You are here
Home > গ্রাফিক্স ডিজাইন > মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সবচেয়ে সহজ নিয়ম ও 5 টি অ্যাপস

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সবচেয়ে সহজ নিয়ম ও 5 টি অ্যাপস

মোবাইল দিয়ে লোগো ডিজাইন

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার জন্য সেরা এবং সহজ পাঁচটি অ্যাপস এর তালিকা করেছি আমরা। মোবাইল দিয়ে লোগো ডিজাইন করা কঠিন কোন ব্যাপার না।  আপনারা যে কেউ চাইলেই হাতে থাকা মোবাইল দিয়ে লোগো ডিজাইন করে নিতে পারবেন নিজের প্রতিষ্ঠানের জন্য।  কিভাবে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে হবে তার জন্য আমরা কিছু ভিডিও যুক্ত করে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। আশা করি আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনারা নিজেরাই মোবাইল দিয়ে লোগো ডিজাইন করে নিতে পারবেন। 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন বলতে কী বোঝায়?

গ্রাফিক ডিজাইন এর বিশেষ একটি অংশ হলো লোগো ডিজাইন। কেননা, Graphic Design যদি একটি প্লাটফর্ম হয়। তাহলে লোগো ডিজাইন কে বলা হবে তার একটি বিশেষ সেক্টর। কিন্তুু এই কথায় আপনার ধারনা তেমন একটা ক্লিয়ার নাও হতে পারে।

সেজন্য এই বিষয়টা কে আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করা যাক। সাধারন অর্থে Logo হলো কোনো কোনো প্রতিষ্ঠান বা পন্য বা কোনো ব্যক্তির পরিচিতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে থাকে। যেমন, ফেসবুক হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

মোবাইল দিয়ে লোগো ডিজাইন

যেখানে, Facebook এর পুরো নামটা কে শুধুমাএ F দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন পিকচারটি হলো ফেসবুক এর অফিশিয়াল লোগো। ঠিক একইভাবে আপনি প্রায় প্রত্যেকটা অনলাইন বা অফলাইন কোম্পানি গুলোর নিজস্ব লোগো দেখতে পারবেন ৷ যেমন, Google তাদের লোগো কে শুধুমাএ G দ্বারা প্রকাশ করে। আবার Twitter তাদের লোগো কে T দ্বারা প্রকাশ করে। 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সেরা সফটওয়্যার

নিচের ভিডিও গুলোতে দেখানো সফটওয়্যার গুলোর মাধ্যমে আপনারা মোবাইল দিয়েই নিজেরাই লোগো ডিজাইন করে নিতে পারবেন। 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সেরা তিনটি অ্যাপস 

5 টি সেরা সফটওয়্যার দিয়ে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করে নিন 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার নিয়ম

নিচের ভিডিও গুলোতে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা নিজেরাই মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে পারবেন। 

মোবাইল দিয়ে প্রফেশনাল মানের লোগো ডিজাইন 

মোবাইল দিয়ে আধুনিক লোগো তৈরি করুন 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন কত প্রকার?

যাক এতক্ষনের আলোচনায় আপনি লোগো ডিজাইন কাকে বলে এবং কেন আপনার Logo Design করা উচিত৷ সে সম্পর্কে একটা পরিস্কার ধারনা পেয়ে গেছেন। তো এবার আপনাকে লোগো রিলেটেড আরও কিছু অজানা বিষয় জানতে হবে ৷ যে গুলো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমনঃ লোগো ডিজাইন কত প্রকার এর হয়ে থাকে।

তো ভিন্নতা অনুযায়ী লোগো ডিজাইন কে সাধারন ভাবে ৭ টি ভাগে ভাগ করা হয়ে থাকে। কেননা, যখন আপনি একটু গভীরে যাবেন ৷ তখন আপনিও কাজ এর ক্ষেএ থেকে শুরু করে সুবিধার উপর নির্ভর করে। এই সাত প্রকারের লোগো দেখতে পারবেন ৷  যেমনঃ

০১| Word Mark Logo Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

সাধারন ভাবে টাইপোগ্রাফি রিলেটেড লোগো গুলো কে বলা হয় Word Mark Logo. এই ধরনের লোগো কে Type Logo বললেও কোনো প্রকারের ভুল হবে না। কেননা, এই ধরনের লোগো তে শুধুমাএ Text থাকে। তবে সবক্ষেত্রে যে এই ধরনের Type Logo ব্যবহার করতে হবে। বিষয়টা আসলে এমন নয়। বরং যখন কোনো নতুন প্রতিষ্ঠান তাদের পরিচিতি বৃদ্ধি করতে চাইবে ৷ তখন এই ধরনের লোগো কে প্রাধান্য দেয়া হয়ে থাকে। অপরদিকে আপনার প্রতিষ্ঠান এর নাম যদি অলরেডি ব্রান্ড হয়ে থাকে ৷ তাহলেই Word Mark Logo ব্যবহার করা উচিত। 

