You are here
Home > ওয়েব ডেভেলপমেন্ট > ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি

ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি

ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি

ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি : ওয়েবসাইট শব্দটির সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত। কিন্তু আপনি কি জানেন ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি যেহেতু আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেহেতু আপনার মনে এ ধরণের প্রশ্ন আসতেই পারে।

আমরা সবাই ওয়েবসাইট এর সাথে বেশ পরিচিত কিন্তু ওয়েবসাইটের কাজ কি এটা অনেকেই জানেন না। আবার ওয়েবসাইট কত প্রকার ও কি কি এই বিষয় টি ও অনেকের জানা নেই।

প্রিয় পাঠক, একটি ওয়েবসাইটের অনেকগুলো অংশ রয়েছে। অনেকগুলো বিষয়বস্তু নিয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়ে থাকে। আমাদের আজকের এই ব্লগের মূল আলোচ্য বিষয় হলো ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি। এছাড়াও এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরবো ওয়েবসাইট সম্পর্কিত আরও অন্যান্য সকল বিষয়বস্তু। চলুন তাহলে মুল আলোচনায় ফিরে যাওয়া যাক।

ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি

এই আর্টিকেল থেকে যা যা জানতে পারবেন, 

  • ওয়েবসাইট কাকে বলে? 
  • ওয়েবসাইট কত প্রকার ও কি কি?
  • ওয়েবসাইট কিভাবে কাজ করে?
  • স্ট্যাটিক ওয়েবসাইট কি?
  • ডায়নামিক ওয়েবসাইট কি?
  • ডোমেইন নাম কি?
  • ওয়েব-সার্ভার কি?
  • ওয়েবসাইট কেনো প্রয়োজন?

ওয়েবসাইট কাকে বলে 

ওয়েবসাইট বলতে বোঝায় একটি ওয়েব-সার্ভারে থাকা সকল পেইজ, ভিডিও, ছবি, অডিও সহ অন্যান্য সকল ডিজিটাল তথ্যের সমষ্টি কে। যা সহজেই ইন্টারনেট ব্যাবহার করে পৃথিবীর সকল স্থান থেকেই এক্সেস করা যায়। অন্যকথায় একই ডোমেইনের অধীনে সকল ওয়েব পেইজের সমষ্টি  কে ওয়েবসাইট বলা হয়। 

ওয়েব (Web) শব্দের অর্থ জাল-বিশেষ এবং সাইট (Site) শব্দের অর্থ একটি জায়গা বা স্থান। অর্থাৎ ওয়েবসাইটের অর্থ হলো জালের মতো নির্দিষ্ট জায়গা বা স্থান। আর সকল উন্মুক্ত ওয়েবসাইট গুলোকে একত্রে “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” (www) নাম দেওয়া হয়েছে। 

আপনি যদি ওয়েবসাইট সম্পর্কিত আরও তথ্য জানতে চান বা ইন্টারনেটে কত প্রকার ওয়েবসাইট রয়েছে ইত্যাদি সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়তে থাকুন। 

ওয়েবসাইট কত প্রকার ও কি কি? 

সাধারণত ওয়েবসাইট ১০ ধরনের হয়ে থাকে। যেমন, 

১) ব্লগ ওয়েবসাইট 

২) ব্যবসা বা কর্পোরেট ওয়েবসাইট

৩) NGO বা Non-Profitable Website

৪) ই-কমার্স ওয়েবসাইট

৫) শিক্ষণীয় ওয়েবসাইট 

৬) এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট

৭) পোর্টফলিও ওয়েবসাইট

৮) সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট

৯) ফোরাম 

১০) ওয়েব পোর্টাল 

এই সকল প্রকার ওয়েবসাইট কে দুইভাবে ভাগ করা হয় যথা: 

  • স্যাটিক (Static)
  • ডায়নামিক (Dynamic)

Static ওয়েবসাইট কাকে বলে? 

যে সকল ওয়েবসাইট গুলো HTML, CSS, Image দিয়ে তৈরি করা হয় এবং Interactive Functionality নেই সেই ওয়েবসাইট গুলো কে Static ওয়েবসাইট বলা হয়ে থাকে। সাধারণত এই ধরনের ওয়েবসাইট গুলো প্রোডাক্ট প্রোমোশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। 

Dynamic ওয়েবসাইট কাকে বলে?

সাধারনত যে সকল ওয়েবসাইট Interactive functionality যুক্ত এবং ইউজারের Activity এর উপর কন্টেন্ট সার্ভ করে এমন ওয়েবসাইট গুলোনে ডায়নামিক ওয়েবসাইট বলা হয়ে থাকে। মূলত ডায়নামিক ওয়েবসাইট গুলো মাল্টি-ফাংশনাল এবং এ ধরনের সাইতে লগিন, কমেন্ট, রেটিং দেওয়ার মতো কাজ গুলো করা যায়। 

অন্যকথায় যে সকল সাইটে সরাসরি অনলাইন থেকে প্রোডাক্ট কেনা যায়, ইউজার এক্টিভিটির উপর কন্টেন্ট সার্ভ করে এবং Interactive functionality যুক্ত সেই ওয়েবসাইট গুলো কে Dynamic Website বলে।

ওয়েবসাইট কিভাবে কাজ করে?

