মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায়: বর্তমান সময়ের আধুনিক মোবাইল ফোনগুলোতে প্রসেসিং করার ক্ষমতা ক্রমাগত বেড়েই চলেছে। একই সাথে বাড়ছে বড় ব্যাটারি এবং দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। মোবাইল ফোনের আধুনিকতার এমন উন্নয়নের সময়ে দাড়িয়েও অনেক সময় মোবাইল ফোন হঠাৎ করেই গরম হয়ে যায়।
শুনতে মজার মনে হলেও অনেকের মোবাইল ফোন এমন গরম হয় যে সেই মোবাইল দিয়ে লন্ড্রির কাজ সারান সম্ভব। আর এর থেকেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, মোবাইল ফোন কেনো গরম হয় এবং মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় কি। সাধারণত দামী বা কমদামী মোবাইল ফোন বলে কোনো কথা নেই। একটি মোবাইল ফোন স্বাভাবিক ভাবে ৩৫.৪৭ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে। তবে যদি স্ট্যান্ডবাই মোডে ও আপনার ফোনটি ৩৫.৪৭ ডিগ্রি এর বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার মোবাইল ফোনে সমস্যা রয়েছে।
প্রিয় পাঠক, আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে, মোবাইল ফোন কেনো গরম হয় এবং মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় কি। আমাদের আজকের এই ব্লগ পোস্ট এর মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো কি কি কারণে মোবাইল গরম হয় ও মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় কি। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক এই ব্লগ থেকে আপনারা কি কি জানতে পারবেন।
এ ব্লগ থেকে আপনি যা যা জানতে পারবেন–
- মোবাইল ফোন কেনো গরম হয়?
- মোবাইল ফোন চার্জ করার সময় কেনো গরম হয়?
- হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ কি?
- মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায়
মোবাইল ফোন কেনো গরম হয়?
আধুনিক যুগের মোবাইল ফোনে প্রযুক্তিগত-ভাবে মোবাইল ফোনের অনেক উন্নয়ন ঘটলেও এখনো মোবাইল ফোন গরম হয়। মোবাইল ফোন গরম হওয়া স্বাভাবিক হলেও অনেক সময় মোবাইল ফোন মাত্রাতিরিক্ত ভাবে গরম হয়ে যায়। কিন্তু, আপনি ই জানেন মোবাইল ফোন কেনো গরম হয় বা কি কি কারণে মোবাইল ফোন গরম হয়?
মোবাইল ফোনে ভিডিও দেখা, গেমস খেলা, ভারী অ্যাপ ব্যবহার করা অথবা অনেক সময় চার্জ করার ক্ষেত্রেও মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। যা কিনা অনেক সময় আমাদের চিন্তার কারণ হয়ে যায়। আপনি ও যদি মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই ব্লগ টি আপনাকে দারুণ কিছু সমাধান দিতে চলেছে। তবে তার আগে আপনার জানা দরকার যে, মোবাইল ফোন কেনো গরম হয়। চলুন এবার জেনে নেওয়া যাক মোবাইল ফোন কেনো গরম হয়।
অধিকাংশ সময়ে মোবাইল ফোন গরম হওয়ার কারণ হিসেবে মোবাইলের হার্ডওয়্যার কে দোষী করা হয়ে থাকে। কিন্তু, সত্যিকার অর্থে একটি মোবাইল ফোন একাধিক কারণে গরম হয়ে থাকে। যার মধ্যে অতিরিক্ত মোবাইল ফোন চার্জ করা একটি কারণ হতে পারে। এছাড়া নকল মোবাইল ফোনের চার্জার ব্যবহারে মোবাইল ফোন গরম হতে পারে।
যেহেতু আমরা বলছি মোবাইল ফোন গরম হওয়ার জন্য একাধিক কারণ দায়ী। তাই আপনাকে ধরে নিতে হবে যে, শুধুমাত্র মোবাইল ফোনের চার্জার বা অতিরিক্ত চার্জের কারণে এমন হয় তা নয়। বরং মোবাইল ফোনে ম্যালওয়্যার প্রবেশ করলেও ফোন গরম হতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপ্স ব্যবহার করলেও মোবাইল গরম হতে পারে।
দীর্ঘ সময় মোবাইল আপডেট না করার কারণেও অনেক সময় মোবাইল গরম হতে থাকে। এছাড়া গরম আবহাওয়া জনিত কারণে উচ্চ মাত্রার ব্রাইটনেস এর সাথে মোবাইল ব্যবহারেও মোবাইল ফোন গরম হয়ে যেতে পারে।
মোবাইল ফোন চার্জ করার সময় কেনো গরম হয়ে যায়?
মোবাইল ফোন চার্জ করার সময় মোবাইল কেন গরম হয় এটা অনেকেই জানেন না। আসলে মোবাইল ফোন চার্জ করার সময় মোবাইল গরম হয়ে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। এর বেশ কিছু কারণ রয়েছে। তবে, এর মধ্যে প্রধান কারণ হলো চার্জারে বিদ্যুৎ প্রবাহ চলার সময় উৎপন্ন তাপমাত্রা। চার্জার দ্বারা সরবরাহ করা বিদ্যুৎ মোবাইল ফোনে প্রবেশ করে এবং ফোনের ব্যবহারিক বিদ্যুৎ পরিমাণ উৎপন্ন করে। যখন এই পরিমাণ বিদ্যুৎ ফোনে প্রবেশ করে, তখন এটি চার্জ প্রক্রিয়ার সময় ব্যবহৃত পরিমাণ বিদ্যুৎ থেকে বেশি তাপ উৎপন্ন করে যা ফোনে গরম হওয়ার কারণ হতে পারে।
এছাড়াও আরও একটি কারণ হতে পারে ফোন ব্যবহারের সময় উৎপন্ন তাপমাত্রা। যখন ফোনটি চার্জে থাকা অবস্থায় ব্যবহার করা হয় তখন বিদ্যুৎ ব্যবহার করে উৎপন্ন তাপমাত্রা ফোনতে গরম থেকে অতিরিক্ত গরম করে তোলে।
হঠাৎ কর মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ কি?