০২| Letter Mark Logo Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

সহজ ভাষায় মনোগ্রাম লোগো এর আরেকটি রুপ হলো Letter Mark Logo. এক্ষেএে কোনো কোম্পানি এর প্রথম অক্ষর কে ফোকাস করা হয়। যেমনটা আপনি ফেসবুক কিংবা গুগল এর লোগো তে দেখে থাকবেন। এই ধরনের লোগো গুলো তে শুধমাএ প্রথম অক্ষর কে ফোকাসে রাখা হয়েছে। তবে এই ধরনের লোগো আপনার তখনি ব্যবহার করা উচিত। যখন আপনার প্রতিষ্ঠান এর নাম অনেক বেশি বড় হবে। আবার আপনার কোম্পানির নাম যদি সংক্ষিপ্ত আকারে পরিচিতি পেয়ে থাকে৷ তখন আপনার Letter Mark Logo ব্যবহার করা উচিত। 

০৩| Emblem Logo Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

যখন আপনি কোনো লোগো তে টেক্সট, আইকন বা সিম্বল এর সমন্বয়ে তৈরি করবেন ৷ তখন সেই লোগো কে বলা হবে Emblem Logo. এই ধরনের লোগো বেশিরভাগ সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোনো সংগঠনের ক্ষেএে বেশি পরিমানে ব্যবহার করা হয়ে থাকে। 

০৪| Mascots Logo Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

যখন আপনি কোনো কার্টুন, কোনো কালার যুক্ত ছবি কিংবা কোনো ব্যাঙ্গচিএ এর সমন্বয়ে লোগো তৈরি করবেন৷ তখন তাকে বলা হবে Mascots Logo. আর এগুলো সাধারনত ইলাস্ট্রেটর ভিওিক হয়ে থাকে৷ উদাহরন হিসেবে আপনি যদি KFC এর দিকে তাকান ৷ তাহলে কিন্তুু আপনি তাদের কোম্পানির লোগোটি দেখতে পারবেন ৷ যা Mascots Logo এর বাস্তব উদাহরন। 

০৫| Abstract Logo Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

যখন কোনো কোম্পানির গুনাগুন বা বৈশিষ্ট্য এর উপর নির্ভর করে ডিজাইন করা হয়। তখন তাকে বলা হয় Abstract Logo. এটা যে কোনো কিছুর হতে পারে। যেমন, কোনো পাখির ছবি, কিংবা কোনো ফুলের ছবির সংমিশ্রনে এই ধরনের লোগো তৈরি করা হয়ে থাকে। সচারাচর যখন আপনি আপনার কোম্পানির বৈশিষ্ট্য লোগো এর মাধ্যমে প্রকাশ করতে চাইবেন ৷ তখন এই ধরনের Abstract Logo ব্যবহার করা অতি বুদ্ধিমান এর কাজ হবে। আর সেটা নির্ভর করবে আসলে আপনার কোম্পানির কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। 

০৬| Logo Symbol Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

যখন কোনো ডিজাইনার তার লোগো কে আইকন ভিওিক হিসেবে ডিজাইন করবে। তখন তাকে বলা হবে Logo Symbol Design. সচারাচর এই ধরনের লোগো তখনি ব্যবহার করা হয়ে থাকে ৷ যখন আপনি আপনার কোম্পানির বৈশিষ্ট্য কে লোগোর মাধ্যমে পরিচিত করতে চাইবেন ৷ যেমন, মেডিকেল এর লোগো তে আপনি যা দেখতে পান ৷ সেটা দেখেই কিন্তুু আপনি বুঝতে পারেন যে এটা মেডিকেল রিলেটেড লোগো। 

০৭| Combination Mark Logo Design – মোবাইল দিয়ে লোগো ডিজাইন

যখন আপনি নিজেকে ডিজাইন সেক্টর এর সাথে যুক্ত করবেন। তখন একটা বিষয় বেশ ভালোভাবে বুঝতে পারবেন ৷ তাহলো, পৃথিবীর সব ডিজাইন কিন্তুু এক রকমের হয়না। বরং একেকটা লোগো একেক রকমের বৈশিষ্ট্য বহন করে থাকে। ঠিক এই যুক্তিকে সামনে রেখে যখন আপনি বাকি ৬ প্রকার এর লোগোর মিশ্রনে কোনো লোগো তৈরি করবেন। তখন তাকে বলা হবে কম্বিনেশন মার্ক লোগো।

