You are here
Home > গ্রাফিক্স ডিজাইন > মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা 5 টি Apps

মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা 5 টি Apps

মোবাইল দিয়ে ছবি এডিট

মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য বর্তমানে বেশ কিছু অ্যাপস রয়েছে।  এই অ্যাপস গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ফটো এডিট করতে পারবেন।   কিন্তু মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড কিভাবে করবেন সেটা অনেকে জানেন না।   তাই যারা ছবি এডিট করার সফটওয়্যার খুঁজছেন তাদেরকে সাহায্য করার জন্য আজকের এই আর্টিকেল। 

আজকের এই আর্টিকেল শেষ পর্যন্ত পড়লে আপনি মোবাইল দিয়ে ছবি এডিট, মোবাইল দিয়ে ফটো এডিট, ছবি এডিট করার সফটওয়্যার, ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড, ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড, ছবি এডিট করার ওয়েবসাইট ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।

মোবাইল দিয়ে ছবি এডিট

মোবাইল দিয়ে ছবি এডিট কিভাবে করবেন সে সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালঃ

মোবাইল দিয়ে ফটো এডিট করার সফটওয়্যার

মোবাইল দিয়ে ছবি এডিট করার ওয়েবসাইট 

মোবাইল দিয়ে ছবি এডিট করার নিয়ম 

1 মিনিটে মোবাইল দিয়ে ছবি এডিট করুন 

মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপস এর তালিকাঃ

কোন অ্যাপস গুলোর মাধ্যমে মোবাইল দিয়ে ফটো এডিট সুন্দর ভাবে করা যায় সেইসব অ্যাপস গুলোকে আমরা নিম্নে তালিকাভুক্ত করেছি। এবং প্রত্যেকটা  ছবি এডিট করার অ্যাপস এর ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি।  যেন আপনারা খুব সহজেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে মোবাইল দিয়ে ফটো এডিট করার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

1. SNEPSEED – মোবাইল দিয়ে ছবি এডিট করার বেস্ট সফটওয়্যার 

মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য বর্তমানে যতগুলো অ্যাপস রয়েছে তাদের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বেস্ট।  এই অ্যাপসে আপনি যত ফিচার এবং সুযোগ সুবিধা পাবেন সেগুলো অন্যকে অতটা পাবেন না।   টেক জায়ান্ট গুগলের তৈরি এই সফটওয়্যারটি অত্যন্ত পাওয়ারফুল। 

এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে 100 মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে।  তাহলে বুঝতেই পারছেন এর জনপ্রিয়তা কতটুকু।  মোবাইল দিয়ে যে ধরনের এডিট এর কাজ এই সফটওয়ারের মাধ্যমে করতে পারবেন তা অন্য কোন সফটওয়্যার দিয়ে সম্ভব না।  বিশেষ করে মোবাইলের জন্য। 

 এই অ্যাপসটির জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হচ্ছে অসাধারণ ফিল্টার সমূহ।  এই ফিল্টার গুলো ব্যাবহার করে আপনি মুহূর্তে আপনার ছবিকে অসাধারণ করে দিতে পারেন। বর্তমানে আপনি এই অ্যাপসে 2918 বেশি ফিল্টার পাবেন আপনার ছবিকে আকর্ষণীয় করার জন্য।

অসাধারণ এই অ্যাপসটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। 

SNEPSEED ফটো এডিট করার সফটওয়্যারটির কিছু ফিচারঃ

  • ইনফরমেশন সেভ – একটি ছবি এডিট করে অন্যান্য ছবিগুলোও একইভাবে এডিট করতে চাইলে ইনফরমেশন সেভ রেখে পরবর্তী ছবিতে অ্যাপ্লাই করার সুযোগ।
  • সিলেক্টিভ ব্রাশ মোড – একটি ফটোর নির্দিষ্ট অংশে যদি ইফেক্ট প্রদান করতে চান সেক্ষেত্রে এই অ্যাপসটিতে রয়েছে সিলেক্টিভ ব্রাশ মোড। 
  • অনেক ফিল্টার্স –  ২৯টি টুলস এবং ফিল্টার: Healing, Brush, Structure, HDR, সহ আরো অনক
  • ডার্ক থিম মোডঃ এই ফটো এডিটিং অ্যাপ টিতে আপনি ডার্ক মোড পাবেন।বিশেষ করে রাতের বেলা ছবি এডিট করতে এই মরনে কাজে দেয়। 
  • টেক্সট এডঃছবি এডিট করার সময় ছবির উপরে টেক্সট এড করতে পারবেন।

মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য এই এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

2. Photoshop Express – মোবাইল দিয়ে ফটো এডিট করার সফটওয়্যার 

এডোবি কোম্পানির ফটো এডিট করার এই অ্যাপস টি অসাধারণ । এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা কম্পিউটারের মতো নিজের মোবাইলেই অনেক সহজেই ছবি এডিট করতে পারবেন । ২০২২ সালের সব থেকে সেরা এডিটিং app হিসেবে adobe photoshop express কে ধরা হয়।

এই এপসটি ব্যবহার করে, আপনারা নিজের ফটোতে (photo) contrast এবং exposure ইত্যাদি ব্যবহার করে ছবি ঠিক করতে পারবেন।এছাড়া ফটো ক্রপ (crop) করা, rotate এবং flip করা frame, border ও text ব্যবহার করা, সবকিছুই এই এপ্লিকেশন দ্বারা করা সম্ভব।

এই এপস দিয়ে যেকোনো ফটোকে পরিষ্কার এবং স্পষ্ট করে নিতে পারবেন। Photos collage maker, one touch filters, noise reduction, auto fix, text styles, filters এবং আরো অনেক ফিচার এবং অপশন অ্যাপ্লাই  করে নিজের ছবিকে পারফেক্ট (perfect) করে নিতে পারবেন। এই Apps টি Google play store এ ১২ লক্ষ থেকেও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

Photoshop Express ফটো এডিট করার সফটওয়্যারটির কিছু ফিচারঃ

  • ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা।
  • অনেক ছবি একসাথে করা অর্থাৎ কোলাজ করা।
  • ওয়ান-টাচ ফিল্টারিং সিস্টেম।
  • 80+ প্লাস এর বেশি অসাধারণ সব ফিল্টারসমূহ।
  • ফটো অটো ফিক্সিং।

3. AirBrush – মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার

আপনারা যদি নিজের যেকোনো ছবি অধিক সুন্দর ও আকর্ষিত বানিয়ে নিতে চান, তাহলে “airbrush photo editor” সব থেকে ভালো ফটো এডিটর হিসেবে প্রমাণিত হবে।যেকোনো, পিকচার (picture) সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগেই, এই app ব্যবহার করে সেই পিকচার আরো বেশি attractive বানিয়ে নেয়া সম্ভব। এই ফটো এডিটর অ্যাপস ব্যবহার করে ফটোতে বিভিন্ন special effects ব্যবহার করতে পারবেন।

তাছাড়া, perfect & smooth skin, Whiten Teeth, Brighten Eyes অপশনের সাথেই blemish এবং pimple remover এর মতো মজার features ও রয়েছে।অনেক ভালো ভালো এবং advanced editing options থাকার জন্যে, এই application গুগল প্লে স্টোরে ৪.৮ এর রেটিং পেয়েছে। তাছাড়া, এখন অব্দি ১০ লক্ষ থেকেও বেশি লোকেরা নিজের মোবাইলে ছবি এডিট করার জন্য এই app ব্যবহার করছেন। মোবাইলে ছবি এডিট করার জন্য এই সফটওয়্যারটি আপনার ব্যবহার করে দেখতে পারেন।

Airbrush – ছবি এডিট করার সফটওয়্যার টির কিছু ফিচারঃ

  • ছবিতে থাকা পিম্পল অপসারণ করতে পারবেন 
  • ছবিতে red-eye থাকলে সেটা এডজাস্ট করতে পারবেন 
  • ছবিতে দাত ও চোখ উজ্জ্বল করা যায় 
  • অনেকগুলো ফিল্টারের মাধ্যমে ছবি দেখতে আকর্ষনীয় করতে পারবেন 

