You are here
Home > ফ্রিল্যান্সিং ক্যারিয়ার > ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? নিজে নিজেই নাকি ট্রেনিং সেন্টারে?

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? নিজে নিজেই নাকি ট্রেনিং সেন্টারে?

কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো

 

ফ্রিল্যান্সিং শুরুর পূ‌র্বে নতুনদের ম‌নে জে‌গে উ‌ঠে হাজা‌রো প্রশ্ন ৷ ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ জন্মাবার প‌র শেখার বিষয়‌টি নি‌য়েই তারা সব‌চে‌য়ে বে‌শি দ্বিধায় ভু‌গে৷ সবার প্রথ‌মেই যে বিষয়‌টি মাথায় আ‌সে সে‌টি হ‌লো ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? নিজে নি‌জেই না‌কি ট্রেনিং সেন্টা‌রে?

আর এই প্রশ্নের সহজ উত্তর হ‌লো- নি‌জে শেখার কো‌নো বিকল্প নেই, নি‌জে নি‌জে ‌একেবা‌রেই না পার‌লে ট্রেনিং সেন্টা‌রের দ্বারস্থ হওয়া যে‌তে পা‌রে৷

এই প্রযু‌ক্তি‌নির্ভর যু‌গে ইন্টার‌নেট হ‌লো শেখার সব‌চে‌য়ে বড় প্ল্যাটফর্ম ৷ সমগ্র বিশ্বের জনসংখ্যার ৫৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সুতরাং অনলাই‌নে শেখার প‌রি‌ধি এখন অ‌ধিক বিস্তৃত৷

বর্তমা‌নের প্রেক্ষাপ‌টে সুদক্ষ ট্রেইনারসম্পন্ন ট্রেনিং সেন্টারের সংখ্যা খুব কম বরং ট্রেনিং সেন্টা‌রের না‌মে ব্যবসা প্রতিষ্ঠান বে‌শি৷ তাই ট্রেনিং সেন্টার থে‌কে যথাসম্ভব দূ‌রে থাকাই ভা‌লো ৷ স্ব‌শিক্ষাই সু‌শিক্ষা ব‌লে এক‌টি কথা ‌র‌য়ে‌ছে, আর ফ্রিল্যান্সিং শেখার ব্যাপা‌রে কথা‌টি একদম যথার্থ ৷ আর নি‌জে শেখার জন্য প্রয়োজন ভা‌লো রি‌সোর্চ,গাইডলাইন এবং নি‌জে থে‌কে বুঝ‌তে পারার ক্ষমতা ৷ তাহ‌লে এখন ‌বিস্তা‌রিতভা‌বে জান‌তে হ‌বে আস‌লে নি‌জে নি‌জে শেখার উপায় কি?

আপনি ফ্রিল্যান্সিং এর জন্য উপযুক্ত কি না, কিভাবে বুঝবেন?

 

নি‌জে নি‌জে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

নি‌জে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম মাধ্যম হি‌সে‌বে অনলাইন লা‌র্নিং প্ল্যাটফর্মগু‌লো অত্যন্ত সহ‌যোগী ভূ‌মিকা পালন ক‌রে৷ এছাড়াও আ‌রো কিছু উপায়ও অবলম্বন করা যে‌তে পা‌রে৷

গুগল রি‌সোর্চ

যে কো‌নো ছোট থে‌কে বড় প্রশ্নের উত্তর র‌য়ে‌ছে গুগ‌লে৷ আপনা‌কে শুধু সার্চ বা‌রে লিখ‌তে হ‌বে আপ‌নি কি জান‌তে চান ৷ ক‌য়েক সে‌কে‌ন্ডের ব্রাউ‌জিং এ অসংখ্য তথ্য ভান্ডার আপনার সাম‌নে চ‌লে আস‌বে ৷ নতুন লার্নার হি‌সে‌বে প্রথ‌মে গুগল থে‌কে ঘাটাঘা‌টি শুরু করুন৷ ফ্রিল্যান্সিং এর কোন ফি‌ল্ডে আপ‌নি দক্ষতা বাড়া‌তে চান তার বি‌ভিন্ন খুঁ‌টিনা‌টি বিষয় নি‌য়ে আ‌গে জানার চেষ্টা করুন৷ তারপর সে অনুযায়ী এ‌গি‌য়ে যান৷

