You are here
Home > জরুরী টিপস > আগের মেসেঞ্জার | আগের মেসেঞ্জার ডাউনলোড লিংক

আগের মেসেঞ্জার | আগের মেসেঞ্জার ডাউনলোড লিংক

আগের মেসেঞ্জার | আগের মেসেঞ্জার ডাউনলোড লিংক

আগের মেসেঞ্জার: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। আর তাই ফেসবুক মেসেঞ্জার এর সাথে এখন ৯৯ শতাংশ মানুষ পরিচিত। কেননা মেসেঞ্জার হচ্ছে ফেসবুক তথা মেটা এর মালিকানাধীন একটি ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জিং সার্ভিস সিস্টেম, যা ২০১১ সালের আগস্ট মাসে “ফেসবুক চ্যাট” এর বদলে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্বের কাছে মেসেঞ্জার একটি ব্যাপক পরিচিত মেসেজিং অ্যাপ। 

আমাদের মাঝে এমন কিছু কিছু মানুষ রয়েছেন, যারা নতুন ফেসবুক ইউজার। আর এ কারণে নতুন যে সকল ফেসবুক গ্রাহক রয়েছেন এবং মেসেঞ্জার ব্যবহার করতে চাচ্ছেন, তাদের মনে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন এসে হাজির হয়। যেমন ধরুন– মেসেঞ্জার কি? আগের ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড লিংক? নতুন ফেসবুক মেসেঞ্জার ইনস্টল লিংক? মেসেঞ্জার ব্যবহারের নিয়ম বা ফ্রি মেসেঞ্জার ব্যবহারের কৌশলসহ প্রভৃতি। তাই আজকের আর্টিকেলে আমরা এ বিষয়ে আলোচনা করব। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আপনারা যারা আগের messenger ডাউনলোড লিংক এবং ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড লিংক ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে আসুন শুরু করা যাক।

আগের মেসেঞ্জার | আগের মেসেঞ্জার ডাউনলোড লিংক

আগের মেসেঞ্জার

ফেসবুক মেসেঞ্জার সময়ের সাথে সাথে তোমার জনপ্রিয় হয়ে উঠছে। বলা যায় যত দিন যাচ্ছে জনপ্রিয়তা যেন বাড়তেই রয়েছে মেসেঞ্জারের। আর এর কারণ হচ্ছে নতুন নতুন ফিচার এবং বিভিন্ন আপডেট। একটা সময় ছিল যখন মাত্র ১৫ এমবি ছিল ফেসবুক মেসেঞ্জার কিন্তু বর্তমান সময়ে অনেক নতুন ফিচারের কারণে এর এমবির পরিমাণ বেড়ে গিয়ে অনেক হয়ে দাঁড়িয়েছে। 

মেসেঞ্জার খুবই ব্যবহারযোগ্য একটি অ্যাপস, যা বার্তা ও আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ফেসবুক মেসেঞ্জার সম্পর্কে আজ থেকে কয়েক বছর পূর্বে ফিরে গেলে জানা যায় যে, ২০০৮ সালের ফেসবুক কর্তৃপক্ষ করতে ফেসবুক মেসেঞ্জার প্রথম বিকশিত হয়। আর সেই আগের মেসেঞ্জার সে সময় পরিচিত ছিল “Facebook Chat” নামে। 

পরবর্তীতে ২০১০ সালে তাদের বার্তা আদান-প্রদানের পরিষেবাটিকে আরো ইউনিকভাবে প্রতিষ্ঠিত করতে ২০১১ সালের দিকে স্বতন্ত্রভাবে আইওএস এবং এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত হয়। মূলত আগস্ট মাসের ৯ তারিখে ২০১১ সালে আজ থেকে ১১ বছর পূর্বে প্রাথমিক সংস্করণ হয় ফেসবুক চ্যাট নামক মেসেঞ্জার অ্যাপসটি। 

কিভাবে আগের মেসেন্জার (Messenger) ডাউনলোড করবেন? 

