এটি আমার প্রথম বাংলা ব্লগসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর টিপস যেমন, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কোথায় থেকে শিখলে প্রতারিত হবেন না, কোন কাজটা শিখলে দ্রুত সফলতা পেতে পারেন, কোন কাজটা শেখা আপনার জন্য সহজ হবে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকবো। এক কথায় ফ্রিল্যান্সিং বিষয়ে হাতেখড়ি থেকে আপনাকে গ্রাজুয়েট হিসাবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ।
অন্যভাবে বলতে গেলে এই ওয়েবাসাইটের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের জানাবো, বিগিনার থেকে ফ্রিল্যান্সিং এর দিকে কিভাবে এগুবেন। আকাশ সমান স্বপ্ন নিয়ে অনেক শিক্ষার্থী ফ্রিল্যান্সিং কাজ শিখতে এসে অসাধু ইনস্টিটিউট বা পেইড কোর্সের পাল্লায় পড়ে ফ্রিল্যান্সিং এ হতাশ হয়ে পড়ে। সেই সকল মানুষকে সঠিক পথটি দেখানোর কাজটায় করবে www.freelancingtherapy.com। সেই সকল মানুষের আউটসোর্সিং যাএা শুভ হোক, এবং আলোকিত হোক হাজারো মানুষের ফ্রিল্যান্সার হয়ে গড়ে ওটার স্বপ্ন।