You are here
Home > ওয়েব ডেভেলপমেন্ট > গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শেখার বই

গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শেখার বই

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট থেকে আয়

বর্তমানে অনলাইনে টাকা কামানোর ক্ষেত্রে সবথেকে ডিমান্ডিং বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এবং ওয়েব ডেভেলপমেন্ট। মার্কেটপ্লেসগুলোতে ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী আপনার যদি কাজ করার  কনফিডেন্স থাকে তাহলে, অনলাইন জগতে আপনার কাজের কোন অভাব থাকবেনা, বিশেষ করে এই সেক্টর গুলোতে।

যদিও বই এর মাধ্যমে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে সম্পুর্ন এবং পূর্ণাঙ্গ ধারণা পাওয়া অনেকের জন্যই কষ্টকর হয়ে ওঠে। বলতে পারেন অসম্ভব বটে, কেননা এখনে বিষয়গুলো বঝে ওঠার পাশাপাশি প্র‌্যাক্টিক্যালি করে দেখতে হয়। এজন্য প্রয়োজন একজন মেন্টরের। অথবা অনলাইনে ভিডিও এর মাধ্যমে আপনি এ ব্যপারে শিখতে পারেন। আর সবথেকে বড় কথা হলো, প্রচুর অনুশীলন করতে হবে। খুব প্রচলিত একটা কথা আছে না যে, “Practice Makes Perfect”

তবুও আজ আমরা চেষ্ঠা করবো এই বিষয়গুলো শেখাতে বই আমাদের কিভাবে সাহায্য করে এবং তার জন্য কোন বইগুলো আমাদের অনুসরন করা উচিৎ হবে। চলুন তবে শুরু করা যাক,

গ্রাফিক্স ডিজাইন

বর্তমান প্রতিযোগিতার এই যুগে প্রায় প্রতিটি কোম্পানিরই নিজস্ব পণ্য বা সেনা গ্রাহকদের নিকট পৌছে দিতে প্রয়োজন পড়ে প্রচারণার। আর এই প্রচারণায় দৃষ্টিনন্দনীয় এবং সংক্ষিপ্ত উপায়ে গ্রাহকদের নিকট তথ্য পৌছে দিতে ডিজাইনের বিকল্প নেই।

রঙ,ছবি,শব্দ,বিষয়বস্তুর মিশ্রণ্রে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজস্ব চিন্তাভাবনা এবং দক্ষতার সংমিশ্রণে একটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ছবি ফুটিয়ে তোলাই একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। যা কাঙখিত গ্রাহকের রূচি অনুযায়ী আকর্ষণীয় এবং সামঞ্জস্যপূর্ণ হয়।

আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান তবে আপনার সৃজনশীলতার যেরূপ প্রয়োজন।ঠিক তেমনি প্রয়োজন কিছু এডিটিং সফটওয়্যারে কাজ করার দক্ষতা।যেমন,Adobe Photoshop,Adobe Illustrator,Adobe Aftereffects সহ অনুরূপ কিছু সফটওয়্যারে কাজ করায় আপনাকে পারদর্শী হতে হবে। এছাড়াও টুকটাক আঁকাঅাকিঁ,গ্রিড,কালার গ্রেডিং,টাইপোগ্রাফি ইত্যাদি বিষয় সম্পর্কে ও বিস্তর ধারণা রাখতে হয়।

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত বইগুলো প্রাথমিক ধারণা থেকে শুরু করে পূর্ণাঙ্গ ধারণাও দিতে পারে।আপনার স্কিল লেভেল বৃদ্ধি করতে, সূক্ষ্ম বিষয়গুলো সুন্দরভাবে বুঝে উঠতে বই সহায়তা করতে পারে।কিন্তু গ্রাফিক্স ডিজাইনে সাফল্য পেতে হলে আপনার বাস্তবিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। বিভিন্ন সফটওয়্যার টুলস যত ব্যবহার করবেন,তত আপনি ভুল-ত্রুটি শুধরে দক্ষ হতে পারবেন। তাই বইকে পাশাপাশি রেখে দক্ষতার পরিমাণ বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে।



গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য  বহুল সমাদৃত সেরা ৫ টি বইঃ

  • Designing Brand Identity
  • Author: Alina Wheeler
  • Grid Systems in Graphics Design
  • Author: Josef Müller-Brockmann
  • Interaction of Color
  • Author: Josef Albers
  • The Elements of Typographic Style
  • Author: Robert Bringhurst
  • Steal Like an Artist
  • Author: Austin Kleon

এছাড়াও গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য বাংলা ভাষায় লেখা চমৎকার কিছু বইঃ

