You are here
Home > ফ্রিল্যান্সার > ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো? সহজ নিয়ম

ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো? সহজ নিয়ম

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবো এবং মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খোলা যায় এসব নিয়ে আজকের পোস্ট। ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবেন এর সম্পর্কে সঠিক তথ্য দেয়া হয়েছে এ পোস্টে। আজকের এই পোষ্ট সম্পূর্ণ পড়ার পর আপনি নিজে নিজেই ফ্রিল্যান্সিং একাউন্ট খুলতে পারবেন। আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা কিছু ভিডিও টিউটরিয়াল যোগ করেছি। এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা নিজেরাই নিজেদের ফ্রিল্যান্সিং একাউন্ট খুলে নিতে পারবেন।

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব

ফ্রিল্যান্সার কি?

যদি কোনও ব্যক্তির কোনও যোগ্যতা, প্রতিভা বা অন্য কোনও শিল্প থাকে তবে তার সেই শিল্পটি অন্য ব্যক্তির জন্য ব্যবহার করা উচিত এবং অন্য ব্যক্তি বিনিময়ে অর্থ করে, তাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরণের হতে পারে যেমন রাইটিং এবং ট্রান্সলেশন, গ্রাফিকস আরও ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ভিডিও ও অ্যানিমেশন, সংগীত ও অডিও ইত্যাদির মতো ফ্রিল্যান্সিং

আসুন আমরা আপনাকে উদাহরণস্বরূপ সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারি, ধরুন আপনি এমন একজন ব্যক্তি যার খুব ভাল গ্রাফিকস এবং ডিজাইন রয়েছে এবং অন্য একজন আছেন যাকে ডিজাইনিংয়ের কাজটি করা দরকার, তবে সেই ব্যক্তিটি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি এটির জন্য ডিজাইন তৈরি করবেন। পরিবর্তে, সেই ব্যক্তি আপনাকে অর্থ দেবে। এবং যে ব্যক্তি ফ্রিল্যান্সিং করেন তাকে ফ্রিল্যান্সার বলা হয়।

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব? (ভিডিও টিউটোরিয়াল)

ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে শিখে নিন কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবেন। 

নতুন নিয়মে যেভাবে 2022 সালে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবেন 

সহজ নিয়মে ফ্রিল্যান্সিং একাউন্ট খোলা শিখুন 

মোবাইলে কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবো ভিডিও টিউটোরিয়াল 

ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো? (Step by step)

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ১ঃ 

Freelancer.com ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি প্রথম পেজে Earn money freelancing নামে একটি লিংক দেখতে পাবেন। এই লিংকে ক্লিক করার পরে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম পাবেন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ২ঃ 

ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো

এবার আপনি একটি sign up পেজ দেখতে পাবেন। সেখানে দুইটি ভাবে ফ্রিল্যান্সার একাউন্ট তৈরি করতে পারবেন। নিজের Facebook account ব্যবহার করে, নিজর Email id ব্যবহার করে।

তবে, আমি আপনাকে পরামর্শ দিবো নিজের ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট তৈরি করার জন্য। এজন্য আপনাকে যা করতে হবে –

প্রথমে বক্সে গিয়ে নিজের ইমেইল আইডি লিখুন। দ্বিতীয় বক্সে গিয়ে পাসওয়ার্ড দিবেন। এবার আপনি “I agree to Freelancer user agreement and privacy policy” অপশনে ক্লিক করুন। শেষে নিচে থেকে Join Freelancer অপশনে ক্লিক করুন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ৩ঃ 

এবার আপনাকে username দিতে বলা হবে। নাম দেওয়ার পরে Suggestions এ আপনাকে কিছু username দেখাবে, আপনি চাইলে সেখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। সঠিক ভাবে username সিলেক্ট করে নিচে থাকা Next বাটুনে ক্লিক করুন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ৪ঃ 

এবার আপনাকে একাউন্টের প্রকার বেছে নিতে হবে। আপনি যদি টাকা আয় করার জন্য freelancer account তৈরি করতে চান তাহালে I want to work অপশনে ক্লিক করুন।

