You are here
Home > জরুরী টিপস > জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি? জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন ও রিকভারি (সহজ মেথড)

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি? জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন ও রিকভারি (সহজ মেথড)

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি

আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি, আমার পাসওয়ার্ড ভুলে গেছি, আমি আমার ইমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো, রিকভার জিমেইল পাসওয়ার্ড এই সবগুলো সমস্যার সমাধান আজকের পোস্টে দেয়া হবে। জিমেইল পাসওয়ার্ড সংক্রান্ত সবকিছু সমাধান পেতে পোষ্টের শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো। 

ইন্টারনেটের এ যুগে কতশত সোশ্যাল মিডিয়া একাউন্ট সামলাতে হয় আমাদের। সেগুলো কে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে হয় শক্তিশালী একেকটি পাসওয়ার্ড। পাসওয়ার্ড শক্তিশালী আর ইউনিক করতে গিয়ে সেই পাসওয়ার্ড ভুলে যাবার প্রবণতাও আমাদের জন্য নতুন কিছু নয়! বিশেষ করে জিমেইলের পাসওয়ার্ড টা যেন কিছুতেই মনে রাখতে পারি না আমরা! দীর্ঘদিন পাসওয়ার্ড এর ব্যবহার প্রয়োজন হয় না বলে হুট করে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবার ঘটনার সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। 

তবে, জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া টি কিন্তু অনেক সোজা। গুগল বিভিন্ন আলাদা আলাদা মাধ্যমে আমাদের ভুলে যাওয়া জিমেইল এর পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দিয়ে থাকে।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি

আমি আমার জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি এখন করনীয়?

আমি আমার ইমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো, রিকভার জিমেইল পাসওয়ার্ড কিভাবে করব ইত্যাদি সমস্যা নিয়ে যারা প্রশ্ন করেন তারা মনোযোগের সাথে নিচের নির্দেশনা অনুসরন করুন। 

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

তিনটি উপায়ে আপনার ভুলে যাওয়া জিমেইল এর পাসওয়ার্ড চেঞ্জ বাড়ি কভার করতে পারবেন। জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি এখন কি করব যারা এটার সমাধান করেন তারা এই তিনটি উপায়ে আপনার জিমেইল পাসওয়ার্ড রিকভারি বা চেঞ্জ করতে পারবেন।

  1. রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড উদ্ধার
  2. মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট
  3. ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা বা রিকভারি করার মেথড – ১ 

রিকভারি ইমেইল এর মাধ্যমে ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড উদ্ধার

আপনার জিমেইলে যদি আগে থেকেই রিকভারি একটি ইমেইল সেট করা থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি আপনার জিমেইল একাউন্ট টি রিকভার করতে পারবেন।

এজন্য করণীয়ঃ

  1. ব্রাউজার কিংবা এপ থেকে জিমেইল একাউন্টের লগ ইন পেজে প্রবেশ করুন। সেখানে একাউন্টের নাম বসানোর জন্য একটি খালি বক্স পাবেন।
  2. যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটি খালি বক্সে টাইপ করে ‘Next’ অপশন টি চাপুন।
  3. পরবর্তীতে আইডির পাসওয়ার্ড দিতে বলা হলে Forgot Password অপশনে ক্লিক করুন।
  4. এবার Account Recovery পেজ টি দেখতে পাবেন। পেজে Send বাটনে ক্লিক করলে রিকভারি মেইল হিসেবে যে মেইলটি যুক্ত ছিলো, সেটির ইনবক্সে Verification Code চলে যাবে।৫. আপনার রিকভারি ইমেইলের ইনবক্সে আসা ইমেইল থেকে Verification Code টি কপি করে পূণরায় Account Recovery পেজে গিয়ে Enter Code বক্সে প্রেস করুন ও Next অপশন টি চাপুন।
  5. সর্বশেষ ধাপে Change Password পেজে ঢুকে আপনার জিমেইল একাউন্টের নতুন একটি পাসওয়ার্ড লিখুন। প্রদর্শিত দুইটি বক্সে একইভাবে পরপর দুইবার নতুন পাসওয়ার্ড টি প্রদান করে Save Password বাটন চাপলেই আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড আবারও আপনার দখলে এসে যাবে।

জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় মেথড – ২

মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল একাউন্ট পাসওয়ার্ড রিকভারি বা চেন্জ

আপনার জিমেইল একাউন্টে যদি আগে থেকেই একটি মোবাইল নাম্বার এড করা থাকে, সেক্ষেত্রে জিমেইল আইডির ভুলে গেলে মোবাইল নাম্বারে ভ্যারিফিকেশন কোড পাঠানোর মাধ্যমে খুব সহজেই জিমেইল রিকভার বা রিসেট করা যায়। এ পদ্ধতিতে জিমেইল রিকভার করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তবে জিমেইলে এড থাকা মোবাইল নাম্বার টি অবশ্যই সচল থাকতে হবে এবং আপনার কাছে থাকতে হবে।

মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার করতেঃ

  1. প্রথমে, ব্রাউজার বা এপ থেকে আপনার জিমেইল একাউন্টের লগ ইন পেজে প্রবেশ করুন। সেখানে জিমেইল একাউন্টের নাম বসানোর জন্য একটি খালি বক্স পাবেন।
  2. এরপর, যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটি খালি বক্সে টাইপ করে Next বাটন টি চাপুন।
  3. লোডিং হয়ে আইডির পাসওয়ার্ড দিতে বলা হলে Forgot Password অপশন টিতে ক্লিক করুন।
  4. এবার আপনাকে Account Recovery পেজ দেখানো হবে। সেখান থেকে Try Another Way বাটন টি প্রেস করুন। তারপর আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য জিমেইল একাউন্টে এড থাকা ফোন নাম্বার টি চাওয়া হবে। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আপনার এড থাকা মোবাইল নাম্বার টি বক্সে প্রবেশ করে Send বাটন চাপুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
  5. কিছুক্ষণের মধ্যে ই আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি প্রদান করে Next লিংকে চাপুন।
  6. এরপর Change Password পেজে আপনার জিমেইল একাউন্টের নতুন পাসওয়ার্ড প্রদর্শিত দুইটি বক্সে একইভাবে পরপর দুইবার নতুন পাসওয়ার্ড প্রদান করে Save Password বাটন চাপুন।
  7. এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার হারানো জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।

জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি সমস্যার মেথড -৩

ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইলের পাসওয়ার্ড রিকভারি ও চেঞ্জ করা 

আপনার জিমেইল একাউন্টে আগে থেকে রিকভারি ইমেইল বা ফোন নাম্বার– কোনোটি ই এড করা না থাকলেও জিমেইল আইডি রিকভার করা সম্ভব। সেক্ষেত্রে জিমেইল টিম আপনার পাঠানো রিকভারি অনুরোধটি যাচাই করতে আপনাকে কিছু সঠিক তথ্য প্রদান করতে বলবে। এ জন্য টিম থেকে আপনার একাউন্টটি সত্যিই আপনার কিনা তা যাচাইয়ের মাধ্যমে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করার সুযোগ দিবে। এছাড়া গুগল অনেক সময় আপনার পুরাতন পাসওয়ার্ড টি জানতে চাইতে পারে। ভুলে যাওয়ার আগে আপনার সর্বশেষ যে পাওয়ার্ডটি মনে আছে সেটি টাইপ করে টিমকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আপনি আপনার একাউন্টটি রিকভার করতে পারেন। তবে এই পদ্ধতিতে জিমেইল একাউন্ট রিকভার করার ব্যাপার টি সবসময় সফল নাও হতে পারে। জিমেইল একাউন্ট রিকভার করার তিনটে পদ্ধতির মধ্যে এই পদ্ধতি টি একটু সময়সাপেক্ষ এবং জটিল।

ইমেইল বা ফোন নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট রিকভার করতে করণীয়ঃ

  1. ব্রাউজার বা এপ থেকে জিমেইল একাউন্টের লগ ইন পেজে প্রবেশ করুন।
  2. লগ ইন পেজে আপনার জিমেইল আইডি টাইপ করে Next এ ক্লিক করে Forgot Password লিংকে প্রেস করুন।
  3. নতুন পেজে Try Another Way অপশন টিতে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে রিকভার এর অপশন লেখা দেখালে I Don’t Have My Phone লিংকে ক্লিক করুন।
  4. এরপর আপনার একটি একটিভ ইমেইল এড্রেস Enter Email বক্সে প্রদান করে Next বাটনে চাপুন।
  5. সব গুলো ধাপ অতিক্রম করার পর গুগল যাচাই করে দেখবে একাউন্টটি আপনার কিনা। সমস্ত যাচাই প্রক্রিয়া শেষে গুগলের যদি মনে হয় একাউন্টটি আপনার, সেক্ষেত্রে প্রদত্ত ইমেইলে হারিয়ে যাওয়া ইমেইলের পাসওয়ার্ড রিকভার এর ইমেইল পাবেন। এভাবেই আপনি আপনার ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড টি উদ্ধার করতে সক্ষম হবেন।

এই পদ্ধতি গুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার হারানো জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। তবে হ্যাঁ, নতুন করে জিমেইল রিকভার করার পর নতুন পাসওয়ার্ড টি কোনো নিরাপদ এবং হাতের নাগালের মধ্যের স্থানে নোট করে রাখতে ভুলবেন না যেন!