  • এডোব ইলাস্ট্রেটর সিএস
  • লেখকঃ খালেকুজ্জামান এলজী
  • মাস্টারিং গ্রাফিক্স ডিজাইন এডোব ইলাস্ট্রেটর CC
  • লেখকঃ ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন
  • মাস্টারিং গ্রাফিক্স ডিজাইন এডোব ফটোশপ CC
  • লেখকঃ ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন
  • এডোবি Flash
  • লেখকঃ বাপ্পী আশরাফ
  • মাল্টিমিডিয়া
  • লেখকঃ আব্দুল্লাহ আল মামুন

গ্রাফিক্স ডিজাইন মূলত প্র‍্যাকটিক্যাল একটি বিষয়। আপনি বই পড়ে বা দেখে কখনোই ভাল একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেনে নাহ।আপনার দক্ষতাকে বাড়াতে হলে আপনার কাজে মনোযোগ দিতে হবে। কাজের মাধ্যমে শিখতে হবে। অনেকের ক্ষেত্রে ভিডিও বা কোনো মেন্টর বইয়ের থেকেও কয়েকগুণ বেশি সহায়তা করতে পারে। তাই সর্বোপরি বলা যায়,নিজের দক্ষতাকে বাড়িয়েই এই গ্রাফিক্স ডিজাইনের কাজে সফলতা পাওয়া যাবে।

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 

ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের সৃজনশীলতা এবং কর্মদক্ষতার সংমিশ্রণেই তৈরী হয় একেকটি ওয়েবসাইট। একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে অর্থাৎ ওয়েবসাইটটির লেআউট, মেন্যু, সাইডবার, তথ্য, ছবি সুশৃঙখল এবং আকর্ষণিয়ভাবে উপস্থাপনই হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ।আর ওয়েব ডিজাইনারের তৈরীকৃত এই ডিজাইনকে ডিজাইন, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেটাবেস এই বিষয়গুলোর সংমিশ্রণে ফাংশনাল এবং ডাইনামিক করে থাকেন একজন ওয়েব ডেভেলপার।

আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট এ দক্ষ হতে চান তবে আপনাকে PHP, MySQL,HTML, CSS, JAVASCRIPT, JQUERY, Bootstrap এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। এবং ওয়েব ডিজাইনিং এ দক্ষ হতে হলে আপনাকে কিছু প্রয়োজনীয় টুলস যেমন GIMP, PHOTOSHOP  সহ কিছু Scripting Language ও Markup যেমন, HTML, CSS এবং JavaScript ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে।

ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন শেখার জন্য বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।আপনার শেখার এবং জানার আগ্রহ অনুযায়ী প্রয়োজনীয় বইটিকে আপনার সংগ্রহ করতে হবে।মনে রাখবেন,ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন শিখতে হলে প্রয়োজন প্রচুর পরিমাণ ধৈর্য্য।এক্ষেত্রে বই আপনার সহায়ক হিসেবে কাজ করতে পারে,কিন্তু মূল কাজটি আপনাকেই করতে হবে।যত বেশি এ বিষয় নিয়ে ঘাটাঘাটি করবেন এ ব্যাপারে তত বেশি আপনার দক্ষতা বাড়বে।

ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন শেখার জন্য বহুল সমাদৃত সেরা ৫ টি বইঃ

  • HTML & CSS: Design and Build Web Sites
  • Author: Jon Duckett
  • JavaScript and JQuery: Interactive Front-End Web Development
  • Author: David McFarland
  • Learning PHP, MySQL, JavaScript, CSS & HTML5: A Step-by-Step Guide to Creating Dynamic Websites
  • Author: Robin Nixon
  • Designing with Web Standards
  • Author: Jeffrey Zeldman
  • The Clean Coder: A Code of Conduct for Professional Programmers
  • Author: Robert Cecil Martin

 

এছাড়াও বাংলা ভাষায় রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন সংবলিত চমৎকার কিছু বইঃ

  • মাস্টারিং ওয়েব ডেভেলপমেন্ট
  • লেখকঃ মাহাবুবুর রহমান, এ কে এম হাসান
  • কমপ্লিট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
  • লেখকঃ বাপ্পি আশরাফ
  • প্রোগ্রামিং কনটেস্ট ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম
  • লেখকঃ মো: মাহবুবুল হাসান
  • জাভা ওয়েব প্রোগ্রামিং
  • লেখকঃ আ ন ম বজলুর রহমান
  • সবার জন্য ওয়ার্ডপ্রেস : ওয়েবসাইট তৈরি ও অপটিমাইজেশন
  • লেখকঃ মো: সাজ্জাদুল ফারুক
Facebook Comments
Top