হঠাৎ করে মোবাইল ফোন গরম হয়ে যাওয়া একটি অসুবিধাজনক সমস্যা। যার কারণে মোবাইল ব্যবহারকারীরা কিছুটা চিন্তিত হয়ে যায়। তাই আমাদের অবশ্যই হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ কি সেটা জানা প্রয়োজন। হঠাৎ করে মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। চলুন একে একে এগুলো জেনে নেওয়া যাক।
অতিরিক্ত ব্যবহার: হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার একটি কারণ হতে পারে। কেননা আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি তখন মোবাইলের অন্য কম্পোনেন্ট এর মতো ডিসপ্লে, প্রসেসর, র্যাম, ব্যাটারি ইত্যাদি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। তাই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কারণে হঠাৎ করে গরম হয়ে যেতে পারে।
অধিক অ্যাপ্স ব্যবহার করা: অতিরিক্ত অ্যাপ ব্যবহার করার কারণ ও হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে একটি হতে পারে। কেননা যখন আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপ্স থাকে তখন আমাদের মোবাইলের প্রসেসর তুলনামূলক আগের থেকে অনেক গুনে বেশি কাজ করা শুরু করে। কিন্তু, অতিরিক্ত কাজের প্রেশারে অনেকসময় অনেকগুলো প্রসেস একসাথে করতে গিয়ে মোবাইল ফোন গরম ও হ্যাং হয়ে যায়।
অতিরিক্ত ব্যাটারির ব্যবহার: মোবাইল ফোনের প্রসেসর ও অতিরিক্ত ব্যাটারি ব্যবহার হঠাৎ কর মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ হতে পারে। অনেক সময় দীর্ঘ সময় ধরে মোবাইলের ব্যাটারি ও প্রসেসর ব্যবহারের ফলে মোবাইল গরম হয়ে যায়। কারণ এ সময় স্বাভাবিক এর চেয়েও অতিরিক্ত পরিমাণে পাওয়ার খরচ হয়ে থাকে।
মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায়
মোবাইল গরম হওয়া সাধারণ একটি সমস্যা যা দিনে কয়েকবার হতে পারে। এই সমস্যার কারণ হতে পারে ব্যবহারকারী নিজের লাভের কথা ভেবে কম কম করে অনেকবার ব্যাটারি চার্জ করা। মোবাইল ফোন গরম হওয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে যদি আপনি জানতে চান এবং আপনার মোবাইল ফোন কে গরম হওয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
চলুন এবার আমরা দেখে নেই মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় গুলো কি কি
- অবশ্যই একটি ভালো মানের এবং অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে।
- মোবাইলের ব্যাটারি চার্জ করার সময় মোবাইল ব্যবহার করা যাবে না এবং দিনে অনেক বেশিবার যাতে ফোন চার্জ করতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
- অনেকেই মোবাইলের সুরক্ষার কথা চিন্তা করে অতিরিক্ত কেস বা ব্যাক কভার ব্যবহার করেন। তবে মোবাইল অতিরিক্ত গরম হলে ব্যাক কভার খুলে রাখার চেষ্টা করুন।
- মোবাইল চার্জ করার সময় শক্ত স্থানে মোবাইল রাখার চেষ্টা করুন। তাপ শোষণ করে এমন স্থান যেমন, সোফা বা বিছানায় রাখবেন না। এতে করে মোবাইল গরম হবার সম্ভাবনা থাকে।
- অনেকেই ঘুমানোর আগে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে করে সারারাত মোবাইল ফোন চার্জ হয়। কিন্তু আপনি কি জানেন এটা মোবাইলের ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এমনকি আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে।
- মোবাইল ফোন সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। সূর্যের আলো পড়ার কারণে মোবাইল অতিরিক্ত গরম হতে পারে।
- যথাসম্ভব কম ব্রাইটনেসে মোবাইল ব্যবহার করার চেষ্টা করুন এতে করে যেমন আপনার চোখের ক্ষতি কম হবে তেমনি মোবাইল গরম হওয়া থেকেও অনেকটা রেহাই পাবে।
- বিভিন্ন অনলাইন গেমস যেমন খেললে বেশিরভাগ সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। তাই দুটি গেমস খেলার মাঝে কিছুটা বিরতি নিন। সেরকম হলে মোবাইল ঐ সময় বন্ধ করে রাখুন এতে করে ফোন গরম হওয়ার সম্ভাবনা কমবে।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আমাদের এই ব্লগ পোস্ট এর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় গুলো। এছাড়াও মোবাইল কেনো গরম হয় ও মোবাইল গরম হওয়ার সাথে জড়িত বিষয় গুলো এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি।
আশা করি আপনারা আমাদের এই ব্লগটি পছন্দ করেছেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা সম্পন্ন বিষয়গুলোর উপর নতুন নতুন আর্টিকেল পাবলিশ করতে। তাই কমেন্ট করুন আপনি কোন বিষয়ে জানতে চান এবং শেয়ার করে এই ব্লগ টি ছড়িয়ে দিন আপনার কাছের বন্ধুদের কাছে।