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি যারা বলেন তারা এই ভিডিওটি দেখতে পারেন

আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি

নিজের জিমেইল অ্যাকাউন্ট ভুলে গেলে তখন আপনি যেই ফোন নাম্বার দিয়ে জিমেইল ওপেন করেছিলেন সেই নাম্বারটি দিয়ে সার্চ করতে হবে।  এজন্য জিমেইল লগইন পেজে ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে ফোন নম্বরটি দিয়ে সার্চ করুন।  তাহলেই আপনার জিমেইল একাউন্ট পেয়ে যাবেন।

আমার পাসওয়ার্ড ভুলে গেছি

আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে যেখানে একাউন্ট করেছেন সেখানে ফরগট পাসওয়ার্ড অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকভারি করার চেষ্টা করুন।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কিভাবে খুজে পাব?

আমি আমার ইমেইল পাসওয়ার্ড ভুলে গেছি

আপনি আপনার ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলে আমরা উপরের আলোচনায় যে তিনটি মেথড দেখিয়েছি, ওই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ইমেইল পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। 

চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড / জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ

জিমেইল পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় আশা করি উপরের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন।  জিমেইল পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় আশাকরি উপরের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন। তারপরও জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আপনারা সেটা হেল্প পাবেন।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন

যারা জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন তারা আমাদের এই ব্লগ পোস্টে ফলো করুন।  এখানে যেসব পদ্ধতি গুলো দেখানো হয়েছে সেগুলো ফলো করলে আপনি আপনার হারানো বা ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। 

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন তা নিয়ে আমরা এই পোস্টটি তিনটি মেথর আলোচনা করলাম।  এই তিনটি মেথড বা পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন।

নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো

নিজের জিমেইল পাসওয়ার্ড দেখার কোন অপশন নেই। কারণ নিজের পাসওয়ার্ড দেখতে গেলে আপনাকে পুরনো পাসওয়ার্ড দিতে হবে।  আপনি নিজের জিমেইল পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন তার মানে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন। সুতরাং এখন আপনাকে জিমেইল পাসওয়ার্ড রিকভারি করতে হবে। হাউ টু রিকভার জিমেইল পাসওয়ার্ড এটা নিয়ে আমরা এ আর্টিকেল এর বিস্তারিত দেখিয়েছি আপনি চাইলে এই পদ্ধতি গুলো ফলো করতে পারেন। 

আমার জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করব

কিভাবে নিজের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা এই পোস্টে আমরা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। কিভাবে নিজের জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে নিজে নিজে পরিবর্তন করে নেবেন এই নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। 

জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়া সংক্রান্ত ট্যাগঃ

আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি, আমার পাসওয়ার্ড ভুলে গেছি, আমি আমার ইমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো, রিকভার জিমেইল পাসওয়ার্ড, আমার জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করব, চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড ও এন্ড্রোইড, জি মেইল পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো?

জিমেইল পাসওয়ার্ড চেক, জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবো, জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন, জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম, জিমেইল পাসওয়ার্ড ফরগত, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করব, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন, জিমেইল পাসওয়ার্ড রিকভারি, জিমেইল পাসওয়ার্ড রিকভারি ভিয়া সমস, ফরগেট জিমেইল পাসওয়ার্ড, ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার কিভাবে, ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড, ময় জিমেইল পাসওয়ার্ড।

জিমেইল পাসওয়ার্ড সংক্রান্ত শেষ কথা 

জিমেইল পাসওয়ার্ড সহ অন্যান্য সকল পাসওয়ার্ড যেহেতু আমরা একটু কঠিন দেওয়ার চেষ্টা করি এজন্য এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। কারণ সচারাচার এসব পাসওয়ার্ডের আমাদের প্রয়োজন হয় না।  কিন্তু যখন প্রয়োজন হয় তখন আর আমরা এসব পাসওয়ার্ড মনে করতে পারি না। তাই আমাদের পরামর্শ থাকবে যখনই আপনি কোথাও কোন পাসওয়ার্ড সেট করবেন সেটা কোথাও লিখে রাখবেন।  অবশ্যই সেটা গোপন কোন ডায়েরি যাতে সেটা সবাই দেখতে না পারে। 

এছাড়াও বর্তমানে বেশকিছু পাসওয়ার্ড ম্যানেজার পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন মোবাইলের জন্য জনপ্রিয় একটি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপস হল লাস্টপাস । এই লাস্টপাস সফটওয়ারটি আপনি ডেক্সটপ কম্পিউটারের জন্য ব্যবহার করতে পারেন। সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রি আপনি ইউজ করতে পারবেন। যখনই নতুন কোথাও জিমেইল বা অন্য অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এই সফটওয়্যার টি অটোমেটিকলি আপনার পাসওয়ার্ড সেভ করে রাখবে। 

Facebook Comments
Top