4. Picsart Studio – মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপস 

মোবাইল দিয়ে ফটো এডিট করার জন্য আরেকটি সেরা সফটওয়্যার এটি। ছবি এডিট করার pics art studio app. যারা এমন ফটো এডিটর খুঁজিছেন যা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তবে এই ছবি ইডিটিং ‍app টি আপনার জন্য। একটি ছবিকে জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলতে যা যা ফিল্টার প্রয়োজন তার সমস্ত কিছুই বিদ্যমান রয়েছে এই এপ্লিকেশনটিতে। 

প্রায় তিন হাজারের বেশ টুলস বিদ্যমান রয়েছে এই মোবাইল ফটো এডিটিং টুলসটিতে। গুগল প্লে স্টোর থেকে এখন পর্যন্ত এর ডাউনলোড সংখ্যা ১বিলিয়নেরও বেশি। শুধু ছবি এডিট করার সফটওয়্যার হিসেবে নয়, ভিডিও ইডিটিং অ্যাপ হিসেবেও Picsart studio সমান জনপ্রিয়। এর  অত্যাধুনিক সব ফিল্টার আপনার ছবিকে করে তুলতে নতুনত্ব। তবে এই এপ্লিকেশনটির ফ্রি ভার্সনে আপনাকে বিজ্ঞাপনের সম্মুখীন হতে হবে। 

Picsart studio ফটো এডিট করার অ্যাপস টির কিছু ফিচারঃ

  • আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট 
  • ব্রাশ মোড 
  • ড্রইং মোড এই এপ্লিকেশন
  • টাচ ইফেক্ট
  • ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • অবজেক্ট রিমুভার
  • ২০০+ টেক্সট ফন্ট
  • ক্রপ, কোলাজ, ড্র, স্টিকার 
  • বিল্ট ইন ক্যামেরা ইফেক্ট 

5. YouCam Makeup – মোবাইল দিয়ে ফটো এডিট করার সফটওয়্যার 

মোবাইল দিয়ে ছবি এডিট করার YouCam Makeup টি সহজে ব্যবহারযোগ্য একটি জনপ্রিয় photo editing app. বেস্ট সেলফি এডিটর হিসেবে youCam সফটওয়্যারটির সুপরিচিতি রয়েছে। বেশ আলোচিত এই ফটো এডিটিং অ্যাপটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে একশত মিলিয়নেরও অধিক সংখ্যকবার।

আপনি আপনার ছবিতে স্কিনের মধ্যে ইউনিক টাচ দিতে পারবেন এই এপটির মাধ্যমে। একটি ছবিকে প্রাণবন্ত ও জীবন্ত করে তুলতে যে ধরণের টুলস প্রয়োজন হবে তার সব টুলস বিদ্যমান রয়েছে এই Photo Editing Appটিতে। সেলফি প্রেমিদের প্রথম পছন্দ জনপ্রিয়  এই youCam ফটো এডিটর। মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য আপনার অ্যাপস প্রয়োজন হলে এই অ্যাপসটি ব্যবহার করে দেখুন।

youCam মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপস এর কিছু ফিচারঃ

  • কোন ধরনের ফটো  থেকে অবাঞ্চিত  দাগ মুক্ত করতে এতে রয়েছে কাটআউট। 
  • রিমুভার টুলস। 
  • গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে সব মার্টিপারপাস ফিকশন। 
  • ভিডিও সেলফি টুলস 
  • ইনস্ট্যান্ট এনহেন্সমেন্ট সমর্থিত

মোবাইল দিয়ে ছবি এডিট সংক্রান্ত শেষ কথা 

আপনি যদি মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার খুঁজে থাকেন তাহলে আশা করি আজকের এই পোষ্ট টি আপনার অনেক উপকারে আসবে।  আমাদের তালিকায় আমরা সেরা ফটো এডিট করার অ্যাপস গুলো কে তালিকাভুক্ত করছিলাম।  এবং সবার উপরে আমরা কিছু ভিডিও দিয়েছি আপনাদের সুবিধার জন্য।  এই ভিডিও গুলো দেখে আপনারা মোবাইল দিয়ে ছবি এডিট করা শিখতে পারবেন। 

Facebook Comments
Top