আগের মেসেঞ্জার ডাউনলোড 

ইতিমধ্যে আমরা আগের মেসেঞ্জার সম্পর্কে কিছু বিস্তারিত জেনেছি। এখন যে বা যারা আগের messenger ডাউনলোড লিংক খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এ পর্যায়ে আমরা তা সাজেস্ট করব। তাই আপনার যদি আগের মেসেঞ্জার ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের দেওয়া লিংকে প্রবেশ করুন। 

আগের/পুরাতন মেসেঞ্জার ডাউনলোড লিংক: ক্লিক করুন 

messenger old, old messenger download link: ক্লিক করুণ

নতুন মেসেঞ্জার

আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন ফেসবুক খুব সম্প্রতি অনেক বেশি নতুন নতুন ফিচার এড করছে নিয়ে আসছেন নানা আপডেট। তাই আগের সেই ফেসবুক চ্যাট নামক যোগাযোগ অ্যাপসটি এখন মেসেঞ্জার নামে পরিচিত। অনেকেই নতুন মেসেঞ্জার ডাউনলোড লিংক খুঁজে বেড়ান। 

এর আগে আমরা আগের মেসেঞ্জার অর্থাৎ পুরাতন মেসেঞ্জার এর ডাউনলোড লিংক উল্লেখ করেছি। তাই এ পর্যায়ে আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে নতুন মেসেঞ্জার ডাউনলোড লিংক সাজেস্ট করছি। তাই যে বা যারা নতুন messenger ডাউনলোড করতে চান বা আপনার ফোনে ইন্সটল করতে চান তারা প্রবেশ করুন এই লিংকে। 

ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করার নিয়ম

আপনি যদি আপনার ফোনে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড বা ইন্সটল করতে চান তাহলে কিভাবে করবেন? এ নিয়ে কি চিন্তিত? ব্যাপারনা যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে আপনি এখনই ফেসবুক মেসেঞ্জার আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে যা যা করতে হবে,

প্রথমত: আপনার ফোনে ডাটা অন করে প্রবেশ করতে হবে গুগল প্লে স্টোরে। 

দ্বিতীয়তঃ ফেসবুক মেসেঞ্জার অথবা মেসেঞ্জার লিখে সার্চ করতে হবে।

তৃতীয়ত: ইনস্টল অপশনে ক্লিক করতে হবে। 

ক্লিক করার পরবর্তীতে কিছু সময়ের মধ্যে আপনার ফোনে ফেসবুক মেসেঞ্জার ইন্সটল অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে। আর হ্যাঁ কখনো কখনো কিছু সমস্যার কারণে ইন্সটল হতে খুব দেরি হয় বা ঝামেলার সৃষ্টি হয়। এক্ষেত্রে আপনি চাইলে ল্যাপটপ থেকে APK ফাইল পার করে নিতে পারেন আপনার মোবাইলে। এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে:-

প্রথমত: ডাটা অন করে ক্রমে যেতে হবে। 

দ্বিতীয়তঃ মেসেঞ্জার, নতুন ফেসবুক মেসেঞ্জার, মেসেঞ্জার ডাউনলোড লিংক, নতুন মেসেঞ্জার ডাউনলোড যেকোনো একটি লিখে সার্চ করতে হবে। 

তৃতীয়ত: সাজেস্ট করা ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

এক্ষেত্রে মূলত আপনার সামনে গুগল প্লে স্টোর শো করতে পারে। পাশাপাশি পরবর্তীতে অন্যান্য কিছু ওয়েবসাইট থাকতে পারে যেখানে আপনি ভিজিট করলে এপিকে ফাইল কালেক্ট করতে পারবেন। প্রথমত সেই ফাইলটি আপনি আপনার পিসিতে ডাউনলোড করুন এরপর তা মোবাইলে পার করে নেন। পরবর্তীতে সেই ফাইল থেকেও আপনি ফেসবুক মেসেঞ্জার কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। 

আগের মেসেঞ্জার ও নতুন মেসেঞ্জার, কোনটা ভালো?