ইউ‌টিউব রি‌সোর্চ

ইউ‌টিউব এখন জন‌প্রিয় ভি‌ডিও লা‌র্নিং মাধ্যম ৷ আপ‌নি যে সেক্টর নি‌য়ে শিখ‌তে চান সে বিষ‌য়ে সার্চ করুন, দে‌শি বি‌দে‌শি অ‌নেক টিউ‌টোরিয়াল আপনার জন্য উন্মুক্ত র‌য়ে‌ছে ৷ প্রথম‌দি‌কে বাংলা টিউ‌টো‌রিয়াল অনুসরণ করুন ৷ তারপর ইং‌রে‌জি ট্রেইনার‌দের টি‌উটো‌রিয়ালগু‌লো অনুসরণ কর‌বেন ৷ কারণ ফ্রিল্যান্সিং মা‌র্কেট‌প্লেস বিশ্ব‌ভি‌ত্তিক প্ল্যাটফর্ম আর নি‌জে‌কে  স‌র্বোপ‌রি স‌র্বোচ্চ প্রস্তুত করাই আপনার লক্ষ্য৷

ফ্রি কোর্স

বি‌ভিন্ন লা‌র্নিং ও‌য়েবসাইটগু‌লো লার্নার‌দের জন্য ফ্রি কোর্স অফার ক‌রে থা‌কে ৷ আবার মা‌ঝে মা‌ঝে অ‌নেক পেইড কোর্সও ফ্রি তে এন‌রোল করার সু‌যোগ দি‌য়ে থা‌কে ৷ সেসব কোর্স থে‌কে অ‌নেক সহজভা‌বে শেখা সম্ভব ৷ টেন মি‌নিট স্কুল, বহুব্রী‌হির মত ও‌য়েবসাইট থে‌কে ঘ‌রে ব‌সে ফ্রি তে কোর্স ক‌রে নি‌জের দক্ষতা বৃ‌দ্ধির র‌য়ে‌ছে দারুণ সু‌যোগ ৷ এছাড়াও Udemy, Coursera, Serfer SEO এর মত প্ল্যাটফর্মগু‌লোও ফ্রি কোর্স অফার ক‌রে থা‌কে ৷



পেইড কোর্স

ফ্রি কো‌র্সের বা‌হি‌রেও অ‌নেক বিস্তা‌রিত শেখার জন্য র‌য়ে‌ছে বি‌ভিন্ন প্ল্যাটফ‌র্মের পেইড কো‌র্স ৷ চাই‌লে কিছু টাকা খরচ ক‌রে নি‌জের দক্ষতা‌কে আ‌রো ঝালাই ক‌রে নেয়া যে‌তে পা‌রে৷

ফ্রিল্যান্সিং বই

সেল্ফ লা‌র্নিং এর এক অপ‌রিহার্য হা‌তিয়ার হ‌লো ব‌ই ৷ ফ্রিল্যান্সিং এর গাইড হি‌সে‌বে সফল ফ্রিল্যান্সার রাইটার‌দের লি‌খিত অ‌নেক ভা‌লো মা‌নের বই র‌য়ে‌ছে৷ বইগু‌লি নি‌জে নি‌জে শেখা‌কে অ‌নেক সহজ ক‌রে ৷ এই বইগু‌লোতে ফ্রিল্যান্সার হ‌ওয়ার গাইডলাইনের পাশাপা‌শি প্রয়োজনীয় টেক‌নিকও আ‌লোচনা করা হ‌য়ে‌ছে ৷ আপনা‌দের সু‌বিধা‌র্তে কিছু বই‌য়ের নাম দেয়া হ‌লো-

  • ফ্রিল্যান্স ক্যারিয়ায়- আল আ‌মিন ক‌বির
  • ইল্যান্স গাইডলাইন- আল আ‌মিন ক‌বির
  • অনলাইন আ‌র্নিং- আ‌ইটি বা‌ড়ি
  • The 4-Hour Work Week | by Tim Ferriss
  • The $100 Startup: Fire Your Boss, Do What You Love and Work Better to Live More | by Chris Guillebeau
  • The Freelancer’s Bible: Everything You Need to Know to Have the Career of Your Dreams– On Your Terms | by Sara Horowitz
  • The Essential Guide to Freelance Writing: How to Write, Work, and Thrive on Your Own Terms by Zachary Petit
  • Everybody Writes: Your Go-To Guide to Creating Ridiculously Good Content by Ann Hadley