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার জন্য সেরা 5 টি অ্যাপস

1. Canva | মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার অ্যাপস

বর্তমানে অনলাইনে আলোড়ন সৃষ্টিকারী একটি ওয়েবসাইট এবং মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সফটওয়্যার হিসেবে কাজ করছে ক্যানভা। আপনি যদি এই সফটওয়্যারটি লোগো ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকেন তবে এখানে অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন যার মাধ্যমে যেকোনো ধরনের লোগো সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনি যদি এই অ্যাপস ব্যবহার করেন তবে আপনাকে অবশ্যই মোবাইলের ডাটা মাধ্যমে অনলাইনে গিয়ে কাজ করতে হবে। কারণ এই সফটওয়ারটি উইন্ডোজভিত্তিক সফটওয়্যার ডাউনলোড করা যায় না শুধু অনলাইনের মাধ্যমে কাজ করতে হয়।

আপনি এখনো লোগো ডিজাইনের পাশাপাশি ওয়েবসাইট ইউটিউব ব্লক এর জন্য থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এখানে থাম্বনেইল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ফরমেট প্রস্তুত করা আছে আপনার পছন্দমত যেকোনো ডিজাইন নিয়ে থাম্বনেইল তৈরি করতে পারবেন। আপনি যদি এটি ব্যবহার করতে চান লোগো ডিজাইনের কাজে তবে এখানে কাজ করার জন্য আপনাকে একটি লিংক প্রদান করা হবে আপনি যদি সেই লিংকে ক্লিক করেন তবে সরাসরি মোবাইল দিয়ে সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারবেন তার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

ডাউনলোড করুন : Canva

2. Logo Maker Shop | মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার অ্যাপস

বর্তমানে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে লোগো মেকার শপ। বর্তমানে এই লোগো ডিজাইনার বিভিন্ন ধরনের এন্ড্রয়েড মোবাইল ফোনের ব্যবহার করা যায়। আমরা জানি বিভিন্ন ধরনের প্রফেশনাল ব্যক্তিদের দিয়ে আগে থেকেই 1000+ টেম্পলেট তৈরি করা আছে যার সাহায্যে আপনি আপনার পছন্দমত গুগলি এডিট করে ডিজাইন করে নিতে পারবেন। এছাড়া সফট্ওয়ারে 5000 প্লাস ভাষা এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন রয়েছে যেগুলো আপনি লোগো তৈরি করার সময় আকর্ষণীয় করে তুলতে পারবেন| আপনি যদি এই সফটওয়্যার টি ডাউনলোড করতে চান তবে নিচের দেওয়া লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিন|

ডাউনলোড করুন : Logo Maker Shop

3. PixelLab | মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার অ্যাপস

PixelLab হল একটি স্বজ্ঞাত, ব্যবহারকারী-বান্ধব লোগো মেকার অ্যাপ যা আপনাকে অবিশ্বাস্য লোগো, ডিজাইন এবং গ্রাফিক্স সহজেই তৈরি করতে দেয়। প্রিসেট, ফন্ট, স্টিকার, ব্যাকগ্রাউন্ড এবং 60 টিরও বেশি কাস্টমাইজযোগ্য বিকল্পগুলির বিস্তৃত নির্বাচনের সাথে, আপনার লোগো ডিজাইনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য PixelLab হল নিখুঁত পছন্দ। এছাড়াও আপনি ইমেজ ইমপোর্ট করতে পারেন, টেক্সট যোগ করতে পারেন, 3D টেক্সট তৈরি করতে পারেন, আঁকতে পারেন এবং আপনার ডিজাইনকে উন্নত করতে ইফেক্ট যোগ করতে পারেন। এছাড়াও, আপনি একটি প্রকল্প হিসাবে আপনার অগ্রগতি সংরক্ষণ করতে পারেন এবং শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার ছবি সোশ্যাল মিডিয়াতে রপ্তানি করতে পারেন৷ PixelLab-এর সাহায্যে, আপনি অত্যাশ্চর্য লোগো এবং ডিজাইন তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যেই!

ডাউনলোড করুন : PixelLab

4. Logo Maker by Shopify | মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার অ্যাপস

আমরা খানে আপনাকে যে সফটওয়ারের কথা শেয়ার করব তার মাধ্যমে আপনি অনেক সহজেই মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে পারবেন। এই সফটওয়্যারটির নাম হচ্ছে- Logo Maker by Shopify. এই সফটওয়্যার প্রবেশ করলে আপনি দেখতে পারবেন 100 প্লাস প্রফেশনাল লোগো ডিজাইন প্রস্তুত করা আছে এখান থেকে ডিজাইন করা যেকোনো একটি লোগো আপনার পছন্দমত সিলেক্ট করে এডিট করে কাজ করে নিতে পারবেন। এখানে যে সকল ইন্টারফেস রয়েছে এগুলো ব্যাবহার করে আপনি আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন করতে পারবেন তাও আবার একদম বিনামূল্যে। আপনি যদি মোবাইল দিয়ে লোগো তৈরি করতে চান তবে এই অ্যাপসটি বেছে নিতে পারেন।

