোনো শাখা থেকে কোনো গ্রাহক যদি একসাথে ২,০০০ টাকার পণ্য কিনে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দেয় তাহলে ক্রেতাকে একটি মেম্বারশীপ কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে প্রতি ১০০ টাকার কেনাকাটায় ক্রেতার এই মেম্বারশীপ কার্ডে ১ পয়েন্ট করে জমা হতে থাকে। প্রতি ১০০ পয়েন্ট এর জন্য কেনাকাটায় ৭৫ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। 

পাশাপাশি কর্পোরেট মেম্বারদের ক্ষেত্রে প্রতি ১০০ টাকার কেনাকাটা করলে ১ পয়েন্ট করে তার মেম্বারশীপ কার্ডে জমা হয়। তাদের ক্ষেত্রে প্রতি ১০০ পয়েন্টে ১০০ টাকা ছাড় দেওয়া হয়। মেম্বারশীপ কার্ডের পয়েন্ট এর নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। ক্রেতা যেকোনো সময় এই পয়েন্ট এর সুবিধা গ্রহণ করতে পারেন।

পাশাপাশি মূল্য পরিষদের জন্য নগদ টাকা দিয়ে পণ্যের মূল্য পরিশোধ করা ছাড়াও ব্যবহার করতে পারবেন ভিসা ও মাস্টার কার্ড। বলতে পারেন সব দিক বিবেচনা করে, ক্রেতাদের জন্য দারুন সুপার শপ “স্বপ্ন”। 

তো পাঠক বন্ধুরা, আপনার যদি স্বপ্ন মেম্বারশিপ করার নিয়মাবলী সম্পর্কে আরো কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যদি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করুন। এনজয় করুন স্বপ্ন সুপার শপের মানসম্মত পণ্য সামগ্রী। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। 

Facebook Comments

Leave a Reply

Top