দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কোনটি দেখে নিশ্চিত করা যায় বর্তমান সময়ে খুবই পরিচিত একটি প্রশ্ন এটি। ২০১২ সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত একটি অনলাইন ই-কমার্স ফ্যাশন ওয়েবসাইট দারাজ। যার কার্যক্রম ২০১৫ সালে আমাদের এই ছোট্ট বাংলাদেশেও শুরু হয়েছিল। এটি এমন একটি ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে প্রচুর গ্রাহক তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করে থাকেন।
কিন্তু বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ছোঁয়ায় যেমন অনেক কিছু সুবিধাদায়ক হয়ে উঠে, ঠিক একইভাবে অসুবিধার কারণ হয়েও দাঁড়িয়েছে। কেননা বর্তমান সময়ে বাংলাদেশে এমন অনেক ই-কমার্স সাইট এর আগমন ঘটেছে, যারা শুধুমাত্র প্রতারণার জন্য নতুন নতুন ফাঁদ তৈরি করছে। আর এ বিষয়ে আমরা প্রত্যেকে কমবেশি জানি।
এখন কথা হলো– সেইসব প্রতারক দলের হাত থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? আর কিভাবেই বা চিনতে পারবেন দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য। নিশ্চয়ই কোন চিহ্ন বা ইঙ্গিত থাকবে এটাই স্বাভাবিক, আর এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবুও এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে থাকুন।
কেননা আজকের প্রবন্ধে আমরা আলোচনা করব— দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কোনটি দেখে নিশ্চিত করা যায় সে সম্পর্কে। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, তাহলে আসুন কথা না বাড়িয়ে জেনে নেই, দারাজ অ্যাপে অথেন্টিক ব্রান্ডের পণ্য চিহ্নিত করার উপায় এবং এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যাবলী।
দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কোনটি দেখে নিশ্চিত করা যায়?
আপনি যদি প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে চান এবং দারাজ অ্যাপ থেকে কেনাকাটার অভিজ্ঞতা কে সম্পূর্ণ খাঁটি করতে চান তাহলে আপনার জন্য একটি মাত্র উপায় খোলা রয়েছে। কেননা যেকোনো গ্রাহক দারাজ অ্যাপ এ অথেন্টিক ব্যান্ডের পণ্য চিহ্নিত করতে সক্ষম হবেন এই উপায়টি অবলম্বন করলে। আর যদি আপনি এর কোন কিছু না ভেবে কোন প্রোডাক্ট কেনার জন্য অর্ডার দিয়ে ফেলেন তাহলে গচ্ছা যেতে পারে আপনার টাকাগুলো।
দেখুন আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এবং অনলাইনে শপিং করে থাকেন তারা নিশ্চয়ই প্রতারণার ব্যাপারে জেনে থাকবেন। আশেপাশে খবর নিলে এমন অনেক মানুষের সন্ধান মিলবে যারা কিনা অনলাইনে শপিং করতে গিয়ে অনেক অনেক টাকা হারিয়েছে। শুধু এটুকুই নয় সামান্য শুধু শপিং এর ক্ষেত্রে যে এমনটা ঘটেছে তা বললেও ভুল হবে। প্রতারক চক্রের পরিসীমা টা এখন অনেক বেশি বিস্তৃত। আর তাই খুব অল্প টাকা থেকে বেশি মোটা পরিমাণ টাকা ও মানুষ প্রতারকের হাতে তুলে দিয়েছে না বুঝে।