 

মেন্টর

ফ্রিল্যান্সিং এর বিশাল সমু‌দ্রে হাবুডুবু খাওয়া থে‌কে প‌রিত্রাণের জন্য একজন মেন্টর নির্বাচণ করা গুরুত্বপূর্ণ৷ প্রথ‌মে আপনার ফিল্ড সম্প‌র্কিত কো‌নো প‌রি‌চিত ফ্রিল্যান্সার সন্ধান করুন এবং যোগা‌যোগ করুন ৷ তাঁর কাছ থে‌কে তাঁর ফ্রিল্যান্সিং যাত্রার অ‌ভিজ্ঞতা ও সফলতার বিষয়গু‌লো জে‌নে বু‌ঝে নি‌জে‌কে প্রস্তুত করুন৷

ব্লগ

বি‌ভিন্ন ও‌য়েবসাই‌টের ব্লগ ঘাটাঘা‌টি করুন ৷ ব্লগ‌পোস্টগু‌লো‌তে আপনার প্রয়োজনীয় ত‌থ্যের বিস্তা‌রিত জানান দেয়া থা‌কে৷ বাংলা-ইং‌রে‌জি উভয় ধর‌নেরই ব্লগ থে‌কে শেখার চেষ্টা করুন৷

 

‌ফ্রিল্যান্সিং‌ শেখার জন্য ট্রেই‌নিং সেন্টার কতটা কার্যকরী?

ট্রেই‌নিং সেন্টা‌রে নি‌জের পছ‌ন্দের স্কিল বৃ‌দ্ধির জন্যই মানুষ কোর্স ফি দি‌য়ে ভ‌র্তি হয় ৷ ত‌বে আস‌লে ৫ হাজার টাকার ২/৩ মা‌সের কোর্স ক‌রেই কি আপ‌নি হাজার হাজার টাকা উপার্জনের কথা ভাবছেন?

কোর্স ফি এর কম বে‌শি হ‌য়ে থা‌কে, ত‌বে এক‌টি ক‌য়েক মা‌সের কোর্স আপনা‌কে শুধু গাইডলাইন দি‌য়ে থা‌কে তার চে‌য়ে বেশী কিছু নয় ৷ হাতে খ‌ড়ি থে‌কে হা‌তে কল‌মে শিক্ষার শুধু দিক‌নি‌র্দেশনা ও কিছু ডাউন‌লো‌ডেড টিউ‌টো‌রিয়াল হয়ত আপনা‌কে দেয়া হ‌বে৷

ট্রেই‌নিং সেন্টারগু‌লো মূলত লার্নার‌দের খুঁ‌টিনা‌টি থে‌কে এডভান্সড প্রশিক্ষণ প্রদা‌নের চে‌য়ে নি‌জে‌দের ব্যবসায়ীক বিষয়‌টি‌কে প্রাধান্য দি‌য়ে থা‌কে ৷ লোভনীয় ছাড় ও ‌এডভার্টাইজ‌মে‌ন্টের মাধ্যমে লার্নার‌দের আকৃষ্ট ক‌রে এবং তা‌দের কোর্স কর‌তে প্রভা‌বিত ক‌রে ৷ হা‌তে গোণা কিছু ট্রেই‌নিং সেন্টার ব্যতীত বে‌শিরভাগ ট্রেনিং সেন্টারই অদক্ষ কিংবা মোট‌মু‌টি দক্ষ ট্রেনার‌দের দ্বারা প‌রিচা‌লিত ৷ দেখা যায় তা‌দের নি‌জে‌দের ফ্রিল্যান্সার হি‌সে‌বে সফলতা কম থাকায় তারা ট্রেই‌নিং সেন্টার খু‌লে তা‌দের আ‌র্থিক স্বচ্ছলতা নি‌শ্চিত ক‌রে৷