আর যদি অন্য freelancers দের দিয়ে টাকার বিনিময়ে কাজ করানোর উদ্দেশ্যে account তৈরি করতে চান তাহালে I want to hire অপশনে ক্লিক করুন। আপনি যেহেতু কাজ করতে চান সেহেতু I want to hire অপশনে ক্লিক করুন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ৫ঃ 

আপনার একাউন্ট সাইন আপ করার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবার আপনাকে একটি পেজ দেখাবে যেখানে আপনি নিজের স্কিল (skills) গুলো সিলেক্ট করতে পারবেন।

মানে আপনি কি কি কাজ জানেন এবং কি কি কাজ করে টাকা আয় করতে চান, সেই কাজ গুলো সিলেক্ট করুন। মনে রাখবেন এখানে আপনি যে কাজ গুলো সিলেক্ট করবেন সেই হিসাবে ফ্রিল্যান্সার এর তরফ থেকে প্রজেক্ট (projects) গুলো দেখানো হবে।

আপনি নিজে যে সকল কাজ গুলো জানেন সেই কাজ গুলো সিলেক্ট করে নিচে থাকা Next Step অপশনে ক্লিক করুন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ৬ঃ 

এবার আপনাকে একটি পেজ দেখানো হবে, সেখানে আপনার profile এর সাথে জড়িত সকল details দিতে বলা হবে যেমন – প্রথমে আপনাকে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এবার আপনার সম্পর্ন নাম দিতে হবে। এরপরে আপনি কি কি ভাষা জানেন সেই ভাষা গুলো সিলেক্ট করতে হবে। শেষে আপনাকে কাজের experience বিষয়ে বলে দিতে হবে। সব শেষে নিচে থাকা Next Step বাটুনে ক্লিক করন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ৭ঃ 

এবার আপনাকে payment method যুক্ত করে সেটাকে verify করার জন্য বলা হবে। এখানে আপনি Credit / debit card বা PayPal account ব্যবহার করার জন্য বলা হবে। তবে, এই কাজ গুলো আপনি পরেও করতে পারবেন। এজন্য নিচে থাকা Skip for now বাটুনে ক্লিক করুন।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার ধাপ- ৮ঃ 

এবার আপনাকে একটি Promotion পেজ দেখানো হবে। মানে কিছু টাকা দিয়ে freelancer ওয়েবসাইটের তরফ থেকে plus membership নিয়ে থাকে। কিন্ত আপনি যেহেতু নতুন সেহেতু নেওয়ার প্রয়োজন মনে করছি না। এজন্য skip for now অপশনে ক্লিক করুন।

ফ্রিল্যান্সিংয়ে Project bid / bidding মানে কি ?

Freelancer ওয়েবসাইটে যখন আপনার একটি তৈরি হয়ে যাবে, তখন আপনার freelancer dashboard এর মধ্যে আপনি বিভিন্ন কাজ (projects) দেখতে পাবেন। এই কাজ বা projects গুলো করানোর জন্য কোনো ব্যক্তি বা কোম্পানি ফ্রীল্যান্সারে project টি পাবলিশ করেছেন।এখন, যারা যারা কাজটি করতে চাইবেন তারা তারা কাজটি করার জন্য প্রথমে এপলাই (apply) করতে হবে। 

আর project গুলো করার জন্যে এপলাই করার জন্য যেটা আপনার করতে হবে সেটাই হলো “project bidding“. যেই প্রজেক্ট করার জন্য আপনি আগ্রহী সেটাতে ক্লিক করতে হবে। 

Project টিতে ক্লিক করার সাথে সাথে project এর সাথে জড়িত তথ্য আপনাকে দেখিয়ে দেওয়া হবে। 

এবার, প্রজেক্ট এর সাথে জড়িত আপনার কি কি অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান রয়েছে সেই বিষয়ে লিখে দিতে হবে। কেন আপনাকে এই কাজ দেওয়া উচিত সেটা ভালো করে লিখতে হবে। 