আপনি যদি পত্রপত্রিকা বা নিউজ নিয়মিত পড়ে অথবা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এ ব্যাপারে জানবেন। এখন এতকিছু শোনার পর নিশ্চয়ই আপনার মনে এমন প্রশ্ন আসতে পারে, আপনি বলতেই পারেন, তাহলে কি অনলাইন থেকে কোন কেনাকাটা করবো না? তাদের উত্তরে বলব, হ্যাঁ অবশ্যই কেনাকাটা করবেন। কেননা বর্তমান যুগ আধুনিক এবং অনেক বেশি স্মার্ট। তাই সময়ের সাথে সাথে আপনাকেও স্মার্ট হয়ে উঠতে হবে।
এজন্য অনলাইনেও আপনি কেনাকাটা করতেই পারেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখাটা জরুরী। স্বাভাবিকভাবে আপনি এটা নিশ্চয়ই জানবেন, আপনি যদি অনলাইন এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে কোন না কোন ই-কমার্স ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আর এক্ষেত্রে ধরুন আপনার সেই ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে দারাজ। তবে আপনি দারাজ কিংবা বাংলাদেশের যে কোন ই-কমার্স সাইট থেকেই পন্য কিনতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে সেই প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপন দেখে কোন প্রোডাক্ট কিনতে আসক্ত হলে চলবে না।
আপনি যদি রংচনে প্রোডাক্ট বা চটকদার বিজ্ঞাপন দেখে কোন পণ্য খুব দ্রুত অর্ডার দিয়ে ফেলেন তাহলে বলব এটা আপনার বড্ড বড় বোকামি। মূলত কোন বিজ্ঞাপন দেখে কোন পণ্য কেনাটা একেবারেই উচিত নয়। যেকোনো প্রোডাক্ট কিনতে হলে আগে সেই প্রোডাক্ট কোন কোম্পানির কোন সাইটের তার প্রমাণস্বরূপ বিস্তারিত জানতে হবে আপনাকে। যেহেতু আমরা আজকে দারাজ নিয়ে আলোচনা করছি তাই এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো সেই উপায়টি, যেই উপায়টি অবলম্বন করলে আপনি দ্বারা যে ভাল মানের প্রোডাক্ট কিনতে পারবেন এবং একেবারেই ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আসুন এ বিষয়ে জানি।
দারাজে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য চিহ্নিত করার উপায়
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম রয়েছে। তাই আপনি যদি অনলাইনে দারাজ থেকে কোন প্রকার জিনিস অর্ডার করতে চান তাহলে সেই পণ্যটি অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কিনা তার নিশ্চিত করতে হবে। আর সেটা নিশ্চিত করতে আপনার হাতে তিনটা উপায় রয়েছে। সেগুলো হলো:
- দরাজ মল ট্যাব থেকে কেনাকাটা করা
- Daraj অনলাইন শপিং ওয়েবসাইট/অ্যাপ লোগো মাথায় রাখা
- সার্চ বা অনুসন্ধানের ফলাফলসমূহ ফিল্টার করণ করা
মূলত আপনি যদি দারাজ মল ট্যাবের মাধ্যমে ব্রাউজ করেন তাহলে দারাজের নামে অন্য কোন প্রডাক্ট আপনার সামনে আসার কোনই উপায় থাকবে না। সুতরাং দারাজ থেকে শুধুমাত্র আসল পূর্ণ কেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দারাজ মল ট্যাব থেকে কেনাকাটা করা।
কেননা আপনি যখন দারাজ মল ট্যাব থেকে কোন পণ্য অর্ডার করবেন তখন একটু লক্ষ্য করলেই পণ্যের পাশে দেখতে পারবেন ১০০% জেনুইন পণ্য এবং ১৪ দিনের সহজ রিটার্ন পলিসি নামক নির্দেশনাবলী। তাছাড়াও দারাজ অনলাইন শপিং ওয়েবসাইট এবং ব্রাউজ করার সময় আপনি দারাজ মল এর লোগোটি মাথায় রাখবেন। যখনই আপনি কোন প্রোডাক্ট কেনার জন্য দারাজ ও অনুসন্ধান করবেন এবং নির্দিষ্ট একটি পণ্য কিনতে চাইবেন, সেই পণ্যের ফলাফল দারাজ মল ট্যাগ সহ দেখতে পাবেন।