এর বা‌হি‌রেও একটু খেয়াল কর‌লে বুঝা যায় যে ট্রেনিং সেন্টা‌রে ব্যাচ হি‌সে‌বে প্রতি‌টি কোর্স অনু‌ষ্ঠিত হয়৷ ব্যাচের অন্যান্য ২০-৫০ জন শিক্ষার্থীর মাঝে আপ‌নি কতটুকুই শিখ‌তে পার‌বেন! আর সব‌চে‌য়ে বড় চ্যালেঞ্জ হ‌লো, সপ্তা‌হে ৩ দি‌ন ১/২ ঘন্টার কো‌র্সে আপনার বে‌সিকই বা কতটা সুসম্পন্ন হবে! আপনার ব্যয়ীত কোর্স ফি এর সমমূল্যের ট্রেই‌নিং আপ‌নি কখনই পা‌বেন না৷

আপনার জ্ঞা‌নার্জনের প‌রি‌ধি অ‌সীম ৷ সেখা‌নে ট্রেই‌নিং সেন্টা‌রের ৫/১০ হাজার টাকার লি‌মি‌টেড কো‌র্সে প্রথ‌মেই ব্যয় না‌ ক‌রে বরং উনমুক্ত রি‌সোর্চ থে‌কে শেখার চেষ্টা করুন৷ আপনার যা শিখ‌তে ইচ্ছা ক‌রে তা দি‌য়েই অনলাইন প্ল্যাটফর্ম গু‌লো‌তে সময় দি‌য়ে খুঁজুন, প্রতি‌দিন নতুন নতুন বিষয় শিখ‌তে পার‌বেন৷

ট্রেই‌নিং সেন্টার কতটুকু প্রয়োজনীয় ভূ‌মিকা রাখে?

শুধুমাত্র প্রসিদ্ধ ও সরকার অনু‌মো‌দিত প্রতিষ্ঠানগু‌লো ভা‌লো প্রশিক্ষণ দি‌তে সক্ষম৷ বাংলা‌দেশ যুব উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্র ও সমমা‌নের প্রতিষ্ঠানগু‌লো আপনা‌কে গুটিক‌য়েক দক্ষতার ওপর প্রশিক্ষণ দি‌য়ে থা‌কে৷ এসইও,ও‌য়েব ডে‌ভেলপ‌মেন্ট,ই‌মেইল মা‌র্কেটিং ইত্যাদি এর মত দারুণ ফিল্ডগু‌লো শেখা‌নোর মত প্রশিক্ষক এখনও ট্রেই‌নিং সেন্টারগু‌লো নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি৷ তাই স্পষ্টতই বোঝা যা‌চ্ছে নি‌জে নি‌জে শেখাই শ্রেয়৷

কো‌নো কাজই একরা‌তে শেখা সম্ভব নয়৷ ফ্রিল্যান্সিংও তেমনই এক‌টি বিষয়, যে‌টি‌তে আপ‌নি যত বে‌শি সময় দে‌বেন তত বে‌শি শিখ‌তে পার‌বেন ৷ কা‌জের ক্ষেত্র ও শেখার গ‌তির ওপর নির্ভর ক‌রে কয়েক মাস থে‌কে বছরখা‌নেক সময়ও লাগ‌তে পা‌রে ৷ প্রতি‌নিয়ত শেখা ও চর্চার মাধ্যমেই কেবল আপনার প‌ক্ষে একজন সুদক্ষ ফ্রিল্যান্সার হওয়া সম্ভব৷ আর আপনার দক্ষতাই আপনার সফলতা নি‌শ্চিত কর‌বে ৷ তাই আ‌গে শেখার মাধ্যম সেট করুন, শেখার ওপর সময় দিন, স‌ঠিকভা‌বে ধৈর্য্য ধ‌রে চর্চা ক‌রুন৷

অবশ্যই আপনার প‌ক্ষে‌ও একজন ফ্রিল্যান্সার হওয়া সম্ভব ৷ নি‌জের দক্ষতার ওপর আপ‌ডে‌টেড থাকুন ৷ আশাক‌রি নি‌জের চেষ্টায় ফ্রিল্যান্সার হওয়ার প‌থে ধী‌রে ধী‌রে ‌এগি‌য়ে যা‌বেন৷

Facebook Comments
Top