কাজটি করার জন্য আপনি কত টাকা নিবেন এবং কত দিনে প্রজেক্ট জমা দিবেন, সেটাও আপনাকে লিখে দিতে হবে। এই প্রত্যেক বিষয়ে ভালো করে লিখে দেওয়ার পর আপনি নিচে থাকা “Place Bid” অপশনে ক্লিক করতে হবে। 

এবার, আপনার প্রস্তাব বা আবেদনটি সঠিক ভাবে পাঠিয়ে দেওয়া হবে যিনি প্রজেক্ট পাবলিশ করেছেন তার কাছে। এটাকেই বলা হয়, প্রজেক্ট বিডিং (project bidding). অন্যান্য অনেক লোকেরাও একি project এর ওপরে bidding করে থাকেন।তাই, project publish করা ব্যক্তির মতে যে কাজটির জন্য সেরা ফ্রীল্যান্সার, তাকেই সে কাজটি করার জন্য বলবেন।  

কেন ফ্রীল্যান্সার একাউন্ট খুলবেন?

দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার আগের থেকেই জানা রয়েছে। যদি আপনার মধ্যে কোনো বিশেষ skill, talent বা knowledge রয়েছে যেগুলোর ব্যবহার করে আপনি অন্যান্য লোকেদের কাজ গুলো করতে পারবেন, তাহলে অবশই আপনার একটি freelancer account খুলে সেখানে কাজ খুজা দরকার।

এতে, আপনি ঘরে বসে অনলাইনে নিজের জানা কাজ গুলো করে টাকা আয় করতে পারবেন। তবে, এই কাজ আপনি পার্ট-টাইম বা ফুল-টাইম যেকোনো মাধ্যমেই করতে পারবেন। Freelancer এর ওয়েবসাইটে সারা বিশ্বজুড়ে অসংখক লোকেরা বিভিন্ন বিষয়ে কাজ করানোর উদ্দেশ্যে আসেন। তাই, আপনার মধ্যে যেই talent, skill বা knowledge রয়েছে, সেটা নিয়ে এখানে প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা থাকছে।

Freelancer.com / ফ্রিল্যান্সিং. কম কি ?

অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মতোই freelancer.com হলো একটি অনেক জনপ্রিয় এবং ট্রাস্টেড মার্কেটপ্লেস। এখানে, হাজার হাজার freelancer রা নিজের একটি free account তৈরি করে বিভিন্ন ধরণের কাজ পেয়ে থাকেন।

মানে, এখানে আপনারা একজন freelancer হিসেবে account তৈরি করে অনলাইনে কাজ খুঁজে সেগুলোকে করে টাকা আয় করতে পারবেন। আবার, একজন client হিসেবে account বানিয়ে অন্যান্য freelancers দের দ্বারা টাকার বিনিময়ে নানা ধরণের কাজ করিয়ে নিতে পারবেন। সোজা ভাবে বললে, Freelancer ওয়েবসাইটটি হলো, একটি অনলাইন সংগঠন (মার্কেটপ্লেস) যেখানে আপনি নতুন নতুন skills, talents এবং ideas নিয়ে কাজ করা লোকেদের পাবেন।

এটা এমন একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বিভিন্ন talent, skills, ideas নিয়ে কাজ করা freelancers এবং কাজ করানোর জন্য আগ্রহী companies / clients দের মধ্যে সংযোগ স্থাপন হয়ে থাকে। Freelancer.com ওয়েবসাইটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি এর ওপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে কাজ করতে পারবেন। তাছাড়া, এই অনলাইন ফ্রীল্যান্সার মার্কেটপ্লেস প্রায় ৬ বছর থেকেও অধিক সময় থেকে সক্রিয় রয়েছে।

ফ্রিল্যান্সার যেভাবে কাজ করে

ফ্রিল্যান্সার কি আমরা জানতে পেরেছি যে, এখন ফ্রিল্যান্সিং ব্যবসায় আসা দু’জনের সাথে কিভাবে যোগাযোগ করা যায় তা জানবো, এটি হ’ল ফ্রিল্যান্সার এবং তার কাজটি শেষ করতে হবে এমন অন্য ব্যক্তির সাথে। সুতরাং এটি করারও অনেক উপায় রয়েছে তবে বেশিরভাগ ফ্রিল্যান্সার সাইটগুলি কেবল ফ্রিল্যান্সার কাজ দেয়, কারণ এটি সম্পূর্ণ নির্ভরযোগ্য।