সত্যি বলতে দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য চিহ্নিত করার উপায় গুলোর মধ্যে সবচেয়ে সেরা ও কার্যকরী মাধ্যম হলো এটি। তাই অবশ্যই দারাজ মল লোগোটি মনোযোগ সহকারে দেখুন এবং তার মনে রাখুন। কেননা প্রত্যেকটি প্রোডাক্টের নিচের দিকে দারাজ মল লোগো দেওয়া থাকে।
তো পাঠক বন্ধুরা, আপনি যদি দারাজ অ্যাপ এ অথেনটিক ব্র্যান্ডের পণ্য দেখে নিশ্চিত করার কথা ভেবে থাকেন তাহলে দারাজ মলের লোগো নজরে আনুন এবং নিঃসন্দেহে সেই পণ্যটি অর্ডার করে ফেলুন। এবার আসুন দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এবং দারাজ অনলাইন শপিং মল নিয়ে আরো কিছু আলোচনা করা যাক।
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম
দারাজ থেকে পণ্য কেনার জন্য আপনাকে ধাপে ধাপে কিছু কাজ করতে হবে। দারাজে অর্ডার করার পদ্ধতি বলা যায় খুবই সহজ এবং অন্য যেকোনো পণ্য বা প্রোডাক্ট অর্ডার করার মতই। তাহলে আসুন দারাজ অনলাইন শপিং বাংলাদেশ থেকে আপনি কিভাবে পণ্য কিনবেন সে নিয়ে এ টু জেড জেনে নেওয়া যাক।
প্রথমত: আপনাকে গুগল প্লে স্টোর থেকে দারাজ apps ইন্সটল করতে হবে।
দ্বিতীয়ত: আপনাকে সেই অ্যাপ ওপেন করতে হবে পাশাপাশি মোবাইল নম্বর ও প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
তৃতীয়ত: অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনার পছন্দ শরীফ পণ্যটি সিলেক্ট করতে হবে। এরপর দারাজ থেকে পণ্য কেনার নিয়মে আপনাকে Buy Now অপশনটি ক্লিক করতে হবে।
চতুর্থত: বাই নাও অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার ঠিকানা দিতে হবে।
পঞ্চমত: আপনি যে মোবাইল নম্বরটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করেছেন সেটা দিতে হবে।
এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে proceed to pay অপশনে ক্লিক করতে হবে।
ষষ্ঠমত: অনেকগুলো পেমেন্ট অপশন থেকে আপনার নির্দিষ্ট একটি অপশন সিলেক্ট করতে হবে। অর্থাৎ নগদ, রকেট, বিকাশ যার মাধ্যমে আপনি প্রোডাক্টের দাম পেমেন্ট করবেন তার সিলেক্ট করতে হবে। এসময় যদি আপনি কার্ডে বিল পে করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিসা কার্ড অপশনটি সিলেক্ট করতে হবে।
তবে হ্যাঁ, আপনি যদি কোন প্রোডাক্ট হাতে পাওয়ার পরবর্তীতে পেমেন্ট দিতে চান সেই অপশনটিও এখানে রয়েছে। তাই চাইলে তা সিলেক্ট করতে পারবেন। অপশনটির নাম হলো ক্যাশ অন ডেলিভারি। সুতরাং দারাজ আপনাকে ক্যাশ অন ডেলিভারির সুযোগও প্রদান করবে।
তাহলে আর দেরি কেন, নির্দিষ্ট প্রোডাক্টটি চিহ্নিত করুন এবং আমাদের দেওয়ার নিয়ম অনুযায়ী এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দসই পণ্য এবং মন খুলে কেনাকাটা করুন দারাজ অনলাইন শপিং বাংলাদেশ থেকে।
দারাজ মলে কোন ধরনের ব্র্যান্ড স্টোর পাওয়া যায়?
দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কোনটি দেখে নিশ্চিত করা যায়- এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ বুঝে গেছেন। এখন আর্টিকেলের এ পর্যায়ে আমরা আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব শর্টকাটে। অনেকে সাধারণত একটি প্রশ্ন করে থাকেন। প্রশ্নটি হচ্ছে– daraj শপিংমল থেকে কোন ধরনের ব্র্যান্ড স্টোর পাওয়া যায়?
মূলত তাদের উত্তরে বলব দারাজ এমন একটি ই-কমার্স ওয়েবসাইট যেখানে আপনি মূলত দুই ধরনের ব্র্যান্ড শপ বা সেলার স্টোর দেখতে পাবেন। একটি হচ্ছে সার্টিফাইড স্টোর। এবং অপরটি হচ্ছে ফ্ল্যাগ শিপ স্টোর।
তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়– এতকিছু নজরে রাখার পরবর্তীতেও কিন্তু আপনি দারাজ থেকে একটি অনাকাঙ্ক্ষিত পণ্য হুটহাট পেতেই পারেন। এখন কথা হচ্ছে এক্ষেত্রে আপনার করণীয় কি। মানে আপনি কি করবেন বা কিভাবে তা বুঝতে পারবেন। এ ব্যাপারে আলোচনা করতে গেলে মূলত একটা কথাই বলতে হবে, সেটা হচ্ছে:
দারাজ অনলাইন শপ মূলত সব সময় চেষ্টা করে যে আপনি তাদের ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে আসল পণ্যটি খুব সহজে খুঁজে পান। বিশেষ করে আপনি দারাজ স্মল সেলার এর কাছ থেকে পণ্য ক্রয় করছেন।
তাই এই নিয়ে চিন্তার কোন কারণ নেই। সিকিউরিটির ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। তাছাড়াও ১৪ দিনের সহজ রিটার্ন পলিসি দারাজে তো রয়েছেই। তাই দুর্ভাগ্যবশত যদি একটি অনাকাঙ্ক্ষিত পণ্য ডেলিভারি পেয়ে যান তাহলে সমস্যা নেই, আপনি রিটার্ন দিতে পারবেন।
দারাজ অনলাইন শপিং মল
দারাজ অনলাইন শপিং মল থেকে আপনি শুধুমাত্র চোখ কান খোলা রাখলে নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট লাভ করতে পারবেন। আশা করছি আমাদের ইনস্ট্রাকশন গুলোর ফলো করলে আপনি দারাজ অ্যাপে অথেনটিক ব্র্যান্ডের পণ্য চিহ্নিত করতে পারবেন। তবুও যদি এ ব্যাপারটি বোঝার ক্ষেত্রে কোন কমতি থেকে থাকে তাহলে দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওটি।
ভিডিও লিংকঃ
তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা পর্ব। অবশ্যই কমেন্ট করে জানাবেন- দারাজ অ্যাপে অথেন্টিক ব্র্যান্ডের পণ্য কোনটি দেখে নিশ্চিত করা যায়? এ সম্পর্কিত আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কতটা হেল্পফুল মনে হয়েছে। সেই সাথে পরবর্তী যেকোনো পোস্টের নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।
আরো পড়ুনঃ
- জেনে নিন ফ্রিল্যান্সিং শুরু করার সম্পূর্ণ গাইডলাইন
- মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সবচেয়ে সহজ নিয়ম ও 5 টি অ্যাপস
- ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো, ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ
- সোসাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব
- মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন, মোবাইল দিয়ে লোগো ডিজাইন, মোবাইল দিয়ে ব্যানার তৈরি
- মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো?
- সৃজনশীল উদ্যোক্তা হয়ে ঘরে বসেই আয় করুন
- লোগো ডিজাইন কি? লোগো ডিজাইন করে কত টাকা আয় করা সম্ভব?
- শেয়ার কেনার সময় যেসব ভুল করা যাবেনা
- শেয়ার বাজার এর বর্তমান অবস্থা এবং যেভাবে বিনিয়োগ করবেন
- চাকরির আবেদন পত্র লিখার নিয়ম
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা – Best Freelancing Marketplace List