You are here
Home > গ্রাফিক্স ডিজাইন > ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি?

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি?

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি?

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি-আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। বর্তমান সময়ে আমাদের অনেক প্রয়োজনে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পড়ে থাকে। আবার কখনো কখনো শখের বসেও আমরা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য “ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি” এ বিষয়ে জানতে চাই। 

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি?

কেননা এখন এটা প্রায় সকলেরই জানা যে, অনলাইনে এমন অনেক সাইট রয়েছে যেখান থেকে খুব সহজেই যেকোনো ছবি এডিট করা যায় পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট রয়েছে, যেখান থেকে শুধুমাত্র মূল ছবিটা রেখে ব্যাকগ্রাউন্ড এর সমস্ত কিছু রিমুভ করাও পসিবল হয়। কিন্তু সেই সকল সাইটগুলো আসলে কোনগুলো? আসুন এ ব্যাপারেই জেনে নেই আমাদের আজকের প্রবন্ধে। 

আমাদের আজকের আলোচনায় আপনি যা যা পাচ্ছেন:

  • ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ
  • ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নিয়ম
  • ছবির ব্যাকগ্রাউন্ড কালো করার উপায়
  • ছবি থেকে সহজেই ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলার উপায়
  • ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড
  • ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সফটওয়্যার
  • ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং ওয়েবসাইট
  • ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য জনপ্রিয় মোবাইল অ্যাপস।

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি?

বর্তমানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন টুলস এবং সফটওয়্যার রয়েছে। যেগুলো ফ্রি ব্যবহার করা সম্ভব। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আপনি অনলাইনে বিভিন্ন টুলস পেয়ে যাবেন। কেননা সম্প্রতি সময়ে ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট এর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এমন অনেক টুলস বা মোবাইল অ্যাপস রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় যে কোন ছবির। 

এখন কথা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি? জানতে চাইলে এখনই আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে গুগল ব্রাউজারে প্রবেশ করুন। তারপর সার্চ করুন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে। ব্যাস সঙ্গে সঙ্গে আপনার সামনে জনপ্রিয় কিছু ওয়েবসাইট শো করবে। যেখান থেকে আপনি খুব সহজেই যেকোনো ছবি মাত্র এক মিনিটের মধ্যে আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। 

তবে আমার অভিজ্ঞতা থেকে আমি মূলত আপনাদেরকে কিছু ওয়েবসাইট সাজেস্ট করবো। যেগুলো ব্যবহার করতে আপনাকে কোন প্রকার শর্তাবলী পূরণ করতে হবে না আপনি অনেক ইজি ভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তাই সচরাচর যদি কোন ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার প্রয়োজন পড়ে তাহলে আপনি নিম্নলিখিত ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। 

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট সমূহঃ

তবে এই প্রত্যেকটি ওয়েবসাইটের মধ্যে আপনি সবথেকে ফাস্ট কাজ করতে পারবেন www.remove.bg ওয়েবসাইটে। তাই যদি আপনি ইমেজ এর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে চান তাহলে এখনই গুগলের সার্চ করুন এবং আপনার পছন্দসই যেকোন ওয়েবসাইট থেকে মাত্র এক ক্লিকে মুছে ফেলুন ব্যাকগ্রাউন্ড। 

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং ওয়েবসাইট সমূহ

ইতোমধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং ওয়েবসাইট সমূহের কিছু নাম আমরা আপনাদের সাজেস্ট করেছি। তবে এর বাইরেও এমন অসংখ্য সাইট রয়েছে যেগুলো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার সার্ভিস দিয়ে থাকে। তাই উক্ত ওয়েবসাইটগুলো ছাড়াও আপনি মূলত যে সকল ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দ মত যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন সেই সাইট/টুলস গুলোর নাম হলো:

  1. Wondershare PixCut
  2. Leawo Photo BG Remover
  3. cutout.pro
  4. HitPaw Online Background Remover
  5. Canva
  6. remove.ai
  7. BackgroundCut
  8. PhotoScissors
  9. Adobe Express
  10. InPixio
  11. Pixlr BG
  12. Fiverr

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং অ্যাপস সমূহ

আপনি যদি কোন অ্যাপস এর সাহায্যে মোবাইল ফোনে কোন ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে চান সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সফটওয়্যার হবে।

  • রিমুভ.বিজি 
  • রিমুভ. এআই
  • ব্যাকগ্রাউন্ড ইরাসার
  • এডোবি ফটোশপ এক্সপ্রেস
  • স্লাজজার. কম

এই প্রত্যেকটি আপনি শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে সার্চ করার সাথে সাথে পেয়ে যাবেন এমনকি গুগলে সার্চ করলেও সবার প্রথমে শো করবে। তাছাড়াও সবচেয়ে সুবিধা হচ্ছে এই প্রত্যেকটি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইটগুলো ফ্রিতে তাদের সার্ভিস প্রদান করে থাকে। তাই আপনি যে কোন ফটো আনলিমিটেড এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন কোন প্রকার অর্থ প্রদান না করেই। 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা মনে করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বুঝি খুবই কঠিন কোন কাজ। তবে সত্যি কথা হচ্ছে আপনি মাত্র এক ক্লিকেই যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন তাও আবার নির্ঝামেলায়। আর ইতিমধ্যে আমরা আপনাদেরকে এমনই কিছু সাইট সাজেস্ট করেছি। পাশাপাশি কিছু অ্যাপ্লিকেশন এর নামও জানিয়ে দিয়েছি যেগুলো আপনি মোবাইল ফোনে ইন্সটল করেও আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। 

ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড মূলত বিভিন্ন কারনে মুছে ফেলার প্রয়োজন পড়ে। আর তাই ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি এই নিয়ে মানুষ অহরহ সার্চ করতে থাকে গুগলে। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে খুব একটা জানেন না। তাই যে বা যারা এ সম্পর্কে কম অবগত তারা অবশ্যই আর্টিকেলটি এখানে স্কিপ না করে পরবর্তী আলোচনা গুলো মনোযোগ সহকারে পড়ুন। 

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন এক ক্লিকে খুব সহজেই

ছবির ব্যাকগ্রাউন্ড কালো

আমরা যারা ছবির ব্যাকগ্রাউন্ড এডিট সম্পর্কে জানিনা তারা সচরাচর ছবির ব্যাকগ্রাউন্ড কালো করতে চাই। কেউ কেউ আবার এমনটা চিন্তা করে হয়তো ছবিটা তোলার সময় ব্যাকগ্রাউন্ডে কালো করে নেওয়া হয়েছে। কিন্তু যারা এমনটা ভেবে থাকেন তাদের ধারণাটা ভুল। কেননা এই সব কিছু মূলত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে করা হয়। 

আপনি চাইলেও ছবির ব্যাকগ্রাউন্ড কালো করতে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র আমাদের সাজেস্ট করার যে কোন ওয়েবসাইট অথবা কোন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মোবাইলে ইন্সটল করলেই হয়ে যাবে। অনেকেই আবার ইতোমধ্যে নিশ্চয়ই এটা ভাবতে শুরু করেছেন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট অথবা এপ্লিকেশন সফটওয়্যার না হয় আপনি আপনার মোবাইল ফোনে অথবা ল্যাপটপে সংগ্রহ করলেন, কিন্তু কিভাবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? 

এ ব্যাপারে আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। তবে সত্যি বলতে আপনি যেকোন ওয়েবসাইটে প্রবেশ করলেই বুঝে যাবেন যে একটি ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়। তবুও বোঝার সুবিধার্থে চলুন এ বিষয়টিও ভালোভাবে আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক। 

ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানো | ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নিয়ম

আপনি যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। যেহেতু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এমন অসংখ্য সাইট রয়েছে তাই এ পর্যায়ে আমরা শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা ধারাবাহিকভাবে ছবির মাধ্যমে তুলে ধরবো। 

মূলত আপনি এই একই প্রক্রিয়ায় যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলতে পারবেন নির্ঝামেলায়। তাহলে আসুন ধাপে ধাপে তা জেনে নেই। 

প্রথমত: প্রবেশ করুন আপনি আপনার গুগল প্লে স্টোরে। 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার নিয়ম 1

দ্বিতীয়তঃ সার্চ করুন রিমুভ ডট বিজি লিখে।

ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার নিয়ম 2

তৃতীয়ত: ইন্সটল করে ফেলুন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভার সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি।

ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার নিয়ম 4

চতুর্থত: ইন্সটল প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে গেলে এরপর অ্যাপসটি ওপেন করুন। 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার নিয়ম 5

পঞ্চমত: আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে “এলাও রিমুভ ডট বিজি টু টেক পিকচার এন্ড রেকর্ড ভিডিও”লেখার নিচে ফার্স্ট অপশনটি সিলেক্ট করুন, এ পর্যায়ে মূলত আপনাকে এলাও করতে হবে যাতে করে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটিতে আপনি আপনার গ্যালারির যেকোনো ফটো আপলোড করতে পারেন। 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার নিয়ম 6

ষষ্ঠমত: পারমিশন দেওয়ার পরবর্তীতে আপনি আপনার google ফটোস অথবা গ্যালারি থেকে আপনার পছন্দমত যে কোন একটি ইমেজ সিলেক্ট করুন।

সপ্তমত: আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড মুছে যাবে এরপর সেই ছবিটি ডাউনলোড অপশন এ ক্লিক করে ডাউনলোড করে নিন। 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার নিয়ম 7

ব্যাস হয়ে যাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এডিট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা। এই প্রক্রিয়ায় আপনি আপনার ল্যাপটপেও যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন। ঠিক একইভাবে শুধুমাত্র এক ক্লিকে আপনি ক্যানভাতেও এই কাজটি করতে পারবেন। তবে এক্ষেত্রে ক্যানভা আপনাকে ফ্রি সার্ভিস প্রদান করবে না এর জন্য আপনাকে তাদের নির্ধারিত অর্থ পে করতে হবে। 

বোঝার সুবিধার্থে নিচের ইমেজগুলো এক নজরে দেখে নিন। 

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনি খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সক্ষম হবেন। তাই যে বা যারা ছবির ব্যাকগ্রাউন্ড এডিটিং সাইট কোনটি এ বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন তারা নিশ্চয়ই তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। 

তবুও ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা নিয়ে যদি কোন প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আমাদের ওয়েবসাইটের যে কোন পোষ্টের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন। আজ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারো নতুন টপিকের নতুন কোন আলোচনা পর্বে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আরো পড়ুনঃ

Facebook Comments
Top