যদিও আমরা ওয়েবসাইট বানানোটা কমবেশি একটু ধারণা রাখি তবে বেশীরভাগ মানুষই এই বিষয়ে জানে না যে ওয়েবসাইট কিভাবে কাজ করে? ওয়েবসাইট কিভাবে কাজ করে এই বিষয় টি বুঝতে হলে প্রথমে দুটি বিষয় জানতে হবে। যার একটি হলো ডোমেইন নাম কি এবং অন্যটি হলো ওয়েব-সার্ভার কি? 

ডোমেইন নাম কি? 

ডোমেইন নাম হলো একটি অ্যাড্রেস যা ওয়েবসাইটের পরিচয় বহন করে। ইন্টারনেটে ওয়েবসাইটের ঠিকানা বা নামই হলো ডোমেইন নাম। এটি একটি ইন্টারনেট প্রোটোকল হিসাবে কাজ করে। ডোমেইন নাম হল ওয়েবসাইট বা ওয়েবসাইটের ঠিকানা বোঝায় যা একটি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে একটি ওয়েবসাইটে পৌছাতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, “google.com” হল একটি ডোমেইন নাম।

ওয়েব সার্ভার কি? আরও ভালোভাবে বুঝতে হলে নিচের ছবিটি লক্ষ্য করুন। 

ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি 1

ওয়েবসার্ভার কি?

ওয়েবসার্ভার হল একটি কম্পিউটার সিস্টেম বা সার্ভার যা ইন্টারনেটে উপস্থিত ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনগুলির তথ্য সংরক্ষণ এবং প্রকাশ করে। ওয়েবসার্ভারে সংরক্ষিত হওয়া ডেটা ও ফাইলগুলি ইন্টারনেট ব্যবহারকারীদের প্রদর্শন করার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ব্রাউজারের মাধ্যমে প্রেরণ করা হয়। চলুন আরও সহজ করে বোঝার চেষ্টা করা যাক।

ওয়েবসার্ভার হল একটি কম্পিউটার সিস্টেম বা সার্ভার যেখানে একটি ওয়েব ব্রাউজার নির্দিষ্ট একটি ওয়েব পেজ প্রদর্শনের জন্য রিকুয়েস্ট করে। একটি ওয়েব ব্রাউজারে যখন একটি ডোমেইন নাম লিখে সার্চ করা হয় তখন সেই রিকুয়েস্ট টি প্রথমে ডোমেইন নাম সার্ভারে গিয়ে পৌঁছায়। এরপর ডোমেইন নাম সার্ভার টি একটি আইপি অ্যাড্রেস বের করে ওয়েব হোস্ট  সার্ভারে পাঠায় এবং ওয়েব ব্রাউজার সেই আইপি ব্যবহার করে একটি নির্দিষ্ট পেজের জন্য রিকুয়েস্ট করে। এরপর রিকুয়েস্ট অনুযায়ী সকল ইনফরমেশন কালেক্ট করে হোস্ট সার্ভার ওয়েব ব্রাউজারে সেই সকল ডেটা প্রদর্শন করে ওয়েব ব্রাউজারে। 

ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি 2

ওয়েবসাইট কেনো প্রয়োজন?

আপনার যদি কোন একটি ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে। তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান বা ব্যবসার একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। এছাড়া বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানের একটি অফিসিয়াল ওয়েবসাইট সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। 

ধরে নিন, আপনার একটি ব্যবসা বা প্রতিষ্ঠান রয়েছে এবং এই ব্যবসা বা প্রতিষ্ঠানের সেবা শুধুমাত্র কিছু নির্দিষ্ট এলাকা জুড়ে রয়েছে। এতে করে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের সেবা শুধুমাত্র ঐ সকল এলাকা জুড়েই পাওয়া সম্ভব। কিন্তু আপনি যদি এমন সুবিধা পেতেন যেখানে আপনি এক যায়গায় থেকে সারাদেশের মানুষের কাছে আপনার পণ্য বা সেবা পৌঁছে দিতে পারতেন তাহলে কত সহজেই না আপনি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান আরও বড় করতে পারতেন। 

আর এই সকল কিছু করা সম্ভব শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশ জুড়েই সার্ভিস দেওয়া সম্ভব হবে। এমনকি আপনি চাইলে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচার করার জন্য ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। 

মানুষ আধুনিকতা পছন্দ করে। আর এ কারণেই কোনো কিছু বেচা-কেনার জন্য ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র ব্যবসা বা প্রতিষ্ঠান নয় আপনি চাইলে আপনার নিজের পরিচিতি বা আপনার ব্যক্তিগত সার্ভিস অ পোর্টফলিও ওয়েবসাইটের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারবেন। 

আমাদের শেষকথা 

প্রিয় পাঠক, ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি এই ব্লগটি পড়ার মাধ্যমে আশা করি আপনি ওয়েবসাইট কি, ওয়েবসাইট কাকে বলে, ওয়েবসাইটের কাজ কি, ওয়েবসাইটের ধরণ, প্রকারভেদ ইত্যাদি সকল প্রশ্নের উত্তর এই ব্লগটি তে খুঁজে পেয়েছেন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগ টি জানাতে ভুলবেন না কমেন্টবক্সে। 

Facebook Comments

Leave a Reply

Top