শুরুতে ফেসবুক এতটা এডভান্স লেভেলের ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে এখন ফেসবুক অর্থাৎ মেটাতে এমন অনেক কিছু অ্যাড হয়েছে যেগুলো মাথা নষ্ট করার মত। যারা এ বিষয়ে খুব অল্প জানেন তারা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করে থাকেন। সেটা হল: আগের মেসেঞ্জার ভালো নাকি নতুন messenger ভালো? 

স্বাভাবিকভাবে তাদের উত্তরে বলব অবশ্যই নতুন মেসেঞ্জার ব্যবহারের জন্য সবচেয়ে ভালো ও উপযুক্ত। আর এর কারণ হলো আপনি যদি ওল্ড ভার্সন অর্থাৎ আগের পুরাতন মেসেঞ্জার ব্যবহার করেন তাহলে বর্তমানে নতুন নতুন যে ফিচারগুলো এড হয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন না। আর নতুন ফিচার বা অপশন গুলো যদি আপনি ব্যবহার করতে চান সেগুলো উপভোগ করতে চান তাহলে অবশ্যই নতুন মেসেঞ্জার ভালো অর্থাৎ আপনাকে আপডেট facebook messenger ডাউনলোড করতে হবে। 

আর ইতোমধ্যে আমরা ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করার সম্পূর্ণ নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তাহলে আর দেরি কেন আপনি যদি আগের মেসেঞ্জার ব্যবহার করতে না চান তাহলে এখনই নতুন মেসেঞ্জার ইন্সটল করে ফেলুন আপনার মোবাইলে। 

মেসেঞ্জার এর ফিচার সমূহ কি কি?

আগের মেসেঞ্জার সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, সেই সাথে নতুন মেসেঞ্জার সম্পর্কেও আলোচনা করেছি। এখন কথা হচ্ছে মেসেঞ্জারে যে নতুন ফিচার যুক্ত হয়েছে সেগুলো আসলে কি কি? তাহলে আসুন এ পর্যায়ে জেনে নেই মেসেঞ্জারের ফিচার সমূহ সম্পর্কে। 

আমরা প্রত্যেকে জানি মেসেঞ্জার হচ্ছে একটি অ্যাপ, যাকে বলা যায় টেক্সটিং অ্যাপ। যা ওয়ান-অন-গ্রুপ মেসেজিং এর জন্য ব্যবহার করা যায়। পাশাপাশি ছবি ভিডিও পাঠানো সম্ভব হয়। সেই সাথে বেশ কিছু ইমোজি স্টিকার এবং গিফট সমূহ কনভার্সেশনে পাঠানোর সুবিধা ভোগ করা যায়। 

তবে বর্তমানে মেসেঞ্জারে সবচেয়ে সুবিধা জনক এবং ভালো ফিচার হলো, কেউ যে আপনার এসএমএস সিন করেছে তা বুঝতে পারা এবং অপরপক্ষের সেই মানুষটি আপনাকে এসএমএস ডেলিভার করছে সেই বিষয়টা এপাশ থেকেই জানতে পারা।  কেননা এই প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা ইন্ডিকেটর রয়েছে। সেই সাথে কে কখন কোন সময়ে আপনাকে টেক্সট ভিডিও বা ছবি পাঠিয়েছে সেটাও আপনি ফিচারের সাহায্যে জানতে পারবেন। তাই মেসেঞ্জার এর ফিচারসমূহ মূলত খুবই সুবিধাজনক এবং আনন্দদায়ক। 

পরিশেষে: “আগের মেসেঞ্জার”সম্পর্কিত আমাদের আজকের আলোচনা পরবো মূলত এখানেই শেষ করছি। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেওয়ার লিংক থেকে আপনি আগের মেসেঞ্জার ইন্সটল করতে সক্ষম হয়েছেন কি না! সেই সাথে আমাদের প্রবন্ধটি ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী পোস্টের নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট বুকমার্ক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আরো পড়ুনঃ

Facebook Comments
Top