এইভাবে ফ্রিল্যান্সিং সাইটগুলি এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে যেখানে ক্রেতা এবং ফ্রিল্যান্সাররা একে অপরকে খুঁজে পেতে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। আজকের সময়ে, অনেক ফ্রিল্যান্সার সাইট ইন্টারনেটে পাওয়া যাবে, যেখানে আপনি ফ্রিল্যান্সিং করতে সক্ষম হবেন।

যেভাবে ফ্রিল্যান্সার হবেন

আপনার যদি প্রতিভাও থাকে বা আপনার কম্পিউটার সম্পর্কেও জ্ঞান থাকে এবং আপনিও বাড়ি থেকে কিছু সময় কাজ করে অর্থ উপার্জন করতে চান তবে তার জন্য আপনাকে যে কোনও ফ্রিল্যান্সার সাইটগুলিতে ফ্রিল্যান্সার সাইন আপ করতে হবে। যার সাহায্যে আপনি ফ্রিল্যান্সার হয়ে উঠবেন, তবে আপনি কি জানেন না যে ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো, আমরা আপনাকে বলি।

ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে 

  • ভালোভাবে কাজ শিখার আগে কোন মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন না, অন্যথায় আপনার প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা ৯৯%!  (বেশিরভাগ মার্কেটপ্লেসে আপিনি নেশনাল আইডিকার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করতে হবে তাই জীবনে দ্বিতীয়বার আপনার নামে একাউন্ট খুলতে পারবেন না)
  • একাউন্ট খোলার সময় কোন ফেক তথ্য দিবেন না
  • আপনার একাউন্টের নাম, এন আইডি এবং ব্যাংক একাউন্ট সব যাগায় নাম জন্ম তারিখ ইত্যাদি একই হতে হবে
  • অন্যদের প্রোপাইলের তথ্য বা প্রোটফোলিও কপি পেস্ট করবেন না। (রিপোর্ট করলে প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে)

ফ্রীল্যান্সার মার্কেটপ্লেসে যেসব কাজ পাওয়া যাবেঃ

দেখুন কি কি কাজ আপনারা এই অনলাইন মার্কেটপ্লেসে পাবেন সে বিষয়ে সম্পূর্ণটা বলা সম্ভব না। কেননা, আমি আগেই বলেছি যে সম্পূর্ণ বিশ্বজুড়ে লোকেরা এখানে কাজ করানোর উদ্দেশ্যে freelancers দের খুজেঁ থাকে। তাই, আলাদা আলাদা লোকেরা আলাদা আলাদা রকমের কাজ নিয়ে এই মার্কেটপ্লেসে আসেন। তবে, এই প্লাটফর্মের কিছু জনপ্রিয় এবং অধিক করানো কাজ গুলো হলোঃ

  1. Digital marketing 
  2. Content writing 
  3. Website development
  4. Logo designing 
  5. Graphics designing 
  6. WordPress
  7. HTML, CSS, Java
  8. Video editing
  9. Professional video creation
  10. Server management
  11. Android development 
  12. App development
  13. Branding

এছাড়া freelancing.com আপনারা আরও বিভিন্ন ধরনের কাজ পাবেন ।

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব?  এ সম্পর্কিত আরো কিছু ভিডিও

সঠিক নিয়মে ফ্রিল্যান্সিং একাউন্ট খোলার নিয়ম – ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো 

মোবাইল দিয়ে যেভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবেন 

”ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো” এসম্পর্কিত শেষ কথা 

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবো এই প্রশ্নগুলো যারা করেন আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে তারা তাদের উত্তর পেয়ে গেছেন।  আজকের এই সম্পূর্ণ পোস্ট এবং ভিডিওটি দেখার পরও আপনাদের কোন প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। 

Facebook Comments
Top