ডাউনলোড করুন : Logo Maker by Shopify

5. Logopit Plus | মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার অ্যাপস

Logopit Plus হল সেই সমস্ত লোকদের জন্য নিখুঁত অ্যাপ যারা তাদের ব্যবসার জন্য একটি সহজ এবং দক্ষ উপায়ে একটি অত্যাশ্চর্য লোগো তৈরি করতে চান। এর সহজ ইন্টারফেসের সাথে, লোগোপিট ব্যবহারকারীদের শত শত পেশাদারভাবে ডিজাইন করা লোগো থেকে বেছে নিতে এবং দুর্দান্ত সরঞ্জামগুলির সাথে কাস্টমাইজ করার অনুমতি দেয়। এটি চমৎকার টেক্সট এডিটিং অপশনও অফার করে এবং ব্যবহারকারীদের মাত্র কয়েকটি ক্লিকে তাদের লোগো ডাউনলোড করতে দেয়। এখন Google Play এবং AppGallery-এ উপলব্ধ, Logopit Plus হল আপনার ব্যবসার জন্য একটি লোগো ডিজাইন করার এবং প্রতিযোগিতা থেকে আলাদা হওয়ার সবচেয়ে সহজ উপায়৷

ডাউনলোড করুন : Logopit Plus

জেনে নিন কেন লোগো তৈরি করতে হয়?

যাক উপরের আলোচনা থেকে আপনি লোগো ডিজাইন কাকে বলে -এ সম্পর্কে একটা পরিস্কার ধারনা পেয়ে গেছেন। এখন এই ধারনা পাওয়ার পর আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে, অনলাইনে এতো পরিমান সেক্টর থাকতে আপনি কি কারনে লোগো তৈরি করবেন? – তো এবার সে বিষয়ে একটা পরিস্কার ধারনা নেয়া যাক।

দেখুন, যাদের ছোটো কিংবা বড় প্রতিষ্ঠান রয়েছে। তাদের সবারই ইচ্ছা থাকে যে, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যেন মানুষ জানতে পারে। যেন তাদের প্রতিষ্ঠান অনেক মানুষের নিকট পরিচিতি লাভ করতে পারে। আর এই কাজটি খুব সহজভাবে করা যাবে এই Logo এর মাধ্যমে।

এখন আপনার মনে একটা প্রশ্ন কিলবিল করতে পারে ৷ তাহলো, একটি লোগো কিভাবে কোনো প্রতিষ্ঠান এর পরিচয় বহন করবে? – তাহলে শুনুন… এই মূহুর্তে যদি আপনাকে Facebook এর লোগো টি দেখানো যায়। তাহলে কিন্তুু আপনি অবশ্যই দেখে বুঝতে পারবেন এটা ফেসবুক এর অফিশিয়াল লোগো।

ঠিক একইভাবে আপনাকে যদি বিশ্বের বড় বড় কোম্পানি গুলোর লোগো দেখানো যায়। তাহলে কিন্তুু আপনার লোগো গুলো কে দেখে কোম্পানি চিনতে তেমন কোনো বেগ পেতে হবে না। এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন। এই কোম্পানি গুলো কিন্তুু একদিনেই এতো বড় পজিশনে আসতে পারে নি। বরং তাদের কে প্রচুর পরিমানে স্ট্রাগল করতে হয়েছে। এবং আজকে তারা এমন একটা পজিশনে আসতে পেরেছে। যাদের লোগো দেখলেই মানুষ চিনতে পারে। 

আর এভাবেই মূলত একটি লোগো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান এর পরিচয় বহন করে ৷ এবং আপনার বা আমার মতো সাধারন মানুষের নিকট পরিচিতি লাভ করে থাকে। এবং এই কারন গুলোর জন্যই মূলত আপনার লোগো তৈরি করা উচিত। 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করা সম্পর্কিত কিছু পরামর্শ

আপনারা যারা মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে চাচ্ছেন আশা করছি তারা আজকের এই পোস্ট থেকে একটি হলেও উপকৃত হয়েছেন। আশা করছি উপরের দেখানো পদ্ধতি এবং ভিডিওতে দেখানোর নিয়ম গুলো ফলো করে নিজে নিজে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করে ফেলেছেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার পরেও যদি নিজে নিজে মোবাইল দিয়ে লোগো ডিজাইন রাখতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে শেখানোর জন্য কিভাবে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে হয়।

Facebook Comments
Top